মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭

বাদীর মোকদ্দমার আরজি আদালত কর্তৃক গৃহীত এবং রেজিঃকৃত হওয়ার পর আদালত কী করেন


১। বাদীর মোকদ্দমার আরজি আদালত কর্তৃক গৃহীত এবং রেজিঃকৃত হওয়ার পর  আদালত কী করেন? ক) ডিক্রী প্রদান খ) আদেশ প্রদান গ) ক ও খ ঘ) সমন জারি
২। একাধিক বিবাদী থাকলে সমন দিতে হইবে- ক) সকলকে খ) ১নং কে গ) ২নং কে ঘ) কোনটি নয়
৩। বিবাদী কারাগারে থাকিলে অর্ডার ৫রুল ২৪ অনুসারে সমন কার নিকট দিতে হইবে?
ক) কারাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট খ) নিকট আত্মীয়ের নিকট গ) বিবাদীর নিকট ঘ) কোনটি নয়
৪। বিবাদী সরকারী কর্মচারী হইলে সমন কার নিকট পাঠানো বা প্রেরণ করিতে হইবে?
ক) বিবাদীর অফিসের প্রধানের নিকট খ) বাদীর নিকট গ) বিবাদীর নিকট ঘ) কোনটি নয়
৫। মামলা শুনানীর পর আদালত রায় ঘোষণা করিবে এবং এরূপ ভিত্তিতে ডিক্রী প্রদত্ত হইবে- উক্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে?
ক) ৩৩ ধারা খ) ১৩ ধারা গ) ২৩ ধারা ঘ) কোনটি নয়
৬ স্ত্রী লোকের ব্যক্তিগতভাবে আদালতে হাজিরা হইতে অব্যাহতি বিষয়ে বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে? ক) ১৩১ ধারা খ) ৯৭ ধারা গ)  ১৩৯ ধারা ঘ) কোনটি নয়
৭। অধঃস্তন আদালতের ভাষা সম্পর্কে বিষয় বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে? ক) ১৩৭ ধারা খ) ১৯৭ ধারা গ) ১৩৯ ধারা ঘ) কোনটি নয়
৮। কে কে মোকদ্দমার বাদী হইতে পারে উক্ত বিষয়ে বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে?
ক) অর্ডার ১ রুল ১ খ) অর্ডার ১ রুল ২ গ) অর্ডার ১ রুল ৩ ঘ) অর্ডার ৪ রুল ৪
৯। কে কে মোকদ্দমার বিবাদী হইতে পারে উক্ত বিষয়ে বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে?
ক) অর্ডার ১ রুল ১ খ) অর্ডার ১ রুল ২ গ) অর্ডার ১ রুল ৩ ঘ) অর্ডার ৪ রুল ৪
১০। আরজি বা জবাব পক্ষগণ কর্তৃক সত্যপাঠ থাকিতে হইবে- উক্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে?
ক) ক) অর্ডার ৬ রুল ১৫ খ) অর্ডার ৪ রুল ৫ গ) অর্ডার ৬ রুল ১০(৫) ঘ) অর্ডার ৪ রুল ৩
১১। বাদীর আরজি দাখিল করিতে হয় কিসের মাধ্যমে? ক) সত্যপাঠ খ) হলফনামা গ) এফিডেভিট ঘ) কোনটি নয়
১২। প্রত্যেক আরজি জবাব মোকদ্দমার পক্ষ এবং তার এডভোেেকট কর্তৃক স্বাক্ষরিত হতে হবে-উক্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে?
ক) অর্ডার ৬ রুল ১৪ খ) অর্ডার ৬ রুল ৫ গ) অর্ডার ৬ রুল ১০(৫) ঘ) অর্ডার ৬ রুল ৩
১৩। বিবাদীর লিখিত জবাব দাখিল করিতে হয় কিসের মাধ্যমে? ক) সত্যপাঠ খ) হলফনামা গ) এফিডেভিট ঘ) কোনটি নয়
১৪। বিবাদীর হাজিরা ও জবাব দানের জন্য মসনে নির্ধারিত তারিখে পক্ষগণের হাজির হইতে হইবে উক্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে?
ক) অর্ডার ৯ রুল ১ খ) অর্ডার ৬ রুল ৫ গ) অর্ডার ৬ রুল ১ ঘ) অর্ডার ৬ রুল ৩
১৫। বাদী খরজ প্রদান না করার দরুন সমন জারী না হইয়া থাকিলে মোকদ্দমা খারিজ করা যায় উক্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে? ক) অর্ডার ৯ রুল ২ খ) অর্ডার ৬ রুল ৫ গ) অর্ডার ৯ রুল ১ ঘ) অর্ডার ৬ রুল ৩
১৬। বাদী বা বিবাদী কোন পক্ষই নির্ধারিত দিনের আদালতে হাজির না হইলে আদালত মামলা খারিজের আদেশ প্রদান করিতে পারিবেন উক্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে? ক) অর্ডার ৯ রুল ৩ খ) অর্ডার ৯ রুল ৫ গ) অর্ডার ৯ রুল ১ ঘ) অর্ডার ৬ রুল ৩
১৭। অনুপস্থিতির কারণে কোন মোকদ্দমা খারিজ বা একতরফা ডিক্রী হইলে একই আদালতে একই মোকদ্দমা পূর্নবহালের আবেদনকে কি বলে?
ক) ছানী মোকদ্দমা খ) আপীল গ) রিভিশন ঘ) কোনটিই নয়
১৮। বাদী-বিবাদী উভয়ে হাজির না হওয়ার কারণে আদালত কর্তৃক মোকদ্দমা খারিজ হইলে খারিজ মামলা পূনঃজ্জীবিত করার জন্য দেওয়ানী কার্যবিধির কোন বিধান অনুসারে করিতে হইবে? ক) অর্ডার ৯ রুল ৪ খ) অর্ডার ৯ রুল ৫ গ) অর্ডার ৯ রুল ৩ ঘ) অর্ডার ৬ রুল ৩
১৯। বিনা জারিতে সমন ফেরত আসিলে বাদীপক্ষ কত দিনের মধ্যে নতুন করিয়া সমন দেওয়ার আবেদন না করিলে মামলা খারিজ হইবে?
ক) ১৪ দিন খ) ২১ দিন গ) ৩ মাস ঘ) ৩০ দিন
২০। বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রী হইলে ডিক্রী প্রদানকারী আদালতে উক্ত ডিক্রী রদ করার সময়সীমা কত দিন? ক) ১৪ দিন খ) ২১ দিন গ) ৩ মাস ঘ)০ দিন



বাংলাদেশের বাইরে বসবাসরত কোন ব্যক্তিকে সাক্ষ্য দেয়ার জন্য আদারত


১। বাংলাদেশের বাইরে বসবাসরত কোন ব্যক্তিকে সাক্ষ্য দেয়ার জন্য আদারত- ক) অনুরোধপত্র দিবে খ) ডিক্রি দিবে গ) আদেশ দিবে ঘ) সমন জারীর নির্দেশ দিবে
২। জারীকৃত সমন ডেলিভারী দেয়ার পর প্রাপ্তি স্বীকারের জন্য কার স্বাক্ষর লাগবে? ক) যিনি সমন গ্রহণ করেছেন  খ) বিবাদীর  গ) বিবাদির প্রতিনিধির ঘ) উপস্থিত সাক্ষীর
৩। বিবাদী যদি সৈনিক, নাবিক বা বৈমানিক হয় তবে সমন প্রদানের জন্য কার নিকট পাঠানো হবে?
ক) বিবাদীর পিতাকে  খ) বিবাদীর স্ত্রীকে  গ) বিবাদীর প্রতিনিধিকে  ঘ) বিবাদীর কমান্ডিং অফিসাকে
৪। মোকাদ্দমার শুনানী সমাপ্ত হওয়ার পর কতদিনের মধ্যে আদালত প্রকাশ্যে রায় ঘোষণা করবে? ক) যত তাড়াতাড়ি সম্ভব খ) তৎক্ষণাৎ গ) অনুর্ধ্ব ৭ দিন  ঘ) খ ও গ
৫। দেওয়ানী কার্যবিধির কোন ধারায় মূলতবির বিধান আছে? (ক) আদেশ ৭  (খ) আদেশ ১৭  গ) আদেশ ১৬  ঘ) আদেশ ১৮
৬। প্রত্যাখিত আরজি কিভাবে পুনরুজ্জীবিত করা যায়? ক) সংশোধন করে  খ) পিটিশন দিয়ে  গ) কোনভাবেই সংশোধন করা যায় না  ঘ) কোনটিই নয়
৭। মোকদ্দমার রায় সংশোধনের পরে আরজী সংশোধন করা যায় কি? ক) যায় খ) যায়না  গ) ক ও খ  ঘ) কোনটিই নয়
৮। দেওয়ানী মামলার বিবাদী কোনটি দাখিল করেন ? (ক) আরজি (খ) জবাব (গ) এজাহার (ঘ) ক ও খ
৯। দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ সালের কত নং আদেশে লিখিত জবাবের বিবরণ দেয়া আছে ? ক) আদেশ ৬ খ) আদেশ ৭ গ) আদেশ ৮ ঘ) আদেশ ৯
১০। খারিজকৃত মোকদ্দমা পুনরুজ্জীবিত করা যায় কখন ?
ক) তামাদি আইন দ্বারা বারিত না হলে খ) বাদী উপযুক্ত কারণ প্রদর্শন করে গ) যে কোন সময় উপযুক্ত কারণ প্রদর্শন করে ঘ) ক ও খ

দেওয়ানী কার্যবিধি অনুসারে রেফারেন্স কে করতে পারে ?

১। নিচের কোনটি সমন জারীর পদ্ধতি ? ক) বিবাদীকে ব্যক্তিগতভাবে সমন প্রদান খ) বিবাদীর গৃহে সমন ঝুলিয়ে দেয়া গ) পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে সমন প্রদান ঘ) উপরের সবগুলোই
২। রিভিশন প্রযোজ্য হয় কখন? ক) এখতিয়ারের অনিয়মিত প্রয়োগ খ) এখতিয়ারের অপপ্রয়োগ গ) এখতিয়ার সম্পর্কে অবৈধ ধারণা ঘ) উপরের সবগুলোই
৩। দেওয়ানী কার্যবিধি অনুসারে রেফারেন্স কে করতে পারে ?
(ক) সংক্ষুব্ধ পক্ষ খ) যে কোন ব্যক্তি গ) মোকদ্দমা বা আপীল বিচারকারী বা ডিক্রীজারীকারক আদালত ঘ) উপরের সবগুলোই
৪। দেওয়ানী কার্যবিধির কত ধারাতে আদালত রেফারেন্স এখতিয়ার প্রয়োগ করতে পারে ? ক) ১১০ ধারা খ) ১১২ ধারা গ) ১১৩ ধারা ঘ) ১১৪ ধারা
৫। কে আপীল করতে পারে ? ক) রায়, ডিক্রি বা আদেশের ফলে ক্ষতিগ্রস্থ ব্যক্তি খ) রায়, ডিক্রি বা আদেশের ফলে সংক্ষুব্দ ব্যক্তি
গ) রায়, ডিক্রি বা আদেশের ফলে উপকৃত ব্যক্তি ঘ) ক ও খ
৬। কোনটি আপীলযোগ্য? ক) রিভিউ আবেদন মঞ্জুর করার আদেশ খ) রিভিউ আবেদন প্রত্যাখ্যানের আদেশ গ) ক ও খ ঘ) কোনটিই নয়
৭। একতরফা ডিক্রির কী করা যায় ? ক) আপীল করা যায় খ) রিভিউর জন্য আবেদন করা যায় গ) রদ করার জন্য আবেদন করা যায় ঘ) উপরের সবগুলোই
৮। দেওয়ানী কর্যবিধির কত নং আদেশে আদালত কর্তৃক পক্ষগণের জবানবন্দি গ্রহণ সংক্রান্ত বিধান আছে ? ক) আদেশ ১০ খ) আদেশ ১১ গ) আদেশ ১২ ঘ) আদেশ ১৩
৯। দেওয়ানী কার্যবিধির কোন আদেশে প্রথম শুনানীর দিনে মোকদ্দমা নিষ্পত্তি সংক্রান্ত বিধান আছে ? ক) আদেশ ১৫ খ) আদেশ ১৬ গ) আদেশ ১৭ ঘ) আদেশ ১৮
১০। দেওয়ানি কার্যবিধির কোন আদেশে সাক্ষির ও হাজিরা সংক্রান্ত বিধান আছে ? ক) আদেশ ১৫ খ) আদেশ ১৬ গ) আদেশ ১৭ ঘ) আদেশ ১৮

সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারার অধীনে মামলার তামাদির মেয়াদ কত

১। ৫ ধারামতে নিচের কোনটি সুনির্দিষ্ট প্রতিকার নয় ? ক) রিসিভার নিয়োগ খ) কোন একটি পক্ষকে যে কাজ করতে সে বাধ্য তা করতে নির্দেশ দেয়া
(গ) কোন একটি পক্ষকে ক্ষতিপূরণ দেয়া (ঘ) কোন সম্পত্তির দখল গ্রহণ করে তা তার দাবীদারের নিকট অর্পণ করা
২। কত ধারায় নিরোধক প্রতিকারকে সংজ্ঞায়িত করা হয়েছে ? ক) ৩ ধারায় খ) ৫ ধারায় গ) ৬ ধারায় ঘ) খ ও গ
৩। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারার অধীনে মামলার তামাদির মেয়াদ কত ? ক) ৬ মাস   খ) ১ বছর গ) ১২ বছর ঘ) ৯০ দিন
৪। ৯ ধারার অধীনে মামলার তামাদির মেয়াদ কত দিন ? ক) ৬ মাস খ) ১ বছর  গ) ১২ বছর ঘ) ৯০ দিন
৫। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের আলোচনা করা হয়েছে ? ক) ৮ ধারা খ) ৯ ধারা গ) ১০ ধারা ঘ) ১১ ধারা
৬। দখলের অধিকারী ব্যক্তি যদি দখলে না থাকেন তবে কোন ধারায় প্রতিকার চাইতে পারেন ? ক) ৫ খ) গ) ৯ ঘ) ১২
৭। কত ধারায় দখল পুনরুদ্ধারের জন্য সরকারের বিরুদ্ধে মামলা করা যায় ? ক) ৫ খ) গ) ৯ ঘ) ১২
৮। কোন ধারার মামলার ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপীল বা রিভিউ করা যাবে না ? ক) ৫ খ) ৮ গ) ঘ) ১২
৯। কোন ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না ? ক) ৫ খ) ৮ গ) ঘ) ১২
১০। ৮ ধারার অধীন মামলায় - ক) আপীল করা যায় খ) রিভিউ করা যায়গ) আপীল/রিভিউ করা যায় না ঘ) ক ও খ

ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারার দখল পুনরুদ্ধারের মামলা কোথায় দায়ের করতে হবে

১। ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারার দখল পুনরুদ্ধারের মামলা কোথায় দায়ের করতে হবে ?
ক) সহকারী জজ আদালতে খ) জেলা জজ আদালতগ) নির্বাহী ম্যাজিস্ট্রেট  ঘ) ক ও খ
২। “পুলিশকে আত্মহত্যা ইত্যাদির অনুসন্ধান করতে হবে এবং তার প্রতিবেদন দিতে হবে” - উক্ত বিধান কোথায় আছে ? ক) ধারা ১৭৩  খ) ধারা ১৭৪ গ) ধারা ১৭৫ ঘ) ১৭৬
৩। না-রাজীর আবেদন করতে পারেন ? (ক) আসামী (খ) অভিযুক্ত ব্যক্তি (গ) অভিযোগকারী   (ঘ) কোনটিই নয়
৪। না-রাজীর আবেদন নামঞ্জুর হলে প্রতিকার কী ? (ক) আপীল (খ) রিভিশন (গ) ক ও খ (ঘ) কোনটিই নয়
৫। মামলা আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট ফৌজদারী কার্যবিধির কত ধারার বিধান মোতাবেক বাদীর জবানবন্দী গ্রহণ করেন ?ক) ধারা ১৬১ খ) ধারা ১৮০ গ) ধারা ২০০ঘ) কোনটিই নয়
৬। না-রাজীর আবেদন কত ধারা অনুযায়ী করতে হয় ? (ক) ধারা ১৬১ (খ) ধারা ১৮০ (গ) ধারা ২০০ (ঘ) কোনটিই নয়
৭। “আমলে লইবার ক্ষমতা না থাকিলে ম্যাজিস্ট্রেট মন্তব্য লিপিবদ্ধ করিয়া নালিশটি বাদীকে ফেরত দিবেন”-উক্ত বিধান কোন ধারায় আছে ?
(ক) ধারা ১৯১ (খ) ধারা ২০০ (গ) ধারা ২০১ (ঘ) কোনটিই নয়
৮। ম্যাজিস্ট্রেট কোন ধারার বিধান মোতাবেক নিজেই মামলা তদন্ত করতে পারেন ? ক) ধারা ২০০ খ) ধারা ২০১ গ) ধারা ২০২ ঘ) ধারা ২০৩
৯। ২০২ ধারার বিধান মোতাবেক তদন্ত সম্পন্ন হওয়ার পর ম্যাজিস্ট্রেট কোন ধারার বিধান মোতাবেক নালিশ খারিজ করতে পারেন ?
ক) ধারা ২০১ খ) ধারা ২০২ গ) ধারা ২০৩ ঘ) ধারা ২০৪
১০। অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট আসামীকে হাজির হবার পরোয়ানা বা সমন দিবেন কোন ধারা অনুযায়ী ? ক) ধারা ২০১ খ) ধারা ২০২গ) ধারা ২০৩ ঘ) ধারা ২০৪

২৪৯ ধারা অনুযায়ী ফরিয়াদী না থাকার কারণে ম্যাজিস্ট্রেট যদি মামলার কার্যক্রম বন্ধ করেন তাহলে আসামীকে কী প্রদান করেন

১। ম্যাজিস্ট্রেট ধারা ২০৫ এর উপধারা ১ অনুযায়ী আসামীর ব্যক্তিগত হাজিরা হতে রেহাই দিয়ে কার মাধ্যমে হাজির হওয়ার অনুমতি প্রদান করতে পারবেন ? (ক) এ্যাডভোকেট (খ) নিকট আত্মীয় (গ) যে কোন ব্যক্তি (ঘ) কোনটিই নয়
২। “ফরিয়াদী না থাকলে ম্যাজিস্ট্রেট মামলা যে কোন পর্যায়ে কারণ লিপিবদ্ধ করিয়া খালাস বা দ-ের রায় ঘোষণা না করিয়াই মামলার কার্যক্রম বন্ধ করিতে পারেন”-উক্ত বিধান কোন ধারায় আছে ? (ক) ধারা ২০২ (খ) ধারা ২৪৩ (গ) ধারা ২৪৯ (ঘ) ধারা ২৫৫
৩। ২৪৯ ধারা অনুযায়ী ফরিয়াদী না থাকার কারণে ম্যাজিস্ট্রেট যদি মামলার কার্যক্রম বন্ধ করেন তাহলে আসামীকে কী প্রদান করেন? ক) শাস্তি খ) অব্যাহতি গ) খালাস  ঘ) ক ও খ
৪। ফৌজদারী কার্যবিধির ২৬০ ধারায় কোন প্রসঙ্গে বলা হয়েছে ? ক) চার্জ গঠন খ) অভিযোগ গঠন গ) সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা ঘ) কোনটিই নয়
৫। সংক্ষিপ্ত বিচারের পদ্ধতিতে কোন বিচার করলে উক্ত বিচারের সর্বোচ্চ শাস্তি কত দিন দিতে পারেন ? ক) ২ বৎসর খ) ৩ বৎসর গ) ৪ বৎসর ঘ) ৬ বৎসর
৬। “আসামীর উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করিতে হইবে” - উক্ত বিধান কোন ধারায় আছে ? ক) ধারা ২৫৩  খ) ধারা ৩৫৩ গ) ধারা ৩৫৫ ঘ) ধারা ৩৫৬
৭। ক্রোককৃত সম্পত্তি পুনরুদ্ধারের বা প্রত্যর্পনের আবেদন অগ্রাহ্য হলে তার বিরুদ্ধে কী করা যায় ? ক) আপীল খ) রিভিউ গ) রিভিশন ঘ) কোনটিই নয়
৮। ক্রোককৃত সম্পত্তি পুনরুদ্ধারের বা প্রত্যর্পনের আবেদন অগ্রাহ্য হলে তার বিরুদ্ধে আপীল কত ধারা অনুযায়ী করতে হবে ? ক) ধারা ৪০১ খ) ধারা ৪০৩ গ) ধারা ৪০৫ ঘ) ধারা ৪১১
৯। শাস্তি রক্ষা বা সদাচরণের মুচলেকার আদেশের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধির ধারা ৪০৬ অনুযায়ী কী করা যায় ? ক) আপীল খ) রিভিউ গ) রিভিশন ঘ) কোনটিই নয়
১০। “আসামীর দোষ স্বীকার কতিপয় ক্ষেত্রে আপীল চলিবেনা”-উক্ত বিধান কোন ধারায় আছে ? ক) ধারা ৪১১ খ) ধারা ৪১২ গ) ধারা ৪১৫ঘ) ধারা ৪১৯

ডাকাত দলে থাকিবার শাস্তি দ-বিধির কত ধারায়

১। ডাকাত দলে থাকিবার শাস্তি দ-বিধির কত ধারায় ? ক) ধারা ৩৯৭ খ) ধারা ৩৯৮ গ) ধারা ৩৯৯  ঘ) ধারা ৪০০
২। চোরের দলে থাকিবার শাস্তি দ-বিধির কত ধারায় ? ক) ধারা ৪০১ খ) ধারা ৪০২ গ) ধারা ৪০৩  ঘ) ধারা ৪০৫
৩। দ-বিধির ৪০৩ ধারার সর্বোচ্চ শাস্তি কি? ক) ২ বছর পর্যন্ত কারাদ- খ) ৫ বছর পর্যন্ত কারাদ- গ) ৬ বছর পর্যন্ত কারাদ- ঘ) ৭ বছর পর্যন্ত কারাদ-
৪। অসাধুভাবে সম্পত্তি অত্মসাতের শাস্তি কত ধারায় ? ক) ধারা ৪০১ খ) ধারা ৪০২ গ) ধারা ৪০৩  ঘ) ধারা ৪০৫
৫। অপরাধজনক বিশ্বাসভঙ্গের শাস্তি কত ধারায় ? ক) ধারা ৪০১ খ) ধারা ৪০৩ গ) ধারা ৪০৬ ঘ) ধারা ৪০৮
৬। অপরাধজনক বিশ্বাসভঙ্গের সর্বোচ্চ শাস্তি কি ? ক) ৩ বছর পর্যন্ত কারাদ- খ) ৫ বছর পর্যন্ত কারাদ- গ) ৬ বছর পর্যন্ত কারাদ- ঘ) ৭ বছর পর্যন্ত কারাদ-
৭। কর্মচারী বা চাকর কর্তৃক বিশ্বাসভঙ্গ করণের শাস্তি কি? ক) ৩ বছর পর্যন্ত কারাদ- খ) ৫ বছর পর্যন্ত কারাদ- গ) ৬ বছর পর্যন্ত কারাদ- ঘ) ৭ বছর পর্যন্ত কারাদ-
৮। প্রতারণার শাস্তি কত ধারায় ? ক) ধারা ৪০১ খ) ধারা ৪০৫ গ) ধারা ৪১৩ ঘ) ধারা ৪১৭
৯। প্রতারণার সর্বোচ্চ শান্তি কি ? ক) ১ বছর পর্যন্ত কারাদ-  খ) ৫ বছর পর্যন্ত কারাদ- গ) ৬ বছর পর্যন্ত কারাদ- ঘ) ৭ বছর পর্যন্ত কারাদ-
১০। অপরের রূপ ধারণপূর্বক প্রতারণার সংজ্ঞা দন্ডবিধির কত ধারায় ? ক) ধারা ৪১৪ খ) ধারা ৪১৫ গ) ধারা ৪১৬ ঘ) ধারা ৪১৭

