ফৌজদারী কার্যবিধি

০১। ফৌজদারী কার্যবিধির ৫২৬ ধারানুসারে প্রদত্ত আবেদন অগ্রাহ্য হইরে এবং হাইকোর্ট বিভাগ যদি মনে করন যে,  আবেদনটি তুচ্ছ ও বিরক্তিকর ছিল, তবে আবেদনের বিরোদিতাকারা ব্যক্তিকে অনষিক কত টাকা ক্ষতি পূরণ দেওয়ার জন্য আবেদনকারীকে আদে;শ দিবেন?
ক) ১০০০/- টাকা খ) ২০০০/- টাকা গ) ৩০০০/- টাকা ঘ) ৫০০০/- টাকা
০২। কোন আদালত যুগ্ন দায়রা জজের নিকট হইতে মামলা উঠাইয়া বইতে বা প্রত্যাহার করিতে পারিবেন?


ক) অতিরিক্ত দায়রা জজ খ) দায়রা জজ গ) হাইকোর্ট বিভাগ ঘ) চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট
০৩। কোন আদালত অতিরিক্ত দায়রা জজের নিকট হইতে মামলা বা আপীল প্রত্যাহার করিতে পারিবেনঃ
ক) যুগ্ম দায়রা জজ , খ) দায়রা জজ  গ) হাইকোর্ট বিভাগ  ঘ) চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট।
০৪। দায়রা জজ কোন পর্যায়ে অতিরিক্ত দায়রা জর্জের নিকট হইতে আপীল প্রত্যাহার করিতে পারিবেন?
ক) মামলার শুরুতে   খ) যে কোন পর্যায়  গ) মামলার বিচার শুরু হইবার পূর্বে   ঘ) মামলার শেষে।
০৫। দায়রা জজ কোর্ন পর্যায়ে অতিরিক্ত জর্জের নিকট হইতে আপীল প্রত্যাহার করিতে পারিবেন?
ক)আপীলের শুরুতে  খ) আপীল কার্যক্রমের যে কোন পর্যায়  গ) আপীলের শুরু হইবার পূর্বে  ঘ) আপীল নিষ্পত্তির পর।
০৬। দায়রা জজ কর্তৃক দায়রাজজের নিকট মামলা প্রত্যাহার সম্পর্কিত বিধান ফৌজদারী কার্যবিধির কত থারায়?
ক) ৫২৬ বি ধারা খ) ৫২৮ ধারা   গ) ৫২৮ ঘ) ৫২৮(১এ) ধারা।
০৭। দায়রা জজ কর্তৃক অতিরিক্ত দায়রা জর্জের নিকট হইতে মামলা বা আপীল প্রত্যাহার সম্পর্কিত বিধান ফৌজদারী কার্যবিধির কত ধারায়?
ক) ৫২৬ বি ধারা  খ) ৫২৮ ধারা  গ) ৫২৮(১) ধারা  ঘ) ৫২৮(১এ) ধরা।
০৮। মামলা স্থানান্তরের জন্য আবেদনকে কি বলা হয়?
ক) মিস কেস  খ) ক্রিমিনাল মিস কেস গ) ট্রান্সফার মিস  ঘ) আপীল মিস কেস।
০৯। ফৌজদারী কার্যবিধির কত ধারায় হেবিয়াস কর্পাস প্রকৃতির নির্দেশ দানের ক্ষমা সম্পর্কিত বিধান বর্ণিত হইয়াছে?
ক) ৩৯১ ধারখ) ৪৯১ধারা গ) ২৯১ ধারা  ঘ) ১৯১ ধারা।
১০। আদালত অবমাননা সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির বিধান কত?
ক) ১৮০-১৮৫ধারা  খ) ২৮০-২৮৫ ধারা গ) ৩৮০-৩৮৫ ধারা ঘ) ৪৮০-৪৮৬ ধারা।
১১। কোন স্বাক্ষী কোন ফৌজদারী আদালতে হজির হইতে বাধ্য হওয়া সত্বেও যদি সঙ্গত কারণ ছাড়া হাজির ন হয়। সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট আদালত-
ক) এই রুপ অপরাধ আমলে নিবেন। খ) কোন শাস্তি দেওয়া হইবে না তাহার কারণ দর্শাইবার সুযোগ দিবেন। গ) নধিকার ২৫০/ টক জরিমানা করিবেন।  ঘ)  সবগুলি।
১২। আদালত অবমননার মামলায় দন্ডের বিরুদ্ধে ক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি?
ক) আপীল  খ) রিভিশন  গ) আবেদন  ঘ) রিভিউ
১3। দন্ডবিধির কোন কোন ধরায় অপরাধ আদালত অবমাননার অপরাধ হিসাবে গন্য হইবে?
ক) ১৭৯ ধারা খ) ১৮০ ধারা, গ) ২২৮ ধারা ঘ) সবগুলি।
১4। কোন সাক্ষী বা ব্যক্তি কোন দলিল বা বস্তুহাজির করিতে করিলে আদালত কি দন্ড দিবেন?
ক) অনধি ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড   খ) অনধিক ৭দিনের জন্য আদালতের কোন আদালতের হেফাজতের.... রাখার আদেশ দিতে পারেন। গ) অস্বীকৃতিতে অবিচল থাকিলে ফেওজদারী কার্যবিধির ৪৮০ বা ৪৮২ ধারানুসারে ব্যবস্থা বা করিতে পারিবেন।  ঘ) ক বা খ 
১৭। হেবিয়াস কর্পাস প্রকৃতির  নির্দেশ দানের ক্ষমতা কোন আদালতের?
ক) যে কোন ম্যজিষ্ট্রেট আদালতের  খ) দায়রা আদালতের  গ) হাইকোর্ট বিভাগের  ঘ) আপীল বিভাগের
১৮। ফেŠজদারী কার্যবিধির ৪৯১ ধারানুসারে হাইকোর্ট বিভাগ যখনই উপযুক্ত মনে করেন তখন নির্দেশ দিতে পারিবেন যে,
ক) কোন ব্যক্তিকে আদালতে হাজির করা হউক   খ) বেআইনী ভাবে আটক কোন বক্তিকে মুক্তি দেওয়া হউক  গ) সাক্ষী হিসাবে জবানবন্দী দিবার জন্য করাগারে আটক কোন বন্দীকে আদালতে হাজির হাজির করা হউক  ঘ)  সবগুলি।
১৯। ফেŠজদারী কার্যবিধির ৪৯১ ধারার বিধান কোন ব্যক্তিদের প্রতি প্রযোজ্য নহে?
ক) রাজনৈতিক ব্যক্তিদের  খ) নিবারণমূলক আটক আইনের অধীন আটক ব্যক্তিদের   গ) বেআইনীভাবে আটককৃত ব্যক্তিদের  ঘ) যে কোন আইনের ধীন আটক ব্যক্তিদের।
২০। বাংলাদেশ সংবিধান কোন অনুচ্ছেদে হেবিয়াস কর্পাস নীতির প্রতিফলন ঘটিয়েছে।
ক) ৪৪ অনুচ্ছেদে  খ) ১০২ অনুচ্ছেদে  গ) ১০৪ অনুচ্ছেদে  ঘ) ১০৫ অনুচ্ছেদে।
২১। উন্মাদ সম্পর্কিত বিধান ফেওজদারী কার্যবিধির কত ধারায় বর্ণিত আছে?
ক) ৪৬৪-৪৭৫ ধরা  খ) ৪৭৬-৪৭৯ ধারা  গ) ৪৮০-৪৮৬ ধারা  ঘ) ৪৯৬-৪৯৮ ধারা।
২২। আসামী মানসিক অসুস্থ হইলে অনুসন্ধানকারী বা বিচারকারী ম্যাজিষ্ট্রেট কাহার দ্বারা আসামীকে পরীক্ষা করাইবেন?
ক) আসামী মানসিক সুস্থ হইলে অনুসন্ধানকারী বা বিচারকারী ম্যাজিষ্ট্রেট কাহার দ্বারা আসামীকে পরীক্ষা করাইবেন?
ক) জেলার সিভিল সার্জন  খ) সরকার নির্দেশিত অন্য কোন মেডিকেল ফিসার  গ) ক বা খ   ঘ) ক  ও   খ
২৩। ম্যাজিষ্ট্রেটযদি মনে করেন যে আসামী মানসিক অসুস্থ ফলে আত্মপক্ষ সমর্থনে অপরাগ তহা হইলে তিনি-  
ক) এই মর্মে অভিমত লিপিবদ্ধ করিবেন।   খ) মমলর কার্যক্রম স্থগিত রাখিবেন।  গ) ক এবং খ  ঘ) মামলার কার্যক্রম চালাইয়া যাইবেন। 
২৬। আদালত অবমননার ক্ষেত্রে ৪৮০ ধারা অনুযায়ী সংক্ষিপ্ত পদ্ধতিতে সর্বোচ্চ শাস্তি কোনটি?
ক) ্দালত অবমননার ক্ষেত্রে ৪৮০ ধারা অনুযায়ী সংক্ষিপ্ত পদ্ধতিতে সর্বোচ্চ শাস্তি কোনটি?
ক) দুইশত টাকা অর্থদন্ড অনাদায়ে দুই মাস কারাদন্ড   খ) দুই হাজার টাকা র্থদন্ড অনাদায়ে ছয় মাস কারাদন্ড, গ) ছয়শত টাকা র্থদন্ড অনাদায়ে দুই মাস কারাদন্ড   ঘ) দিনশত টাকা র্থদন্ড অনাদায়ে ছয় মাস কারাদন্ড।
২৭। সময় অনুযায়ী সাক্ষী হাজির না হওয়ায় আদালত সংক্ষিপ্ত পদ্ধিতিতে সর্বোচ্চ কি শস্তি দিবেন?
ক) অনধিক দুইশত টাকা জরিমনা  খ) নধিক দুইশত পঞ্চাশ জরিমানা  গ) অনধিক ছয়শত টাকা জরিমানা  ঘ) নধিক এক মাসের কারাদন্ড।
২৮। আসামীর বিরুদ্ধে চার্জ গঠনের পূর্বে প্রসিকিউশন কোন মামলা প্রত্যাহার করিলে ফলাফল হইবে-
ক) আসামী খালাস   খ) আসামীর মুক্তি   গ) আসামীর অব্যহতি   ঘ) উপরের কোনটি নহে।
২৯। আসামীর বিরুদ্ধে চার্জ গঠনের পূর্বে প্রসিকিউশন  কোন মামলা প্রত্যাহার করিলে ফলাফল হইবে।
ক) আসামীর খালাস  খ) আসামীর মুক্তি  গ) আসামীর অব্যহতি  ঘ) উপরের কোনটি নহে।
৩০। একজন পাবলিক প্রসিকিউটরের প্রা থমিক দায়িত্ব হইল-
ক) আসামীর সাজা নিশ্চিত করা  খ) আসামীর খালাস নিশ্চিত করা  গ) আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখা  ঘ) ন্যায় বিচার নিশ্চিত করা।
৩১। কে পাবলিক নিয়োগ করিতে পারে?
ক) রাষ্ট্রপতি  খ) প্রধানমন্ত্রী  গ) এ্যাটর্নী জেনারেল  ঘ) সরকার
৩২। পাবলিক প্রসিকিউটর নিয়োগের ক্ষমতা সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত?
ক) ১৯২ ধারা খ) ১৯২ ধারা  গ) ৩৯২ ধারা  ঘ) ৪৯২ ধরা।
৩৩। সরকার কোন ধরনের মামলার জন্য পাবলিক প্রসিকিউটর নিয়োগ করেন?
ক) কোন স্থানীয় এলাকার সাধারণ মামলার জন্য , খ) বিশেষ কোন মামলার জন্য  গ) কোন বিশিষ্ট শ্রেনীর মামলার জন্য  ঘ) ক বা খ বা গ এ বর্ণিত যে কোন মামলার জন্য।
৩৫। কোন স্থানীয় এলকার জন্য সরকার কতজন পাবলিক নিয়োগ করিতে পারে?
ক) এক বা একাধিক  খ) ৫ জন  গ) ১০ জন  ঘ) নির্দিষ্টতা নাই।
৩৬। যেক্ষেত্রে সরকার কর্তৃক পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হয় নাই। কিংবা পাবলিক প্রসিকিউটরের অনুপস্থিতিতে মামলা পরিচালনার জন্য কে পাবলিক প্রসিকিউটরের অনুপস্থিতিতে মামলা পরিচালনার জন্য কে পাবলিক প্রসিকিউটর নিয়োগ করিবেন?
ক)  চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট  খ) চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট  গ) জেলা ম্যাজিষ্ট্রেট  ঘ) হাইকোর্ট বিভাগ।
৩৭। পাবলিক প্রসিকিউটর কোন আদালতে মামলা পরিচালনা করিবেন?
ক) সকল আদালতে তাহার দায়িত্বে ন্যস্ত মামলা পরিচালনা করিতে পারিবেন  খ) নির্দিষ্ট আদালতে মামলা পরিচালনা করিতে পারিবেন  গ) দায়রা আদালতে মামলা পরিচালনা করিতে পারিবেন   ঘ) চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে মমলা পরিচালনা করিতে পারিবেন।
৩৮। মামলা প্রত্যাহারের ফল সম্পর্কিত বিধান ফৌজদারী কার্যবিধির কত ধারায় বর্ণিত আছে?
ক) ৪৯২ ধারায়  খ) ৪৯৩ ধারায় গ) ৪৯৪ ধারায় ঘ) ৪৯৫ ধারায়
৩৯। আদালতের অনুমতি লইয়া কোন  ব্যক্তির বিরুদ্ধে আনীত মামলা কে প্রত্যাহার  করেন?
ক) আসামী খ) যে কোন আইনজীবী গ) পাবলিক প্রসিকিউটর ঘ) সরকার
৪০। নির্ধারিত পদের নি¤œ পদস্থ কোন পুলিশ অফিসার ব্যতীত অন্য যে কোন ব্যক্তিকে সরকার পক্ষের মামলা পরিচালনার জন্য কে অনুমতি দিতে পারেন?
ক) কোন মামলার অনুসন্ধান বা বিচারাধীন ম্যাজিস্ট্রেট খ) দায়রা আদালত, গ) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঘ) সরকার
৪১। যেক্ষেত্রে সরকার কর্তৃক পাবলিক প্রসিক্উিটর নিযুক্ত হয় নাই, কিংবা পাবলিক প্রসিকিউটরের অনুপস্থিতিতে মামলা পরিচালনার জন্য জেলা ম্যাজিস্ট্রেট কাহাকে পাবলিক প্রসিকিউটর নিয়োগ করিতে পারিবেন?
ক) যে কোন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে, খ) যে কোন আইনজীবিকে গ) সরকার কর্তৃক এই সম্পর্কে নির্ধারিত পদের নি¤œপদস্থ কোন পুলিশ অফিসার ব্যতীত অন্য যে কোন ব্যক্তিকে ঘ) যে কোন ব্যক্তিকে
৪২। পাবলিক প্রসিকিউটর সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত?
ক)২০০-২০৫ ধারা খ) ২৪১-২৫০ ধারা গ) ৪৯২-৪৯৫ ধারা ঘ) ৪৯৬-৫০০ ধারা
৪৪। কোন পুলিশ অফিসার কে বাদী পক্ষে মামলা পরিচালনার অনুমতি দেওয়া হইবে না?
ক) যে অপরাধের বিচার হইতেছে সেই অপরাধের কোন তদন্তে যে পুলিশ অফিসার অংশগ্রহন করেন, খ) সরকার কর্তৃক এই সম্পর্কে নির্ধারিত পদের নি¤œ পদস্থ কোন পুলিশ অফিসার গ) ক ও খ ঘ) যে কোন পুলিশ অফিসার
৪৬। ফৌজদারী কার্যবিধির ৪৯৩ ধারার অধীন পাবলিক প্রসিকিউটর এবং ব্যক্তিগত ভাবে নিযুক্ত কৌসুলিগন কিভাবে মামলা পরিচালনা করিবেন?
ক) পাবলিক প্রসিকিউটর মামরঅ পািরচালনা করিবেন, খ) ব্যিিক্ত গত ভাবে নিযুক্ত কৌসুলিগন পাবলিক প্রসিকিউটরের নির্দেশাধীন কাজ করিবেন, গ) ক এবং খ ঘ) ব্যক্তিগত ভাবে নিযুক্ত কৌসুলীগন মামলা পরিচালনা করিবেন।
৪৭। ফৌজদারী কার্যবিধির ৪৯৫ ধারানুযায়ী কোন ব্যক্তি বিচারকারী ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া মামলা পরিচালনায় সক্ষম?
ক) এ্যাটর্নী জেনারেল, খ) সরকারী সলিসিটর, গ) পাবলিক প্রসিকিউটর, ঘ) ক,খ ও গ এ বর্নিত সকলেই।
৪৮। কমিশন  সম্পর্কিতত ফৌজদারী কার্যবিধির বিধান কত?
ক) ২০৩-২০৮ ধারা খ) ৩০৩-৩০৮ ধারা গ) ৪০৩-৪০৮ ধারাঘ) ৫০৩-৫০৮ এ  ধারা
৪৯। যে স্বাক্ষীর জবানবন্দী গ্রহন করা প্রয়োজন, সেই সাক্ষীকে কখন আদালত হাজির হইতে রেহাই দিতে পারেন?
ক) যেক্ষেত্রে বিলম্ব, ব্যয় অথবা অসুবিধা ব্যতীত উক্ত সাক্ষীকে হাজির করা সম্ভব নহে, খ) মামলার পরিস্থিতিতে বিলম্বম ব্যয় বা অসুবিধা বহন করা অযৌক্তিক গ) ক অথবা খ ) ক এবং খ
৫০। ফৌজদারী কার্যবিধি অনুসারে আদালত কি কারনে কমিশন ইস্যু করিতে পারেন?
ক) সাক্ষীর জবানবন্দী গ্রহনের জন্য খ) স্থানীয় তদন্তের জন্য গ) হিসাব পরীক্ষা ও সংশোধনের জন্য ঘ) বাটোয়ারার ক্ষেত্রে
৫১। ফৌজদারী কোন আদালত কমিশন ইস্যু করিতে পারিবেন?
ক) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  খ) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গ) দায়রা আদালত ঘ) উপরে বর্নিত সকল আদালত
৫২। ফৌজদারী কোন আদালত কমিশন ইস্যু করিতে পারিবেন?
ক) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খ) দায়রা আদালত গ) হাইকোর্ট বিভাগ ঘ) ক বা খ বা গ এ বর্নিত সকল আদালত
৫৩। কোন আদালত কমিশন ইস্যু করিতে পারিবেন?
ক) জেলা ম্যাজিস্ট্রেট খ) দ্বিতীয় শ্রেনীর ম্যাজিস্ট্রেট গ) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঘ) বিশেষ ম্যাজিস্ট্রেট
৫৪। কোন আদালত কমিশন ইস্যু কমিশন ইস্যু করিতে পারিবেন না?
ক) জেলা ম্যাজিস্ট্রেট খ) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গ) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়রা আদালত,
৫৫। কাহাকে কমিশন দিতে পারিবেন?
ক) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খ) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গ) প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট ঘ) ক বা খ বা গ এ বর্নিত সকল  যে কোন আদলতকে
৫৬। কাহাকে কমিশন দেওয়া যায় না?
ক) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খ) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গ) প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট ঘ) নির্বাহী ম্যাজিস্ট্রেট
৬৭। কোন ম্যাজিস্ট্রেটকে আদালত কমিশন দিতে পারেন?
ক) সাক্ষী যে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে বাস করে,  খ) সাক্ষী যে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে বাস করে, গ) সাক্ষী যে প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেটের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে বাস করে ঘ) ক বা খ বা গ এ বর্নিত যে কোন ম্যাজিস্ট্রেটকে
৬৮। যে ম্যাজিস্ট্রেট বা অফিসারকে কমিশন দেওয়া হইয়াছে তিনি কিভাবে সাক্ষ্য গ্রহন করিবেন?
ক) সাক্ষী যেখানে আছে, তিনি সেখানে গমন করিয়া সাক্ষ্য গ্রহন করিবেন
খ) স্বাক্ষীকে নিজের নিকট আহবান করিয়া সাক্ষ্য গ্রহন করিবেন।
গ) ক বা খ  ঘ) টেলিফোনে স্বক্ষ্য গ্রহন করিবেন।
৬৯। সাক্ষী যদি কোন প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট এখতিয়ার স্থানীয় সীমার মথ্যে অবস্থান করে, সেক্ষেত্রে কাহাকে কমিশন দিতে হইবে?
