তামাদি আইন
১। কোন মামলা তামাদি আইন দ্বারা বাধাপ্রাপ্ত হয় না?ক) ফৌজদারী খ) দেওয়ানী গ) ক ও খ ঘ) কোনটিই নয়
২। কত নং ধারায় তামাদি মামলা নাকোচ হয়ে যায়? ক) ৩ খ) ৪ গ) ৬ ঘ) ক ও খ
৩। ‘বিশেষ আইনের ক্ষেত্রে তামাদির সময়সীমা বৃদ্ধির কোন বিধান নেই’- এই ব্যতিক্রমটি তামাদি আইনের কত নং ধারায় উল্লেখ রয়েছে? ক) ১৯ খ) ১৯(২) গ) ২৯ ঘ) ২৯(২)
৪। কোন ক্ষেত্রে তামাদি আইনের ৫ ধারামতে তামাদি সীমা বৃদ্ধির জন্য দরখাস্ত করা যায় না?
ক) আপীল দায়েরের ক্ষেত্রে খ) রিভিশন শুনানীর ক্ষেত্রে গ) মূল মোকদ্দমার ক্ষেত্রে ঘ) উপরের সবকটি
৫। তামাদি প্রমাণের দায়িত্ব কার ওপর বর্তায়?
ক) যে পক্ষ তামাদির সুবিধা দাবী করে খ) যে ব্যক্তি মামলা দায়ের করার সময় বিদেশে ছিল
গ) যে ব্যক্তি তামাদি আইনের ৫ ধারায় দরখাস্ত দাখিলে হকদার ঘ) কোনটিই নয়
ক) ১৯০৮ সালের ১নং আইন খ) ১৯০৮ সালের ৯নং আইন গ) ১৯৮০ সালের ৯ নং আইন ঘ) ১৯৮০ সালের ১নং আইন
৭। তামাদির মেয়াদ কার বিরুদ্ধে গণণা করা হয়? ক) বাদী খ) বিবাদী গ) ক ও খ ঘ) কোনটিই নয়
৮। দরখাস্তের ক্ষেত্রে তামাদির মেয়াদ কার বিরুদ্ধে গণণা করা হয়?
ক) দরখাস্তকারী খ) বিবাদী গ) ক ও খ ঘ) কোনটিই নয়
৯। বিবাদীপক্ষের আপত্তি ব্যতীত কোন মামলা খারিজ হইতে পারে কোন আইনে কত ধারা অনুযায়ী?
ক) তামাদির আইনের ৩ ধারা খ) তামাদি আইনের ৫ ধারা গ) দন্ডবিধির ৬ ধারা ঘ) কোনটিই নয়
১০। মোকদ্দমা দায়ের করার জন্য আইন অনুযায়ী নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়াকে কী বলা হয়?
ক) তামাদিতে বারিত খ) সময়সীমা অতিক্রম গ) ক ও খ ঘ) কোনটিই নয়
১১। নিচের কোন ক্ষেত্রে তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য নয়?
ক) আপীল খ) রিভিউ গ) রিভিশন ঘ) মূল দেওয়ানী মামলা
১২। কোন মামলা একতরফা ডিক্রী হয়ে তামাদি হলে কী করবেন?
ক) কিছুই করার নাই খ) তামাদি আইনের ৫ ধারা অনুযায়ী বিলম্ব মওকুফের আবেদন
গ) কোর্ট ফি দ্বিগুণ করিয়া দিবেন ঘ) কোনটিই নয়
১৩। বিলম্ব মওকুফের দরখাস্ত কত ধারায়? ক) ৫ ধারা খ) ৬ ধারা গ) ৭ ধারা ঘ) ৮ ধারা
১৪। “একবার তামাদির মেয়াদ অতিবাহিত হতে আরম্ভ হলে আর স্থগিত হয় না” উক্ত বিধান তামাদির আইনের কত ধারায় আছে? ক) ধারা ৭ খ) ধারা ৯ গ) ধারা ১১ ঘ) ধারা ২১
১৫। “কোন আপীল দায়েরের জন্য যে ডিক্রী দন্ডাদেশ বা আদেশের বিরুদ্ধে আপীল করা হইবে তাহার নকল সংগ্রহের জন্য ব্যয়িত সময় তামাদির মেয়াদ হইতে বাদ যাইবে”- উক্ত বিধান তামাদি আইনের কত ধারায় আছে?
