মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭

মামলা করার অধিকার জন্মাবার পূর্বেই কোন ব্যক্তি মৃত্যুবরণ করলে উক্ত মামলার তামাদির মেয়াদ-

১। তামাদি আইনের ১০ নং ধারা অনুসারে প্রত্যক্ষ ট্রাস্টি বা তাদের প্রতিনিধিদের বিরুদ্ধে মামলার ক্ষেত্রে তামাদির মেয়াদ কত?
ক) ১ বছর ৬ মাস খ) ৩ বছর ৬ মাস গ) ৫ বছর ঘ) নির্দিষ্ট মেয়াদ নাই
২। তামাদি আইনের ১২ নং ধারা অনুযায়ী আপীলের ক্ষেত্রে তামাদির মেয়াদ গণনায় নি¤েœাক্ত কোন দিনগুলো বাদ দিতে হবে? ক) যে দিন হতে উক্ত মেয়াদ গণনা শুরু হবে খ) যে রায় সম্পর্কে অভিযোগ করা হবে তার ঘোষনার দিন গ) যে ডিক্রি, আদেশ বা দন্ডাদেশের বিরুদ্ধে আপীল করা হবে তার নকল পেতে যে সময় লাগে ঘ) উপরের সবগুলো
৩। মামলা করার অধিকার জন্মাবার পূর্বেই কোন ব্যক্তি মৃত্যুবরণ করলে উক্ত মামলার তামাদির মেয়াদ-
ক) উক্ত ব্যক্তির কোন আইনগত প্রতিনিধি থাকলেই শুরু হবে খ) উক্ত ব্যক্তির আইনগত প্রতিনিধি যখন মামলা করতে সক্ষম তবে তখন থেকে শুরু হবে গ) উক্ত ব্যক্তির মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যাবে ঘ) অনির্দিষ্টকাল হবে
৪। তামাদি আইনের কত ধারায় তামাদির মেয়াদ গণনায় প্রতারণার ফলাফল আলোচনা করা হয়েছে। ক) ১৪ খ) ১৬  গ) ১৮  ঘ) ১৯
৫। আলো বা বাতাসের প্রবেশ ও ব্যবহার সুখাধিকার হিসেবে বিবেচিত হওয়ার জন্য শান্তি পূর্ণভাবে এবং অব্যাহতভাবে কত সময় পর্যন্ত ভোগ করতে হবে? ক) ১২ বছর খ) ২০ বছর গ) ২৫ বছর ঘ) ৩০ বছর
৬। সরকারী সম্পত্তি সুখাধিকার অর্জনের জন্য কত সময়ে অব্যাহত ও শান্তিপূর্ন ভোগ করা প্রয়োজন? ক) ৩০ বছর খ) ৬০ বছর গ) ৭০ বছর ঘ) ৮০ বছর
৭। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯নং ধারার অধীনে স্থাবর সম্পত্তির দখর পুনরুদ্ধারের মামলায় তামাদির মেয়াদ কত? ক)  ৬ মাস খ) ১ বছর গ) ৯ মাস ঘ) ১২ বছর
৮। অগ্রক্রয়ের মামলায় তামাদির ১ বছর সময় কখন থেকে গণনা করা হবে? ক) সংশ্লিষ্ট সমূদয় সম্পত্তিতে যখন খরিদ্দার প্রত্যক্ষ দখল গ্রহণ করে খ) প্রত্যক্ষ দখল সম্ভব না হলে যখন সংশ্লিষ্ট সম্পত্তি রেজিষ্টিৃকৃত হয় গ) বাদী যখন সংশ্লিষ্ট সম্পত্তির বিক্রয় সম্পর্কে অবগত হয় ঘ) ক ও খ
৯। বে-আইনীভাবে কারাদন্ড ভোগের ফলে ক্ষতিপূরণ আদায়ের মামলায় তামাদির মেয়াদ কত? ক) কারাদন্ড ভোগের দিন থেকে ১ বছর খ) কারাদন্ড ভোগের দিন থেকে ২ বছর গ) কারাদন্ড ভোগের সমাপ্তির দিন থেকে ১ বছর ঘ) কারাদন্ড ভোগের সমাপ্তির দিন থেকে ২ বছর
১০। মানহানির মামলায় তামাদির মেয়াদ কখন শুরু হবে? ক) যে দিন বিবাদী মানহানির কাজ করবে খ) যে দিন বিবাদীর মানহানিকর কাজটি বাদী জানতে পারবে গ) যে দিন বিবাদীর মানহানিকর কাজের মাধ্যমে বাদী ক্ষতি হবে ঘ) যে দিন বিবাদী মানহানিকর বিষয় প্রকাশিত হবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়

১। দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়  ক) বিবাদী বাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা,খ) বাদী বিবাদী দত্তক পুত্র মর্মে ঘোষণাগ) বাদী-বিবাদী পালকপুত্র ম...