ক) ঐ এলাকার জেলা ম্যাজিষ্ট্রেট  খ)  ঐ এলাকার যে কোন ম্যাজিষ্ট্রেট  গ) সংশ্লিষ্ট প্রথম শ্রেনির ম্যাজিষ্ট্রেট  ঘ) ঐ এলাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট।
৭০। তুচ্ছ মামলা হইতেছে, যে মামলায়-
ক) দায়রা আদালত অনধিক একমাস কারাদন্ড দেন খ) দায়রা আদালত অনধিক ৫০/- টাকা জরিমানা করেন গ) চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট বা প্রথম ¤্রিেণর অন্য কোন ম্যাজিষ্ট্রেট অনধিক ৫০/- টাকা জরিমানা করেন, ঘ) ‘ক’ বা ‘খ’ বা ‘গ’- এ বর্ণিত সবগুলি।
৭১। ফৌজদারী কার্যবিধির ২৬০ ধারানুসারে ক্ষমতাবান কোপন ম্যাজিষ্টেট অনধিক কত টাকা জরিমানা করিলে, দন্ডিত ব্যক্তি কোন আপীল করিতে পারিবে না?
ক) ১০০/- টাকা খ) ২০০/- টাকা গ) এক বৎসর সশ্রম কারাদন্ড ঘ) এক বৎসর বিনাশ্রম কারাদন্ড
৭২। সংক্ষিপ্ত বিচারে  কোন দন্ডেবিরুদ্ধে আপীল নাই?
ক) অনধিক ২০০/- টাকা জরিমানা খ) ৫০০/- টকা জরিমান গ) এক বৎসর সশ্রম কারাদন্ড ঘ) এক বৎসর বিনাশ্রম কারাদিন্ড
৭৩। ‘সং ক্ষিপ্ত বিচারে কতিপয় দন্ডের বিরুদ্ধে আপীল নাই’- এই সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত?
ক) ৪১০ ধারা খ) ৪১২ ধারা গ) ৪১৪ ধারা ঘ) ৪১৭ ধারা
৭৪। সংক্ষিপ্ত বিচারে কোনর দন্ডের বিরুদ্ধে আপীল করা যাইবে?
ক) ২০০/- টাকার অধিক জরিমানাা খ)Ñ যে কোন মেয়াদের কারাদন্ড গ) ‘ক’ ও ‘খ’  ঘ০ কোনটি নহে।
৭৫। কোন দন্ডের বিরুদ্ধে আপীল করা যায় না?
ক) দায়রা আদালত কর্তৃক অনধিক একমাস কারাদন্ড খ) দায়রা আদালত কর্তৃক অনধিক ৫০/- টাকা জরিমানা গ) চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিষ্টেট বা প্রথম শ্রেণির অন্য কোন ম্যাজিষ্ট্রেট কর্তৃক অনধিক ৫০/- টকা জরিমানা ঘ) ‘ক’ বা ‘খ’ বা ‘গ’ - এ বর্ণিত সবগুলি।
৭৬। ফৌজদারী আপীল কি ভাবে করিতে হইবে?
ক) আপীরকারী বা আইনজীবী কর্তৃক প্রত্যেকটি আপীল িিলীখত দরখাস্ত আকারে করিতে হইবে খ) দরখাস্তর সাথে সংশ্লিষ্ট রায় বা আদেশের একটি নকল দিতে হইবে গ) ‘ক’ ও ‘খ’ ঘ) মেমোরেন্ডাম আকারে করিতে হইবে।
৭৭। কখন খালাসের রায়ের বিরুদ্ধে অরিয়াদি নিজেই আপীল করিতে পারেন?
ক) খাকলাসের আদেশ যদি নালিশী মামলায় প্রদত্ত হয় খ) আদেশে আইনের ভূল ব্যাখ্যার কারণে ন্যায় বিচারের ব্যর্থতা থাকে গ) ‘ক’ ও ‘খ’ ঘ) কোনটি নহে।
৭৮। আপীকলকারী কারাগারে থাকিলে আপীল কাহার মাধ্যমে আদালতে পেশ করিতেক হয়?
ক) থানার ভারপ্রাপ্ত অফিসার খ) কারাগারের ভারপ্রাপ্ত অফিসার গ) জুডিয়াল ম্যাজষ্ট্রেট ঘ) নির্বাহী ম্যাজিষ্টেট
৭৯। আপীলকারী কারাগারে থাকিলে তখনকার বিধান সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত?
ক) ৪১৯ ধারা খ) ৪২০ ধারা গ) ৪২১ধারা ঘ) ৪২২ ধারা
৮০। আপীল পেন্ডিং থাকিলে দন্ড স্থগিতদ সম্পদিত ফৌজদারী কার্যবিদির ধারাপ কত?
ক) ৪২৫ ধারা খ) ৪২৬ ধারা গ) ৪২৭ ধারা ঘ) ৪২৯ ধারা
৮১। আপীল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করিতে বা গ্রহণেলর নির্দেশ দিতে পারিবে সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত?
ক) ৪২১ ধারা খ) ৪২৬ ধারা গ) ৪২৭ ধারা ঘ) ৪২৮ ধারা
৮২। আপীল আদালতের বিচারকগন সমসংখ্যায় বিবক্ত হইলে তখনকর পদ্ধতি সম্পকিত কি?
ক) ৪২৮ ধারা খ) ৪২৯ধারা গ) ৪৩০ ধারা ঘ) ৪৩০ ধারা
৮৩। আাপীল াদালতের বিচারকগণ সমসংখ্যায় বিভক্ত হইলে কোন পদ্ধতি অনুসরণকরিতে হইবে?
ক) বিচারকগণের অভিমতসহ মামলটি একই আদালতর অন্য একজন বিচারকের নিকট পেশ করিতে হইবে, খ) তিনি যেইরুপ উপযুক্ত মনে করেন সেইরূপ শুনানির পর তাহার অভিমত প্রদান করিবেন গ) বায় বা অভিমত তাহার অভিমত অনুসারে প্রদত্ত হইবে ঘ) ‘ক’ ‘খ’ ও ‘গ’ -এ বর্ণিত সবগুলি।
৮৪। আপীল পন্ড হওয়া  সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত?
ক) ৪২৮ ধারা খ) ৪২৯ ধারা গ) ৪৩০ ধারা ঘ) ৪৩১ ধারা
৮৫। ফৌজদারী আপীল কখন চূড়ান্তভাবে পন্ড হইবে?
ক) ফৌজদারী কার্যবিধির ৪১৭ ধারা ও ৪১৭ এ ধারার অধীন প্রত্যেকটি আপীল আসামীর মৃত্যু হইলে খ) ফৌজদারী কার্যধির ৩১ অধ্যায়ের অধীন অন্যান্য প্রত্যেকটি আপীল (জরিমানার বিরুদ্ধে আপীল ব্যতীত) আপীলকারীর মৃত্যু হইলে গ) ‘ক’ এবং ‘খ’ ঘ) রে কোন পক্ষের মৃত্যু হইলে।
৮৬। রেসপন্ডেন্ট () কে নোটিশ জারির তারিখ  হইতেহ একটি আপীল নিষ্পত্তির সর্বোচ্চ সময়সীমা হইতেছে-
ক) ৬০ দিন খ) ৯০ দিন (কার্যদিবস) গ) ১৮০ দিন, ঘ) ৩৬০ দিন
৮৭। যুগ্ন দায়রা জজের দন্ডাদেশের বিরদ্ধে কোন আদালতে আপীল করিতে হইবে?
ক) দায়রা জজ আদালতে খ) ৫ বৎসর পর্যস্ত দন্ডাদেশের ক্ষেত্রে  দায়রা জজ আদলতে গ) ৫ বৎসরের অধিক দন্ডাদেশের ক্ষেত্রে হাইকোর্ট বিবাগে ঘ) ‘খ’ ও ‘গ’
৮৮। নি¤েœর কোন ক্ষেত্রে আপীল করা যাইবে??
ক) দায়রা আদালত ১ মাসের কারাদন্ড দিলে খ) দায়রা আদালত, চীফ মেট্রাপলিটন ম্যাজিষ্ট্রেট বা চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৫০ টকা জরিমানা করিলে গ) সংক্ষিপ্ত বিচারে ২০০/- টাকা জরিমানা করিলে ঘ) দায়রা আদালত ১ মাসের অধিক যে কোন কারাদন্ড দিলে
৮৯। ফৌজদারী কার্যবিধি অনুৃসারে কোন ক্ষেত্রে দ্বিতীয় আপীলের সুযোগ আছে?
ক) আপীল আদালত কর্তৃক দন্ড বৃদ্ধির বিরুদ্ধে খ) দ্বিতীয় আপীলের কোন সুযোগ নাই গ) আপীল প্রদত্ত খালাসের বিরুদ্ধে ঘ) আপীরে প্রদত্ত জরিমানার বিরুদ্ধে।
৯০। কোন আপীলে দন্ড বৃদ্ধি করা যায়?
 ক) দন্ডদেশের বিরুদ্ধে আপীলে খ) খালাসের আদেশের বিরুদ্ধে আপীলে, গ) আপর্যাপ্ত দন্ডাদেশের বিরুদ্ধে আপীলে, ঘ) কে কোন আপীলে।
৯১। আপীল নিষ্পত্তির সর্বোচ্চ সময়সীমা সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত?
ক) ১২৯ ধারা খ) ৪৩০ ধারা গ) ৪৩১ ধারা ঘ) ৪৪২ এ ধারা। 
৯২। পুলিশ মামলায় কোন ম্যাজিষ্ট্রেট আদালত আপীলে আদেশ দিলে আপীল কোন আদালতে করিতে হইবে?
ক) ঈগগ,  খ) ঈঔগ গ) দায়রা আদালত, ঘ) হাইকোর্ট বিভাগ।
৯৩। পুলিশী মামলায় দায়রা আদালত আপীলে কালাসের আদেশ দিলে আপীল কোন আদালতে করিতে হইবে?
ক) ঈগগ,  খ) ঈঔগ গ) দায়রা আদালত, ঘ) হাইকোর্ট বিভাগ।
৯৪। মৃত্যুদন্ডাদেশের বিরুদ্ধে আপীলের তামাদি সময় কত দিন?
ক) ৭ দিন খ) ৩০ দিন, গ) ৬০ দিন, গ) ৬ মাস। [তামদি আইনের ১ম তফসিলের ১৫০ অনুচ্ছেদ]
৯৫। যাবজ্জীবন কারাদন্ডাদেশের বিরুদ্ধে আপীলের তামাদি সময় কত দিন?
ক) ৭ দিন খ) ৩০ দিন, গ) ৬০ দিন, গ) ৬ মাস। [তামদি আইনের ১ম তফসিলের ১৫৫ অনুচ্ছেদ]
৯৬। যে কোন দন্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগ ভিন্ন যে কোন আদালতে আপীলের তামাদি সময় কত দিন?
ক) ৭ দিন খ) ৩০ দিন, গ) ৬০ দিন, গ) ৬ মাস। [তামদি আইনের ১ম তফসিলের ১৫৪ অনুচ্ছেদ]
৯৭। মৃত্যুদন্ডাদেশ ছাড়া অন্য যে কোন দন্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপীলের তামাদি সময় কত দিন
ক) ৭ দিন খ) ৩০ দিন, গ) ৬০ দিন, গ) ৬ মাস। [তামদি আইনের ১ম তফসিলের ১৫৫ অনুচ্ছেদ]
৯৮। পুলিশী মামলায় কালাসের আদেসের আদেশের বিরুদ্ধে আপীলের তামাদি সমাদি সময় কত দিন?
ক) ৭ দিন খ) ৩০ দিন, গ) ৬০ দিন, গ) ৬ মাস। [তামদি আইনের ১ম তফসিলের ১৫৭ অনুচ্ছেদ]
৯৯। আপীল আদালত কাহাকে আপীলের সোটিশ দিবেন?
ক) আপীরকারী বা তাহার উকিলকে খ) সরকার কর্তৃক নিযুক্ত অফিসারকে গ) খালসের বিরুদ্ধে আপীলের ক্ষেত্রে আসামীকে ঘ) ‘ক’ ‘খ’ ও ‘গ’- এ বর্ণিক সকলকে।
১০০। আপীলের নোটিশ সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত?
ক) ৪২১ ধারা, খ) ৪২২ ধারা, গ) ৪২৩ ধারা, ঘ) ৪২৪ ধারা।
১০১। কোড অব ক্রিমিনাল প্রসিপিউর, ১৮৯৮ অনুযায়ী মৃত্যুদন্ডাদেশ বহাল করেন-
ক) হাইকোর্ট বিভাগ খ) অতিরিক্ত দায়রা জজ আদালত গ) দায়রা জজ আদালত, ঘআপীল বিভাগ
১০২। উবধঃয ৎবভবৎবহপ সম্পর্কে ফৌজদারী  কার্যবিধির ধারা কত?
ক) ৩৬৮ ধারা, খ) ৩৭৪ ধারা গ) ৩৭৫ ধারা ঘ) ৩৭৬ ধারা।
১০৩। জবভবৎবহপ এর খতিয়ার কোন আদালতের ছিল?
ক) দায়রা জজ খ) হাইকোর্ট বিভাগ গ) আপীল বিভাগ ঘ) অতিরিক্ত দায়রা জজ
১০৪। জবভবৎহপ সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত ছিল?
ক) ৪৩৫ ধারা খ) ৪৩৬ ধার গ) ৪৩৮ ধারা ঘ) ৪৩৯ ধারা
[ ফৌজদারী কার্যবিধির রেফারেন্স সম্পার্কিত ৪৩৮ ধারপাটি ২০০৭ সালের ফৌজদরী কার্যবিধি সংশোধনী অধ্যাদেশ এবং ২০০৯ সলের ফৌজদারী কার্যবিধি সংশোধনী আইন দ্বারা বাতিল করা হইয়াছে।]
রিভিশন (জবারংরড়হ) (ধারা ৪৩৫-৪৪২ এ)
১০৫। বর্তমান ফৌজদারী কার্যবিধিতে রিভিশন এখতিয়ার কোন আদালতের আছে?
ক) হাইকোর্ট বিভাগ, খ) দায়রা জজ, গ) ‘ক’ বা ‘খ’ ঘ) ম্যজিষ্ট্রেট আদালত
১০৬। হাইকোর্ট বিভাগের রিভিশন এখতিয়ারের বাধা কোনটি?
ক) খালাসের সিদ্ধান্তকে দন্ডদানের সিদ্ধান্তে পরিবর্তন খ) দায়রা জজ কর্তৃক রিভিশন এখতিয়াবে পদত্ত সিদ্দান্তের বিরুদ্ধে পনঃ রিভিশন গ্রহণ গ) যেখানে আপীলের সুযোগ ছিল কিন্ত আপীল করা হয় নাই যে পক্ষ আপীল করিতে পরিভ সেই পক্ষের উদ্যেগে সিভিণাগ্রহণ ঘ) ‘ক’ ‘খ’ ও ‘গ’- এ বর্ণিত সবগুলি।
১০৭। হাইকোর্ট বিভাগের রিবিশনের ক্ষমতা সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত?
ক) ৪৩৫ ধারা, খ) ৪৩৬ ধারা, গ) ৪৩৯ ধারা ঘ) ৪৩৯ ধারা
১০৮। দায়রা জজের রিভিশনের ক্ষমতা সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত?
ক) ৪৩৫ ধারা খ) ৪৩৬ ধারা গ) ৪৩৯ ধারা ঘ) ৪৩৯ ধারা
১০৯। অব্যহতির আদেশের বিরুদ্ধে প্রতিকার কি?
ক) রিভিউ খ) আপীল গ) রিভিশন ঘ) কোনটি নহে
১১০। ফৌজদারী কার্যবিচধিতে রিভিশন  কত ধারায়?
ক) ২৩৫ ধারা খ) ৩৩৫ ধারা গ) ৪৩৫ ধারা ঘ) ৫৩৫
১১১। ম্যাজিষ্ট্রেট মামলা গ্রহণ না করিলে বা প্রত্যাখান করিলে কি করিবেন?
ক) আপীল  খ) রিভিশন  গ) রিভিউ  ঘ) কোনটি নহে
১১২। ফৌজদারী কার্যবিধিতে খালসের সিদ্ধান্তককে দন্ড দানের পরিবর্তন করা যায় না কোন এখতিয়ারে?
ক) আপীল এখতিয়ারে খ) রিভিশন এখতিয়ার গ) রিভিউ এখতিয়ারে ঘ) কোনটি নহে
১১৩। ম্যাজিষ্ট্রেট আদালত কর্তৃক প্রদত্ত অব্যহতির আদেশের বিরুদ্দে ক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি?
 ক) দায়রা জজের নিকট আপীল, খ) হাইকোর্ট বিভাগে আপীল, গ) দায়রা জজের নিকট রিভিশন ঘ) হাইকোর্ট বিভাগে রিভিশন।
১১৪। দায়রা জজ নি¤েœাক্ত কোন আদেশের বিরুদ্ধে রিভিশনের ক্ষমতা প্রয়োগ করিতে পারেন?
ক) ম্যাজিষ্ট্রট কর্তৃক মামলা খারিজের আদেশ খ) ম্যাজিষ্ট্রেট ডিসচার্জ আদেশ গ) ‘ক’ ও ‘খ’ ঘ) আপর্যাপ্ত দন্ডের আদেশ।
১১৫। কোন আদালত নি¤œ আদালতের নথি তলব করিতে পারেন?
ক) হাইকোর্ট বিভাগ খ) দায়রা জজ গ) ‘ক’ ও ‘খ’ ঘ)অতিরিক্ত দায়রা জজ আদালত।
১১৬। নি¤œ আদালতের নথি তলবের ক্ষমতা সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত?
ক)৪৩৫ ধারা খ) ৪৩৬ ধারা গ) ৪৩৭ ধারা ঘ) ৪৩৮ ধারা
১১৭। হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ নথি তলবের সময় কি নির্দেশ দিতে পারিবেন?
ক) নথির পরীক্ষা সাপেক্ষে কোন শাস্তি কার্যকরিকরন স্থগিত থাকিবে খ) আসামী আটক থাকিলে তাহাকে জামিনে বা তাহার মুচলেকায় মুক্তি দিতে হইবে গ) ক এবং খ ঘ) আসামীকে আটক রাখিতে হইবে
১১৮। হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ নথি পরীক্ষা করিয়া কোন ক্ষেত্রে আরও অনুসন্ধানের নির্দেশ দিতে পারিবেন?
ক) ফৌজদারী কার্যবিধির ২০৩ ধারানুসারে খারিজকৃত যে কোন নালিশ খ) ফৌজদারী কার্যবিধির ২০৪ (৩) ধারানুসারে খারিজকৃত যে কোন নালিশ গ) কোন আপরাধে অভিযুক্ত কোন অব্যাহতি প্রাপ্ত ব্যক্তি সম্পর্কে ঘ) ‘ক’ ও ‘খ’ বা ‘গ’- এ বর্ণিত যে কোন ক্ষেত্রে
১১৯। হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ নথি পরীক্ষা করিয়া আরও অনুসষ্টানের জন্য কাহাকে নির্ধেশ দিতে পারিবেন?
ক) চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট খ) চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট গ) ‘ক’ বা ‘খ’- এ বর্ণিত ম্যাজিষ্টেদের অধস্তন কোন ম্যাজিষ্ট্রেট, ঘ) ‘ক’, ‘খ’ বা ‘গ’ -এ বর্ণিত যে কোন ম্যাজিষ্ট্রেট।
১২০। হাইকোর্ট বিভাগ কোন ক্ষেত্রে রিভিশনের ক্ষমতা প্রয়োগ করিবেন?
ক) নিজ যে মামলার নথি তলব করিয়াছে খ) যাহা আদেশের জন্য প্রেরিত হইয়াছে, গ) যাহা অন্য কোন ভাবে হাইকোর্ট বিভাগেড়র গোচরীভূত হইয়াছে, ঘ) ‘ক’, ‘খ’ বা ‘গ’- এ বর্ণিত যে কোন ক্ষেত্রে।
১২১। রিভিশন আদালতের বিচারকগণ সমসংখ্যায় বিভক্ত হইলে কোন পদ্ধতি অনুসরন করিতে হইবে?
ক) বিচারকগনের অভিমতসহ মামলাটি একই আদালতের অন্য একজন বিচারকের নিকট পেশ করিতে হইবে খ) তিনি যেইরুপ উপযুক্ত মনে করেন সেইরুপ শুনানির পর তাহার অভিমত প্রদান করিবেন গ) রায় বা অভিমত তাহার অভিমত অনুসারে প্রদত্ত হইবে ঘ) ক, খ ও গ এ বর্নিত সবগুলি
১২২। রিভিশন এখতিয়ারে হাইকোর্ট বিভাগ
ক) আপীল আদালতকে প্রদত্ত ক্ষমতা সমূহের যে কোনটি প্রয়োগ কারিতে পারিবে খ) দন্ড বৃদ্ধি করিতে পারিবে গ) ক ও খ ঘ) দন্ড বৃদ্ধি করিতে পারিবে না।  
১২৩। দায়রা জজ কর্তৃক রিভিশন এখতিয়ারে প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি?
