১। ক এর মৃত্যু ঘটাইবার জন্য বা অভিপ্রায়ে লাঠিদ্বারা আঘাত করিয়া তাহাকে হত্যার জন্য “খ” অভিযুক্ত হইল। এক্ষেত্রে নিম্নের কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যাইবে না।
ক) “খ” “ক” কে লাঠিদ্বারা আঘাত করিয়াছে কিনা?
খ) “খ” এর আঘাতে “ক” এর মৃত ঘটিয়াছে কিনা?
গ) “খ” এর অভিপ্রায়ে “ক” এর মৃত্যু ঘটানো হইয়া ছিল কিনা?
ঘ) “খ” এর বন্ধু “গ”কোন প্রচারনা দিয়ে ছিল কি?
২। প্রমানের দায়িত্ব কার?
ক) আসামীর খ) বাদীর গ) বিবাদীর ঘ) সপক্ষে রায় প্রার্থনাকারী পক্ষে
৩। মৌখিক সাক্ষ্য দ্বারা নিম্নে কোন বিষয় প্রমান করা যাইবে না?
ক) স্থাবর সম্পত্তির বিষয়ে ঘটনা।
খ) অর্থ লেনদেনের ঘটনা।
গ) স্থাবর সম্পত্তি হইতে বেদখলের ঘটনা ।
ঘ) ছিনতাই এর ঘটনা ।
৪। কোনটি সরকারী দলিল নহে?
ক) সংসদের কার্যবিবরনী।
খ) ট্রাইব্যুনালের কার্যবিবরনী।
গ) দাখিল কৃত আরজি বা জবাব।
ঘ) সুপ্রীম কোট বার সমিতির কার্যবিবরনী।
৫।প্রমানের ভার-
ক) বাদীর উপর।
খ) বিবাদীর উপর।
গ) তাহার উপর যিনি রায় কামনা করেন।
ঘ) মামলার কোন পক্ষ সাক্ষ্য না দিলে যে পক্ষ ঠকিবে সেই পক্ষের উপর।
৬। একটি মোকদ্দমায় বাদী “ক” তাহার সাক্ষী হিসাবে “চ” এর নাম উল্লেখ করে কিন্তু সাক্ষী দেওয়ার জন্য তাকে উপস্থাপন করে নাই। এই ক্ষেত্রে আদালত অনুমান করিতে পারেন-
ক) “চ” এর স্বাক্ষ্য “ক” এর পক্ষে হইত।
খ) “চ” এর সাক্ষ্য “ক” এর বিপক্ষে হইত।
গ) “চ” এর সাক্ষ্য “ক” এর জন্য অনাবশ্যক।
ঘ) “চ” ঘটনা বিষয়ে অবহিত নহে বিধায় সাক্ষ্য প্রদানে অক্ষম।
৭। কোন স্থাবর সম্পত্তির দখলদারীর অনুমতিক্রমে উহাতে প্রবেশকারী ব্যক্তি তাহার দাতার নিম্নের কোন বিষয়ে অস্বীকার করিতে পারে না?
ক) মালিকানা স্বত্ব।
খ) দখলীয় স্বত্ব।
গ) প্রজাস্বত্ব।
ঘ) সবগুলি।
৮। মালিকের অনুমতি নিয়ে “ক” একটি বাড়ীতে অবস্থান কালে বাড়ীর মালিকানা দাবী করে এক্ষেত্রে আইনগত বাধাকে কি বলে?
ক) Res-Judicata খ) Estoppel গ) Weiver ঘ) Res-Sub-juddice
৯। নিজ স্বাক্ষীকে জেরা করিতে হইলে প্রথমে কি করিতে হইবে?