মিথ্যা পরিচয় দানপূর্বক প্রতারণার শাস্তি দ-বিধির কত ধারায়

১। মিথ্যা পরিচয় দানপূর্বক প্রতারণার শাস্তি দ-বিধির কত ধারায় ? ক) ধারা ৪১৮ খ) ধারা ৪১৯ গ) ধারা ৪২০ ঘ) ধারা ৪২১
২। ৪২০ ধারার সর্বোচ্চ শাস্তি কি? ক) ৩ বছর পর্যন্ত কারাদন্ড খ) ৫ বছর পর্যন্ত কারাদন্ড গ) ৬ বছর পর্যন্ত কারাদন্ড ঘ) ৭ বছর পর্যন্ত কারাদন্ড
৩। অপকার বা বিনাশ  বা ক্ষতি এর শাস্তি দন্ডবিধির  কত ধারায়? ক) ধারা ৪২৩ খ) ধারা ৪২৬ গ) ধারা ৪২৮ ঘ) ধারা ৪২৯
৪। অপরাধজনক অনধিকার প্রবেশ এর সংজ্ঞা দন্ডবিধির কত ধারায়? ক) ধারা ৪৪১ খ) ধারা ৪২৬ গ) ধারা ৪২৮ ঘ) ধারা ৪২৯
৫। গৃহে অনধিকার প্রবেশের সংজ্ঞা কত ধারায়? ক) ধারা ৪৪১ খ) ধারা ৪৪২ গ) ধারা ৪৪৩ ঘ) ধারা ৪৪৪
৬। অপরাধজন ানধিকার প্রবেশ এর শাস্তি কি? ক) ৩ মাস কারাদন্ড খ) ৬ মাস কারাদন্ড গ) ৪ মাস কারাদন্ড ঘ) ১ বছর কারাদন্ড
৭। গৃহে অনধিকার প্রবেশের শাস্তি কত ধারায়? ক) ধারা ৪৪৬ খ)  ধারা ৪৪৮ গ) ধারা ৪৫০ ঘ) ধারা ৪৫১
৮। জালিয়াতের শাস্তি কত ধারায়? ক) ধারা ৪৬৫ খ) ধারা ৪৬৭ গ) ধারা ৪৬৮ ঘ) ধারা ৪৬৯
৯। দন্ডবিধির ৪৬৫ ধারার সর্বোচ্চ শাস্তি কি? ক) ২ বছর পর্যন্ত কারাদন্ড খ) ৫ বছর পর্যন্ত কারাদন্ড গ) ৬ বছর পর্যন্ত কারাদন্ড ঘ) ৭ বছর পর্যন্ত কারাদন্ড
১০। পাওয়ার অব এটর্নি জাল করলে শাস্তি কত ধারায়? ক) ধারা ৪৬৬ খ) ধারা ৪৬৭ গ) ধারা ৪৬৮ ঘ) ধারা ৪৬৯

মামলা করার অধিকার জন্মাবার পূর্বেই কোন ব্যক্তি মৃত্যুবরণ করলে উক্ত মামলার তামাদির মেয়াদ-

১। তামাদি আইনের ১০ নং ধারা অনুসারে প্রত্যক্ষ ট্রাস্টি বা তাদের প্রতিনিধিদের বিরুদ্ধে মামলার ক্ষেত্রে তামাদির মেয়াদ কত?
ক) ১ বছর ৬ মাস খ) ৩ বছর ৬ মাস গ) ৫ বছর ঘ) নির্দিষ্ট মেয়াদ নাই
২। তামাদি আইনের ১২ নং ধারা অনুযায়ী আপীলের ক্ষেত্রে তামাদির মেয়াদ গণনায় নি¤েœাক্ত কোন দিনগুলো বাদ দিতে হবে? ক) যে দিন হতে উক্ত মেয়াদ গণনা শুরু হবে খ) যে রায় সম্পর্কে অভিযোগ করা হবে তার ঘোষনার দিন গ) যে ডিক্রি, আদেশ বা দন্ডাদেশের বিরুদ্ধে আপীল করা হবে তার নকল পেতে যে সময় লাগে ঘ) উপরের সবগুলো
৩। মামলা করার অধিকার জন্মাবার পূর্বেই কোন ব্যক্তি মৃত্যুবরণ করলে উক্ত মামলার তামাদির মেয়াদ-
ক) উক্ত ব্যক্তির কোন আইনগত প্রতিনিধি থাকলেই শুরু হবে খ) উক্ত ব্যক্তির আইনগত প্রতিনিধি যখন মামলা করতে সক্ষম তবে তখন থেকে শুরু হবে গ) উক্ত ব্যক্তির মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যাবে ঘ) অনির্দিষ্টকাল হবে
৪। তামাদি আইনের কত ধারায় তামাদির মেয়াদ গণনায় প্রতারণার ফলাফল আলোচনা করা হয়েছে। ক) ১৪ খ) ১৬  গ) ১৮  ঘ) ১৯
৫। আলো বা বাতাসের প্রবেশ ও ব্যবহার সুখাধিকার হিসেবে বিবেচিত হওয়ার জন্য শান্তি পূর্ণভাবে এবং অব্যাহতভাবে কত সময় পর্যন্ত ভোগ করতে হবে? ক) ১২ বছর খ) ২০ বছর গ) ২৫ বছর ঘ) ৩০ বছর
৬। সরকারী সম্পত্তি সুখাধিকার অর্জনের জন্য কত সময়ে অব্যাহত ও শান্তিপূর্ন ভোগ করা প্রয়োজন? ক) ৩০ বছর খ) ৬০ বছর গ) ৭০ বছর ঘ) ৮০ বছর
৭। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯নং ধারার অধীনে স্থাবর সম্পত্তির দখর পুনরুদ্ধারের মামলায় তামাদির মেয়াদ কত? ক)  ৬ মাস খ) ১ বছর গ) ৯ মাস ঘ) ১২ বছর
৮। অগ্রক্রয়ের মামলায় তামাদির ১ বছর সময় কখন থেকে গণনা করা হবে? ক) সংশ্লিষ্ট সমূদয় সম্পত্তিতে যখন খরিদ্দার প্রত্যক্ষ দখল গ্রহণ করে খ) প্রত্যক্ষ দখল সম্ভব না হলে যখন সংশ্লিষ্ট সম্পত্তি রেজিষ্টিৃকৃত হয় গ) বাদী যখন সংশ্লিষ্ট সম্পত্তির বিক্রয় সম্পর্কে অবগত হয় ঘ) ক ও খ
৯। বে-আইনীভাবে কারাদন্ড ভোগের ফলে ক্ষতিপূরণ আদায়ের মামলায় তামাদির মেয়াদ কত? ক) কারাদন্ড ভোগের দিন থেকে ১ বছর খ) কারাদন্ড ভোগের দিন থেকে ২ বছর গ) কারাদন্ড ভোগের সমাপ্তির দিন থেকে ১ বছর ঘ) কারাদন্ড ভোগের সমাপ্তির দিন থেকে ২ বছর
১০। মানহানির মামলায় তামাদির মেয়াদ কখন শুরু হবে? ক) যে দিন বিবাদী মানহানির কাজ করবে খ) যে দিন বিবাদীর মানহানিকর কাজটি বাদী জানতে পারবে গ) যে দিন বিবাদীর মানহানিকর কাজের মাধ্যমে বাদী ক্ষতি হবে ঘ) যে দিন বিবাদী মানহানিকর বিষয় প্রকাশিত হবে

কোন আদালতের বিচার্য কার্যে সাক্ষ্য আইন, ১৮৭২ প্রযোজ্য নয়

১। কোন আদালতের বিচার্য কার্যে সাক্ষ্য আইন, ১৮৭২ প্রযোজ্য নয়? ক) সহকারী জজ আদালত খ) দায়রা জজ আদালত গ) জেলা জজ আদালত ঘ) প্রশাসনিক ট্রাইবুন্যাল
২। সাক্ষ্য এর সংঙ্গা সাক্ষ্য আইনের কত ধারায় দেয়া আছে? ক) ধারা ৩ খ) ধারা ৫ গ) ধারা ৬ ঘ) ধারা ৭
৩। স্বীকৃতি কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য? ক) দেওয়ানী খ) ফৌজদারী গ) ক ও খ ঘ) কোনটিই নয়
৪। অপরাধে অভিযুক্ত ব্যক্তির দ্বারা দোষ স্বীকার করাকে বলা হয়- ক) স্বীকারোক্তি খ) স্বীকৃতি গ) সাক্ষী ঘ) কোনটিই নয়
৫। স্বীকারোক্তি কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য? ক) দেওয়ানী খ) ফৌজদারী গ) ক ও খ ঘ) কোনটিই নয়
৬। স্বীকারোক্তি কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়? ক) দেওয়ানী খ) ফৌজদারী গ) ক ও খ ঘ) কোনটিই নয়
৭। স্বীকারোক্তি প্রধান কত প্রকার? ক) ২ প্রকার খ) ৩ প্রকার গ) ৪ প্রকার ঘ) কোনটিই নয়
৮। ম্যাজিষ্ট্রেট এর নিকট স্বীকারোক্তি করা হলে উক্ত স্বীকারোক্তি কোন ধরণের স্বীকারোক্তি বলে গণ্য হয়?
ক) জুডিশিয়াল খ) এক্সট্রা জুডিশিয়াল গ) প্রত্যাহারকৃত ঘ) কোনটিই নয়
৯। ম্যাজিষ্ট্রেট বা আদালত ব্যতীত অন্য কোন ব্যক্তি বা পক্ষের নিকট স্বীকারোক্তি করা হলে উক্ত স্বীকারোক্তি কোন ধরণের স্বীকারোক্তি বলে গণ্য হবে?
ক) জুডিশিয়াল  খ) জুডিশিয়াল এক্সট্রা গ) প্রত্যাহারকৃত ঘ) কোনটিই নয়
১০। মৃত্যুকালীন ঘোষণা প্রদানকারী ব্যক্তি বেঁচে থাকলে বা গেলে উক্ত ঘোষণা কি হবে?
ক) সাক্ষ্যগত মূল্য বৃদ্ধি পারে খ) সাক্ষ্যগত মূল্য হারাবে গ) ক ও খ ঘ) কোনটিই নয়

বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২- এ কতটি অনুচ্ছেদ রয়েছে

১। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২- এ কতটি অনুচ্ছেদ রয়েছে? ক) ৩৬টি খ) ৪৬টি গ) ৫৪টি ঘ) ৬৪টি
২। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২-এ কত বিধি রয়েছে? ক) ৬৪টি খ) ৬৬টি গ) ১০১টি ঘ) ১১০টি