ক) ধারা ১২ খ) ধারা ১৩ গ) ধারা ১৪ ঘ) ধারা ১৬
১৬। “এখতিয়ারবিহীন আদালতে ভূল করে মামলা দায়েরের জন্য ব্যয়িত সময় তামাদির মেয়াদ হইতে বাদ যাইবে”- উক্ত বিধান তামাদি আইনের কত ধারায় আছে?
ক) ধারা ১২ খ) ধারা ১৩ গ) ধারা ১৪ ঘ) ধারা ১৬
১৭। “কোন বিশেষ আইনে মামলা আপীল বা দরখাস্ত বিষয়ে বিশেষ মেয়াদের বিধান থাকিলে তামাদি আইনের কত ধারায় আছে? ক) ধারা ১২ খ) ধারা ১৩ গ) ধারা ২৯ ঘ) ধারা ৩৭
১৮। সুখাধিকার সমূহ অর্জন তামাদি আইনের কত ধারায়?
ক) ধারা ২৪ খ) ধারা ২৫ গ) ধারা ২৬ ঘ) ধারা ৩৭
১৯। ঋণ পরিশোধের ফলাফল তামাদি আইনের কত ধারায়?
ক) ধারা ২০ খ) ধারা ২১ গ) ধারা ২২ ঘ) ধারা ২৫
২০। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারার মামলার তামাদি মেয়াদ কত দিন?
ক) ৬ মাস খ) ১ বছর গ) ৩ বছর ঘ) ১২ বছর
২১। তামাদি আইনের ২৪ অনুচ্ছেদ অনুযায়ী মানহানির দরুন ক্ষতিপূরণের মামলার তামাদি মেয়াদ কত দিন?
ক) ৬ মাস খ) ১ বছর গ) ৩ বছর ঘ) ১২ বছর
২২। তামাদি আইনের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশের দরুন ক্ষতিপূরণ তামাদি মেয়াদ কত দিন? ক) ৬ মাস খ) ১ বছর গ) ৩ বছর ঘ) ১২ বছর
২৩। তামাদি আইনের ৫৭ অনুচ্ছেদ অনুযায়ী অর্থের মাধ্যমে পরিশোধ্য কর্জ অর্থ আদায়ের জন্য মামলার তামাদি মেয়াদ কত দিন? ক) ৬ মাস খ) ১ বছর গ) ৩ বছর ঘ) ১২ বছর
২৪। চুক্তি প্রবলের মোকদ্দমা দায়ের তামাদি মেয়াদ কত দিন? ক) ৬ মাস খ) ১ বছর গ) ৩ বছর ঘ) ১২ বছর
২৫। জবরদখলকারী মালিকানা লাভের জন্য মোকদ্দমাকারীর তামাদি মেয়াদ কত দিন?
ক) ৬ মাস খ) ১ বছর গ) ৩ বছর ঘ) ১২ বছর
২৬। তামাদি আইনের ৫ ধারামতে কোন মামলার তামাদির সীমা বৃদ্ধি করা যায়?
ক) আপীল, রিভিউ, রিভিশন খ) আপীল করার জন্য অনুমতির দরখাস্ত গ) শুধুমাত্র আপীল ঘ) ক ও গু
২৭। কোন আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়?
ক) বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ খ) অর্থঋণ আদালত আইন ২০০৩ গ) দেওয়ানী আইন ঘ) ক ও খ
২৮। তামাদি গণনার সময় বৃদ্ধির বিষয়ে কত ধারায় বলা হয়েছে?
ক) ধারা ৪-৭ খ) ধারা ৫ গ) ধারা ৯ ঘ) ধারা ১০
২৯। আদালত বন্ধ থাকাবস্থায় তামাদির মেয়াদ উত্তীর্ণ হলে, আদালত পুনরায় খোলার দিন মামলা করার বিধান তামাদি আইনের কত ধারায় বর্ণিত?