ক) আদালতের অনুমতি লইতে হইবে
খ বৈরী ঘোষনা করিতে হইবে
গ) মিথ্যুক বা মিথ্যা স্বাক্ষী দিতেছে বলিয়াপ্রমান করিতে হইবে।
ঘ) উপরের সবগুলো
১০। আদালত কোন কোন ক্ষেত্রে কোন স্বাক্ষীকে নিজে প্রশ্ন করিতে পারেন ।
ক) কোন প্রাসঙ্গিক ঘটনা উদ্ধার করার জন্য ।
খ) কোন প্রাসঙ্গিক ঘটনার উপয্ক্তু প্রমান সংগ্রহের জন্য।
গ) ক ও খ উভয়
ঘ) কোনটাই নয়।
১১। ৩০ বছরের পুরাতন দলিল সর্ম্পকে আদালত অনুমান করিতে পারেন-
ক) দলিলের স্বাক্ষর ও হস্তাক্ষর সেই ব্যক্তির যিনি দলিলটি সম্পাদন করিয়াছেন।
খ) দলিলটি সেই ব্যাক্তির দ্বারা সম্পাদিত যিনি সম্পাদন করিয়াছেন বলিয়া মনে হয়।
গ) দলিলে বর্নিত সকল বিষয় সত্য
ঘ) “ক” ও “খ” উভয়ই
১২। “খ” কে প্রহার করিয়া হত্যার জন্য “ক” অভিযুক্ত হইয়াছে। এই ক্ষেত্রে নিম্নের কোন বিষয়টি প্রাসঙ্গিক তাহা হইল-
ক) ঘটনার স্থল পুলিশ পরিদর্শন করিয়াছে
খ) ঘটনার পর স্থানীয় জনগন সেখানে গিয়াছিল
গ) ঘটনার সময় কয়েকব্যক্তি পার্শ্বে দন্ডায়মান ছিল
ঘ) ঘটনার পূর্ব মূহুতে ঘটনাস্থলের পার্শ্বের রাস্তা দিয়া একটি বাস অতিক্রম করিয়াছিল বলে।
১৩। দলিলের ভাষা দৃশ্যও অনিদিষ্ট বা ক্রটি পূর্ন হইলে উহার অর্থ বুঝাইবার জন্য বা ক্রটি মোচনের জন্য-
ক) কমপক্ষে ৩ জন স্বাক্ষী উপস্থাপন করিতে হইবে।
খ) কমপক্ষে ২ জন স্বাক্ষী উপস্থাপন করিতে হইবে।
গ) কমপক্ষে ১ জন স্বাক্ষী উপস্থাপন করিতে হইবে।
ঘ) কোন পক্ষরা সাক্ষ্য দেওয়া যাইবেনা।
১৪। কোন দলিল “ক” কর্তৃক লিখিত ও স্বাক্ষ্যরিত বলিয়া দাবী করা হয়। দলিলটি প্রমান করিতে হইলে-
ক) সেই মূল দলিল দাখিল করাই যতেষ্ট হইবে।
খ) দলিলের হস্তলিপি ও স্বাক্ষর “ক” এর তাহা প্রমান করিতে হইবে।
গ) “ক” কে সয়ং আদালতে হাজির হইতে হইবে।
ঘ) দলিলের বিষয় বস্তুর সত্যতা প্রমান করিতে হইবে।
১৫। “ক” ও “খ” দুইজন স্বামী ও স্ত্রী। স্বামী “ক” একটি সন্ত্রাসী গ্র“পের সদস্য “ক” সম্পর্কে তাহার স্ত্রী “খ” কে নিম্নের কোন প্রশ্নের উত্তরে দিতে বাধ্য করা যাইবে না।
ক) “ক” কোন সন্ত্রাসী কর্মকান্ডের কথা “খ” কে জানাইয়া থাকিলে তাহা প্রকাশ করিবে
খ) “ক” এর কিকি ব্যবসা
গ) “ক” এর কয়টি বাড়ী আছে ।
ঘ) “ক” এর সহিত তাহার বিবাহের ডকুমেন্ট আছে কিনা?
১৬। প্রমানের দায় কয় প্রকার?
ক) ২ প্রকার । খ) ৩ প্রকার। গ) ৪ প্রকার। ঘ) ৫ প্রকার।
১৭। কোনটি চুক্তি মূলে সৃষ্টি করা যায়?
ক) এস্টোপল। খ) ওয়েভার, গ) রেসজুডিকেটা। ঘ) সবগুলি।
১৮। প্রমানের দায় কোনটি?
ক) লিখিত ও মৌখিক দায়। খ) আইনগত ও ঘটনাগত দায়। গ) আরজী জবাব দাখিলের মাধ্যমে দায়। ঘ) উপরোক্ত সবগুলো।
১৯। জবান বন্দী বা পূনঃ জবানবন্দী কালে কোন ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়?
ক) বিরুদ্ধে পক্ষে আপত্তি না করিলে। খ) আদালত অনুমতিদিলে। গ) প্রশ্নের বিষয় ভূমিকামূলক বা বিরোধহীন হইলে। ঘ) সবগুলো।
২০। ঘটনা সম্পর্কে পরবর্তী সমর্থনের জন্য পূববর্তী সাক্ষ্য প্রমান করা যাইতে পারে ইহা কোন ধারার বিষয়?