ক) আপীল খ) রিভিশন গ) রেফারেন্স ঘ) কোন প্রতিকার নাই।
১২৪। হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ রিভিশন এখতিয়ারে নি¤œ আদালতের নথি তলব করিয়া কি পরীক্ষা করিবেন?
ক) প্রদত্ত কোন অভিমত খ) শাস্তি বা আদেশের নির্ভুলতা গ) বৈধতা বা যৌক্তিকতা এবং উক্ত আদালতের কার্যক্রমের নিয়মানুগতা ঘ) ক খ ও গ এ বর্নিত সবগুলি
১২৫। দায়রা জজ কোন ক্ষেত্রে রিভিশনের ক্ষমতা প্রয়োগ করিবেন?
ক) নিজে কোন মামলার নথি তলব করিয়া থাকিলে খ) নিজে কোন মামলায় নথি তলব না করিয়া থাকিলে গ) অন্য কোন ভাবে বিষয়টি দায়রা জজের গোচরী ভুত হইলে ঘ) ক বা গ এ বর্নিত যে কোন ক্ষেত্রে
১২৬। রিভিশন এখতিয়ারে দায়রা জজ কি ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন?
ক) হাইকোর্ট বিভাগের রিভিশন এখতিয়ারের সকল ক্ষমতা খ) হাইকোর্ট বিভাগের রিভিশন এখতিয়ারের যে কোন ক্ষমতা গ) ক বা খ ঘ) দায়রা জজের ইচ্ছানুসারে
১২৭। রিভিশন এখতিয়ারে অতিরিক্ত দায়রা জজ কি ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন?
ক) খালাসের আদেশকে দন্ডাদেশে পরিবর্তন করিতে পারিবেন না, খ) দন্ড বৃদ্ধি করিতে পারিবেন না গ) যেখানে আপীে ল সুযোগ ছিল  কিন্তু আপীল করা হয় নাই, যে পক্ষ আপীল করিতে পারিত সেই পক্ষের উদ্যেগে রিভিশন গ্রহন করিতে পারিবেন না ঘ) ক ও গ
১২৮। রিভিশন এখতিয়ারে অতিরিক্ত দায়রা জজ কি ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন?
ক) দায়রা জজর রিভিশন এখতিয়ারের সকল ক্ষমতা খ) দায়রা জজের রিভিশন এখতিয়ারের যে কোন ক্ষমতা গ) ‘ক’ বা ‘খ’  ঘ) অতিরিক্ত দায়রা জজের ইচ্ছানুসারে যে কোন ক্ষমতা।
১২৯। কখন অতিরিক্ত দায়রা জজ রিভিশন মামলা পরিচালনা করিতে পারে?
ক) দায়রা জজের সাধারন আদেশক্রমে কোন মামলা অতিরিক্ত দায়রা জজের নিকট স্থানান্তরিত হইলে, খ) দায়রা জজের বিশেষ আদেশক্রমে কোন মামলা অতিরিক্ত দায়রা জজের নিকট স্থানান্তরিত হইলে  খ) দায়রা জজের বিশেষ আদেশক্রমে কোন মামলা অতিরিক্ত দায়রা জজের নিকট স্থানান্তরিত হইলে গ) ক বা খ ঘ)নিজে কোন মামলার নথি তলব করিয়া থাকিলে
১৩০। রিভিশন এখতিয়ারে দায়রা জজের সিদ্ধান্ত
ক) চূড়ান্ত খ) চূড়ান্ত নহে গ) আপীলযোগ্য  ঘ) হাইকোর্ট  বিভাগে পুনরায় রিভিশন যোগ্য
১৩১। ফৌজদারীতে দ্বিতীয় রিভিশন চলে কি?
ক) চলে, খ) চলে না গ) ফৌজদারী কার্যবিধির ৪৩৯ (৪) এবং ৪৩৯এ (২) ধারানুসারে দ্বিতীয় রিভিশন চলে না, ঘ) পূর্বানুমতিক্রমে চলে
১৩৪। রিভিশন নিম্পত্তির সর্বোচ্চ সময়সীমা সম্পর্কিত ফৌজদারী কার্যধির ধারা কত ?
ক) ৪২৯ ধারা খ) ৪৩০ ধারা গ) ৪৩১ ধারা ঘ) ৪৪২ ধারা 
১৩৫। পক্ষগণের উপর নোটিশ জারির তারিখ হইতে একটি রিভিশন নিস্পত্তির সর্বোচ্চ সময়সীমা হইতেছে?
ক) ৬০ দিন খ) ৯০ দিন (কার্যদিবস) গ) ১৮০ দিন ঘ) ৩৬০ দিন
১৩৬। নি¤েœর কোনটির বিরুদ্ধে রিভিশন করা কযায়?ক) দন্ডদেশ খ) খালাসের আদেশ গ) অব্যাহতির আদেশ ঘ) আপর্যাপ্ত দন্ডাদেশ।
 ১৩৭। সরকারী কর্মচারীর আইনসংগত কর্তৃক আবমাননার অভিযোগ কৌজদারী কার্যবিধির কার্যবিধির ধারা কত?
ক) ১৯৪ ধারা খ) ১৯৫ ধারা গ) ১৯৬ ধারা১৯৭ ধারা
১৩৮। কোন আদালত কাহার অভিযোগ চাড়া কোন আপরাধের মামলা আমলে নিবেন না?
ক) সংশ্নিষ্ট সরকারী কর্মচারী অথবা কতিনি যাহা অধীনস্ত তাহার লিখিত অভিযোগ ছাড়া দন্ডবিধির ১৭২-১৮৮ ধারার অধীন দন্ডনীয় অপরাধ, খ) আপরাধটি কোন আদাালে তর কার্যক্রমে করা হইলে উক্ত আদালত বা উহা যে আাদালতের অধস্তন সেই আদালতের লিখিত অভিযোগ ছাড়া দন্ডবিধির ১৯৩-১৯৬, ১৯৯, ২০০, ২০৫-২১১, ও ২২৮ ধারার অধীন দন্ডনীয় কোন অপরাধ ঘ) আপরাধটি কোন আদালতের কর্যক্রমে  পেশকৃত বা সাক্ষ্যে গৃহীত কোন দলিল সম্পর্কে করা হইলে উক্ত আদালত বা উহা যে আদালতের অধস্তন সেই আদালতের লিখিত অভিযোগ চাড়া দন্ডবিধির ৪৬৩ বা ৪৭১, ৪৭৫ ও ৪৭৬ ধারার অধীন দন্ডনীয় কোন আপরাদ ঘ) ‘ক’,‘খ’ বা ‘গ’- এ বর্ণিত সবগুলি।
১৩৯। ফৌজদারী কার্যবিধির ১৯৫ ধারার অধীন আদালত বলিতে বুঝায়-
ক) দেওয়ানী আদলত খ) রাজস্ব আদালত গ) ফৌজদারী আদালত ঘ) ‘ক’, ‘খ’ বা ‘গ’ এ বর্ণিত সবগুলি
১৪০। ১৯৫ ধারায় বর্ণিত ক্ষেত্রে পদ্ধাত সম্পাকত ফৌজদারী কাযাবধির রাধা কত?
ক) ৪৭৬ ধার খ) ৪৭৭ ধারা গ) ৪৭৭ ধারা গ) ৪৭৮ ধারা ঘ) ৪৭৯ ধারা
১৪১। ফৌজদারী কার্যবিধির ৪৭৬ ধারা অনুসারে কোন আদালত অভিযোগ দায়ের করিবেন?
ক) দেওয়ানী আদলত () খ) রাজস্ব আদালত () গ) ফৌজদারী আদালত () ঘ) ‘ক’ বা ‘খ’ বা ‘গ’ এ বর্ণিত যে কোন আদালত
১৪২। দেওয়ানী, রাজস্ব বা ফৌজদারী আদালত ফৌজদারী কার্যবিধির ৪৭৬ ধারানুসারে অভিযোগ কাহার নিকট প্রেরণ করিবেন?
ক) দায়রা জজের নিকট খ) এখতিয়ারাবান প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট নিকট গ) যে কোন ম্যাজিষ্ট্রেটের নিকট ঘ) পুলিশের নিকট
১৪৩। ফৌজদারী কার্যবিধির ৪৭৬ ধারানুসারে প্রেরিত লিখিত অভিযোগ পত্রে কাহার স্বাক্ষর থাকিবে?
ক) সংশ্লিষ্ট আদালতের প্রিজাইর্ডি অফিসারের খ) সংশ্লিষ্ট আদালতের কোন কর্মকর্তার ঘ) মূলমামলার কোন পক্ষের ঘ) যে কোন ব্যক্তির।
১৪৪। ফৌজদারী কার্যবিধির ৪৭৬ ধারানুসারে অভিযোগকারী হাইকোর্ট বিভাগ হইলে সেক্ষেত্রে নালিশের আবেদন কাহার দ্বারা স্বক্ষরিত হইবে?
ক) সংশ্লিষ্ট আদাতের প্রিজাইডিং অফিসারের খ) হাইকোর্ট বিবাগ কর্তৃক নিযুক্ত কোন কর্মকর্তার গ) অধঃস্তন কোন আদালতের ঘ) যে কোন ব্যক্তির।
১৪৫। কি সের ভিত্তিতে ফৌজদারী কার্যবিধির ৪৭৬ ধারানুসারে দেওয়ানী, রাজস্ব বা ফৌজদারী আদালত অীভযোগ প্রণয়ন ও প্রেরণ করিবেন?
ক) কোন ব্যক্তির আবেদনক্রমে খ) সংশ্লিষ্ট আদালত স্বেচ্ছাপ্রণোদিতভাবে ঘ) সরকারের নির্দেশে ঘ) ‘ক’ বা ‘খ’
১৪৬। কোন ব্যক্তির আবেদন ক্রমে যদি কোন দেওয়ানী রাজস্ব বা ফৌজদারী আদালত ৪৭৬ ধারানুসারে নালিশী করিতে আস্বীকার করেন, তবে সেই ব্যক্তির প্রতিকার কি?
ক) আপীল(অঢ়ঢ়বধষ) খ) রিভিশন (জবারংরড়হ) গ) রিভিউ (ৎবারব)ি ঘ) কোন প্রকিকর নাই
১৪৭। ক্রিমিনাল প্রসিডিউর কোনডের ৪৭৬ ধারার অধীর ঈড়সঢ়ষধরহঃ দায়েরের আবেদন প্রত্যাখান করিয়া দেওয়ানী আদালত কর্তৃক প্রদত্ত আদেশ?
ক) আপীলযোগ্য খ) রিভিশনযোগ্য গ) রিভিউযোগ্য ঘ) উপরে কোনটাই নহে।
১৪৮। কখন ফৌজদারী কার্যবিধির ৪৭৬ ধারানুসনে অভিযোগ আনা হয়?
ক) আদালতের কার্যক্রমে অপরাধত করার হইলে খ) আাদলত অবমানা হইলে গ) আদালতের বাহির কোন অপরধ করা হইলে ঘ) যে কোন ্পরাধ ক্ষেত্রে।
১৪৯। জামিনযোগ্য অপরাধ  বলিতে কি বুঝেন?
ক) যে অপরাদ জামিন পাওয়া নায় খ) যে অপরাধে জামিন পাওয়া যায় না ঘ) আমরযোগ্য আপরাধ ঘ) কোনটি নহে।
১৫০। জামিনঅযোগ্য অপরাধ বলিতে কি বুঝেন?
ক) যে অপরাধে জামিন জামিন পাওয়া যায় খ) যে অপরাধে জামিন পাওয়া যায় না গ) আমলের অযোগ্য অপরাধ ঘ) কোনটি নহে।
১৫১। জামিন  কি?
ক) আসামীকে পুলিশের নিকট রাখা খ) আসামীকে কারাঘারে রাখা গ) আমলের অযোগ্য অপরাধ জামিনদারের নিকট অর্পণ করা ঘ) কোনটি নহে
১৫২। জামিনযোগ্য অপরাধের জামিন সম্পর্কে ফৌজদারী কার্যবিধির কত ধারায় বিধান বর্ণিত হইয়াছে?
ক) ৪৯৬ ধারা খ)৪৯৭ ধারা গ) ৪৯৮ ধারা ঘ) ৫২৬ ধারা ।
১৫৩। জামিন অযোগ্য অপরাধের জামিন সম্পর্কে ফৌজদারী কার্যবিধির কত ধারায় বিধান বর্ণিত হইয়াছে?
ক)৪৯৬ ধারা খ) ৪৯৭ ধারা গ) ৪৯৮ ধারা ঘ) ৫২৬ ধারা
১৫৪। আপাম জামিন বা বেল বন্ডের অর্থ হ্রাসের বিধান ফৌজদারী কার্যবিধির কত ধারায় বর্ণিত হইয়াছে?
ক) ৪৯৬ ধারা খ) ৪৯৭ ধারা গ) ৪৯৮ ধারা ঘ) ৫২৬ ধারা
১৫৫। কোন ধরণের আপরাধে আসামী অধিকার হিসাবে জামিন দাবি করিতে পারে?
ক) আমলযোগ্য অপরাধ  খ) জামিন আযোগ্য আপরাধ  গ) জামিনযোগ্য অপরাধ  ঘ) অন্য কোন অপরাধ
১৫৬। আগাম জামিন () কোন আদালত মঞ্জুর করিতে পারেন?
ক) হাইকোর্ট বিভাগ খ) দায়রা আদালত গ) ‘ক’ বা ‘খ’ ঘ) ম্যাজিষ্ট্রেট আদালত
১৫৭। বেল বন্ডের অর্থ হ্রাস কোন আদলত করিতে পারেন?
ক)হাইকোর্ট বিভাগ খ) দায়রা আদালত গ) ক বা খ ঘ) ম্যাজিস্ট্রেট আদালত
১৫৮। প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট জামিন না দিলে কোন আদালতে জামিনের আবেদন করিবেন?
ক) ঈগগ,  খ) ঈঔগ গ) দায়রা আদালত, ঘ) হাইকোর্ট বিভাগ।
১৫৯। দায়রা জজ জামিন না দিলে কোন আদালতে জামিনের আবেদন করিবেন?
ক) ঈগগ,  খ) ঈঔগ গ) দায়রা আদালত, ঘ) হাইকোর্ট বিভাগ।
১৬০। প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ জামিন না দিলে উচ্চ আদালতে যাইতে হয় কত ধারায়?
ক) ৪৯৬ ধারায় খ) ৪৯৭ ধারা গ) ৪৯৮ ধারা ঘ) ৪৯৯ ধারা
১৬১। আসামী ও জামনদারের মুচলেকা  বা বেলবন্ড সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত?
ক) ৪৯৬ ধারায় খ) ৪৯৭ ধারা গ) ৪৯৮ ধারা ঘ) ৪৯৯ ধারা
১৬২। কোন ক্ষেত্রে আসামীর বিরুদ্ধে মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ডের অভিযোগ থাকা স্বত্বে জামিন মঞ্জুর করা যায়?
ক) ষোল বছরের নি¤œ বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে খ) স্ত্রীলোকের ক্ষেত্রে গ) পীড়িত বা অক্ষম হইলে ঘ) ক বা খ বা গ এ বর্নিত সকল ক্ষেত্রে
১৬৩। জামিন নামায় কত টাকার কোর্ট ফি লাগে?
ক) ৫/- টাকার খ) ২০/- টাকার গ)  ২৫/- টাকার ঘ) ৩০ টাকার
১৬৪। বন্ড বাজেয়াফতি বিষয়ে বিধান ফৌজদারী কার্যবিধির কত ধারায় বর্নিত হইয়াছে?
ক) ক) ২১৪ ধারায় খ) ৩১৪ ধারা গ) ৪১৪ ধারা ঘ) ৫১৪ ধারা
১৬৫। অহঃরপরঢ়ধঃড়ৎু ইধরষ কোনটি?
ক) জামিনযোগ্য অপরাধে জামিন, খ) জামিন অযোগ্য অপরাধে জামিন, গ)আগাম জামিন ঘ) জামিন না মঞ্জুর
১৬৬। ম্যাজিস্ট্রেট কর্তৃক জামিন না মঞ্জুরের আদেশের বিরুদ্ধে কোন আদালত জামিনের আবেদন করা যাইবে?
ক) জেলা জজ আদালত খ) বিশেষ জজ আদালত গ) দায়রা আদালত ঘ) হাইকোর্ট বিভাগ
১৬৭। জামিনের আদেশ বাতিলের বিরুদ্ধে ক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি?
ক)আপীল খ) রিভিশন গ) রিভিউ ঘ) কোন প্রতিকার নেই
১৬৭। জামিনযোগ্য অপরাধ বলিতে কি বুঝায়?
ক) ফৌজদারী কার্যবিধির দ্বিতীয় তফসিলে যে সকল অপরাধ জামিন যোগ্য বলিয়া দেখানো হইয়াছে খ) যে সকল অপরাধের ক্ষেত্রে আসামী অধিকার হিসাবে জামিন দাবী করিতে পারে গ) যে সকল অপরাধের ক্ষেত্রে আদালত অবশ্যই  জামিন মঞ্জুর করিবেন  ঘ) ক খ ও গ এ বর্নিত সবগুলি।
১৬৮। গ্রেফতারের আশংকায় জামিনের আবেদন করিলে তাহা ফৌজদারী কার্যবিধির কত ধারায় করিতে হইবে?
ক) ক) ৪৯৬ ধারায় খ) ৪৯৭ ধারা গ) ৪৯৮ ধারা ঘ) ৪৯৯ ধারা
১৬৯। কখন জামিনযোগ্য অপরাধে অভিযুুক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দিতে হইবে?
ক) যখন অভিযুক্ত ব্যক্তি জামিন দিতে প্রদ্ভত থাকে খ) যখন অবিযুক্ত ব্যক্তি জামিনদার ব্যতীত মুচলেকা সম্পাদন করে, গ) ‘ক’ বা ‘খ’ ঘ) জামিন বা মুচলেকা ছাড়াই জামিনেমুক্তি দিতে হইবে।
১৭০ । জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত জন্য জামিন একটি?
ক) অধিকার খ) অধিকার নহে গ) আদালতের বিবেচনামূলক ঘ) আদালতের ইচ্ছাধীন
১৭১। জামিনঅযোগ্য অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির জন্য জামিন একটি
ক) অধিকার খ) অধিকার নহে গ) আদালতের বিবেচনামূলক ঘ) খ ও গ
১৭২। জামিন অযোগ্য কোন অপরাধের ক্ষেত্রে জামিনে মুক্তি দেওয়া যাইবে না?
ক) মৃত্যুদন্ডে দন্ডনীয় কোন অপরাধ খ) যাবজ্জীবন কারাদন্ডে দন্ডনীয় কোন অপরাধ গ) ক বা খ ঘ) দস্যুতার অপরাধ
১৭৩। জামিনঅযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিনপ্রাপ্ত ব্যক্তির জামিন কোন আদালত বাতিল করিতে পারেন?
ক)জামিন মঞ্জুর কারী আদালত খ) দায়রা আদালত গ) হাইকোর্ট বিভাগ ঘ) ক বা খ বা গ এ বর্নিত যে কোন আদালত
১৭৪।  ফৌজাদারী কার্যবিধির কোন ধারায় হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালতকে জামিনের ব্যাপারে অসীম ক্ষমতা দেওয়া হইয়াছে?
উত্তরঃ ক) ৪৯৬ ধারায় খ) ৪৯৭ ধারা গ) ৪৯৮ ধারা ঘ) ৪৯৯ ধারা
১৭৫। জামিনদারের অব্যাহতি সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত?
ক) ৫০০ ধারায় খ) ৫০১ ধারা গ) ৫০২ ধারা ঘ) ৫০৩ ধারা
১৭৬। জামিনঅযোগ্য অপরাধ বলিতে কি বুঝায়?
ক) জামিনঅযোগ্য অপরাধ ব্যতীত অন্য সকল অপরাধ খ) যে সকল অপরাধের ক্ষেত্রে আসামী অধিকার হিসাবে জামিন দাবি করিতে পারে না গ) যে সকল অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর আদালতের বিবেচনামূলক ঘ) ক, খ ও গ এ বর্নিত সবগুলি
১৭৭। আইনানুগ হেফাজত হইতে আসামীকে নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট আদালতে হাজির করার শর্তে জামিনদারের নিকট সমর্পন করাকে বলা হয়ক) মুক্তি খ) জামিন গ) জামিন নামা ঘ) শর্তাধীনে মুক্তি
১৭৮। কখন আদালত কোন ব্যক্তিকে হেফাজত হইতে মুক্তি দান করিবেন?