৩। বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২-এর অনুচ্ছেদ সমূহ পরিবর্তন করতে পারেন কে?
ক) জাতীয় সংসদ খ) সুপ্রীম কোর্ট গ) বার কাউন্সিল ঘ) কোনটিই নয়
৪। বাংলাদেশ বার কাউন্সিল নিয়ন্ত্রিত হয় কার দ্বারা? ক) বাংলাদেশ সরকার খ) জাতিসংঘ গ) সুপ্রীম কোর্ট ঘ) কোনটিই নয়
৫। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২ কোন ধরণের আইন?
ক) মূল ও পদ্ধতিগত আইন খ) মূল আইন গ) পদ্ধতিগত আইন ঘ) কোনটিই নয়
৬। বাংলাদেশ বার কাউন্সিল এর নির্বাচিত সদস্য সংখ্যা কত জন? ক) ১৪ জন খ) ১১ জন গ) ১৩ জন ঘ) কোনটিই নয়
৭। বাংলাদেশ বার কাউন্সিল এর মোট ১৫ জন সদস্যের মধ্যে কতজন সমগ্র বাংলাদেশের আইনজীবীদের ভোটে নির্বাচিত হবেন?
ক) ৭ জন খ) ১১ জন গ) ১৩ জন ঘ) কোনটিই নয়
৮। বাংলাদেশ বার কাউন্সিল এর সভাপতি পদাধিকার বলে কে হবেন? ক) এ্যাটর্নি জেনারেল খ) প্রধান বিচারপতি গ) আইনমন্ত্রী ঘ) কোনটিই নয়
৯। বাংলাদেশ বার কাউন্সিল আদেশ, ১৯৭২ এর ২০১২ সালের ২১ অক্টোবরের সংশোধণী অনুসারে বার কাউন্সিলের   সদস্য কতজন? ক) ৫ জন খ) ৪ জন গ) ৩ জন ঘ) কোনটিই নয়
১০। বাংলাদেশ বার কাউন্সিল আদেশ, ১৯৭২- আর ২০১২ সালের ২১ অক্টোবরের সংশোধণী ানুসারে সরকার কর্তৃক বার কাউন্সিলের সচিব নিযুক্ত হইবার যোগ্য- ক) চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট খ) জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ গ) চীফ মেট্রোপলিচন ম্যাজিষ্ট্রেট ঘ) সুপ্রীম কোর্টের রেজিষ্টার

সুনির্দিষ্ট প্রতিকার আইন কত সালের কত নং আইন


১। সুনির্দিষ্ট প্রতিকার আইন কত সালের কত নং আইন? ক) ১৮৭৭ সালের ১নং খ) ১৯৭৭ সালের ১১ নং গ) ১৯৮৭ সালের ৯ নং ঘ) ১৯৮৭ সালের ১১ নং
২। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় প্রতিকার দেওয়ার পদ্ধতি বিষয়ে বলা আছে? ক) ৩ ধারায় খ) ৫ ধারায় গ) ৭ ধারায় ঘ) ১০ ধারায়
৩। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুসারে জমির দখল পূনরুদ্ধারের জন্য কোন বিষয়গুলি প্রমাণ করতে হবে? ক)স্বত্ব ও দখল খ) সীমানা গ) স্বত্ব ঘ) দখল ও বেদল
৪। ৯ ধারায় দখল পুনরুদ্ধারের মোকদ্দমা কত দিনের মধে দায়ের করতে হয়? ক) ৩ মাস খ) ৬ মাস গ) ১ বছর ঘ) ২ বছর
৫। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুসারে জমির দখল পুনরুদ্ধারের মামলা করা যায়না কর বিরুদ্ধে? ক) সরকার খ) ক্ষমতাবান ব্যক্তি গ) ক ও খ ঘ) বেদলকারী ব্যক্তি
৬। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার মামলা করতে পারেন কে?
ক) দখলচ্যুত ব্যক্তি খ) দখলচ্যুত ব্যক্তি নিজে বা তার মাধ্যমে দাবীদার কোন ব্যক্তি গ) দাবীদার কোন ব্যক্তি ঘ) প্রভাবশালী ব্যক্তি
৭। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার দখল পুনরুদ্ধারের মামলা ইনকোয়ারী পরিসর কেমন? ক) খুবই সীমিত খ) বিস্তৃত গ) ব্যপক ঘ) কোনটিই নয়
৮। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার দখল পুনরুদ্ধারের মামলা করতে হয় কিসের মাধ্যমে? ক) আরজি খ) দরখাস্ত গ) মৌখিকভাবে ঘ) কোনটিই নয়
৯। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার মামলায় কোর্ট ফি কত? ক) এডভ্যালেরেম কোর্ট ফি এর অর্ধেক খ) এডভ্যালেরেম কোর্ট ফি সমান গ) ফিক্সড ঘ) ২০০ টাকা
১০। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ দারার মামলা কোন আদালতে দায়ের করতে হয়? ক) দেওয়ানী আদালত খ) ফৌজদারী আদালত গ) ম্যাজিষ্ট্রেট আদালত ঘ) কোনটিই নয়

মোকদ্দমা খরিজ বা এক তরফা নিষ্পত্তির ক্ষেত্রে পুনঃবহালেন জন্য আবেদন গতের সাথে খরচাবাবদ জমাকৃত টাকা কে পাইবে

১। মোকদ্দমা খরিজ বা এক তরফা নিষ্পত্তির ক্ষেত্রে পুনঃবহালেন জন্য আবেদন গতের সাথে খরচাবাবদ জমাকৃত টাকা কে পাইবে ?
ক) বাদী খ) বিবাদী গ) অপর পক্ষ ঘ) রাষ্ট্র
২। কেন মোকদ্দমার কোন পক্ষ শুনানীর  জন্য নিধারিত তারিখের কত দিন পূর্বে কোন তথ্য স্বীকা উক্তির জন্য অপর পক্ষকে নোটিশ দিবেন?
ক) ১০ দিন খ) ৭ দিন গ) ৯ দিন ঘ) ১১ দিন
৩। শাসন তান্ত্রিক আইনের ব্যাখ্যা সম্পকে কোন মোকদ্দমায় সরকারকে বিবাদী হিসাবে যুক্ত করিলে সরকার উক্ত আদালতে ?
ক) মোকদ্দামার খরচ দাবী ধারার অধিকারী হইবে খ) মোত;ত্মার খরচ দাবী করার াধিকারী হইবে না
গ) মোকদ্দমার খরচের জন্য দারী হইবে ঘ) উপরোক্ত কোনটাই নয়।
৪। দেওয়ানী কার্যবিধিতে ৭ আদেশে করটি বিধি আছে ?ক) ১০টি     খ) ১৫টি গ) ১৮ টি ঘ) ২০টি
৫। সূপ্রীম কোট আপীল করা সম্পকিত দেওয়ানী কার্যবিধিতে বিধান ?”ক) ১০৭ ধারা খ) ১০৮ ধারা গ) ১০৯ ধারা ঘ)১১০ ধারা
৬। মোকদ্দমার বহতারোধ  সম্পর্কিত বিধান ?ক) ১০ ধারা  খ) ১১ ধারা  গ) ১২ ধারা ঘ) উপরোক্ত সবগুলো
৭। সর্ব প্রথম রিসিভার ব্যাবস্থার উৎপত্তি কোন দেশে হয় ?ক) ভারতেখ) ইংল্যান্ডে গ) বাংলাদেশে ঘ) পাকিস্তানে
৮। কখন ডিক্রী জারীকারক আদালত ডিক্রীফেত দিবে ? ক) ডিক্রীটি দ্বার্থবোধক হলে  খ) আইনের দৃষ্টিতে ডিক্রীটি নিস্ফল হইলে
গ) আদালতের এখতিয়ারের বাহিরে হইলেঘ) উপরোক্ত যে কোন একটি বা সবগুলো।
৯। অস্থায়ী নিষেধাঙ্গা মঞ্জুরের বিরুদ্ধে প্রতিকার কি ? ক) রিভিশন খ) বিবিধ আপীল গ) রিভিউ ঘ) কোনটাই নয়।
১০। অস্থায়ী নিষেধাঞ্জা না মঞ্জুরের বিরুদ্ধ প্রতিকার কি ? ক) রিভিশন      খ) বিবিধ আপীল গ) রিভিউ ঘ) কোনটাই নয়।
১১। বাদীকে কত দিনের মধ্যে মোকদ্দমা খরচা বাবদ জমানত দিতে তহইবে ?
ক) ৩০ দিন খ) ৬০ দিন গ) আদালত কর্তৃক নিধারিতসময়
ঘ) কোন সময় নিধারিত নাই

ক্ষতির ভয় প্রদর্শন করে সম্পত্তি আদায় কত ধারার অপরাধ

১। ক্ষতির ভয় প্রদর্শন করে সম্পত্তি আদায় কত ধারার অপরাধ? ক) ধারা ৩৮১ খ) ধাা ৩৮২ গ) ধারা ৩৮৩ ঘ) ধারা ৩৮৪
২। জোর পূর্বক সম্পত্তি আদায়ের শাস্তি কত ধারায়? ক) ধারা ৩৮১ খ) ধাা ৩৮২ গ) ধারা ৩৮৩ ঘ) ধারা ৩৮৪
৩। রাজপথে সূর্যাস্ত ও সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে দস্যুতার সর্বোচ্চ শাস্তি কি? ক) ৫ বছর কারাদন্ড খ) ১০ বছর কারাদন্ড গ) ১২ বছর কারাদন্ড ঘ) ১৪ বছর কারাদন্ড
৪। দস্যুতা সংঘটনের চেষ্টা বা উদ্যোগের শাস্তি কি? ক) ধারা ৩৯২ খ) ধারা ৩৮৩ গ) ধারা ৩৯৪ ঘ) ধারা ৩৯৬


৫। দস্যুতা সংঘটনের চেষ্টা বা উদ্যোগের সর্বোচ্চ শাস্তি কি? ক) ৫ বছর কারাদন্ড খ) ৭ বছর কারাদন্ড গ) ৮ বছর কারাদন্ড ঘ) ১০ বছর কারাদন্ড
৬। দস্যুতা সংঘটনের জন্য সদস্য সংখ্যা কত? ক) এক হতে চার জন খ) এক হতে পাঁচ জন গ) পাঁচ জন ঘ) সাত জন
৭। দস্যুতা সংঘটনকালে ইচ্ছাপূর্বক আঘাত প্রদানের শাস্তি কত ধারায়? ক) ধারা ৩৮২ খ) ধারা ৩৮৪ গ) ধারা ৩৮৯ ঘ) ধারা ৩৯৪
৮। দস্যুতা সংঘটনকালে ইচ্ছাপূর্বক আঘাত প্রদানে শাস্তি কি? ক) যাবজ্জীবন কারাদন্ড খ) ৫ বৎসর পর্যন্ত কারাদন্ড গ) ৬ বৎসর পর্যন্ত কারাদন্ড ঘ) ১০ বৎসর পর্যন্ত কারাদন্ড
৯। ডাকাতির সংঘটনের জন্য সর্বনি¤œ কতজন ব্যক্তির প্রয়োজন? ক) পাঁচ জন খ) তিন জন গ) এক হতে চার জন ঘ) এক হতে পাঁচ জন
১০। ডাকাতি সংঘটনের জন্য সদস্য সংখ্যা কত ? ক) দুই বা ততোধিক খ) পাঁচ বা ততোধিক গ) পাঁজ জন ঘ) সাত জন
১১। ডাকাতির সর্বেচ্চি শাস্তি কি ? ক) যাবজ্জীবন কারাদ- খ) ৫ বৎসর পর্যন্ত কারাদ- গ) ৬ বৎসর পর্যন্ত কারাদ-    ঘ) ১০ বৎসর পর্যন্ত কারাদ-
১২। ডাকাতির মামলা কোন আদালতে বিচার্য? ক) দায়রা আদালত খ) যেকোন ম্যাজিষ্ট্রেট গ) মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ঘ) বিশেষ আদালত
১৩। ডাকাতি করার প্রস্তুতির শাস্তি কত ধারায়? ক) ধারা ৩৯৭ খ) ধারা ৩৯৮ গ) ধারা ৩৯৯ ঘ) ধারা ৪০০
১৪। ডাকাতির শাস্তি কত ধারাায় ? ক) ধারা ৩৯৪  খ) ধারা ৩৯৫ গ) ধারা ৩৯৬ ঘ) ধারা ৩৯৭