ক) ৩ ধারা খ) ৪ ধারা গ) ৫ ধারা ঘ) কোনটিই নয়
৩০। তামাদির মেযাদ আরম্ভ হয়ে যাওয়ার পর নি¤েœাক্ত কোন বিষয়টি তামাদির মেয়াদ বন্ধ রাখতে পারে?
ক) পরবর্তী অপারগতা খ) পরবর্তী অক্ষমতা গ) ক ও খ ঘ) কোনটিই নয়
৩১। তামাদি আইনের ১০নং ধারা অনুসারে প্রত্যক্ষ ট্রাস্টি বা তাদের প্রতিনিধিদের বিরুদ্ধে মামলার ক্ষেত্রে তামাদির মেয়াদ কত? ক) ১ বছর ৬ মাস খ) ৩ বছর ৬ মাস গ) ৫ মাস ঘ) কোনটিই নয়
৩২। তামাদি আইনের ১২ নং ধারা অনুযায়ী আপীলের ক্ষেত্রে তামাদির মেয়াদ গণনায় নি¤েœাক্ত কোন দিনগুলো বাদ দিতে হবে? ক) যে দিন হতে উক্ত মেয়াদ গণনা শুরু হবে খ) যে রায় সম্পর্কে অভিযোগ করা হবে তার ঘোষণার দিন
গ) যে ডিক্রী, আদেশ বা দন্ডাদেশের বিরুদ্ধে আপীল করা হবে তার নকল পেতে যে সময় লাগে ঘ) উপরের সবগুলো
৩৩। মামলা করার অধিকার জন্মাবার পূর্বেই কোন ব্যক্তি মৃত্যুবরণ করলে উক্ত মামলার তামাদির মেয়াদ-
ক) উক্ত ব্যক্তির কোন আইনগত প্রতিনিধি থাকলেই শুরু হবে খ) উক্ত ব্যক্তির আইনগত প্রতিনিধি যখন মামলা করতে সক্ষম হবে তখন থেকে শুরু হবে গ) উক্ত ব্যক্তির মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যাবে ঘ) অনির্দিষ্টকাল হবে
৩৪। তামাদি আইনের কত ধারায় তামাদির মেয়াদ গণনায় প্রতারণার ফলাফল আলোচনা করা হয়েছে?
ক) ১৪ খ) ১৬ গ) ১৮ ঘ) ১৯
৩৫। আলো বা বাতাসের প্রবেশ ও ব্যবহার সুখাধিকার হিসেবে বিবেবিত হওয়ার জন্য শান্তিপূর্নভাবে এবং অব্যাহতভাবে কত সময় পর্যন্ত ভোগ করতে হবে? ক) ১২ বছর খ) ২০ বছর গ) ২৫ বছর ঘ) ৩০ বছর
৩৬। সরকারী সম্পত্তি সুখাধিকার অর্জনের জন্য কত সময়ে অব্যাহত ও শান্তিপূর্ণ ভোগ করা প্রয়োজন?
ক) ৩০ বছর খ) ৬০ বছর গ) ৭০ বছর ঘ) ৩০ বছর
৩৭। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯নং ধারার অধীনে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলায় তামাদির মেয়াদ কত?
ক) ৬ মাস খ) ১ বছর গ) ৯ মাস ঘ) ১২ বছর
৩৮। অগ্রক্রয়ের মামলার তামাদির ১ বছর সময় যখন থেকে গণনা করা হবে?
ক) সংশ্লিষ্ট সমূদয় সম্পত্তিতে যখন খরিদ্দার প্রত্যক্ষ দখল গ্রহণ করে খ) প্রত্যক্ষ দখল সম্ভব না হলে যখন সংশ্লিষ্ট সম্পত্তি রেজিঃকৃত হয় গ) বাদী যখন সংশ্লিষ্ট সম্পত্তির বিক্রয় সম্পর্কে অবগত হয় ঘ) ক ও খ
৩৯। বে-আইনীভাবে কারাদন্ড ভোগের ফলে ক্ষতিপূরণ আদায়ের মামলায় তামাদির মেয়াদ কত?