ক) মুচলেকা সম্পাদিত হইবার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে মুক্তি দিবেন খ) সংশ্লিষ্ট ব্যক্তি কারাগারে থাকিলে জামিন মঞ্জুরকারী আদালত উক্ত কারাগারের ভারপ্রাপ্ত অফিসারকে মুক্তির আদেশ দান করিবেন, এবং উক্ত অফিসার এই আদেশ পাইবার পর তাহাকে মুক্তি দিবেন গ) ক ও খ ঘ) যে কোন সময়ে মুক্তি দান করিতে পারেন।
১৭৯। প্রথম জামানত অপর্যাপ্ত হইলে সেক্ষেত্রে আদালতের করনীয় কি?
ক) জামিনে মুক্ত ব্যক্তিকে হাজির করিবার নির্দেশ দিয়া আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করিতে পারিবে খ) পর্যাপ্ত জামিনদার সংগ্রহের আদেশ দিতে পারিবে গ) পর্যাপ্ত জামিনদার সংগ্রহ করিতে না পারিলে তাহাকে হাজতে প্রেরনের আদেশ দিতে পারিবে ঘ)  সবগুলি
১৮০। কোন অপরাধগুলি জামিনযোগ্য?
ক) বে আইনী সমাবেশের সদস্য হওয়া মারাত্মক অস্ত্রসহ বে আইনী সমাবেশে যোগদান, দাঙ্গা, মারাত্মক অস্ত্রলইয়া দাঙ্গা, মারপিট, খ) কোন বিচারমূলক কার্যক্রমে মিথ্যা সাক্ষ্য দেওয়া বা সৃষ্টি করা, প্রকাশ্যে নোংরামী করা, অশ্লীল বই বিক্রয় করা, গ) বেপরোয়াভাবে বা অবহেলার দ্বারা মৃত্যু ঘটানো, অপরাধজনক প্রাননাশের চেষ্টা, আত্মহত্যার চেষ্টা করা, গর্ভপাত করা, ব্যাভিচার, মানহানি, অপরাধজনক ভীতি প্রদর্শন ঘ)   সবগুলি
১৮১। কোন অপরাধ গুলি জামিন অযোগ্য?
ক) কোন লোককে মৃত্যু দন্ডে দন্ডিত করিবার উদেদ্দশ্যে মিথ্যা সাক্ষ্য দেওয়া, যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করিবার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দেওয়া, সরকারী কর্মচারী কর্তৃক বেআইনী ভাবে ব্যবসা করা, সরকারী কর্মচারী কর্র্র্তৃক বেআইনীভাবে সম্পত্তি ক্রয় বা নিলাম ডাকা, সরকারী কর্মচারী কর্তৃক ঘুষ গ্রহন, খ) বিভিন্ন শ্রেনির মধ্যে বিরোধ সৃষ্টি, ছাত্রদের রাজনেতিক কার্যকলাপে প্ররোচনা দান, গ) রাষ্ট্রদ্রোহ, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করা, বা যুদ্ধের চেষ্টা করা, রাষ্ট্রের বিরুদ্ধে কতিপয় অপরাধ সংঘটনের ষড়যন্ত্র করা, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করিবার উদ্দেশ্যে অস্ত্র শস্ত্র প্রভৃতি সংগ্রহ করা, ঘ) ক, খ ও গ এ বর্নিত সবগুলি।
১৮২। নি¤œ লিখিত ক্ষেত্রে জামিন বাতিল হইতে পারে যদি
ক) আসামী জামিনে থাকিয়া যদি একই অপরাধ করিতে থাকে, খ) যেক্ষেত্রে আসামী বাদীপক্ষের সাক্ষ্যে হস্তক্ষেপ করে, গ) যেক্ষেত্রে আসামী আদালতে হাজির হইতে ব্যর্থ হয় ঘ) ক বা খ বা গ এ বর্নিত যে কোন ক্ষেত্রে
১৮৩। ম্যাজিস্ট্রেট আদালত জামিন না মঞ্জুর করিলে, সেক্ষেত্রে দায়রা আদালতে জামিনের জন্য আবেদন করিতে হয়, ইহাকে বলা হয়
ক) ঈৎ. গরং. খ) আগাম জামিন গ) জামিনের আবেদন ঘ) জামিন নামা
১৮৪। ফৌজদারী কার্যবিধির পঞ্চম তফসিলের কত নম্বর ফরমটি জামিননামা ফরম?
ক) ২৪ নং খ) ৩৫ নং গ) ৪০ নং ঘ) ৪২ নং
১৮৫। যে অঙ্গীকার নামার মাধ্যমে কোন ব্যক্তিকে আইনগত হেফাজত হইতে মুক্ত করিয়া অঙ্গীকার কারীর হেফাজতে আনা হয় তাহাকে বলা হয়
ক) জামিন খ) জামিন নামা গ) মুচলেকা ঘ) সদাচরনের মুচলেকা
১৮৬। কোন ব্যক্তিকে নিজ মুচলেকায় জামিন দেওয়া হইলে জামিন নামায় কে স্বাক্ষর করিবেন?
ক) এ্যাডভোকেট খ)সংশ্লিষ্ট ব্যক্তি গ) জামিনদার ঘ) যে কোন ব্যক্তি
১৮৭। ঈৎ. গরং এর পূর্ণাঙ্গ রূপ কোনর্টি?
ক) ঈৎরসরহধষ গরংপবষষবহবড়ঁং খ) ঈৎরসব গরংপবষষবহবড়ঁং গ) ঈৎরসব গরংপড়হফঁপঃ ঘ) ঈৎরসরহধষ গরংপড়হফঁপঃ
১৮৮। আপনি একজন আইনজীবী হিসাবে আপনার মক্কেলের বিরুদ্ধে জামিনের অযোগ্য আরাধের মামলায় ফৌজদারী কার্যবিধির কত ধারানুযায়ী জামিনের আবেদন করিবেন?
ক) ৪৯৬ ধারা খ) ৪৯৭ ধারা গ) ৪৯৮ ধারা ঘ) ১৬৭ ধারা
১৮৯। জামিন অযোগ্য অপরাদের মামলায় জমিন মঞ্জুরের জন্য কোন বিষয়টি প্রধান্য পাইতে পারে?
ক) আসামী বি, আই, পি খ) আসামী সি, আই, পি গ) আসামী অসুস্থ ঘ) আসামি প্রভাবশালী ব্যক্তি
১৯০। আসামীর পক্ষ জামিন শুনানি করার জন্য আপনি আসামীর আইনজীবী হিসাবে আসামীর নিকট হইতে কি নিবেন?
ক) টাকা-পয়সা খ) কোর্ট ফি গ) ওকালতনামায় আসামীর স্বাক্ষর ঘ) সাদা ষ্ট্যাম্প পেপারে স্বাক্ষর।
১৯১। মামলার কোন পর্যয়ে পর্যয়ে পর্যয়ে খুনের মামলার আসামী তাহার জমিনের আবেদন করিতে পারেন?
ক) যে কোন পর্যায়ে খ) চার্জ গঠনের পূর্বে গ) চার্জ গঠনের পর ঘ) রায় ঘোষণার পূর্বে
১৯২। দন্ডপ্রাপ্ত ফৌজদারী কার্যবিধির কত ধারানুযায়ী আপীল আদালত হইতে জামনি পাইতে পারে?
ক) ৪৯৬ ধারা খ) ৪৯৭ ধারা গ) ৪৯৮ ধারা ঘ) ৪২৬ ধারা
১৯৩। কোনটি জামিনযোগ্য অপরাধ 
ক) ডাকাতি খ) প্রতারণা গ) খুন সহকারে ডাকা ঘ) চুরি
১৯৪। কোনটি জামিনঅযোগ্য অপরাধ 
ক) অপহরণ কারা খ) অবহেলার দ্বারা মৃত্যু ঘটানো গ) রাষ্ট্রেদ্রোহ ঘ) উচ্ছাকৃতবাবে আঘাত করা
আপোষ নিষ্পত্তিযোগ্য আপরাধ সমূহ কএবং আপোষ নিষ্পত্তি আযোগ্য অপরাধ সমুহ
১৯৫। আপরাধে আপোষ নিপ্তেত্তি সম্পর্কিত  ফৌজদারী বার্যবিধির ধারা তে?
ক) ১৪৫ ধারা খ) ২৪৫ ধারা গ) ৩৪৫ ধারা ঘ) ৪৪৫ ধারা
১৯৬। কোন অপরাধগুলি আপোষ-নিষ্পত্তিযোগ্য
ক) ইচ্ছাাকৃতবাবে আঘাত করা, কোন লোককে অন্যায়ভাবে বাধা দেওয়া কোন লোককে অন্যয়বাবে আটক করা, কোন ব্যক্তির অনিষ্ট বা ক্ষতিদসাধন করা হইলে, আপরাধজনক অনধিকার প্রবেশ, গৃহে অনধিকার প্রবশ, খ) ব্যাভিচার মানহানি, আপরাধজনক ভীতি-প্রদর্শন, বে-আইনী বাধ্যতামূলক শ্রমে নিয়োগ কোন লোককে অপমান করিবার জন্য আপরাধ জনক বলপ্রয়োগ করা, গ) শান্তিভঙ্গের উস্কানি দিবার জন্য অপমান করা, অন্যায়ভাবে আক্রমণ করা ঘ)  সবগুলি।
১৯৮। কোন অপরাধগুলি আদালতের অনুমতি সাপেক্সে আপোন-নিষ্পত্তিযোঘ্য 
ক) দাঙ্গা, মারাতক অস্ত্র লইয়া দাঙ্গা, সারাত্মক অস্ত্র স্বারা ইচ্ছাকৃতভাবে আঘাত করা, উচ্ছাকৃতভাবে গুতর আঘাত করা, তিন বা ততোধিক দিন অণ্যায়ভাবে আটক রাখা দশ বা ততোধিক দিন অন্যায়ভাবে আটক রাখা, খ) শ্লীলত হানির জন্য স্ত্রীলোককে আক্রমণ করা, চুরি, বাসগৃহে চুরি, কেরানী বা চাকর কর্তৃক মলিকের দখলীয় সম্পত্তি চুরি, অসাধৃভাবে অস্থাবর সম্পত্তি আত্মসাৎ, অপরাধজনক বিশ্বাস ভঙ্গ, গ) প্রতারণা, অপরের রূপ ধারণপূর্বক প্রতারণা, স্বামী বা স্ত্রীর জীবদশায় পুনরায় বিবাহ করা, নারীর শ্লীলতহাহানির উদ্দেশ্যে কোন কথা বলা বা অঙ্গবঙ্গি করা ঘ)‘ক’, ‘খ’ ও ‘গ’ - এ বর্ণিত সবগুলি।
১৯৯। কোন অপরাধগুলি আপোস-নিষ্পত্তি অযোগ্য (ঘড়হ ঈড়সঢ়ড়ঁহফধনষব ড়ভভবহপবং)?
ক) রাষ্ট্রদ্রোহ, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করা, বা যুদ্ধের চেষ্টা করা, রাষ্ট্রের রারুদ্ধেকতিপয় আপরাধ সংঘটনের ষড়যন্ত্র করা, বাংলাদেশের বিরুদ্দে যুদ্ধ করিবার উদ্দেশ্যেঅস্ত্র-শস্ত্র প্রভৃতি সংগ্রহ করা, খ) বে-আইনী সমাবেশের সমাবেশের সদস হওয়া মারাত্মক অস্ত্রসহ বে-আইনী সামবেশের যোগদান, বিভিন্ন শ্রেণির মধ্যে বিরোধ সৃষ্টি, ছাত্রদের রাজনৈতিক কার্যকলা প্ররোচনা দান, গ) সরকারী কর্মচারী কর্তৃক বেআইনীভাবে ব্যবসা করা , সরকারী কর্মচারী কর্তৃক বে-আইনীভাবে সম্পত্তি ক্রয় বা নিলাম ডাকা, সরকারি কর্মচারী কর্তৃক ঘুষ গ্রহণ ঘ) ‘ক’, ‘খ’ ও ‘গ’ - এ বর্ণিত সবগুলি।
২০০। কোন আপরাধগুলি আপোষ-নিষ্পত্তি অযোগ্য (ঘড়হ ঈড়সঢ়ড়ঁহফধনষব ড়ভভবহপবং)
ক) কোন লোককে মৃত্যুদন্ডে দন্ডিত করিবার উদ্দেশ্যে মিথ্য সাক্ষ্য দেওয়া, যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করিবারউদ্দেশ্য মিথ্যা সাক্ষ্য দেওয়া বিচারযুলক কার্যক্রমে মিথ্যা সাক্ষ দেওয়া বা সৃষ্টি করা , প্রকাশ্যে নোংরামী করা, অশ্লীল ............................  মখুন, খুন, অঅপরাজনক নরহত্যা, মুদ্রা জাল করিবার উদ্দেশ্যে যন্ত্রপতি ক্রয়-বিক্রয় করা, গ) ডাকাতি, খুনসহ ডাকতি, দস্যুতা হত্যা করিবার উদ্দেশ্যে আপহরণ করা মারত্মক অস্ত্র দ্বারা ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা, স্ত্রীলোকটির সম্মতি ছাড়া গর্ভপাত করা ঘ) ‘ক’, ‘খ’ ও ‘গ’-এ সর্ণিত সবগুলি।
২০১। নি¤েœ কোন অপরাধটি আদালতের অনুমতি ছাড়া নিষ্পত্তিযোগ্য?
ক) তিন বা ততোদিক দিন অন্যায়বাবে আটক রাখা খ) মানহানি গ) বাসগৃহে চুরি ঘ) দশ বা ততোধিক দিন অন্যায়ভাবে আটক রাখা।
২০২। নি¤েœর কোন অপরাধটি আপোষ নিষ্পত্তিযোগ্য?
ক) ডাকতি (উধপড়রু) খ) ইচ্ছাকৃতভাবে আঘাত  গ) আপরাজনক নরহত্যাঘ) রাষ্ট্রদ্রোহ 
২০৩। নি¤েœর কোন অপরাধটি আপোষ নিষ্পত্তি অযোগ্য?
ক) ডাকতি (খ) ইচ্ছাকৃতভাবে আঘাত কার গ) মানহানি  ঘ) দাঙ্গা 
২০৪। নি¤েœ কোন অপরাধটি আদারতের অনুমতিক্রমে আপোষ নিষ্পত্তিযোগ্য?
ক) ডাকতি খ) ইচ্ছাকৃতভাবে আঘাত কার গ) মানহানি  ঘ) দাঙ্গা
২০৫। হাইকোর্ট বিভাগ কর্তৃক ফৌজদারী মামলা হস্তান্তর সম্পর্কিত বিধান ফেওজদারী কার্যবিধির কত ধারার?
ক) ৫২৫ ধারা   খ) ৫২৬ ধারা  গ) ৫২৬ বি ধারা   ঘ) ৫২৮ ধারা।
২০৬। হাইকোর্ট বিভাগ কি কি কারণে মামলা হস্তান্তরের কার্যক্রম গ্রহন করেন?
ক) ন্যায় বিচার ব্যাহত হওয়ার সম্ভবনা থাকিলে।   খ) আইনের জটিল প্রশ্ন ......
ঘ) ক খ ও গ এ বর্ণিত সবগুলি
২০৭। কিসের ভিত্তিতে হাইকোর্ট বিভাগ মামলা স্থানান্তরের কার্যক্রম গ্রহন করেন?
ক) নি¤œ আদালতের রিপোর্টের ভিত্তিতে  খ) স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের আবেদন ক্রমে  
গ) স্বেচ্ছায় নিজ উদ্যোগে   ঘ) ক খ ও গ এ বর্ণিত সকল ক্ষেত্রে।
২০৮। দায়রা জজ কর্র্তৃক মামলা হস্তান্তর সম্পর্কিত বিধান ফৌজদারী কার্যবিধির কত ধারায়?
ক) ৫২৫ ধারা খ) ৫২৬ ধারা গ) ৫২৬ বি ধারা  ঘ) ৫২৮ ধারা
২০৯। কিসের ভিত্তিতে দায়রা জজ মামলা হস্তান্তরের কার্যক্রম গ্রহন করেন?
ক) নি¤œ আদালতের রিপোর্টের ভিত্তিতে  খ) স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের আবেদন ক্রমে  
গ) স্বেচ্ছায় নিজ উদ্যোগে     ঘ) বর্ণিত সকল ক্ষেত্রে।
২১০। ম্যাজিষ্ট্রেট আদালত কর্তৃক মামলা স্তনান্তর সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত?
ক) ৫২৬ (২) ধারা  খ) ৫২৮(২) ধারা  গ) ৫২৮(২) ধারা ঘ) ৫২৬-বি(২) ধারা।
২১১। মহানগরে ম্যাজিষ্ট্রেট আদালত কর্তৃক মামলা হস্তান্তরের ক্ষেত্রে কাহার নিকট আবেদন করিতে হইবে?
ক) ঈঔগ খ) ঈগগ  গ) উগ  ঘ) গগ
২১২। মামলা এবং আপীল স্থান্তরের ক্ষেত্রে আপীল বিভাগের ক্ষমতা সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত?
ক) ২৪১এ ধারা  খ) ২৬৫ বি ধারা  গ) ৫২৫ এ ধারা  ঘ) ৫২৬বি ধারা।
২১৩। এক দায়রা আদালত হইতে ন্য দায়লা আদালতে মামলা হস্তান্তর করিতে হইলে কত ধারায় আবেদন করিতে হইবে?
ক) ৫২৫ এ ধারায়  খ) ৫২৬ ধারায়  গ) ৫২৬ বি ধারায়  ঘ) ৫২৮ ধারায়।
২১৪। এক দায়রা আদালত হইতে অন্য দায়রা আদালতে মামলা হস্তান্তর করিতে হইলে কোন্ আদালতে আবেদন করিতে হইবে?
ক) আলী বিভাগে  খ) হাইকোর্ট বিভাগে গ) দায়রা আদালতে ঘ) চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট
২১৫। ফৌজদারী মামলা হস্তান্তর করার ক্ষমতা কোন আদালতের আছে?
ক) প্রথম শ্রেনির ম্যাজিষ্ট্রেট আদালত, খ) দ্বিতীয় শ্রেনীর ম্যাজিষ্ট্রেট আদালত  গ) দায়রা আদালত, ঘ) স্পেশাল ম্যাজিষ্ট্রেট আদালত
২১৬। ফৌজদারী মামলা হস্তান্তর করার ক্ষমতা কোন আদালতের নাই?
ক) হাইকোর্ট বিভাগ  খ) দায়রা আদালত  গ) চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ঘ) দ্বিতীয় শ্রেনীর ম্যাজিষ্ট্রেট ্দালত।
২১৭। কোন আদালতে কোন মামলার ন্যায়-বিচার ব্যাহত হওয়ার সম্ভবনা থাকিলে কি করিবেন?
ক) আপীল  খ) মামলা হস্তান্তরের জন্য আবেদন  গ) রিভিশন  ঘ) মামলা স্থগিত রাখার জন্য আবেদন।
২১৮। ঢাকা হইতে কোন ফৌজদারী মামলা নারয়নগঞ্জে স্থান্তরের জন্য কোন আদালতে আবেদন করিতে হইবে?
ক) ঢাকা জেলা দায়রা আদালতে  খ) ঢাকা মহানগর দায়রা আদালতে  গ) নারায়নগঞ্জ দায়রা আদালতে  ঘ) হাইকোর্ট বিভাগে
২১৯। একই দায়রা বিভাগের এক ফৌজদারী আদালত হইতে অন্য ফৌজদারী আদালতে মামলা স্তান্তরের জন্য কোন আদালতে আবেদন করিতে হইবে?
ক) সংশ্লিষ্ট দায়রা আদালতে  খ) ন্য কোন দায়রা আদালতে  গ) মহানগর দায়রা আদালতে ঘ) হাইকোর্টে।
২২০। কোন জেলার ম্যাজিষ্ট্রেট আদালতে বিচরাধীন মামলা অন্য কোন জেলায় অবস্থিত ম্যাজিষ্ট্রেট আদালতে হস্তান্তর করার দরখাস্ত কোন আদালতে করিতে হইবে।
২২১। মামলা হস্তান্তর সম্পর্কিত ফৌজদারী কর্যবিধির বিধান কত?
ক) ২২৫-২২৮ ধারা, খ) ৩২৫-৩২৮ ধারা গ) ৪২৫-৪২৮ ধারা ঘ) ৫২৫এ-৫২৮ ধারা
২২২। মামলা স্থানান্তরের জন্য হাইকোর্ট বিবাগে আবেদন কিসের দ্বারা করিতে হইবে?
ক) এ্যাডভোকোট দ্বারা করিতে হইতে খ) এ্যাটর্নি দ্বারা করিতে হইবে গ) মোশন দ্বারা করিতে হইবে ঘ) লিখিত দরখাস্তআকারে করিতে হইবে।
২২৩। মামলা স্থানান্তরের জন্য আবেদনকারী এ্যাটর্নি জেনারেল না হইলে মোশন কি দ্বারা সমর্থন করিতে হইবে?