বিশেষ আইনের অধীনে মামলা, আপীল বা দরখাস্তের ক্ষেত্রে তামাদি আইনের কোন ধারা গুলো প্রযোজ্য

১। বিশেষ আইনের অধীনে মামলা, আপীল বা দরখাস্তের ক্ষেত্রে তামাদি আইনের কোন ধারা গুলো প্রযোজ্য?
ক) ৪ ধারা খ) ৯-১৮ ধারা গ) ২২ ধারা ঘ) উপরোক্ত সবগুলো
২। কোনটি তামাদি আইনের উদ্দেশ্য নয়? ক) নির্ধারিত মেয়াদের পর প্রতিকার বিনাশ করা খ) নির্ধারিত মেয়াদের পর অধিকার বিনাশ করা  গ) ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ঘ) অধিকার সম্পর্কে সচেতন ব্যক্তিকে সাহায্য করা। 
৩। কোনটি চুক্তিমূলে সৃষ্টি নয়? ক) লীজ মূলে সম্পত্তিতে অধিকার খ) রেহেনের মাধ্যমে গ) সুখাধিকার ঘ) ভরণ-পেষণ অধিকার
৪। কোনটি সয়ং সম্পূর্ণ আইন? ক) দেওয়ানী আইন খ) ফৌজদারী আইন গ) তামাদি আইন ঘ) সাক্ষ্য আইন 
৫। জেলা জজ আদালতে দায়ের যোগ্য তামাদী মেয়াদ কত দিন? ক) ৭ দিন খ) ১৪ দিন গ) ৩০ দিন ঘ) ৬০ দিন
৬। তাৎক্ষনিক দেন মোহরের ক্ষেত্রে তামাদি অনুচ্ছেদ কত? ক) ১০৩ অনুচ্ছেদ খ) ১০৪ অনুচ্ছেদ গ)১১২ অনুচ্ছেদ ঘ) ১০৬ অনুচ্ছেদ
৭। কোন আইনে তামাদি আইনের ৫ ধারার বিধান প্রযোজ্য নহে? ক) দেওয়ানী আইনে খ) ফৌজদারী আইনে গ) বিশেষ আইনে ঘ) যে কোন আইনে
৮। মামলা করিবার অধিকার অর্জনের পূর্বে মৃত্যু ফলাফল কি/ক) মৃত ব্যক্তি মৃত্যুর পূর্বে মামলা করিবে খ) মৃত ব্যক্তির মৃত্যুর পরে মামলা ধরা যাইবে না   গ) মৃত ব্যক্তির আইনগত প্রতিনিধি মামলা করিবে ঘ) উপরোক্ত সবগুলো
৯। কোন ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নহে?
       ক) অর্থঋণ আদালত আইন, ২০০৩ খ) দেওয়ানী কার্যবিধি ১৯০৮ গ) বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ঘ) ক ও গ উভয় ক্ষেত্রে 
১০। সর্বনি¤œ তামাদি মেয়াদের ক্ষেত্রে কত দিন?ক) ৭ দিন খ) ৩ দিন গ) ৩০ দিন ঘ) ১৫ দিন

দন্ডবিধি কোন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য

১। দন্ডবিধি কোন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য?ক) বাংলাদেশী নাগরিক খ) বাংলাদেশে অবস্থানকারী বিদেশী নাগরিক 
      গ) বাংলাদেশে নিবন্ধনকৃত কোন জাহাজ বা বিমানে অবস্থানরত কোন ব্যক্তি ঘ) উপরোক্ত সবগুলো
২। কে জজ হিসাবে গণ্য হইবে? ক) সুপ্রীম কোর্টের বিচারকগণ খ) দায়রা আদালতের বিচারকগণ গ) ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারকগণ ঘ) উপরোক্ত সবগুলো
৩। দন্ডবিধির খসড়া প্রস্তুত হয় কোন সালে? ক) ১৮৩৪ সালে খ) ১৮৪৭ সালে গ) ১৮৬০ সালে ঘ) ১৮৬১ সালে
৪। নারী বলতে বুঝায়Ñক) যে কোন বয়সের স্ত্রীলোক খ) ১৮ বছরের বেশী বয়েসের স্ত্রীলোক গ) বিবাহিত স্ত্রীলোক ঘ) উপরোক্ত সবগুলো
৫। কোনটি দন্ডবিধির বিষয়? ক) অপরাধের সংজ্ঞা খ) পুলিশী কার্যক্রম গ) আপীল ঘ) জামিন সংক্রান্ত বিধান
৬। অপরাধের স্তর কয়টি? ক) ৩টি খ) ৪টি গ) ৫টি ঘ) ৬টি
৭। ক, খ, গ ও ঘ চার ব্যক্তি ঙ কে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পিত দিন তারিখ ও সময়ে তাহারা সকলে মিলিয়া ঙ কে হত্যা করে। ঘ সহ উক্ত চার 
      ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোর্টের ৩০২ ধারার সাথে নি¤েœর কোন ধারাটি প্রাসঙ্গিক?ক) ১৩৪ ধারা খ) ৩৪ ধারা গ) ১২০ এ ধারা ঘ) ১৪৯ ধারা
৮। দুস্কর্যের সহায়তার উপাদান কয়টি? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
৯। মৃত্যুদন্ড কার্যকর করার পদ্ধতি কোন আইনে বর্ণিত হইয়াছে?ক) দন্ডবিধি খ) ফৌজদারী কার্যবিধি গ) কারাবিধি ঘ) উপরোক্ত সবগুলো
১০। কি ধরণের কারাদন্ডের  নির্জন করাবাস দেওয়া হইবে না?ক) বিনাশ্রম কারাদন্ড খ) জরিমানা অনাদায়ে কারাদন্ড গ) অশ্রম কারাদন্ড ঘ) ক ও খ উভয় ক্ষেত্রে
১১। দন্ডবিধিতে বর্তমানে সর্বমোট কয়টি ক্ষেত্রে সম্পত্তি বাজেয়ান্তির বিধান আছে?ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
১২। কোন কাজ অপরাধ নয়? ক) সামান্য চুরি খ) তুচ্ছ গালাগালি গ) ক্ষীণ আঘাত ঘ) উপরোক্ত সবগুলো
১৩। কখন দেহের ব্যক্তিগত আত্মরাক্ষার অধিকারের আরম্ভ হয়? ক) দেহ বিপন্নকারী যুক্তিযুক্ত আতঙ্ক সৃষ্টি হ¦ইবার সঙ্গে সঙ্গে   খ) সম্পত্তি বিপন্নকারী যুক্তিযুক্ত আতঙ্ক সৃষ্টি হইবার সঙ্গে সঙ্গে গ) যে কোন ক্ষেত্রে আতঙ্ক সৃষ্টি হইবার সঙ্গে সঙ্গে ঘ) উপরোক্ত সবগুলো
১৪। অপরাধ মূলক ষড়যন্ত্র এক প্রকার? ক) ষড়যন্ত্র চুক্তি খ) অঙ্গীকার গ) প্রতিশ্রুতি ঘ) অভিপ্রায় 
১৫। রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ শাস্তি কি? ক) মৃত্যুদন্ড খ) যাবজীবন গ) কারাদন্ড ঘ) ১০ বছর পর্যন্ত কারাদন্ড
১৬। বে-আইনী সমাবেশের শাস্তি কি? ক) ৬ মাস কারাদন্ড খ) অর্থ দন্ড গ) কও খ উভয় দন্ড ঘ) ক, খ ও গ এ বর্ণিত যে কোন একটি
১৭। দন্ডবিধির ১৪৯ ধারায় কোনটি সম্পর্কে বিধান আছে? ক) সাধারণ অভিপ্রায় খ) সাধারণ উদ্দেশ্য গ) অপরাধের সহায়তায় ঘ) কোনটি নয়
১৮। বে-আইনে সমাবেশে সর্বোচ্চ কত জন লোক জমায়েত হতে হবে?ক) ৫ জন খ) ৫০ জন গ) ৫০০ জন ঘ) সুনির্দ্দিষ্টতা নাই
১৯। সরকারী কর্মচারীদের ঘুষ নেওয়ার শাস্তি কি? ক) ৩ বছর কারাদন্ড খ) অর্থদন্ড গ) ২ বছর কারাদন্ড ঘ) ক ও খ উভয় 
২০। কোন রাষ্ট্র বা সার্বভৌম শক্তির কতৃত্ব বলে সীলমোহরকৃত ও ইস্যুকৃত ধাতু, যাহা অর্থ হিসাবে ব্যবহৃত তাহাকে বলা হয়?
ক) মুদ্রা খ) বাংলাদেশী মুদ্রা গ) পয়সা ঘ) সেন্ট

ম্যাজিষ্ট্রেট আদালত মামলা বিচার পদ্ধতি সম্পর্কিত বিধান ফৌজদারী কার্যবিধির কত ধারায়