ক) কারাদন্ড ভোগের দিন থেকে ১ বছর খ) কারাদন্ড ভোগের দিন থেকে ২ বছর
গ) কারাদন্ড ভোগের সমাপ্তির দিন থেকে ১ বছর ঘ) কারাদন্ড ভোগের সমাপ্তির দিন থেকে ২ বছর
৪০। মানহানির মামলায় তামাদির মেয়াদ কখন শুরু হবে?
ক) যে দিন বিবাদী মানহানির কাজ করবে খ) যে দিন বিবাদীর মানহানির কাজটি বাদী জানতে পারবে
গ) যে দিন বিবাদীর মানহানিকর কাজের মাধ্যমে বাদীর ক্ষতি হবে ঘ) যে দিন বিবাদী মানহানির বিষয় প্রকাশিত হবে
৪১। স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশের ফলে ক্ষতিপূরণ মামলায় তামাদির মেয়াদ কত?
ক) ১ বছর খ) ৩ বছর গ) ৬ বছর ঘ) নির্দিষ্ট মেয়াদ নেই
৪২। কোন মুসলিম মহিলা কর্তৃক অবিলম্বে পরিশোধযোগ্য দেনমোহরের জন্য দায়েরকৃত মামলায় তামাদির মেয়াদ কত নং অনুচ্ছেদে বর্ণিত আছে? ক) ১০৩ খ) ১০৪ গ) ১০৫ ঘ) কোনটিই নয়
৪৩। চুক্তির সুনির্দিষ্ট পালনের জন্য দায়েরকৃত মামলায় তামাদির মেয়াদ কত?
ক) ১ বছর খ) ৩ বছর গ) ৬ বছর ঘ) নির্দিষ্ট মেয়াদ নেই
৪৪। বাদীর দখলে স্থাবর সম্পত্তি থাকাকালে তা হতে বেদখল হলে উক্ত সম্পত্তির সকল লাভের মামলায় তামাদির মেয়াদ কত? ক) ১ বছর খ) ৩ বছর গ) ৬ বছর ঘ) নির্দিষ্ট মেয়াদ নেই
৪৫। কোন আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নহে?
ক) বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ খ) অর্থ ঋণ আদালত আইন, ২০০৩ গ) দেওয়ানী আইন ঘ) ক ও খ
৪৬। তামাদি গণনার সময় বৃদ্ধি বিষয়ে কত ধারায় বলা হয়েছে? ক) ৪-৭ খ) ধারা ৫ গ) ধারা ৯ ঘ) ধারা ১০
৪৭। স্থাবর সম্পত্তি বন্ধকমুক্ত করার মামলায় তামাদির মেয়াদ কত? ক) ৬ বছর খ) ১৫ বছর গ) ৩০ বছর ঘ) ৬০ বছর
৪৮। মৃত্যুদন্ডের বিরুদ্ধে আপীলে তামাদির মেয়াদ কত? ক) ৭ দিন খ) ১৫ দিন গ) ১ মাস ঘ) ১ বছর
৪৯। তামাদি আইনানুসারে জবর দখল অধিকার জন্ম নেয় কত ধারানুসারে?
খ) ধারা ২৫ খ) ধারা ২৬ গ) ধারা ২৮ ঘ) ধারা ২৯
৫০। হক-শুফা তথা প্রি-এম্পশনের মামলার তামাদি কত দিনের?
ক) ১ বছর খ) ৩ বছর গ) ৬ বছর ঘ) ৬ মাস
কোন মামলা তামাদি আইন দ্বারা বাধাপ্রাপ্ত হয় না?
উত্তরমুছুনক) ফৌজদারী খ) দেওয়ানী গ) ক ও খ ঘ) কোনটিই নয়
চমৎকার!!!
উত্তরমুছুনআমি অভিভূত!!!
ধন্যবাদ
উত্তরমুছুন