ক) এফিডেভিট () দ্বারা খ) শপথ () দ্বারা গ) ‘ক’ বা ‘খ’ ঘ) ‘ক’ ও ‘খ’
২২৪। আসামী মামলা স্থানান্তরের জন্য আবেদন করিলে কাহাকে নোটিশ দিতে হইবে?
ক) অপর পক্ষের আইনজীবীকে খ) সংশ্নিষ্ট আদালতকে গ) পাবলিক প্রসিকিউটরকে ঘ) অপর পক্ষকে
২২৫। পাবলিক প্রসিকিউটরকে নোটিশ প্রদন ও আবেদন মুনানির মধ্যে কমপক্ষে কত ঘণ্টা সময় পর্যন্ত আবেদন পত্রের গুণাগুণের ভিত্তিতে কোন আদেশ দেওয়া যাইবে না?
ক) ২৪ ঘন্টা খ) ৪৮ ঘন্ট গ) ৭২ ঘন্ট ঘ) ৯৬ ঘন্টা
২২৬। আসামীর অনুপস্থিতিতে অনুসন্ধান ও বিচারের বিধান সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত?
উত্তরঃ ক) ২৪১ ধারা খ) ২৬৫ এ ধারা গ) ৩৪০ ধারা ঘ) ৫৪০ এ ধারা 
২২৭। মামলার কোন পর্যায় আসামীর অনুপস্থিতিতে আদালত অনুসন্ধান বা বিচার চালাইয়া যাইতে পারিবেন?
উত্তরঃ ক) অনুসন্ধানের যে কোন পর্যায়, খ) বিচারের যে কোন পর্যায় গ) ক বা খ    ঘ)ক ও খ ।
২২৮। আদালত কখন আসামীর অনুপস্থিতিতে অনুসন্ধান বা বিচার চালাইয়া যাইতে পারিবেন?
ক) কোন কারন বশতঃ আসামী আদালতে হাজির হইতে অসমর্থ, এই মর্মে আদালত সন্তুষ্ট হইলে, খ) আসামীর কৌসুলী হাজির থাকিলে গ) আদালত আসামীকে হাজির হইতে রেহাই দিলে ঘ) ক, খ ও গ এ বর্নিত সবগুলো
২২৯। কোন মামলায় অনুপস্থিত আসামীর কৌসুলী না থাকিলে আদালত কি করিবে?
ক) কারন লিপিবদ্ধ করিয় অনুসন্ধান বা বিচার মূলতবী রাখিতে পারিবেন খ) অনুপস্থিত আসামীর মামলা পৃথক  ভাবে গ্রহন করিবার বা বিচারের আদেশ দিতে পারিবেন গ) ক অথবা খ ঘ) ক এবং খ
২৩০। অনুপস্থিত আসামীর ক্ষেত্রে জজ বা ম্যাজিস্ট্রেট যদি আসামীর ব্যক্তিগত হাজিরা প্রয়োজন মনে করেন, তবে কি করিবেন?
উত্তরঃ ক) কারন লিপিবদ্ধ করিয়া অনুসন্ধান বা বিচার মূলতবী রাখিতে পারিবেন, খ) অনুপস্থিত আসামীর মামলা পৃথক ভাবে গ্রহন করিবার বা বিচারের আদেশ দিতে পারিবেন গ) ক অথবা খ   ঘ) ক এবং খ
 ২৩১। আদালত কখন আসামীকে হাজির হইতে রেহাই দিবেন?
উত্তরঃ ক) আসামী আদালতে হাজির থাকিতে অসমর্থতার কারন সম্পর্কে সন্তুষ্ট হই হইলে, খ) আসামীর কৌসুলী হাজির থাকিলে গ) কও খ ঘ) ক বা খ
২৩২। কারাবাসের স্থান নির্দিষ্টকরনের ক্ষমতা সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত?
উত্তরঃ ক) ৫৪০ ধারা খ) ৫৪১ ধারা গ) ৫৪২ ধারা ঘ) ৫৪৩ ধারা
২৩৩। হাজতবাসের নির্দেশ প্রাপ্ত কোন ব্যক্তিকে কোথায় আটক রাখা হইবে সে সম্পর্কে কে নির্দেশ দিতে পারে?
উত্তরঃ ক) আদালত, খ) ম্যাজিস্ট্রেট গ) সরকার ঘ) আটককারী ব্যক্তি।
২৩৪। ফৌজদারী কার্যবিধির ৩৩৯ বি ধারার অধীন অনুপস্থিতিতে বিচারের পূর্বশর্ত কোনটি?
ক) হুলিয়া জারি করা খ) সম্পত্তি ক্রোক করা গ) বহুল প্রচারিত  দুইটি বাংলা দৈনিক সংবাদপত্রে প্রকাশিত আদেশ দ্বারা আদেশে নির্ধারিত আদালতে হাজির হইবার নির্দেশ দিবেন ঘ) ক, খ ও গ এ বর্নিত.........।
আসামীর অনুপস্থিতিতে বিচার সম্পর্কিত প্রশ্নাবলীর উত্তরপত্রঃ
২৩৫। ফৌজদারী কার্যবিধিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কিত বিধান কোন সালে অন্তর্ভুক্ত হইয়াছে?
উত্তরঃ ক) ১৮৯৮ সালে খ) ১৯৯৯ সালে গ) ২০০৭ সালে ঘ) ২০০৮ সালে
২৩৬। ফৌজদারী কার্যবিধিতে ম্যাজিস্ট্রেটগনকে প্রধানতঃ কতটি শ্রেনীতে ভাগ করা হইয়াছে?
উত্তরঃ ক) ৪ প্রকার খ) ২ প্রকার গ) ৩ প্রকার ঘ) ৬ প্রকার
২৩৭। একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকা জরিমানা আরোপ করিতে পারেন?
উত্তরঃ ক) ৫,০০০/- খ)৩,০০০/-  গ) ১০,০০০/- ঘ)২,০০০/-
২৩৮। যুগ্ম দায়রা জজ ৭ বছরের কারাদন্ড আরোপ করিলে উক্ত দন্ডাদেশের বিরুদ্ধে কোন আদালতে আপীল করিতে হইবে?
উত্তরঃ ক) দায়রা জজ খ) স্পেশাল ট্রাইবুনাল গ) হাইকোর্ট বিভাগ ঘ) স্পেশাল জজ
২৩৯। প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেটের দন্ডাদেশের বিরুদ্ধে আপীল দায়ের করিতে হইবে কোন আদালতে?
ক) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্্েরট খ) দায়রা জজ গ) অতিরিক্ত দায়রা জজ, ঘ) হাইকোর্ট বিভাগ
২৪০। কোনটি পদ্ধতি বিষয়ক আইন নহে?
ক) দেওয়ানী কার্যবিধি খ) সাক্ষ্য আইন গ) সুনির্দিষ্ট প্রতিকার আইন  ঘ) তামাদী আইন
২৪১। ফৌজদারী কার্যবিধির ১০৭ ধারার মামলা নি¤েœাক্ত কোন আদালতের আদি এখতিয়ার ভুক্ত?
ক) মুখ্য মহানগর হাকিম,  খ) দায়রা জজ, গ) প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্্েরট ঘ) জেলা ম্যাজিস্ট্রেট
২৪২। আপীল বিভাগে মাসদার হোসেন মামলার রায় ঘোষিত হয় কোন সালে?
উত্তরঃ ক)১৯৯৯ সালে খ) ২০০০ সালে গ) ২০০১ সালে ঘ) ২০০৭ সালে
২৪৩। নি¤েœাক্ত কোন পরিস্থিতি হইতে শান্তি ভঙ্গের আশঙ্কা থাকিলে ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারার ক্ষমতা প্রয়োগ করা যাইবে?
ক) গন উৎপাত খ) শ্রমিক সন্তোষ গ) জমির দখল জনিত বিরোধ ঘ)
২৪৪। কে প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করেন?
ক) জেলা ম্যাজিস্ট্রেট খ)অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গ)মহানগর দায়রা জজ ঘ) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
২৪৫।কোন মহানগর এলাকায় পুলিশ কর্মকর্তা অ আমলযোগ্য মামলার তদন্ত করিতে পারিবে না, যদি সে অনুমতি না নেয়
উত্তরঃ ক) মহা পুলিশ পরিদর্শকের  খ) পুলিশ কমিশনারের গ) জেলা ম্যাজিস্ট্রেটের ঘ) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
২৪৬। একটি ফৌজদারী আদালত পুলিশ ডায়েরী তলব করিতে পারেন-
ক) সাক্ষের জন্য খ)ম তদন্তের জন্য গ) বিচারের কজন্য ঘ) সুরতহালের জন্য।
২৪৮। যথন ম্যাজিষ্ট্রেট ফাউনাল রিপোর্ট গ্রহণ করেন, তখন আসামী-
ক) অব্যাহতি পাইনাতে পারে খ) মখালাস পাইতে পারে গ) দন্ড পাইতে পারে ঘ) মৃক্তি পাইতে পরে।
২৪৯। প্রত্যাহার করা হইলে আসামী-
ক) মুক্তি পাইবে খ) অব্যাহতি পাইবে গ) দন্ড পাইবে ঘ) খালাস পাইবে
২৫০। ঈড়সঢ়ষধরহঃ ব্যতীত অন্যভাবে রুজুকৃত একটি ফৌজদারী মামলার কার্যক্রম বন্ধ করা হইবে , ম্যাজিষ্ট্রেট আসামীকে
ক) মুক্ত দিতে পারেন খ) অব্যাহতি দিতে পারেন গ) খাসাস দিতে পারেন ঘ) দন্ড দিতে পারেন
২৫১। এজন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দন্ডাদেশের বিরুদ্দে আপীল হইবে?
 ক) হাইকোর্ট বিভাগে খ) জেলা জজ আদালতে গ) দায়রা জজ আদালতে ঘ) বিবাগীয় জজ আদালতে
২৫২। তৃতীয় শ্্েরণির ম্যাজিষ্ট্রেটপ্রদত্ত খালাস আদেশের বিরুদ্দে বিরুদ্ধে আপীল হইবে?
ক) চীফ জুজিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদলাতে খ) দায়রা জজ আদলতে গ) জেলা জজ আদালতে ঘ) জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে।
২৫৩। একজন অভিযোগকারী খালাস আদেশের বিরুদ্ধে আপীল করিতে পারে?
ক) ৩০ দিনে মধ্যে খ) ৬০ দিনে মধ্যে গ) ৯০ দিনে মধ্যে ঘ) ১২০ দিনে মধ্যে
২৫৪। ক্রিমিনাল প্রসিডিউর কোডের অধীনে নি¤েœর কোন আদালাতের রিভিশন ক্ষমতা আছে?
ক) চীজ জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট খ) দায়ারা জজ আদালত গ) চীফ মেটোপলিটন ম্যাজিষ্ট্রেট ঘ) জেলা জজ  আদালত।
২৫৫। যুগ্ম দায়রা জজ আদলত হইতে একটি মামলা প্রত্যাহার করিতে  পারেন সংশ্লিষ্ট
ক) দায়রা জজ খ) বিভাগীয় জজ গ) স্পেশাল জজ ঘ) জেলা জজ
২৫৬। ক্রিমিনাল প্রসিডিউর কোডের ৪৭৬ ধারার  অধীন ঈড়সঢ়ষধরহঃ দায়েরের  আবেদন প্রত্যাখান করিয়া দেওয়ানী আদালত কর্তৃক প্রদত্ত আদেশ
ক) আপীলযোগ্য খ) রিভিশন যোগ্য গ) রিভিউযোগ্য ঘ) উপরে কোনটিই নহে
২৬৭। পক্ষগণ সাক্ষীদের পরীক্ষা করিতে চাহিলে জবানবন্দী গ্রহনের পদ্ধতি কি হইবে?
ক) পক্ষগন কর্তৃক প্রদত্ত প্রশ্নমালার ভিত্তিতে সাক্ষীর জবানবন্দী গ্রহন করিতে হইবে  খ) পক্ষগণ কর্তৃক প্রদত্ত প্রশ্নমালার ভিত্তিতে সাক্ষীর জবানবন্দী গ্রহনের প্রয়োজন নাই। গ) কমিশন নিজ ইচ্ছানুসারে জবানবন্দী গ্রহন করিবেন  ঘ) কমিশন দানকারী আদালতের নির্দেশ অনুসারে জবানবন্দী গ্রহন করিতে হইবে।
২৬৮। কমিশন অনুসারে গৃহীত সাক্ষ্য কাহার নিকট ফেরত দিতে হইবে?
ক) জেলা ম্যাজিষ্ট্রেটের নিকট  খ) কমিশন দানকারী ম্যাজিষ্ট্রেট বা আদালতের নিকট  গ) প্রথম শ্রনীর ম্যাজিষ্ট্রেটের নিকট  ঘ) মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেটের নিকট।
২৬৯। কমিশন ফেরত না আসা পর্যন্ত অনুসন্ধান বা বিচারের অবস্থা কি হইবে?
ক) অনুসন্ধান বা বিচার চলিতে থাকিবে  খ) অনুসন্ধান বা বিচার বন্ধ থাকিবে।  গ) কোন নির্ধারিত সময়ের জন্য সংশ্লিষ্ট অনুসন্ধান বা বিচার বা অন্যান্য কার্যক্রম মূলতবী রাখা যাইবে। ঘ) অনুসন্ধান বা বিচার স্থগিত থাকিবে।
২৭০। কমিশন ইস্যু করিতে আদালত কি বাধ্য?
ক) কমিশন ইস্যু করিতে আদালত কি বাধ্য?
ক) বাধ্য  খ) বাধ্য নহে  গ) আদালতের বিবেচনামূলক ক্ষমতার উপর নিভয়রশীল  ঘ) আদালতের সেচ্ছাচারী ক্ষমতা।
২৭১। কমিশনের সম্মুখে কেহ মিথ্যা সাক্ষ্য দিলে কমিশনের করনীয় কি?
ক) কমিশন সাক্ষীর বিরুদ্ধে নালিশ করিতে পারেন।
খ) কমিশনদনকারী  আদালত সাক্ষীর বিবরণ ....
গ) ক বা খ   ঘ) কমিশন সক্ষীকে শাস্তি দিতে পারেন।
২৭২। ফৌজদারী কার্যবিধির কোন ধারানুযায়ী কোন সাক্ষীল উপস্থিতি বাদ দেওয়া যায়?
ক) ৫০৩ ধারা  খ) ৫০৪ ধারা  গ) ৫০৫ ধারা  ঘ) ৫০৬ ধারা।
২৭৩। একজন চিকিৎসক সাক্ষীর জবানবন্দী সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত?
ক) ৫০৭ ধারা  খ) ৫০৮ ধারা  গ) ৫০৯ ধারা  ঘ) ৫১০ ধারা।
২৭৪। কখন ময়না তদন্ত সম্পন্নকারী মেডিকেল অফিসারকে পরীক্ষা না করিয়াও উক্ত রিপোর্ট সাক্ষ্য হিসাবে গ্রহন করা যায়?
ক) মেডিকেল অফিসার মারা গেলে  খ) সক্ষ্যদানে অপারগ হইলে গ) বাংলাদেশের বাহিরে অবস্থান করিলে  ঘ) ক বা খ বা গ এর বর্ণিত যে কোন ক্ষেত্রে।
২৭৫।পুলিশ রিপোর্টে অভিযোগকারী অসন্তষ্ট হইলে কি করিবেন ?
(ক) নারাজীর আবেদন করিবেন (খ) নতুন করে মামলা করিবেন (গ) আপীল করিবেন (ঘ) কিছুই করিবেন না ।
২৭৬। কে নারাজীর আবেদন (ঘধৎধলবব ঢ়বঃরঃরড়হ) করে ?
(ক) অভিযোগকারী বা এজাহারকারী (খ) আসামী (গ) অন্য কোন ব্যক্তি (ঘ) কেহ নহে।
২৭৭। নারাজীর আবেদন না মজ্ঞুর হলে ক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি ?
(ক) আপীল (খ) রিভিশন (গ) রিভিউ (ঘ) নিয়মিত মামলা ।
২৭৮। চার্জশীট (ঈযধৎমব ংযববঃ) কি ?
(ক) ঋরৎংঃ রহভড়ৎসধঃরড়হ ৎবঢ়ড়ৎঃ (খ) ময়না তদনÍ রিপোর্ট (গ) সুরতহাল রিপোর্ট (ঘ) পুলিশ রিপোর্ট।
২৭৯। ফাইনাল রিপোর্ট () কি ?
(ক) পুলিশ রিপোর্ট  (খ) ময়না তদনÍ রিপোর্ট (গ) সুরতহাল রিপোট (ঘ) ঋরৎংঃ রহভড়ৎসধঃরড়হ ৎবঢ়ড়ৎঃ.
২৮০। পুলিশী তদন্তে আসামীর বিরুদ্ধে সাক্ষ্য প্রমান না পাওয়ায় অব্যহতির সুপারিশ সম্পর্কিত রিপোর্ট কি বলা হয় ?
(ক) চার্জশীট (খ) ফাইনাল রিপোট (গ) ঋওজ (ঘ) সুরতহাল রিপোর্ট।
২৮১। পুলিশী তদন্তে আসামীর বিরুদ্ধে সাক্ষ্য প্রমান  পাওয়ায় বিচারের জন্য সুপারিশ সম্পর্কিত রিপোর্ট কি বলা হয় ?
(ক) চার্জশীট (খ) ফাইনাল রিপোট (গ) ঋওজ (ঘ) সুরতহাল রিপোর্ট।
২৮২। পুলিশ ডায়রী ব্যবহার হইবে না-
(ক) সংশ্লিষ্ট মামলার সাক্ষ্য প্রমান হিসাবে (খ) অনুসন্ধানের সহায়ক হিসাবে (গ) বিচারের সহায়ক হিসাবে (ঘ) ক বা গ।
২৮৩। আসামী বা তাহার প্রতিনিধি হিসাবে পুুলিশ ডায়রী চাহিয়া পাঠাইবার বা দেখিবার অধিকারী হইবে না-
(ক) আদালত এই ডায়রী দেখিয়াছেন বলিয়া (খ) আদালত এই ডায়রী প্রসঙ্গ উল্লেখ করিয়াছেন বলিয়া (গ) ক বা খ (ঘ) এই ডায়রী পুলিশ অফিসার তাহার ¯ৃ§তি সজীব করিয়াছেন বলিয়া।
২৮৪। আসামী বা তাহার প্রতিনিধি হিসাবে পুুলিশ ডায়রী চাহিয়া পাঠাইবার বা দেখিবার অধিকারী হইবে-
(ক) আদালত এই ডায়রী দেখিয়াছেন বলিয়া (খ) আদালত এই ডায়রী প্রসঙ্গ উল্লেখ করিয়াছেন বলিয়া (গ) ক বা খ (ঘ) এই ডায়রী পুলিশ অফিসার তাহার ¯ৃ§তি সজীব করিয়াছেন বলিয়া।
২৮৫। পুলিশ রিপোর্ট কাহার নিকট প্রেরণ করতে হয় ?
(ক) অপরাধটি আমলে নিবার ক্ষমতাবান কোন ম্যাজিষ্ট্রেটের নিকট (খ) যে কোন ম্যাজিষ্ট্রেটের নিকট (গ) দায়রা আদালতে (ঘ) উদ্ধতন পুলিশ কর্মকর্তার নিকট।
২৮৬। পুলিশ রিপোর্ট কে দিবেন ?
(ক) তদন্তকারী কর্মকর্তা (খ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (গ) যে কোন দরোগা (ঘ) উদ্ধতন পুলিশ অফিসার ।
২৮৭। পুলিশ রিপোট প্রণীত হয় ?
(ক) সরকার কতৃক নির্ধারিত ফরমে (খ) সাদা কগজে (গ) স্টাম্পযুক্ত কাগজে (ঘ) অফসেট পেপারে।
২৮৮। পুলিশ রিপোটে থাকিবে ?
(ক) পক্ষসূমহের নাম (খ) সংবাদের প্রকৃতি , যাহারা ঘটনা জানে তাহাদের নাম (গ) আসামী গ্রেপ্তার হইলে হেফাজতে প্রেরিত হইয়াছে কিনা অথবা নিজ মুচলেকায় ছাড়িয়ে দিলে জামিনদারসহ, জামিনদার ছাড়া (ঘ) ক , খ ও গ বর্ণিত সবগুলি।
২৮৯। কোন আইনে চার্জশীট ও ফাইনাল রিপোর্ট শব্দদ্বয় ব্যবহৃত হইয়াছে?
(ক) ফৌজদরী কার্যবিধি (খ) পুলিশ রেগুলেশন (গ) দন্ডবিধি (ঘ) বিশেষ আইন।
২৯০। কোনটি আসামীকে ঝুকিযুক্ত করে?
(ক) অভিযোগ পত্র (খ) চড়ান্ত রিপোর্ট (গ) পুলিশ রিপোর্ট (ঘ) এজাহার।
২৯১।  কোনটি আসামীকে ঝুকিমুক্ত করে?