ম্যাজিষ্ট্রেট আদালতে বিচার পদ্ধতি (ধারা ২৪১-২৫০)
১। ম্যাজিষ্ট্রেট আদালত মামলা বিচার পদ্ধতি সম্পর্কিত বিধান ফৌজদারী কার্যবিধির কত ধারায় ?
(ক) ১৫৬-১৭৩ ধারা (খ) ২৪১-২৫০ ধারা (গ) ২৬৫এ- ২৫৬ এল ধারা (ঘ) ৪৩৫-৪৪০ ধারা।
২। ম্যাজিষ্ট্রেট আদালত কর্তৃক আসামীকে অভিযোগ হইতে অব্যহতি প্রদানের ধারা কত ?
(ক) ২৪১এ ধারা (খ) ২৬৫সি ধারা (গ) ১৪৫ ধারা (ঘ) ২৬৫এইচ ধারা।
৩। ম্যাজিষ্ট্রেট আদালত কর্তৃক আসামীকে অভিযোগ হইতে খালাস  প্রদানের ধারা কত ?
(ক) ২৪১এ ধারা (খ) ২৬৫সি ধারা (গ) ২৪৫ ধারা (ঘ) ২৬৫এইচ ধারা।
৪। ম্যাজিষ্ট্রেট আদালতে নালিশ প্রত্যাহারের  ধারা কত ?
(ক) ২৪৫ ধারা (খ) ২৪৭ ধারা (গ) ২৪৮ ধারা (ঘ) ২৫০ ধারা।
৫। ম্যাজিষ্ট্রেট আদালতে আসামী অভিযুক্ত হইলে কত ধারায় দন্ড প্রদান করা হয় ?
(ক) ২৪৫ ধারা (খ) ২৪৭ ধারা (গ) ২৪৮ ধারা (ঘ) ২৫০ ধারা।
৬। ম্যাজিষ্ট্রেট আদালতে অভিযোগ স্বীকার করলে কত ধারায় দন্ড প্রদান করা হয় ?
(ক) ২৪২ ধারা (খ) ২৪৩ ধারা (গ) ২৪৪ ধারা (ঘ) ২৪৫ ধারা।
৭। ম্যাজিষ্ট্রেট আদালত কত ধারায় অভিযোগ গঠন () করিয়া থাকেন ?
(ক) ২৪২ ধারা (খ) ২৪৩ ধারা (গ) ২৪৪ ধারা (ঘ) ২৪৫ ধারা।
৮।  ম্যাজিষ্ট্রেট আদালত কর্তৃক আসামীকে অভিযোগ হইতে খালাস প্রদানের ধারা কত ?
(ক) ২৪১এ ধারা (খ) ২৪৫ ধারা (গ) ২৪৭ ধারা (ঘ) ক ও খ।
৯। ম্যাজিষ্ট্রেট আদালত কত দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করিবেন ?
(ক) ৩৬০ দিন (খ) ২৮০ দিন (গ) ২৬০ দিন (ঘ) ১৮০ দিন।
১০। কত ধারায় ম্যাজিষ্ট্রেট কর্তৃক বিচার্য মামলায় মিথ্যা, তুচ্ছ, ও বিরক্তিকর অভিযোগের () জন্য ক্ষতিপূরনের বিধান রাখা হইয়াছে ?
(ক) ১৫০ ধারা (খ) ২৫০ ধারা (গ) ৩৫০ ধারা (ঘ) ৪৫০ ধারা।
১১। মিথ্যা, তুচ্ছ, ও বিরক্তিকর অভিযোগের জন্য ম্যাজিষ্ট্রেট আদালত সর্ব্বোচ্চ কত বৎসর কারাদন্ড প্রদান করিতে পারেন ?
(ক) ৩ মাস (খ) ৬ মাস (গ) ১ বৎসর (ঘ) ৩ বৎসর।
১২। আসামী অব্যহতি পাওয়ার দরখাস্ত () বিবেচনার সময় নিন্মের কোন দলিল বিবেচনায় নেওয়া যায় না ?
(ক) তদন্তকারী কর্মকর্তার নিকট প্রদত্ত জবানবন্দী (খ) আসামীর দাখিলকৃত দলিলপত্র (গ) ডাক্তারের সার্টিফিকেট (ঘ) প্রাথমিক তথ্য প্রমান।
১৩। মিথ্যা, তুচ্ছ, ও বিরক্তিকর অভিযোগের জন্য ম্যাজিষ্ট্রেট আদালত কি দন্ড প্রদান করিতে পারেন ?
(ক) অনধিক ছয় মাস কারাদন্ড (খ) অনধিক তিন হাজার টাকা জড়িমানা (গ) ক বা খ (ঘ) ক ও খ।
১৪। মিথ্যা, তুচ্ছ, ও বিরক্তিকর অভিযোগের জন্য প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট আদালত ক্ষতিপূরন প্রদানের জন্য কাহাকে নিদের্শ দিবেন ?
(ক) ফরিয়াদীকে (খ) সংবাদদাতাকে (গ) ক বা খ (ঘ) আসামীকে।
১৫। ফৌজদারী কার্যবিধির ২০৫ ধারার...................................?
(ক) আসামী (খ) আসামীদের প্রত্যেকে (গ) ক বা খ (ঘ) সরকার।
১৬। মিথ্যা, তুচ্ছ, ও বিরক্তিকর অভিযোগের () জন্য প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট আদালত আসামীদেরকে প্রদানের জন্য অনধিক কত টাকা ক্ষতিপূরণ নির্ধারন করিবেন?
(ক) ১০০০/- টাকা (খ) ৫০০/- টাকা (গ) ২০০০/- টাকা (ঘ) ৫০০০/- টাকা।
১৭। মিথ্যা, তুচ্ছ, ও বিরক্তিকর অভিযোগের () জন্য দ্বিতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট আদালত আসামীদেরকে প্রদানের জন্য অনধিক কত টাকা ক্ষতিপূরণ নির্ধারন করিবেন?
(ক) ১০০০/- টাকা (খ) ৫০০/- টাকা (গ) ২০০০/- টাকা (ঘ) ৫০০০/- টাকা।
১৮। মিথ্যা, তুচ্ছ, ও বিরক্তিকর অভিযোগের () জন্য তৃতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট আদালত আসামীদেরকে প্রদানের জন্য অনধিক কত টাকা ক্ষতিপূরণ নির্ধারন করিবেন?
(ক) ১০০০/- টাকা (খ) ৫০০/- টাকা (গ) ২০০০/- টাকা (ঘ) ৫০০০/- টাকা।
১৯। ফৌজদারী কার্যবিধির ২৫০ ধারানুসারে মিথ্যা, তুচ্ছ, ও বিরক্তিকর অভিযোগের ক্ষেত্রে অনধিক ১০০০/- টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করিতে পারেন কোন ম্যাজিষ্ট্রেট ?
(ক) প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট (খ) দ্বিতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট (গ) ক বা খ (ঘ) তৃতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট।
২০। ১৯। ফৌজদারী কার্যবিধির ২৫০ ধারানুসারে মিথ্যা, তুচ্ছ, ও বিরক্তিকর অভিযোগের ক্ষেত্রে অনধিক ৫০০/- টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করিতে পারেন কোন ম্যাজিষ্ট্রেট ?
(ক) প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট (খ) দ্বিতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট (গ) ক বা খ (ঘ) তৃতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট।
২১।ফৌজদারী কার্যবিধির ২০৫ ধারা অনুসারে ১০০/- টাকার অধিক ক্ষতিপূুরণের আদেশ দিলে ফরিয়াদি বা সংবাদদাতার প্রতিকার কি ?
(ক) আপীল (খ) রিভিশন (গ) রিভিউ (ঘ) কোন এখতিয়ার নেই।
২২। ফৌজদারী কার্যবিধির ২০৫ ধারা অনুসারে ১০০/- টাকার ক্ষতিপূুরণের আদেশ দিলে ফরিয়াদি বা সংবাদদাতার প্রতিকার কি ?
(ক) আপীল (খ) রিভিশন (গ) রিভিউ (ঘ) কোন এখতিয়ার নেই।
২৩। ফৌজদারী কার্যবিধির  ২৫০ ধারানুসারে, ক্ষতিপূরণ  দিতে ব্যর্থতার ক্ষেত্রে  ম্যাজিষ্ট্রেট আর কি আদেশ দিতে পারেন ?
(ক) অনধিক ত্রিশ দিনের সশ্রম কারাদন্ড (খ) অনধিক ত্রিশ দিনের বিনাশ্রম কারাদন্ড (গ) অনধিক ছয় মাস কারাদন্ড (ঘ) অনধিক এক সৎসর কারাদন্ড।
২৪। যখন ম্যাজিষ্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহন করেন, তখন আসামী -(ক) অব্যহতি পাইতে পারে (খ) খালাশ পাইতে পারে (গ) দন্ড পাইতে পারে (ঘ) মুক্তি পাইতে পারে।
২৫। প্রত্যাহার করা হইলে আসামী-
(ক) মুক্তি () পাইবে (খ) অব্যহতি () পাইবে (গ) দন্ড () পাইবে (ঘ) খালাশ () পাইবে।
২৬।  ব্যতীত অন্যভাবে রুজুকৃত একটি ফৌজদারী মামলার কার্যক্রম বন্ধ করা হইলে, ম্যাজিষ্ট্রেট আসামীকে-
(ক) মুক্তি দিতে পারেন (খ) অব্যহতি দিতে পারেন (গ) খালাশ দিতে পারেন (ঘ) দন্ড দিতে পারেন।
২৭।  ব্যতীত অন্যভাবে রুজুকৃত একটি ফৌজদারী মামলার কার্যক্রম কে বন্ধ করিতে পারেন ?
(ক) জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (খ) জেলা ম্যাজিষ্ট্রেট (গ) নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ঘ) স্পেশাল ম্যাজিষ্ট্রেট।
২৮। ব্যতীত অন্যভাবে রুজুকৃত একটি ফৌজদারী মামলার কার্যক্রম বন্ধ করার জন্য কাহার পূর্ব অনুমোদন নিতে হবে ?
(ক) মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট (খ) প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট (গ) চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (ঘ) ক বা খ বা গ এ বর্ণিত যে কোন ম্যাজিষ্ট্রেট
২৯। মামলার কোন পযায়ে            ব্যতীত অন্যভাবে রুজুকৃত ফৌজদারী মামলার কার্যক্রম () বন্ধ করা যাইবে ?
(ক) মামলার শুরুতে (খ) মামলার যে কোন পর্যায়ে (গ) মামলার শেষে (ঘ) কোন কার্যক্রম বন্ধ করা যাইবে না।
৩০। অভিযোগ কে প্রত্যাহার করিবেন ?
(ক) ফরিয়াদি (খ) আসামী (গ) ম্যাজিষ্ট্রেট (ঘ) অন্য কেহ।
৩১। কখন অভিযোগ প্রত্যাহার করা যায় ?
(ক) মামলার শুরুতে (খ) মামলার যে কোন পর্যায়ে (গ) মামলার শেষে (ঘ) মামলার চুড়ান্ত আদেশ হইবার পূর্বে।
৩২। অভিযোগ প্রত্যাহারের () অনুমতি কে দিবেন ?
(ক) ম্যাজিষ্ট্রেট (খ) আসামী (গ) সরকার (ঘ) অন্য কেহ।
৩৩। নালিশী মামলায় শুনানির তারিখে ফরিয়াদী অনুপস্থিত থাকিলে  ম্যাজিষ্ট্রেট আসামীকে-
(ক) মুক্তি দিতে পারেন (খ) অব্যহতি দিতে পারেন (গ) খালাশ দিতে পারেন (ঘ) দন্ড দিতে পারেন।
৩৪। নালিশী মামলায় অভিযোগকারী যদি সরকারী কর্মচারী হন এবং তাহার ব্যক্তিগত হাজিরা প্রয়োজন না হয় , তবে সেক্ষেত্রে ম্যাজিষ্ট্রেট কি করিবেন ?
(ক) অভিযোগকারীকে ব্যক্তিগত হাজিরা হইতে অব্যহতি দিবেন (খ) মামলার অগ্রসর হবেন (গ) ক ও খ (ঘ) মামলা খারিজের আদেশ দিবেন।


৩৬। অভিযোগ বিবেচনার পর যদি ম্যাজিস্ট্রেট মনে করেন যে, অভিযোগ ভিত্তিহীন তাহা হইলে তিনি আসামীকে
ক) মুক্তি দিবেন খ) অব্যাহতি গ) দন্ড দিবেন ঘ) খালাস দিবেন
৩৭। অভিযোগ গঠনের সময় নি¤েœর কোন দলিল বিবেচনায় নেওয়া যায়
ক) নালিশের আবেদন খ) অভিযোগকারী কর্তৃক দাখিলকৃত দলিলপত্র গ) বিচার সম্বন্ধীয় ................সাক্ষীদের লিপিবদ্ধকৃত বিবৃতি এবং অনুসন্ধানকারী অফিসারের রিপোর্ট ঘ) ক, খ ও গ এ বর্নিত সবগুলি।
৩৮। অভিযোগ গঠনের সময় কোন পক্ষের কাগজপত্র বিবেচ না করিতে হজয়।ভ
ক) বাদী পক্ষের খ) আসামী পক্ষের গ) বাদী ও আসামী উভয়পক্ষের ঘ) ডাক্তারের সার্টিফিকেট
৩৯। অভিযোগ শুনানীর পর ম্যাজিস্ট্রেট যদ মনে করেন যে, আসামী অপরাধ করিয়াছে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কি করিবেন?
ক) আসামীকে অব্যাহতি দিবেন খ) অভিযোগ গঠন করিবেন গ) আসামীকে জিজ্ঞাসা করিবেন যে, সে অপরাধ স্বীকার করে কি না ঘ) খ ও গ
৪০। চাজ গঠন কালে কি কি বিষয় পাঠ করিতে হইবে?
 ক) এজাহার খ) ফৌজদারী কার্যবিধির ১৬১ ধারানুসারে লিপিবদ্ধকৃত সাক্ষীদের বিবৃতি গ) চার্জশীট ঘ) ক, খ ও গ  এ বর্নিত সবগুলি।
৪১। চার্জ গঠনের পর আসামী যদি তাহার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করে, তবে ম্যাজিস্ট্রেট কি করিবেন?
ক) স্বীকৃতি লিপিবদ্ধ করিবেন খ) আসামীকে দন্ডের বিরুদ্ধে কারন দর্শানোর সুযোগ দিবেন, গ) পর্যাপ্ত কারন দর্শাইতে না পারিলে আসামীকে দন্ড দান করিবেন ঘ) ক, খ ও গ এবর্নিত সবগুলি।
৪২। চার্জ গঠনের পর আসামী যদি তাহার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার না করে, তখনকার পদ্ধতি সম্পর্কে ফৌজদারী কার্যবিধির কত ধারায় বিধান বর্নিত আছে?
ক) ২৪২ ধারা খ)২৪৩ ধারা গ) ২৪৪ ধারা ঘ) ২৪৫ ধারা
৪৩। চার্জ গঠনের পর আসামী যদি তাহার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার না করেন তখন ম্যাজিস্ট্রেট কি করিবেন?
ক) ফরিয়াদীর বক্তব্য শ্রবন করিবেন এবং বাদী পক্ষের সমর্থনে প্রদত্ত সাক্ষ্য গ্রহন করিবেন খ) আসামীর বক্তব্য শ্রবন করিবেন এবং আত্মপক্ষ সমর্থনে তাহার প্রদত্ত সাক্ষ্য গ্রহন করিবেন গ) ক ও খ ঘ) ক বা খ
৪৪। ফৌজদারী কার্যবিধির ২৪৪ ধারানুসারে ম্যাজিস্ট্রেট কিসের জন্য সমন ইস্যু করিবেন
ক) সাক্ষীর প্রতি হাজির হওয়ার জন্য খ) কোন দলিল হাজির করিবার জন্য গ) কোন জিনিস হাজির করিবার জন্য ঘ) ক বা খ বা গ এ বর্নিত যে কোনটি
৪৫। ফৌজদারী কার্যবিধির ২৪৪ ধারানুসারে ম্যাজিস্ট্রেট কিসের ভিত্তিতে সমন ইস্যু করিবেন?
ক) স্বতঃপ্রবৃত্ত হইয়া খ) ফরিয়াদীর আবেদন ক্রমে গ) আসামীর আবেদন ক্রমে  ঘ) খ বা গ
৪৬। শুনানী ও সাক্ষ্য প্রমানাদি গ্রহনের পর ম্যাজিস্ট্রেট যদি আসামীকে নির্দোষ বলিয়া সাব্যস্ত করেন, তবে আসামীকে
ক) খালাসের আদেশ দিবেন খ) অব্যাহতির আদেশ দিবেন গ) মুক্তির আদেশ দিবেন ঘ) দন্ডের আদেশ দিবেন
৪৭। শুনানি ও সাক্ষ্য প্রমানাদি গ্রহনের পর ম্যাজিস্ট্রেট যদি আসামীকে দোষী সাব্যস্ত করেন, তবে আসামীকে
ক) খালাসের আদেশ দিবেন খ) শাস্তির আদেশ দিবেন গ) মুক্তির আদেশ দিবেন ঘ) অব্যাহতির আদেশ দিবেন

৪৯। উরংপযধৎমব কোনটি?
ক) খালাস খ) অব্যাহতি গ) মুক্তি ঘ) দন্ড
৫০। জবষবধংব কোনটি?
ক) খালাস খ) অব্যাহতি গ) মুক্তি ঘ) দন্ড
৫১। ঝবহঃবহপব কোনটি?
ক) খালাস খ) অব্যাহতি গ) মুক্তি ঘ) দন্ড
৫২।অপয়ঁরঃঃধষ এর বৈশিষ্ট্য কোনটি?
ক)আসামী নির্দোষ বলিয়া সাব্যস্ত হন, খ) ঐ একই অপরাধে পুনরায় অভিযোগ আনা যাইবে না গ) ক ও খ ঘ) কোনটি নহে
৫৩। উরংপযধৎমব এর বৈশিষ্ট্য কোনটি?
ক) আসামী বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন গন্য হইবে খ)  সাক্ষ্য প্রমান থাকিলে ঐ একই অপরাধে পুনরায় অভিযোগ আনা যাইবে গ) ক ও খ ঘ) কোনটি নহে
৫৪। জবষবধংব এর বৈশিষ্ট্য কোনটি?
ক) কার্যক্রম বন্ধের ক্ষেত্রে আসামী আপাততঃ মুক্তি পাইবে খ) পরবর্তীতে কার্যক্রম চালু হইলে আসামীর বিরুদ্ধে পুনরায় ব্যবস্থা নেওয়া যাইবে, গ) ক ও খ ঘ) কোনটি নহে
৫৫। ঝবহঃবহপব এর বৈশিষ্ট্য কোনটি?
 ক) আসামী দোষী সাব্যস্ত হইবে, খ) আসামীকে শাস্তি দেওয়া হইবে গ).....................................................ঘ) ক  খ ও গ এ বর্নিত সবগুলি
৫৬। আসামীকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করিয়া মামলার শুনানি এবং অভিযোগ গঠনের পূর্বে অব্যাহতি দেওয়া যাইবে কি না, দেওয়া গেলে ফৌজদারী কার্যবিধির কত ধারানুসারে?
ক)অব্যাহতি দেওয়া যাইবে না খ) অব্যাহতি দেয়া যাইবে ২৪১ এ ধারানুসারে গ) অব্যহতি দেওয়া যাইবে ক২৬৫ সি ধারানুসারে ঘ) অব্যাহতি দেওয়া যাইবে নালিশী মামলা প্রত্যাহার করিলে
৫৭।আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর অভিযুক্ত ব্যক্তির শুনানির জন্য নির্ধারিত দিনে যদি ফরিয়াদি উপস্থিত না হয়-
ক) ম্যাজিস্ট্্েরট আসামীকে খালাস দিবেন খ) অন্য কোন কারনে ম্যাজিস্ট্রেট মামলার শুনানি মূলতবী রাখিতে পারিবেন, গ) অভিযোগকারী যদি সরকারী কর্মকর্তা হন তাহা হইলে আদালত উপযুক্ত ক্ষেত্রে তাহাকে হাজিরা হইতে অব্যাহতি দিবেন  ঘ) ক ও খ ও গ এ বর্নিত সবগুলি
৫৮। ফরিয়াদি মামলার কোন পর্যায় ম্যাজিস্ট্রেটকে সন্তুষ্ট করিয়া মামলা প্রত্যাহার করিতে পারেন?
ক) মামলার যে কোন পর্যায়  খ) অভিযোগ গঠনের পূর্বে গ) মামলার চূড়ান্ত আদেশে হইবার পূর্বে ঘ) মালার শুনানির পূর্বে
৫৯। একজন ম্যাজিষ্ট্রেট মামলা প্রপ্ত হইবার তারিখ হইতে কত দিনের মধ্যে বিচার বিচার কার্য সমাপ্ত করিবেন?
ক) ১২০ দিন, খ) ১৮০ দিন গ) ২৪০ দিন ঘ) ৩৬০ দিন
৬০। মামলা নিষ্পত্তির সময় সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত?

ফৌজদারী কার্যবিধির কোন ধারায় আদালতের শ্রেণী বিভাগ

২০৪। ফৌজদারী কার্যবিধির কোন ধারায় আদালতের শ্রেণী বিভাগ সম্পর্কে বলা আছে?
ক) ধারা ৫ খ) ধারা ৬ গ) ধারা ৭ ঘ) ধারা ৮
২০৫। জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কত প্রকার?
ক) দুই প্রকার খ) তিন প্রকার গ) চার প্রকার ঘ) পাচ প্রকার
২০৬। “চার শ্রেনীর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট থাকবে” -উক্ত বিধান কোথায় আছে?
ক) ধারা৬ (২) খ) ধারা ৬ (৩) গ) ধারা ৬ (৪) ঘ) ধারা ৬ (৫)
২০৭। দায়রা জজ কত প্রকার?
ক) ২ প্রকার খ) ৩ প্রকার গ) ৪ প্রকার ঘ) ৬ প্রকার
২০৮। ফৌজদারী কার্যবিধির কত ধারায় জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সম্পর্কে বর্ণিত রয়েছে?
ক) ধারা ৪ খ) ধারা ১০ গ) ধারা ১১ ঘ) ধারা ১৪
২০৯। ফৌজদারী কার্যবিধির ৭৫ ধারায় কোন বিষয়ে বলা হয়েছে?
ক) গ্রেফতারী ওয়ারেন্ট খ) সমন গ) পরোয়ানা ঘ) কোনটিই নয়
২১০। ফৌজদারী কার্যবিধির ৮৮ ধারায় কোন বিষয়ে বলা হয়েছে?
ক) হুলিয়া খ)  পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক গ) সমন ঘ) পরোয়ানা
২১১। ডাকাতদের নিকট হতে জেলা ম্যাজিষ্ট্রেট শান্তি রক্ষার মুচলেকা নিতে পারেন  কত ধারা অনুযায়ী?
ক) ধারা ৬৫ খ) ধারা ১০১ গ) ধারা ১১০ ঘ) ধারা ১৭০
২১২। ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারায় মোট কতটি উপধারা আছে?
ক) ৫ টি খ) ৭ টি গ) ৮ টি ঘ) ১০ টি
২১৩। “সরকার সরকারী গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে অন্যরুপ নির্দেশ না দিলে ১৪৪ ধারার আদেশ  ২ মাসের বেশী কার্যকর থাকিবে না”- উক্ত বিধান কোথায় আছে?
ক) ধারা ১৪০ খ) ধারা ১৪০(৪) গ) ধারা ১৪৪(৪) ঘ) ধারা ১৪৪(৬)
২১৪। ১৪৪ ধারার আদেশে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কী? ক) রিভিশন খ) আপীল গ) রিভিউ ঘ) আরজি
২১৫। ১৪৪ ধারারআদেশে সংক্ষুব্ধ ব্যক্তি কোন আদালতে রিভিশন করতে পারবেন?
ক) ম্যাজিষ্ট্রেট খ) দায়রা জজ গ) জেলা জজ ঘ) কোনটিই নয়
২১৬। রাজনৈতিক সমাবেশের মাধ্যমে মহানগর ব্যতীত অন্য এলাকায় গণ উপদ্রবের অশংকা থাকলে উক্ত গণ উৎপাত প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করার দায়িত্ব কার?
ক) জেলা ম্যাজিষ্ট্রেট খ) পুলিশ কমিশনার গ) পুলিশ প্রধান ঘ) কোনটিই নয়
২১৭। রাজনৈতিক সমাবেশের মাধ্যমে মহানগর এলাকায় গণ  উপদ্রবের আশংকা থাকলে উক্ত গণ  উৎপাত প্রতিরোধের পদক্ষেপ গ্রহণ করার দায়িত্ব কার?
ক) জেলা ম্যাজিষ্ট্রেট খ) পুলিশ কমিশনার গ) পুলিশপ্রধান ঘ) কোনটিই নয়
২১৮। ১৪৫ ধারার মামলা কিভাবে করতে হয়? ক) নালিশের মাধ্যমে খ) এজাহারের মাধ্যমে গ)আরজির মাধ্যমে ঘ) ঋওজ
২১৯। ১৪৫ ধারার মামলায় ম্যাজিস্ট্রেট পক্ষগণকে আদালতে হাজির হয়ে তাদের কোন বিষয়ে স্ব-স্ব দাবী পেশ করার আদেশ দিবেন?
ক) প্রকৃত দখল খ) প্রকৃত মালিকানা গ) প্রকৃত মূল্য ঘ) কোনটিই নয়
২২০। ১৪৫ ধারা মামকলায় ম্যাজিষ্ট্রেট ১৪৫ (৪) ধারা অনুযায়ী কি করেন?
ক) রিসিভার নিয়োগ খ) দখর সম্বন্ধে অনুসন্ধান গ) ক ও খ ঘ) কোনটিই নয়
২২১। ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারায় বিরোধীয় জমিতে কে দখলকার আছে ম্যাজিষ্ট্রেট তাহা স্থির না করতে পারলে কী ব্যস্থা গ্রহণ করবেন?
ক)বিরোধী বিষয়বস্তু ক্রোকের আদেশ দিবেন খ) দরখাস্ত খারিজ করবেন গ) উচ্চ আদালতে যেতে বলবেন ঘ) সমান ভাগেড় করে দিবেন
২২২। ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারার মামলা কতদিন পর্যন্ত বলপূর্বক বেদখল দখলদার বলে গণ্য হবে?
ক) দুই মাস খ) চার মাস গ) ছয় মাস ঘ) এক বছর
২২৩। ফৌজদারী কার্যবিধির কত ধারা অনুসারে আদালত স্থবর সম্পত্তি ক্রোক করতে পারেন?
ক) ধারা ১৪৫ খ) ধারা ১৪৬(১) গ) ধারা ১৪৬ (৩) ঘ) ধারা ১৪৭