(ক) অভিযোগ পত্র (খ) চড়ান্ত রিপোর্ট (গ) পুলিশ রিপোর্ট (ঘ) এজাহার।
২৯২। ফৌজদরী কার্যবিধির ১৭২ ধারার অধীনে পুলিশ ডায়রী কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় ?
(ক) সাক্ষ্য হিসাবে (খ) বিচার কার্যে সহায়ক হিসাবে (গ) অনুসন্ধান কার্যে সহায়ক হিসাবে (ঘ) ক বা গ।
২৯৩। ঈউএর পূনাঙ্গ শব্দরুপ কোনটি ?
(ক) ঈযধৎমব-উরংপযধৎমব (খ) ঈধংব উরধৎু (গ) ঈড়ঁৎঃ উরধৎু (ঘ) ঈধংব ড়ভ উধপড়রঃু.
২৯৪। প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট ফৌজদরী কার্যবিধির কত ধারায় স্বীকারোক্তি গ্রহণ করিবেন ?
(ক) ১৬১ ধারা (খ) ১৬৪ ধারা (গ) ৩৬৪ ধারা (ঘ) ২৮ ধারা ।
২৯৫।কোন ম্যাজিষ্ট্রেট ১৬৪ ধারায় বণিত স্বীকারোক্তি রেকর্ড করিবেন ?
(ক) প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট (খ) বিশেষ ভাবে ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণির ম্যাজিষ্ট্রেট (গ) তৃতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট (ঘ) ক বা খ উভয়ে।
২৯৬। যদি কোন ম্যাজিষ্ট্রেট তাহার নিজস্ব জ্ঞানে বা সন্দেহের ভিত্তিতে অপরাধ আমলে নেয়, তাহলে কখন অভিযুক্ত ব্যক্তিকে তিনি নিজে বিচার করিতে পারিবেন না ?
(ক) যদি আসামী ম্যাজিষ্ট্রেটের পূর্ব পরিচিত হয় (খ) যদি আসামী উক্ত ম্যাজিষ্ট্রেটের দ্বারা বিচার পরিচালনার আপত্তি করিলে (গ) যদি ম্যাজিষ্ট্রেটের সাথে আসামীর আত্মীয়তার সম্পর্ক থাকিলে (ঘ) যদি ম্যাজিষ্ট্রেটের সাথে আসামীর শত্রুতা থাকে।
২৯৭। আসামী আবেদনের পেক্ষিতে মামলা স্থানান্তর সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত ?
(ক) ১৯০ ধারা (খ) ১৯১ ধারা (গ) ১৯২ ধারা (ঘ) ১৯৩ ধারা।
২৯৮। ম্যাজিষ্ট্রেটের দ্বারা বিচার পরিচালনায় আসামী আপত্তি করিলে -
(ক) উক্ত ম্যাজিষ্ট্রেট বিচার করিতে পারিবেন না (খ) দায়রা আদালতে সোপর্দ করিতে হইবে (গ) অন্য কোন ম্যাজিষ্ট্রেটের নিকট স্থানান্তর করিতে হইবে (ঘ) ক , খ বা গ।
২৯৯। কোন জজ ,অথবা ম্যাজিষ্ট্রেট অথবা সরকারের মজ্ঞুরী ব্যতীত অপাসারনযোগ্য নহে , এইরুপ কোন কর্মচারী বিরুদ্ধে কোন অভিযোগ কোন আদালতে আমলে আনিবে না -
(ক) সরকারের পূর্ব অনুমতি ব্যতীত (খ) প্রধান বিচারপ্রতির পূর্বানুমতি ব্যতীত (গ) রাষ্ট্রপ্রতির পূর্বানুমতি ব্যতীত (ঘ) প্রধানমন্ত্রীর পূর্বানুমতি ব্যতীত ্
৩০০।বিচারক এবং সরকারী কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ সম্পর্কিত ফৌজদারী কার্যবিধি ধারা কত ?
(ক) ১৯৬ ধারা (খ) ১৯৭ ধারা (গ) ১৯৮ ধারা (ঘ) ১৯৯ ধারা।
৩০১।জজ , ম্যাজিষ্ট্রেট বা সরকারী কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ-
(ক) কাহার দ্বারা বা কিভাবে করা হইবে তাহা সরকার নির্ধরণ করিবে (খ) কোন আদালতে বিচার হইবে তাহাও সরকার নিদিষ্ট করিয়া দিতে পারিবে (গ) ক ও খ (ঘ) কোন অভিযোগ  করা যাইবে না।
৩০২। কোন কোন অপরাধের ক্ষেত্রে ক্ষতিগ্রস্থ ব্যক্তির নালিশ ছাড়া অপরাধ আমলযোগ্য নহে ?
(ক) চক্তিভঙ্গ (খ) মানহানি (গ) বিবাহ সম্পর্কিত অপরাধ (ঘ) ক,খ ও গ এ বর্ণিত সবগুুলি।
৩০৩। যখন কোন অপরাধ কোথায় সংগঠিত হইয়াছে তাহা অনিশ্চিত থাকে তখন উহার অনুসন্ধান ও বিচার কোথায় চলিবে ?
(ক) যে স্থানে অপরাধ সংগঠিত হইয়াছে সেই স্থান (খ) অপরাধ সংঘটনের স্থানসমূহের যে কোন একটিতে (গ) দায়রা আদালতে (ঘ) হাইকোর্ট বিভাগে।
৩০৪। অপরাধের স্থান যেখানে অনিশ্চিত সেই ক্ষেত্রে অনুসন্ধান ও বিচারের স্থান সম্পর্কিত ফৌজদরী কার্যবিধির ধারা কত ?
(ক) ১৮১ ধারা (খ) ১৮২ ধারা (গ) ১৮৩ ধারা (ঘ) ১৮৪ ধারা।
৩০৫। একজন প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট নিন্মের কোনটির ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারেন ?
(ক) লিখিত অভিযোগের ভিত্তিতে (খ) পুলিশ রিপোর্টের ভিত্তিতে (গ) সন্দেহের ভিত্তিতে (ঘ) ক,খ ও গ এ বর্ণিত যে কোন ভিত্তিতে।
৩০৬। ফৌজদরী কার্যবিধির  ধারানুসারে নি¤েœর কোন আদালত অপরাধ আমলে লইবেন ।
(ক) দায়রা আদালত (খ) অতিরিক্ত দায়রা জজ আদালত (গ) চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (ঘ) চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত।
৩০৭। দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে লওয়া সম্পর্কিত ফৌজদরী কার্যবিধির ধারা কত ?
(ক) ১৯১ ধারা (খ) ১৯২ ধারা (গ) ১৯৩ ধারা (ঘ) ১৯৪ ধারা।
৩০৮। অতিরিক্ত দায়রা জজ ও যুগ্ন দায়রা জজগণ কোন মামলার বিচার করিবেন ?
(ক) সরকার সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা যে সকল মামলা বিচারের নির্দেশ দিবেন (খ) দায়রা জজ সাধারণ বিশেষ আদেশ দ্বারা যে সকল  মামলা বিচারের জন্য প্রেরণ করবেন (গ) ক বা খ (ঘ) কোনটি নহে।
৩০৯। অনুসন্ধান ও বিচারের সাধারণ স্থান (ঙৎফরহধৎু ঢ়ষধপব ড়ভ রহয়ঁরৎু ধহফ ঃৎরধষ) সম্পর্কিত ফৌজদরী কার্যবিধির ধারা কত?
(ক) ১৭৭ ধারা (খ) ১৭৮ ধারা (গ) ১৭৯ ধারা (ঘ) ১৮০ ধারা ।
৩১০।কোন আদালতে কোন অপরাধের অনুসন্ধান ও বিচার হইবে ?
(ক) যে আদালতের এখতিয়ার স্থানীয় সীমার মধ্যে অপরাধটি সংঘঠিত হইয়াছে (খ) চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট (গ) দায়রা আদালত (ঘ) যে কোন আদালত।
৩১১। কোন পর্যায়ে এখতিয়ারের প্রশ্ন উথাপন করা যাইতে পারে ?
(ক) মামলার শরুতে (খ) যে কোন পর্যায়ে (গ) চার্জ গঠনের সময় (ঘ) শুনানির সময়।
৩১২। কোন আদালতে কোন অপরাধের অনুসন্ধান বা বিচার হইবে ?
(ক) যে আদালতের এখতিয়ার স্থানীয় সীমার মধ্যে অপরাধটি সংঘঠিত হয় (খ) (ক) যে আদালতের এখতিয়ার স্থানীয় সীমার মধ্যে অপরাধটি সংঘটনের পরিনাম দেখা দিয়াছে (গ) ক বা খ (ঘ) যে কোন আদালত।
৩১৩। ক ঢাকায় আহত হইল, এবং ইহার ফলে চট্রগ্রামে মারা গেল, এর মৃত্যু ঘটাইবার অপরাধের অনুসন্ধান বা বিচার কোথায় হইতে পারিবে ?
(ক) ঢাকায় (খ) চট্রগ্রামে (গ) খুলনায় (ঘ) ক বা খ।
৩১৪। অপরাধ সংঘটনের জেলায় বা পরিনাম ঘটিবার স্থানে আসামীর বিচার হইবে, এই সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত ?
(ক) ১৭৭ ধারা (খ) ১৭৮ ধারা (গ) ১৭৯ ধারা (ঘ) ১৮০ ধারা।
৩১৫। কোন অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি যে আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে রহিয়াছে, সেই আদালতে অনুসন্ধান বা বিচার হইতে পারিবে ?
(ক) ঠগ হইবার অপরাধ, ঠগ হইয়া খুন, ডাকাতি , খুনসহ ডাকাতি , হেফাজত হইতে পালায়ন করিবার অপরাধ (খ) অপরাধজনক সম্পত্তি আতœসাৎ ও অপরাধজনক বিশ্বসভঙ্গ (গ) চুরি বা চোরাই মাল দখলে রাখার অপরাধ (ঘ) অপহরণ বা অপবাহনের অপরাধ।
৩১৬। ভ্রমনকালে সংঘটিত অপরাধের অনুসন্ধান বা বিচার কোন আদালতে হইতে পারিবে ?
(ক) অপরাধী যে আদালতের স্থানীয় এলাকার মধ্য দিয়া অতিক্রম করে (খ) যে ব্যক্তির বিরুদ্ধে অপরাধ করা হইয়াছে সেই ব্যক্তি যে আদালতের স্থানীয় এলাকার মধ্য দিয়া অতিক্রম করে (গ) যে বস্তুর বিরুদ্ধে অপরাধ করা হইয়াছে সেই বস্তু যে আদালতের স্থানীয় এলাকার মধ্য দিয়া অতিক্রম করে (ঘ) ক,খ ও গ এ বর্ণিত সবগুলি।
৩১৭। ভ্রমনকালে সংঘটিত অপরাধ সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত ?
(ক) ১৮১ ধারা (খ) ১৮২ ধারা (গ) ১৮৩ ধারা (ঘ) ১৮৪ ধারা।
৩১৮। দুই বা ততোধিক আদালতের কোনটিতে কোন একটি অপরাধের অনুসন্ধান বা বিচার অনুষ্ঠিত হইবে সে সম্পর্কে প্রশ্ন দেখা দিলে কোন আদালত সিদ্ধান্ত গ্রহন করিবে ?
(ক) দায়রা আদালত (খ) হাইকোট বিভাগ (গ) সুপ্রীম কোর্ট (ঘ) যে কোন আদালতে।
৩১৯। বাংলাদেশের বাহিরে সংঘটিত অপরাধের দায়িত্ব সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত ?
(ক) ১৮৭ ধারা (খ) ১৮৮ ধারা (গ) ১৮৯ ধারা (ঘ) ১৯০ ধারা।
৩২০। ম্যাজিষ্ট্রেট কর্র্তৃক অপরাধ আমলে লওয়া  সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত ?
(ক) ১৮৭ ধারা (খ) ১৮৮ ধারা (গ) ১৮৯ ধারা (ঘ) ১৯০ ধারা।
৩২১।কোন ম্যাজিষ্ট্রেট ফৌজদরী কার্যবিধির ১৯০ ধারার অপরাধ আমলে নিতে পারেন ?
(ক) চীফ জুুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (খ) চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট (গ) প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট (ঘ) ক, খ ও গ এর বর্ণিত সবগুলি।
৩২৩। ম্যাজিষ্ট্রেট কর্তৃক মামলা স্থানান্তর  সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত ?
(ক) ১৯০ ধারা (খ) ১৯১ ধারা (গ) ১৯২ ধারা (ঘ) ১৯৩ ধারা।
৩২৪। ব্যবিচার অথবা বিবাহিত স্ত্রীলোককে ফুসলইয়া লইবার অভিযোগ কে করবেন ?
(ক) সংশ্লিষ্ট স্ত্রীলোকটির স্বামী (খ) স্বামীর অনুপস্থিতিতে যে ব্যক্তি অপরাধ সংঘটনের সময় স্ত্রীলোকটির তত্তাবধান করিত , আদালতের অনুমতিক্রমে সেই ব্যক্তির (গ) ক বা খ (ঘ) যে কোন ব্যক্তির।
৩২৫।কোন ব্যক্তির অভিযোগ ছাড়া কোন আদালত দন্ডবিধির ৪৯৭ বা ৪৯৮ ধারার কোন অপরাধ আমলে নিবেন না ?
(ক) সংশ্লিষ্ট স্ত্রীলোকটির স্বামী (খ) স্বামীর অনুপস্থিতিতে যে ব্যক্তি অপরাধ সংঘটনের সময় স্ত্রীলোকটির তত্তাবধান করিত , আদালতের অনুমতিক্রমে সেই ব্যক্তির (গ) ক বা খ (ঘ) যে কোন ব্যক্তির।
৩২৬। ব্যবিচার অথবা বিবাহিত স্ত্রীলোককে ফুসলইয়া লইবার অভিযোগ সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত ?
(ক) ১৯৮ ধারা (খ) ১৯৯ ধারা (গ) ২০০ ধারা (ঘ) ২০১ ধারা।
৩২৭। কোন কোন অপরাধের ক্ষেত্রে ক্ষতিগ্রস্থ ব্যক্তির নালিশ ছাড়া অপরাধ আমলযোগ্য .
(ক) চক্তিভঙ্গ (খ) মানহানি (গ) ক ও খ (ঘ) চুরি।
৩২৮।রাষ্ট্র বিরোধী অপরাধের (ঙভভরহপব ধমধরহংঃ ঃযব ংঃধঃব) সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত ?
(ক) ১৯৬ ধারা (খ) ১৯৭ ধারা (গ) ১৯৮ ধারা (ঘ) ১৯৯ ধারা।
৩২৯। কাহার দায়েরকৃত নালিশ ব্যতীত কোন আদালত রাষ্ট্র বিরোধী অপরাধের অভিযোগ আমলে নিবেন না ?
(ক) সরকারে দায়েরকৃত নালিশ (খ) সরকার কর্তৃক এই বিষয়ে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন অফিসারের আদেশ বা কর্তৃত্ববলে দায়েরকৃত নালিশ (গ) ক বা খ (ঘ) যে কোন ব্যক্তির দায়েরকৃত নালিশ।
৩৩০। ফৌজদরী কার্যবিধিতে নালিশ () কাহার নিকট করিতে হয় ?
(ক) পুলিশের নিকট (খ) ম্যাজিষ্ট্রেটের নিকট (গ) র‌্যাবের নিকট (ঘ) জেলা জজের নিকট।
৩৩১। সি,আর কেস (ঈ.জ ঈধংব) এর শর্ত কোনটি ?
(ক) ম্যাজিষ্ট্রেটের নিকট অপরাধ সম্পর্কে নালিশ দিতে হইবে (খ) ফরিয়াদীর স্বক্ষর থাকিতে হইবে (গ) আসামীর নাম ও ঠিকানা থাকিতে হইবে (ঘ) ক, খ ও গ এর বর্ণিত সবগুলি।
৩৩২।একজন ম্যাজিষ্ট্রেট কিসের ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারেন ?
(ক) লিখিত অভিযোগের ভিত্তিতে (খ) পুলিশ রিপোর্টের ভিত্তিতে (গ) নিজে দেখিয়া বা অন্যের নিকট শুনিয়া (ঘ)  ক, খ ও গ এর বর্ণিত সবগুলি।
৩৩৩। চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটে ইত্যদির নিকট মামলা প্রেরণ
সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত ?
(ক) ২০৫ ধারা (খ) ২০৫সি ধারা (গ) ২০৫ সিসি ধারা (ঘ) ২০৫ ডি ধারা।[সিসি=গগ]
৩৩৪। ফৌজদরী কার্যবিধির ২০০ ধারার অধীনে ফরিয়াদীর জবানবন্দী গ্রহনের পদ্ধতি কোনটি ?
(ক) শপথপূর্বক জবানবন্দী গ্রহন (খ) জবানবন্দীর সারাংশ লিপিবদ্ধকরণ (গ) ফরিয়াদীর স্বক্ষরদান (ঘ) ক, খ ও গ এর বর্ণিত সবগুলি।
৩৩৫। কবর হইতে কে লাশ উত্তলোন করিতে পারেন ?
(ক) ম্যাজিষ্ট্রেট (খ) পুলিশ অফিসার (গ) অন্য কোন অফিসার (ঘ) ক্ষুব্ধ ব্যক্তি।
৩৩৬। মেট্রোপলিটন বা মাহানগর এলাকার বাহিরে নালিশী মামলা কোথায় দায়ের করিতে হয় ?
(ক) নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে (খ) চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত (গ) চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত (ঘ) দায়রা আদালত।
৩৩৭। মেট্রোপলিটন বা মাহানগর এলাকার নালিশী মামলা কোথায় দায়ের করিতে হয় ?
(ক) নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে (খ) চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত (গ) চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত (ঘ) মহানগর দায়রা আদলত।
৩৩৮। কোন ম্যাজিষ্ট্রেট অপরাধ আমলে নিতে পারেন ?
(ক) প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট (খ) দ্বিতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট (গ) তৃতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট (ঘ) নিবাহী  ম্যাজিষ্ট্রেট।
৩৩৯। আসামী হাজির হইলে বা তাহাকে হাজির করা হইলে ম্যাজিষ্টেটের নিকট যদি প্রতীয়মান হয় যে,অপরাধটি কেবল চীফ ম্যাজিষ্ট্রেট বা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কর্তৃক বিচার্য ,তাহা হইলে তিনি -
(ক) মামলাটি চীফ মেট্রোপলিটান ম্যাজিষ্ট্রেটের বা যেখানে যেরুপ, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রে টের নিকট প্রেরণ করিবেন (খ) ফৌজদরী কার্যবিধির জামিনের বিধান সাপেক্ষে আসামীকে হেফাজতে রাখিবার জন্য প্রেরণ করিবেন (গ) সাক্ষের জন্য উপাস্থাপন করিতে হইবে এইরপ দলিলাদি ও জিনিসপত্র ,যদি থাকে এবং কেস রেকর্ড চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট বা যেখানে যেরুপ , চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এর নিকট প্রেরণ করবেন (ঘ) সবগুলি।
৩৪১। অভিযোগের ভিত্তিতে কোন অপরাধ আমলে নেওয়া হইলে অভিযোগকারী বা সাক্ষীদের ফৌজদরী কার্যবিধির কত ধারার অধীনে কোন ম্যাজিষ্ট্রেট পরীক্ষা করিতে পারেন ?
(ক) ২০০ ধারা (খ) ২০১ ধারা (গ) ২০২ ধারা (ঘ) ২০৩ ধারা।
৩৪২।ফৌজদারী কার্যবিধির ২০৩ ধারানুসারে নালিশ খারিজের ক্ষেত্রে আদালত কি বিবেচনা করিবেন
(ক) ফরিয়াদী কর্তৃক শপথগ্রহনপূর্বক প্রদত্ত বিবৃতি (খ) তদন্তের ফলাফল (গ) অনুসন্ধনের ফলাফল (ঘ) ক,খ বা গ এর বর্ণিত সবগুলি।
৩৪৩। ফৌজদারী কার্যবিধির ২০৪ ধারানুসারে কোন অপরাধ আমলে আনায়নকারী ম্যাজিষ্ট্রেটের নিকট প্রতীয়মান হয় যে প্রথম পর্যায়েই পরোয়ানা দেয়া উচিত ,তাহা হইলে তিনি হাজির হইবার জন্য -
(ক) পরোয়ানা দিতে পারিবেন (খ) সমন ইস্যু করিতে পারিবেন (গ) ক বা খ (ঘ) হুলিয়া জারি করিতে পারিবেন।
৩৪৪।ফৌজদারী কার্যবিধির ২০৪ ধারানুসারে কোন অপরাধ আমলে আনায়নকারী ম্যাজিষ্ট্রেটের নিকট প্রতীয়মান হয় যে প্রথম পর্যায়েই  একটি সমন দেওয়া যাইতে পারে , তাহা হইলে তিনি হাজির হইবার জন্য -
(ক) পরোয়ানা জারি করিবেন (খ) সমন ইস্যু করিবেন (গ) ক বা খ (ঘ) হুলিয়া জারি করিবেন।
৩৪৫। কোন আসামীকে ম্যাজিষ্ট্রেট ব্যক্তিগত হাজিরা হইতে রেহাই দিতে পারিবেন ?