২২৬। ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারার দখল পুনরুদ্ধারের মামলা কোথায় দায়ের করতে হবে?
ক) সহকারী জজ আদালতে খ) জেলা জজ আদালতে গ) নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘ) ক ও খ

বিচারক ম্যাজিস্ট্রেটের ধরণ কয়টি

১। বিচারক ম্যাজিস্ট্রেটের ধরণ কয়টি?
ক) ৪ টি খ) ৫ টি গ) ৬ টি ঘ) “ক” বা “খ” যেকোন একটি।
২। ফৌজদারী অভিযোগের ক্ষেত্রে কোন পদ্ধতিটি অনুসরণ করতে হয়?
ক) ৩ দন্ড অনুসন্ধান ও বিচার, খ) এজাহার বা নালিশ, গ) অভিযোগ দায়ের বা নারাজী, ঘ) আপীল বা রিভিশান
৩। চার্জের আইনগত বিধান কি?
ক) কার্যবিধিতে ৪ (১) (গ) ধারায় চার্জের সংখ্যা দেওয়া হয়েছে, খ) আদালত প্রদত্ত ব্যাখ্যা দ্বারা চার্জের অর্থ সম্পর্কে অনুমান করা, গ) কার্য বিধিতে চার্জের কোন সংজ্ঞা দেওয়া হয় নাই।, ঘ) খ অথবা গ উভয়ই।
৪। ফৌজদারী আদালত কয় প্রকার?
ক) ২ প্রকার,
খ) সুপ্রীম কোর্ট ব্যতীত ফৌজদারী কার্যবিধি বহিঃভূত অন্য কোন আইন দ্বারা গঠিত আদালত ব্যতীত ২ প্রকার
গ) সুপ্রীম কোর্ট ব্যতীত ফৌজদারী আদালত ২ প্রকার, ঘ) সুপ্রীম কোর্ট ব্যতীত এই বিধি বহিঃভূত ২ প্রকার।
৫। ফৌজদারী আদালত হলঃ-
ক) দাস আদালত ও ম্যাজিস্ট্রেট আদালত, খ) ম্যাজিস্ট্রেট আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত বিশেষ,
গ) বিচারিক নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, ঘ) উপরোক্ত সবগুলো
৬।  ফৌজদারী অভিযোগের ক্ষেত্রে কয়ট্ িপদ্ধতি অনুসরণ করতে হয়?
ক) ২ টি খ) ৩ টি গ)  টি ঘ) ৫ টি।
৭। ৪ (চার) শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট কয়টি স্তরে বিভক্ত?
ক) ৪ টি খ) ৫ টি গ) ৬ টি ঘ) কোনটিই নয়।
৮। বিচারিক ম্যাজিস্ট্রেট কয় প্রকার?
ক) ২ প্রকার খ) ৩ প্রকার গ) ৪ প্রকার ঘ) কোনটিই নয়
৯। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি?
ক) বাংলাদেশ সুপ্রীম কোর্ট খ) ঝঁঢ়ৎবসব ঈড়ঁৎঃ ড়ভ ইধহমষধফবংয, গ) ক অথবা খ ঘ) ক  খ উভয়ই
১০। কার্যবিধিতে ওহাবংঃমধ.......... কে করে?
ক) পুলিশ খ) ম্যাজিস্ট্রেট  গ) ম্যাজিস্ট্রেট প্রদত্ত ক্ষমতা বলে যে কোন ম্যাজিস্ট্রেট ঘ) ক বা খ যে কোন একটি।
১১। কার্যবিধিতে .................করে কে?
ক) পুলিশ খ) ম্যাজিস্ট্রেট গ) পাবলিক প্রসিকিউটর ঘ) উপরোক্ত সবগুলো
১২। জেলা ম্যাজিস্ট্রেটের অধীনস্থ কারা?
ক) ১০ ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ,         খ) ১২ ধারা অনুযায়ী বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
গ) প্রশাসনিক কার্যক্রমে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, ঘ) ক অথবা খ অথবা গ যে কোন একটি।
১৩। দায়রা বিভাগ বলতে
ক) এক বা একাধিক জেলা আদালত, খ) একটি জেলা আদালত, গ) ক অথবা খ,   ঘ) কোনটিই নয়
১৪। ফৌজদারী আইন হল


ক) ভুল আইন খ) পদ্ধতিগত আইন গ) সরকারী আইন ঘ) ক বা গ যে কোন একটি।

সাক্ষী পুলিশের কাছে বলিয়া বিচারে ম্যাজিষ্ট্রেটের নিকট না বলিলে বাদী পক্ষে কি করিবেন

১।  সাক্ষী পুলিশের কাছে বলিয়া বিচারে ম্যাজিষ্ট্রেটের নিকট না বলিলে  বাদী পক্ষে কি করিবেন?
ক) জবানবন্দী গ্রহণ করিতে হইবে  খ) বৈরী ঘোষণার আবেদন করিতে হইবে  গ) ক ও খ  ঘ) উপরের কোনটিই না
২। একপক্ষের দাবীকৃত ঘটনা প্রামাণের দরকার হইবে না যদি তাহা হয়-
ক) অপর পক্ষ কর্তৃক স্বীকৃত  খ) ঐতিহাসিক সত্য  গ) প্রকৃতিক নিয়মসিদ্ধ  ঘ) সাক্ষ্য দ্বারা প্রমাণিত
৩। কোন সাক্ষীকে জেরা করার উদ্দেশ্য হইতেছে -
ক) তাহার ব্যক্তিত্বের ধরণ পরীক্ষা  খ) ভিন্ন দাবী প্রতিষ্ঠা করা  গ) তর্কিত বিষয়ে সত্য উদঘাটন  ঘ) তাহার মর্যাদা পরীক্ষা
৪। অপকর্মে সহযোগী অভিযুক্তের বিরুদ্ধে একজন যোগ্য সাক্ষী হইবে - ইহা সাক্ষ্য আইনের কোন ধারার বলা আছে? ক) ১৩৩ ধারায়  খ) ১৩৫ ধারায়  গ) ১৩৫ ধারায়  গ) ক ও খ  ঘ) উপরের কোনটিই না
৫। মালিকের অনুমতি নিয়ে ‘ক’ একটি বাড়িতে অবস্থানকালে বাড়ির মালিকানা দাবী করে। এইক্ষেত্রে আইনগত বাধাকে কি বলে?
ক) স্বীকৃতি খ) স্ব-কার্যজনিত বাধা   গ) দাবী ত্যাগ  ঘ) মৌন সম্মতি  
৬। মক্কেল কর্তৃক তাহার উকিলের নিকট কোন সম্পত্তি বিক্রয়ের চুক্তি প্রশ্নবিদ্ধ হইলে, চুক্তির সত্যতা ও সরল বিশ্বস্ততা প্রমাণের দায়িত্ব কাহার উপর?  ক) মক্কেলের ওপর  খ) উকিলের ওপর  গ) ক ও খ  ঘ) উপরের কোনটিই না
৭। ফৌজদারী মামলার আত্মরক্ষামূলক পরিস্থিতির দাবী উঠিলে তাহা প্রমাণের দায়িত্ব কাহার?
ক) অভিযোগকারী  খ) রাস্ট্রের  গ) উক্ত দাবী উত্থাপনকারীর  ঘ) ক্ষতিগ্রস্ত ব্যক্তির
৮। ‘ক’ -কে হত্যার দায়ে ‘খ’ অভিযুক্ত। ‘খ’ দাবী করে করে যে, গুরুতর ও আকস্মিক উস্কানির জন্য আত্মনিয়ন্ত্রণ হারাইয়া সে এই কাজ করিয়াছে- উক্ত অবস্থা প্রমাণের দায়িত্ব ভার কাহার উপর ন্যাস্ত? 
ক) ক- এর উপর  খ) খ- এর উপর  গ) ক ও খ  ঘ) উপরের কোনটিই না
৯। সাক্ষ্য আইন অনুসারে ৩০ বছরের পুরানো একটি দলিলের সম্পদের ও বিষয়বস্তুকে আদালত সঠিক মনে করবে, যদি দলিলটি - ক) রেজিষ্ট্রিকৃত হয়  খ) সঠিক ব্যক্তির দখল হইতে আসে  গ) গণ স্বার্থসংশ্লিষ্ট হয়  ঘ) স্ট্যাম্পযুক্ত হয়
১০। কোন সাক্ষ্যসাধারণত: গ্রহণযোগ্য নয়? 
ক) দেখার ভিত্তিতে প্রদত্ত সাক্ষ্য  খ) অন্যের নিকট শোনার ভিত্তিক সাক্ষ্য  গ) অবস্থাগত সাক্ষ্য  ঘ) গৌণ সাক্ষ্য 
১১। বিকল্প সাক্ষ্যকত ধারায়? ক) ৬৪ ধারায়  খ) ৬৫ ধারায় গ) ক ও খ  ঘ) উপরের কোনটিই না
১২। জনশ্রুত সাক্ষ্য  কত ধারায়? ক) ৩২ ধারায় খ) ৩৩ ধারায়  গ) ক ও খ  ঘ) উপরের কোনটিই না
১৩। নি¤েœর কোনটি Admissiion হিসেবে গ্রহণ হইতে পারে?
 ক) Estoppel  খ)  Conclusive proof গ) ক ও খ ঘ)উপরের কোনটিই না
১৪। কোন ধরনের আপরাদ স্বীকার অপ্রাসঙ্গিক ও অগ্রহণযোগ্য?
ক) পুলিশের নিকট করা খ) তৃতীয় ব্যক্তিনিকট করা  গ) ক ও খ  ঘ) উপরের কোনটিই না।
১৫। দোষ স্বীকারোক্তি কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য? 


ক) দেওয়ানী মামলায় খ) ফৌজদারী মামলার গ) ক ও খ ঘ) উপরের কোনটিই না  

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়

১। দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়  ক) বিবাদী বাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা,খ) বাদী বিবাদী দত্তক পুত্র মর্মে ঘোষণাগ) বাদী-বিবাদী পালকপুত্র ম...