(ক) যে আসামীর বিরুদ্ধে সমন জারি হইয়াছে (খ) যে আসামীর বিরুদ্ধে পরোয়ানা জারি হইয়াছে (গ) যে আসামীর বিরুদ্ধে হুলিয়া জারি হইয়াছে (ঘ) ক,খ ও গ এর বর্ণিত সবগুলোই।
৩৪৬। কোন আসামীকে ম্যাজিষ্ট্রেট ব্যক্তিগত হাজিরা হইতে রেহাই দিতে পারিবেন  না ?
(ক) যে আসামীর বিরুদ্ধে সমন জারি হইয়াছে (খ) যে আসামীর বিরুদ্ধে পরোয়ানা জারি হইয়াছে (গ) যে আসামীর বিরুদ্ধে হুলিয়া জারি হইয়াছে (ঘ) খ বা গ।
৩৪৭। একই অপরাধ সম্পর্কে নালিশী মামলা ও পুলিশ তদন্ত চলিতে থাকিলে অনুসরনীয় পদ্ধতি কোনটি ?
(ক) ম্যাজিষ্ট্রেট তাহার অনুসন্ধান ও বিচারকার্য স্থগিত করবেন (খ) ম্যাজিষ্ট্রেট অপরাধ সম্পর্কে তদন্তকারী পুলিশ অফিসারের রিপের্ট তলব করিবেন (গ) ম্যাজিষ্ট্রেট পুলিশী তদন্ত স্থাগিত রাখার আদেশ দিবেন (ঘ) ক এবং খ।
৩৪৮।আসামী হাজির হইলে বা তাহাকে হাজির করা হইলে ম্যাজিষ্ট্রেট এর নিকট যদি প্রতীয়মান হয় যে, অপরাধটি কেবল দায়রা আদালতে বিচার্য, তাহা হইলে-
(ক) মামলাটি দায়রা আদালতে প্রেরন করিবেন (খ) ফৌজদরী কার্যবিধির জামিনের বিধান সাপেক্ষে আসামীকে হেফাজতে রাখিবার জন্য প্রেরণ করিবেন (গ) দায়রা আদালতে মামলা স্থানান্তর সম্পর্কে পাবলিক প্রসিকিউটরকে নোটীশ করিবেন (ঘ) ক, খ ও গ এর বর্ণিত সবগুলি।
৩৪৯। ফরিয়াদীর জবানবন্দী গ্রহন (ঊীধসরহধঃরড়হ ড়ভ পড়সঢ়ষধরহধহঃ) সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত ?
(ক) ২০০ ধারা (খ) ২০১ ধারা (গ) ২০২ ধারা (ঘ) ২০৩ ধারা।
৩৫০।কিসের ভিত্তিতে কোন অপরাধ আমলে আনায়নকারী ম্যাজিষ্ট্রেট ফরিয়াদীকে এবং উপস্থিত সাক্ষীকে শপথপূর্বক জবানবন্দী গ্রহন করিবেন ?
(ক) পুলিশ রিপোর্টের ভিত্তিতে (খ) নালিশের ভিত্তিতে (গ) ক বা খ (ঘ) কোন সংবাদের ভিত্তিতে।
৩৫১। অপরাধ আমলে আনায়নকারী ম্যাজিষ্ট্রেট ফরিয়াদীর জবানবন্দী গ্রহনপূর্বক -
(ক) উহার সারাংশ লিপিবদ্ধ করিবেন (খ) ফরিয়াদীর স্বাক্ষর নিবেন (গ) ম্যাজিষ্ট্রেট স্বাক্ষর করিবেন (ঘ) ক, খ ও গ এর বর্ণিত সবগুলি।
৩৫২। ঘটনা আমলে নিবার ক্ষমতা ম্যাজিষ্ট্রেট এর না থাকিলে তখনকার পদ্ধতি সম্পর্কিত ফৌজদরী কার্যবধির ধারা কত ?
(ক) ২০০ ধারা (খ) ২০১ ধারা (গ) ২০২ ধারা (ঘ) ২০৩ ধারা।
৩৫৩। টনা আমলে নিবার ক্ষমতা ম্যাজিষ্ট্রেট এর না থাকিলে তখনকার পদ্ধতি কি হইবে ?
(ক) অভিযোগটি লিখিত হইলে , উহা যথাযথ আদালতে দাখিল করিবার জন্য পৃষ্ঠাঙ্কন করিয়া ফেরত দিবেন (খ) অভিযোগটি যদি লিখিভাবে করা না হয় , তাহা হইলে উক্ত ম্যাজিষ্ট্রেট ফরিয়াদীকে উপযুক্ত আদালতে প্রেরণ করিবেন (গ) ক বা খ (ঘ) অভিযোগটি খারিজ করিবেন।
৩৫৪। পরোয়ানা ইস্যু স্থগিত রাখা (চড়ংঃঢ়ড়হবসবহঃ ভড়ৎ রংংঁব ঢ়ৎড়পবংং)সম্পর্কিত ফৌজদরী কার্যবিধির ধারা কত ?
(ক) ২০০ ধারা (খ) ২০১ ধারা (গ) ২০২ ধারা (ঘ) ২০৩ ধারা।
৩৫৫। পরোয়ানা ইস্যু স্থগিত রাখিয়া ক্ষমতাবান ম্যাজিষ্ট্রেট কি করিতে পারেন ?
(ক) নালিশের সত্যতা বা অসত্যতা নির্ধারনের জন্য অনুসন্ধান করিতে পারেন (খ) অধীনস্থ ম্যাজিষ্ট্রেট বা কোন পুলিশ অফিসার বা উপযুক্ত কোন ব্যক্তিকে অনুসন্ধান বা তদন্তের নির্দেশ দিবেন (গ) নালিশ খারিজ করিবেন (ঘ) ক বা খ।
৩৫৬। নালিশ খারিজকরণ (উরংসরংংধষ ড়ভ পড়সঢ়ষধরহঃ)  সম্পর্কিত ফৌজদরী কার্যবিধির ধারা কত ?
(ক) ২০০ ধারা (খ) ২০১ ধারা (গ) ২০২ ধারা (ঘ) ২০৩ ধারা।
৩৫৭। পরোয়ানা ইস্যু (ওংংঁব ড়ভ ঢ়ৎড়পবংং)  সম্পর্কিত ফৌজদরী কার্যবিধির ধারা কত ?
(ক) ২০২ধারা (খ) ২০৩ধারা (গ) ২০৪ধারা (ঘ) ২০৫ ধারা।
৩৫৮। কখন পরোয়ানা ইস্যু করা যাইবে না ?
(ক) বাদীপক্ষের সাক্ষীদের তালিকা দাখিল করা  না হইলে (খ) আইন অনুসারে প্রদেয় পরোয়ানা ফিস পরিশোধ করা না হইলে (গ) ক বা খ (ঘ) ম্যাজিষ্ট্রেট ্এর ইচ্ছা না হইলে।
৩৫৯। ম্যাজিষ্ট্রেট কখন নালিশ খারিজ করিবেন ?
(ক) ২০২ অধীনে অগ্রসর হইবার মত কোন কারন না পাইলে (খ) ২০২ ধারার অধীনে অগ্রসর হইবার মত কোন কারন থাকিলে (গ) ২০৪ ধারার অধীনে আইন অনুসারে প্রদেয় ফিস বা অন্য কোন ফিস পরিশোধ করা না হইলে (ঘ) ক, খ ও গ এর সবগুলি।
৩৬০। নালিশ খারিজ এর বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি ?
(ক) আপীল (খ) রিভিউ (গ) রিভিশন (ঘ) রদ করিবার আবেদন।
৩৬১।একমাত্র দায়রা আদালত বিচার্য মামলা তাহার নিকট স্থানান্তর সম্পর্কিত ফৌজদরী কার্যবিধির ধারা কত ?
(ক) ২০৫ ধারার (খ) ২০৫ সি ধারার (গ) ২০৫ সিসি ধারার (ঘ) ২০৫ ডি ধারা
৩৬২। একই অপরাধ সম্পেের্ক নালিশী মামলা ও পুলিশ তদন্ত চলিতে থাকিলে অনুসরনীয় পদ্ধতি সম্পর্কিত ফৌজদরী কার্যবিধির ধারা কত 
(ক) ২০৫ ধারার (খ) ২০৫ সি ধারার (গ) ২০৫ সিসি ধারার (ঘ) ২০৫ ডি ধারার
৩৬৩।কোন ম্যাজিষ্ট্রেট কখন ফৌজদরী কার্যবিধির ২০২ ধারা অধীনে পরোয়ানা ইস্যু স্থগিত রাখিতে পারেন ?
(ক) অভিযোগের সত্য বা অসত্যতা নির্ধারনের উদ্দেশ্যে (খ) ঘটনা সম্পর্কে আরও অনুসন্ধানের উদ্দেশ্যে (গ) তিনি যদি উপযুক্ত মনে করেন (ঘ) ক,খ ও গ এর বর্ণিত সবগুলি।
৩৬৫। ম্যাজিষ্ট্রেট আদালত মামলা বিচার পদ্ধতি সম্পর্কিত বিধান ফৌজদারী কার্যবিধির কত ধারায় ?
(ক) ১৫৬-১৭৩ ধারা (খ) ২৪১-২৫০ ধারা (গ) ২৬৫এ- ২৫৬ এল ধারা (ঘ) ৪৩৫-৪৪০ ধারা।
৩৬৬। ম্যাজিষ্ট্রেট আদালত কর্তৃক আসামীকে অভিযোগ হইতে অব্যহতি প্রদানের ধারা কত ?
(ক) ২৪১এ ধারা (খ) ২৬৫সি ধারা (গ) ১৪৫ ধারা (ঘ) ২৬৫এইচ ধারা
৩৬৭। ম্যাজিষ্ট্রেট আদালত কর্তৃক আসামীকে অভিযোগ হইতে খালাস  প্রদানের ধারা কত ?
(ক) ২৪১এ ধারা (খ) ২৬৫সি ধারা (গ) ১৪৫ ধারা (ঘ) ২৬৫এইচ ধারা।
৩৬৮। ম্যাজিষ্ট্রেট আদালতে নালিশ প্রত্যাহারের () ধারা কত ?
(ক) ২৪৫ ধারা (খ) ২৪৭ ধারা (গ) ২৪৮ ধারা (ঘ) ২৫০ ধারা।
৩৬৯। ম্যাজিষ্ট্রেট আদালতে আসামী অভিযুক্ত হইলে কত ধারায় দন্ড  প্রদান করা হয় ?
(ক) ২৪৫ ধারা (খ) ২৪৭ ধারা (গ) ২৪৮ ধারা (ঘ) ২৫০ ধারা।
৩৭০। ম্যাজিষ্ট্রেট আদালতে অভিযোগ স্বীকার করলে কত ধারায় দন্ড প্রদান করা হয় ?
(ক) ২৪২ ধারা (খ) ২৪৩ ধারা (গ) ২৪৪ ধারা (ঘ) ২৪৫ ধারা।
৩৭১। ম্যাজিষ্ট্রেট আদালত কত ধারায় অভিযোগ গঠন  করিয়া থাকেন ?
(ক) ২৪২ ধারা (খ) ২৪৩ ধারা (গ) ২৪৪ ধারা (ঘ) ২৪৫ ধারা।
৩৭২।  ম্যাজিষ্ট্রেট আদালত কর্তৃক আসামীকে অভিযোগ হইতে খালাস প্রদানের ধারা কত ?
(ক) ২৪১এ ধারা (খ) ২৪৫ ধারা (গ) ২৪৭ ধারা (ঘ) ক ও খ।
৩৭৩। ম্যাজিষ্ট্রেট আদালত কত দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করিবেন ?
(ক) ৩৬০ দিন (খ) ২৮০ দিন (গ) ২৬০ দিন (ঘ) ১৮০ দিন।
৩৭৪। কত ধারায় ম্যাজিষ্ট্রেট কর্তৃক বিচার্য মামলায় মিথ্যা, তুচ্ছ, ও বিরক্তিকর অভিযোগের () জন্য ক্ষতিপূরনের বিধান রাখা হইয়াছে ?
(ক) ১৫০ ধারা (খ) ২৫০ ধারা (গ) ৩৫০ ধারা (ঘ) ৪৫০ ধারা।
৩৭৫। মিথ্যা, তুচ্ছ, ও বিরক্তিকর অভিযোগের জন্য ম্যাজিষ্ট্রেট আদালত সর্ব্বোচ্চ কত বৎসর কারাদন্ড প্রদান করিতে পারেন ?
(ক) ৩ মাস (খ) ৬ মাস (গ) ১ বৎসর (ঘ) ৩ বৎসর।
৩৭৬। আসামী অব্যহতি পাওয়ার দরখাস্ত () বিবেচনার সময় নিন্মের কোন দলিল বিবেচনায় নেওয়া যায় না ?
(ক) তদন্তকারী কর্মকর্তার নিকট প্রদত্ত জবানবন্দী (খ) আসামীর দাখিলকৃত দলিলপত্র (গ) ডাক্তারের সার্টিফিকেট (ঘ) প্রাথমিক তথ্য প্রমান।
৩৭৭। মিথ্যা, তুচ্ছ, ও বিরক্তিকর অভিযোগের জন্য ম্যাজিষ্ট্রেট আদালত কি দন্ড প্রদান করিতে পারেন ?
(ক) অনধিক ছয় মাস কারাদন্ড (খ) অনধিক তিন হাজার টাকা জড়িমানা (গ) ক বা খ (ঘ) ক ও খ।
৩৭৮। মিথ্যা, তুচ্ছ, ও বিরক্তিকর অভিযোগের জন্য প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট আদালত ক্ষতিপূরন প্রদানের জন্য কাহাকে নিদের্শ দিবেন ?
(ক) ফরিয়াদীকে (খ) সংবাদদাতাকে (গ) ক বা খ (ঘ) আসামীকে।
৩৮০। মিথ্যা, তুচ্ছ, ও বিরক্তিকর অভিযোগের  জন্য প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট আদালত আসামীদেরকে প্রদানের জন্য অনধিক কত টাকা ক্ষতিপূরণ নির্ধারন করিবেন?
(ক) ১০০০/- টাকা (খ) ৫০০/- টাকা (গ) ২০০০/- টাকা (ঘ) ৫০০০/- টাকা।
৩৮১। মিথ্যা, তুচ্ছ, ও বিরক্তিকর অভিযোগের  জন্য দ্বিতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট আদালত আসামীদেরকে প্রদানের জন্য অনধিক কত টাকা ক্ষতিপূরণ নির্ধারন করিবেন?
(ক) ১০০০/- টাকা (খ) ৫০০/- টাকা (গ) ২০০০/- টাকা (ঘ) ৫০০০/- টাকা।
৩৮২। মিথ্যা, তুচ্ছ, ও বিরক্তিকর অভিযোগের  জন্য তৃতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট আদালত আসামীদেরকে প্রদানের জন্য অনধিক কত টাকা ক্ষতিপূরণ নির্ধারন করিবেন?
(ক) ১০০০/- টাকা (খ) ৫০০/- টাকা (গ) ২০০০/- টাকা (ঘ) ৫০০০/- টাকা।
৩৮৩। ফৌজদারী কার্যবিধির ২৫০ ধারানুসারে মিথ্যা, তুচ্ছ, ও বিরক্তিকর অভিযোগের ক্ষেত্রে অনধিক ১০০০/- টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করিতে পারেন কোন ম্যাজিষ্ট্রেট ?
(ক) প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট (খ) দ্বিতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট (গ) ক বা খ (ঘ) তৃতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট।
৩৮৪। ১৯। ফৌজদারী কার্যবিধির ২৫০ ধারানুসারে মিথ্যা, তুচ্ছ, ও বিরক্তিকর অভিযোগের ক্ষেত্রে অনধিক ৫০০/- টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করিতে পারেন কোন ম্যাজিষ্ট্রেট ?
(ক) প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট (খ) দ্বিতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট (গ) ক বা খ (ঘ) তৃতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট।
৩৮৫।ফৌজদারী কার্যবিধির ২০৫ ধারা অনুসারে ১০০/- টাকার অধিক ক্ষতিপূুরণের আদেশ দিলে ফরিয়াদি বা সংবাদদাতার প্রতিকার কি ?
(ক) আপীল (খ) রিভিশন (গ) রিভিউ (ঘ) কোন এখতিয়ার নেই।
৩৮৬। ফৌজদারী কার্যবিধির ২০৫ ধারা অনুসারে ১০০/- টাকার ক্ষতিপূুরণের আদেশ দিলে ফরিয়াদি বা সংবাদদাতার প্রতিকার কি ?
(ক) আপীল (খ) রিভিশন (গ) রিভিউ (ঘ) কোন এখতিয়ার নেই।
৩৮৭। ফৌজদারী কার্যবিধির  ২৫০ ধারানুসারে, ক্ষতিপূরণ  দিতে ব্যর্থতার ক্ষেত্রে  ম্যাজিষ্ট্রেট আর কি আদেশ দিতে পারেন ?
(ক) অনধিক ত্রিশ দিনের সশ্রম কারাদন্ড (খ) অনধিক ত্রিশ দিনের বিনাশ্রম কারাদন্ড (গ) অনধিক ছয় মাস কারাদন্ড (ঘ) অনধিক এক সৎসর কারাদন্ড।
৩৮৮। যখন ম্যাজিষ্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহন করেন, তখন আসামী -(ক) অব্যহতি পাইতে পারে (খ) খালাশ পাইতে পারে (গ) দন্ড পাইতে পারে (ঘ) মুক্তি পাইতে পারে।
৩৮৯। প্রত্যাহার করা হইলে আসামী-
(ক) মুক্তি  পাইবে (খ) অব্যহতি পাইবে (গ) দন্ড  পাইবে (ঘ) খালাশ পাইবে।
৩৯০।  ব্যতীত অন্যভাবে রুজুকৃত একটি ফৌজদারী মামলার কার্যক্রম বন্ধ করা হইলে, ম্যাজিষ্ট্রেট আসামীকে-
(ক) মুক্তি দিতে পারেন (খ) অব্যহতি দিতে পারেন (গ) খালাশ দিতে পারেন (ঘ) দন্ড দিতে পারেন।
৩৯১।  ব্যতীত অন্যভাবে রুজুকৃত একটি ফৌজদারী মামলার কার্যক্রম কে বন্ধ করিতে পারেন ?
(ক) জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (খ) জেলা ম্যাজিষ্ট্রেট (গ) নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ঘ) স্পেশাল ম্যাজিষ্ট্রেট।
৩৯২। ব্যতীত অন্যভাবে রুজুকৃত একটি ফৌজদারী মামলার কার্যক্রম বন্ধ করার জন্য কাহার পূর্ব অনুমোদন নিতে হবে ?
(ক) মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট (খ) প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট (গ) চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (ঘ) ক বা খ বা গ এ বর্ণিত যে কোন ম্যাজিষ্ট্রেট
৩৯৩। মামলার কোন পযায়ে           ব্যতীত অন্যভাবে রুজুকৃত ফৌজদারী মামলার কার্যক্রম () বন্ধ করা যাইবে ?
(ক) মামলার শুরুতে (খ) মামলার যে কোন পর্যায়ে (গ) মামলার শেষে (ঘ) কোন কার্যক্রম বন্ধ করা যাইবে না।
৩৯৪। অভিযোগ কে প্রত্যাহার করিবেন ?
(ক) ফরিয়াদি (খ) আসামী (গ) ম্যাজিষ্ট্রেট (ঘ) অন্য কেহ।
৩৯৫। কখন অভিযোগ প্রত্যাহার করা যায় ?
(ক) মামলার শুরুতে (খ) মামলার যে কোন পর্যায়ে (গ) মামলার শেষে (ঘ) মামলার চুড়ান্ত আদেশ হইবার পূর্বে।
৩৯৬। অভিযোগ প্রত্যাহারের () অনুমতি কে দিবেন ?
(ক) ম্যাজিষ্ট্রেট (খ) আসামী (গ) সরকার (ঘ) অন্য কেহ।
৩৯৭। নালিশী মামলায় শুনানির তারিখে ফরিয়াদী অনুপস্থিত থাকিলে  ম্যাজিষ্ট্রেট আসামীকে-
(ক) মুক্তি দিতে পারেন (খ) অব্যহতি দিতে পারেন (গ) খালাশ দিতে পারেন (ঘ) দন্ড দিতে পারেন।
৩৯৮। নালিশী মামলায় অভিযোগকারী যদি সরকারী কর্মচারী হন এবং তাহার ব্যক্তিগত হাজিরা প্রয়োজন না হয় , তবে সেক্ষেত্রে ম্যাজিষ্ট্রেট কি করিবেন ?
(ক) অভিযোগকারীকে ব্যক্তিগত হাজিরা হইতে অব্যহতি দিবেন (খ) মামলার অগ্রসর হবেন (গ) ক ও খ (ঘ) মামলা খারিজের আদেশ দিবেন।
৩৯৯। অভিযোগ বিবেচনার পর যদি ম্যাজিস্ট্রেট মনে করেন যে, অভিযোগ ভিত্তিহীন তাহা হইলে তিনি আসামীকে
ক) মুক্তি দিবেন খ) অব্যাহতি গ) দন্ড দিবেন ঘ) খালাস দিবেন
৪০০। অভিযোগ গঠনের সময় নি¤েœর কোন দলিল বিবেচনায় নেওয়া যায়
ক) নালিশের আবেদন খ) অভিযোগকারী কর্তৃক দাখিলকৃত দলিলপত্র গ) বিচার সম্বন্ধীয় ................সাক্ষীদের লিপিবদ্ধকৃত বিবৃতি এবং অনুসন্ধানকারী অফিসারের রিপোর্ট ঘ) ক, খ ও গ এ বর্নিত সবগুলি।
৪০১। অভিযোগ গঠনের সময় কোন পক্ষের কাগজপত্র বিবেচনা করিতে হজয়।ভ
ক) বাদী পক্ষের খ) আসামী পক্ষের গ) বাদী ও আসামী উভয়পক্ষের ঘ) ডাক্তারের সার্টিফিকেট
৪০২। অভিযোগ শুনানীর পর ম্যাজিস্ট্রেট যদ মনে করেন যে, আসামী অপরাধ করিয়াছে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কি করিবেন?
ক) আসামীকে অব্যাহতি দিবেন খ) অভিযোগ গঠন করিবেন গ) আসামীকে জিজ্ঞাসা করিবেন যে, সে অপরাধ স্বীকার করে কি না ঘ) খ ও গ
৪০৩। চাজ গঠন কালে কি কি বিষয় পাঠ করিতে হইবে?
 ক) এজাহার খ) ফৌজদারী কার্যবিধির ১৬১ ধারানুসারে লিপিবদ্ধকৃত সাক্ষীদের বিবৃতি গ) চার্জশীট ঘ) ক, খ ও গ  এ বর্নিত সবগুলি।
৪০৪। চার্জ গঠনের পর আসামী যদি তাহার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করে, তবে ম্যাজিস্ট্রেট কি করিবেন?
ক) স্বীকৃতি লিপিবদ্ধ করিবেন খ) আসামীকে দন্ডের বিরুদ্ধে কারন দর্শানোর সুযোগ দিবেন, গ) পর্যাপ্ত কারন দর্শাইতে না পারিলে আসামীকে দন্ড দান করিবেন ঘ) ক, খ ও গ এবর্নিত সবগুলি।
৪০৫। চার্জ গঠনের পর আসামী যদি তাহার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার না করে, তখনকার পদ্ধতি সম্পর্কে ফৌজদারী কার্যবিধির কত ধারায় বিধান বর্নিত আছে?
ক) ২৪২ ধারা খ)২৪৩ ধারা গ) ২৪৪ ধারা ঘ) ২৪৫ ধারা
৪০৬। চার্জ গঠনের পর আসামী যদি তাহার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার না করেন তখন ম্যাজিস্ট্রেট কি করিবেন?
ক) ফরিয়াদীর বক্তব্য শ্রবন করিবেন এবং বাদী পক্ষের সমর্থনে প্রদত্ত সাক্ষ্য গ্রহন করিবেন খ) আসামীর বক্তব্য শ্রবন করিবেন এবং আত্মপক্ষ সমর্থনে তাহার প্রদত্ত সাক্ষ্য গ্রহন করিবেন গ) ক ও খ ঘ) ক বা খ
৪০৭। ফৌজদারী কার্যবিধির ২৪৪ ধারানুসারে ম্যাজিস্ট্রেট কিসের জন্য সমন ইস্যু করিবেন
ক) সাক্ষীর প্রতি হাজির হওয়ার জন্য খ) কোন দলিল হাজির করিবার জন্য গ) কোন জিনিস হাজির করিবার জন্য ঘ) ক বা খ বা গ এ বর্নিত যে কোনটি
৪০৮। ফৌজদারী কার্যবিধির ২৪৪ ধারানুসারে ম্যাজিস্ট্রেট কিসের ভিত্তিতে সমন ইস্যু করিবেন?
ক) স্বতঃপ্রবৃত্ত হইয়া খ) ফরিয়াদীর আবেদন ক্রমে গ) আসামীর আবেদন ক্রমে  ঘ) খ বা গ
৪০৯। শুনানী ও সাক্ষ্য প্রমানাদি গ্রহনের পর ম্যাজিস্ট্রেট যদি আসামীকে নির্দোষ বলিয়া সাব্যস্ত করেন, তবে আসামীকে
ক) খালাসের আদেশ দিবেন খ) অব্যাহতির আদেশ দিবেন গ) মুক্তির আদেশ দিবেন ঘ) দন্ডের আদেশ দিবেন
৪১০। শুনানি ও সাক্ষ্য প্রমানাদি গ্রহনের পর ম্যাজিস্ট্রেট যদি আসামীকে দোষী সাব্যস্ত করেন, তবে আসামীকে
ক) খালাসের আদেশ দিবেন খ) শাস্তির আদেশ দিবেন গ) মুক্তির আদেশ দিবেন ঘ) অব্যাহতির আদেশ দিবেন
৪১১। অপয়ঁরঃঃধষ কোনটি?
ক) খালাস খ) অব্যাহতি গ) মুক্তি ঘ) দন্ড
৪১২। উরংপযধৎমব কোনটি?
ক) খালাস খ) অব্যাহতি গ) মুক্তি ঘ) দন্ড
৪১৩। জবষবধংব কোনটি?
ক) খালাস খ) অব্যাহতি গ) মুক্তি ঘ) দন্ড
৪১৪। ঝবহঃবহপব কোনটি?
ক) খালাস খ) অব্যাহতি গ) মুক্তি ঘ) দন্ড
৪১৫।অপয়ঁরঃঃধষ এর বৈশিষ্ট্য কোনটি?
ক)আসামী নির্দোষ বলিয়া সাব্যস্ত হন, খ) ঐ একই অপরাধে পুনরায় অভিযোগ আনা যাইবে না গ) ক ও খ ঘ) কোনটি নহে
৪১৬। উরংপযধৎমব এর বৈশিষ্ট্য কোনটি?
ক) আসামী বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন গন্য হইবে খ)  সাক্ষ্য প্রমান থাকিলে ঐ একই অপরাধে পুনরায় অভিযোগ আনা যাইবে গ) ক ও খ ঘ) কোনটি নহে
৪১৭। জবষবধংব এর বৈশিষ্ট্য কোনটি?
ক) কার্যক্রম বন্ধের ক্ষেত্রে আসামী আপাততঃ মুক্তি পাইবে খ) পরবর্তীতে কার্যক্রম চালু হইলে আসামীর বিরুদ্ধে পুনরায় ব্যবস্থা নেওয়া যাইবে, গ) ক ও খ ঘ) কোনটি নহে
৪১৮। ঝবহঃবহপব এর বৈশিষ্ট্য কোনটি?
 ক) আসামী দোষী সাব্যস্ত হইবে, খ) আসামীকে শাস্তি দেওয়া হইবে গ)আসামীকে কারাগারে পাঠাবেন ঘ)  সবগুলি
৪১৯। আসামীকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করিয়া মামলার শুনানি এবং অভিযোগ গঠনের পূর্বে অব্যাহতি দেওয়া যাইবে কি না, দেওয়া গেলে ফৌজদারী কার্যবিধির কত ধারানুসারে?
ক)অব্যাহতি দেওয়া যাইবে না খ) অব্যাহতি দেয়া যাইবে ২৪১ এ ধারানুসারে গ) অব্যহতি দেওয়া যাইবে ক২৬৫ সি ধারানুসারে ঘ) অব্যাহতি দেওয়া যাইবে নালিশী মামলা প্রত্যাহার করিলে
৪২০। আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর অভিযুক্ত ব্যক্তির শুনানির জন্য নির্ধারিত দিনে যদি ফরিয়াদি উপস্থিত না হয়-
ক) ম্যাজিস্ট্্েরট আসামীকে খালাস দিবেন খ) অন্য কোন কারনে ম্যাজিস্ট্রেট মামলার শুনানি মূলতবী রাখিতে পারিবেন, গ) অভিযোগকারী যদি সরকারী কর্মকর্তা হন তাহা হইলে আদালত উপযুক্ত ক্ষেত্রে তাহাকে হাজিরা হইতে অব্যাহতি দিবেন  ঘ)  সবগুলি
৪২১। ফরিয়াদি মামলার কোন পর্যায় ম্যাজিস্ট্রেটকে সন্তুষ্ট করিয়া মামলা প্রত্যাহার করিতে পারেন?
ক) মামলার যে কোন পর্যায়  খ) অভিযোগ গঠনের পূর্বে গ) মামলার চূড়ান্ত আদেশে হইবার পূর্বে ঘ) মালার শুনানির পূর্বে
৪২২। একজন ম্যাজিষ্ট্রেট মামলা প্রপ্ত হইবার তারিখ হইতে কত দিনের মধ্যে বিচার বিচার কার্য সমাপ্ত করিবেন?
ক) ১২০ দিন, খ) ১৮০ দিন গ) ২৪০ দিন ঘ) ৩৬০ দিন
৪২৩। মামলা নিষ্পত্তির সময় সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত?
ক) ৩৩৭ ধারা খ) ৩৩৮ ধারা গ) ৩৩৯ ধারা ঘ) ৩৩৯ সি ধারা । [সি=গ]
৪২৪। সংক্ষিপ্ত বিচার সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত
ক) ২৪১-২৫০ ধারা খ) ২৬০-২৬৫ ধারা গ) ২৬৫ এ -২৬৫ এল ধারা ঘ) ১৫৪-১৭৩ ধারা
৪২৫। ফৌজদারী কার্যবিধির ২৬০ ধারা মোতাবেক সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করিবেন
ক) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খ) প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট গ) প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সম্পন্ন কোন ম্যাজিস্ট্রেট বেঞ্চ ঘ) ক বা খ  ও গ এ বর্নিত সবগুলি
৪২৬। ফৌজদারী কার্যবিধি অনুসারে সংক্ষিপ্ত বিচারে সর্বোচ্চ কত সময়ের কারাদন্ড প্রদান করা যায়
ক) ৬ মাস খ) ১ বৎসর গ) ২ বৎসর ঘ) ৩ বৎসর
৪২৭। দন্ডবিধির ৩৭৯,৩৮০ ও ৩৮১ ধারার  অধীনে  চুরির ক্ষেত্রে চোরাই মালের মূল্য কত টাকা পর্যন্ত হইলে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করা যাইবে?ক) ৫,০০০/- খ) ১০,০০০/-গ) ২০,০০০/- ঘ) ৫০,০০০/-
৪২৮। কোন অপরাধের বিচাপর সংক্ষিপ্ত ভাবে করা যাইবে না?
ক) আত্মসাৎকৃত সম্পত্তির মূল্য দশ হাজার টাকা পর্যন্ত হইলে খ) চুরির ক্ষেত্রে চোরাই মালের মূল্য দশ হাজার টাকা পর্যন্ত হইলে গ) যে অপরাধের শাস্তি ২ বৎসরের অধিক হয়, ঘ) দন্ডবিধির ৩২৩ ধারার অধীন আঘাত
৪২৯। ফৌজদারী কার্যবিধির ২৬০ ধারা মোতাবেক কোনটি সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন না?
ক) প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট খ)দ্বিতীয় শ্রেনীর ম্যাজিস্ট্রেট গ) তৃতীয় শ্রেনীর ম্যাজিস্ট্রেট ঘ) খ ও গ
৪৩০। ফৌজাদরী কার্যবিধির ২৬০ ধারা মোতাবেক কোনটি সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করা যাইবে?
ক)দন্ডবিধির ২৬৪,২৬৫ ও ২৬৬ ধারার অধীন ওজন ও পরিমাপ সম্পর্কিত অপরাধ খ) দন্ডবিধির ৩২৩ ধারা অধীন আঘাত গ) দন্ডবিধির ৪২৬ ও ৪২৭ ধারার অধীন ক্ষতিসাধন ঘ) ক খ ও গ এ বর্নিত সবগুলো
৪৩১। ফৌজদারী কার্যবিধির ২৬০ ধারা মোতাবেক কোনটি সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করা যাইবে?
ক) দন্ডবিধির ৪৪৮ ধারার অধীন অনধিকার গৃহ প্রবেশ খ) দন্ডবিধির ৪৪৭ ধারার অধীন অপরাধমূলক অনধিকার প্রবেশ গ) দন্ডবিধির ৪৫১,৪৫৩,৪৫৪,৪৫৬, ও ৪৫৭ ধারার অধীনে অপরাধ ঘ) ক খ ও গ এ বর্নিত সবগুলি
৪৩২। ফৌজদারী কার্যবিধির ২৬০ ধারা মোতাবেক কোনটি সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করা যাইবে?
ক) দন্ডবিধির ৩৭৯,৩৮০, ও ৩৮১ ধারার অধীনে চুরির ক্ষেত্রে চোরাই মালের মূল্য ১০,০০০/- টাকা পর্যন্ত হইলে খ) দন্ডবিধির ৪১১ ও ৪১৪ ধারার অধীনে অপরাধের ক্ষেত্রে চোরাই মালের মূল্য ১০,০০০/- টাকা পর্যন্ত হইলে ঘ) ক, খ ও গ এ বর্নিত সবগুলি
৪৩৩। ফৌজদারী কার্যবিধির ২৬০ ধারা মোতাবেক কোনটি সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করা যাইবে?
ক)
৪৩৪। ফৌজদারী কার্যবিধির ২৬১ ধারা মোতাবেক সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করিবেন-
ক) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খ) দ্বিতীয় শ্রেনীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সম্পন্ন কোন ম্যাজিস্ট্রেট বেঞ্চ গ)তৃতীয় শ্রেনীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সম্পন্ন কোন  ম্যাজিস্ট্রেট বেঞ্চ ঘ) খ বা গ
৪৩৫। সংক্ষিপ্ত বিচারের পদ্ধতি সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত?
ক) ২৬২ ধারা খ) ২৬৩ ধারা গ) ২৬৪ ধারা ঘ) ২৬৫ ধারা
৪৩৬। সংক্ষিপ্ত বিচারে অনুসৃত হইবে
ক) ম্যাজিস্ট্রেট  কর্তৃক বিচার পদ্ধতি খ) দায়রা আদালত কর্তৃক বিচার পদ্ধতি গ) ক বা খ     ঘ) কোনটি নহে
৪৩৭। সংক্ষিপ্ত বিচারের যে সকল মামলা আপীল যোগ্য নহে, সেই সকল মামলায় কোনটির প্রয়োজন নাই?
ক) সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করিবার প্রয়োজন নাই খ) রীতিসিদ্ধ অভিযোগ গঠন করিবার প্রয়োজন নাই গ) ক ও খ            ঘ) ক বা খ
৪৩৮। সংক্ষিপ্ত বিচারে রায়ের ভাষা কি হইবে?
ক) ইংরেজী ভাষা খ) আদালতের ভাষা গ) প্রিজাইডিং অফিসার যে আদালতের অধস্তন, সেই আদালত নির্দেশ দিলে মাতৃভাষায় লিখিত হইবে, ঘ) ক বা খ বা গ এ বর্নিত যে কোনটি
৪৩৯। ফৌজদারী কার্যবিধির  ২৬০ ধারানুসারে ক্ষমতা বান কোন ম্যাজিস্ট্রেট অনধিক কত টাকা জরিমানা করিলে দন্ডিত ব্যক্তি কোন আপীল করিতে পারিবে না?
ক) ১০০/- খ) ২০০/- গ) ৫০০/- ঘ) ১০০০/-
৪৪০।সংক্ষিপ্ত বিচারে কোন দন্ডের বিরুদ্ধে ্আপীল নাই?
ক) অনধিক ২০০/- টাকা জরিমানা খ) ৫০০/- জরিমানা গ) এক বৎসর সশ্রম কারাদন্ড ঘ) এক বৎসর বিনাশ্রম কারাদন্ড
৪৪১। সংক্ষিপ্ত বিচারে কতিপয় দন্ডের বিরুদ্ধে আপীল নাই এই সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত?
ক) ৪১০ ধারা খ) ৪১২ ধারা গ) ৪১৪ ধারা ঘ) ৪১৭ ধারা
৪৪২। সংক্ষিপ্ত বিচারে কোন দন্ডের বিরুদ্ধে আপীল করা যাইবে?
ক) ২০০/- টাকার অধিক জরিমানা খ) যে কোন মেয়াদের কারাদন্ড গ) ক ও খ ঘ) কোনটি নহে।
৪৪৩। দায়রা আদালতের বিচার সম্পর্কিত বিধান ফৌজদারী কার্যবিধির কত ধারায়?
ক) ১৫৬-১৭৩ ধারা খ) ২৪১-২৫০ ধারা গ) ২৬৫ এ -২৬৫ এল ধারা ঘ) ৪৩৫-৪৪০ ধারা
৪৪৪। দায়রা আদালত কত দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করিবেন?
ক) ৩৬০ দিন খ) ২৮০ দিন গ) ২৬০ দিন ঘ) ১৮০ দিন
৪৪৫। ফৌজদারী কার্যবিধির কত ধারায় দায়রা আদালত আসামীকে অব্যাহতি প্রদান করেন?
ক) ২৪১ এ ধারা খ) ২৬৫ সি ধারা গ) ৫২৫ এ ধারা ঘ) ৫২৬ বি ধারা
৪৪৬। দায়রা আদালতে প্রত্যেকটি বিচারে সরকার পক্ষে কে মামলা পরিচালনা করিবেন?
ক) সরকারের প্রতিনিধি খ) ফরিয়াদী গ) পাবলিক প্রসিকিউটর ঘ) কোর্ট দারোগা
৪৪৭। পাবলিক প্রসিকিউটর মামলা পরিচালনা করিবেন  ইহা ফৌজদারী কার্যবিধির কত ধারায় বলা আছে।
ক) ২৬৫ এ ধারা খ) ২৬৫ বি ধারা গ) ২৬৫ সি ধারা ঘ) ২৬৫ ডি ধারা [ এ = ক]
৪৪৮। দায়লা আদালত কর্তৃক আসামীকে অব্যাহতি দানের ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করিবেন?
ক)মামলার নথি এবং উহার সহিত দাখিলী দলিলাদি বিবেচনা করিবেন, খ) আসামী ও সরকার পক্ষের বক্তব্য শ্রবন করিবেন গ) ক এবং খ ঘ) ক বা খ
৪৪৯। দায়রা আদালত মামলার নথি ও দাখিলী দলিলাদি এবং আসামী ও সরকার পক্ষের বক্তব্য শ্রবনের পর যদি মনে করেন যে, আসামীর বিরুদ্ধে মামলা চালাইবার কোন হেতু নাই, তাহা হইলে আদালত আসামীকে
ক) অব্যাহতি দিবেন খ) খালাস দিবেন গ) মুক্তি দিবেন ঘ) জামিন দিবেন
৪৫০। অভিযোগ গঠনের শুনানির সময় নি¤েœর কোন দলিল বিবেচনায় নেওয়া যায় না?
ক) তদন্তকারী কর্মকর্তার নিকট প্রদত্ত জবানবন্দী খ) আসামীর দাখিলকৃত দলিলপত্র গ) ................সার্টিফিকেট ঘ) প্রাথমিক তথ্য বিবরনী 





৩টি মন্তব্য:

  1. আমলযোগ্য অপরাধ বলতে কি বঝেন?
    (ক) অপরাধের সংবাদ পওয়ার সাথে সাথে পুলিশ বিষটি আমলে নিবেন (খ) ম্যজিষ্ট্রেট নির্দেশের আপেক্ষা না করিয়া ঘটনাস্থলে ছুটে যাবেন (গ) পুলিশ কি বিনা পরোয়ানার আসামীকে গ্রেপ্তার করিতে পারিবেন (ঘ) ক,খ ও গ -বর্ণিত সবগুলি।

    উত্তরমুছুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়

১। দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়  ক) বিবাদী বাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা,খ) বাদী বিবাদী দত্তক পুত্র মর্মে ঘোষণাগ) বাদী-বিবাদী পালকপুত্র ম...