ক) ১৫৭ ধারা। খ) ১৬২ ধারা। গ) ১৫৫ ধারা। ঘ) ১৬০ ধারা।
২১। বিভাগীয় তদন্তে সাক্ষীরা জবানবন্দী কোন ধরনের দলিল?
ক) সরকারী। খ) পাবলিক। গ) প্রাইভেট। ঘ) ক ও খ উভয়ই।
২২। স্বীকারোক্তি কোন ধরনের দলিল?
ক) সরকারী। খ) বেসরকারী। গ) ব্যক্তিগত। ঘ) কোন টাই নই।
২৩। কোম্পানির মেমোরেন্ডাম অব এসোসিয়েশন কোন ধরনের দলিল ?
ক) সরকারী । খ) বেসরকারী। গ) ব্যক্তিগত। ঘ) কোনটাইনয়।
২৪। কোনটি সরকারী দলিল নয়?
ক) দলিল নামা। খ) চার্জশীট। গ) ফাইনাল রিপোর্ট। ঘ) জন্ম সনদ।
২৫। “ক” মক্কেল এ্যাডভোকেট “খ” কে বললো আমি একটি জাল দলিল প্রনয়ন করে একটি জমি দখল করিতে চাই আপনি আমার পক্ষে মোকদ্দমা দায়ের করবেন। এ্যাডভোকেট “খ” উক্ত তথ্য-
ক) প্রকাশ করতে পারবে
খ) প্রকাশ করতে পারবেন না
গ) আদালতে প্রকাশ করিতে পারবেন না
ঘ) কোন টাই নয়
ক) “খ” “ক” কে লাঠিদ্বারা আঘাত করিয়াছে কিনা?
খ) “খ” এর আঘাতে “ক” এর মৃত ঘটিয়াছে কিনা?
গ) “খ” এর অভিপ্রায়ে “ক” এর মৃত্যু ঘটানো হইয়া ছিল কিনা?
ঘ) “খ” এর বন্ধু “গ”কোন প্রচারনা দিয়ে ছিল কি?
২। প্রমানের দায়িত্ব কার?
ক) আসামীর খ) বাদীর গ) বিবাদীর ঘ) সপক্ষে রায় প্রার্থনাকারী পক্ষে
৩। মৌখিক সাক্ষ্য দ্বারা নিম্নে কোন বিষয় প্রমান করা যাইবে না?
ক) স্থাবর সম্পত্তির বিষয়ে ঘটনা।
খ) অর্থ লেনদেনের ঘটনা।
গ) স্থাবর সম্পত্তি হইতে বেদখলের ঘটনা ।
ঘ) ছিনতাই এর ঘটনা ।
৪। কোনটি সরকারী দলিল নহে?
ক) সংসদের কার্যবিবরনী।
খ) ট্রাইব্যুনালের কার্যবিবরনী।
গ) দাখিল কৃত আরজি বা জবাব।
ঘ) সুপ্রীম কোট বার সমিতির কার্যবিবরনী।
৫।প্রমানের ভার-
ক) বাদীর উপর।
খ) বিবাদীর উপর।
গ) তাহার উপর যিনি রায় কামনা করেন।
ঘ) মামলার কোন পক্ষ সাক্ষ্য না দিলে যে পক্ষ ঠকিবে সেই পক্ষের উপর।
৬। একটি মোকদ্দমায় বাদী “ক” তাহার সাক্ষী হিসাবে “চ” এর নাম উল্লেখ করে কিন্তু সাক্ষী দেওয়ার জন্য তাকে উপস্থাপন করে নাই। এই ক্ষেত্রে আদালত অনুমান করিতে পারেন-
ক) “চ” এর স্বাক্ষ্য “ক” এর পক্ষে হইত।
খ) “চ” এর সাক্ষ্য “ক” এর বিপক্ষে হইত।
গ) “চ” এর সাক্ষ্য “ক” এর জন্য অনাবশ্যক।
ঘ) “চ” ঘটনা বিষয়ে অবহিত নহে বিধায় সাক্ষ্য প্রদানে অক্ষম।
৭। কোন স্থাবর সম্পত্তির দখলদারীর অনুমতিক্রমে উহাতে প্রবেশকারী ব্যক্তি তাহার দাতার নিম্নের কোন বিষয়ে অস্বীকার করিতে পারে না?
ক) মালিকানা স্বত্ব।
খ) দখলীয় স্বত্ব।
গ) প্রজাস্বত্ব।
ঘ) সবগুলি।
৮। মালিকের অনুমতি নিয়ে “ক” একটি বাড়ীতে অবস্থান কালে বাড়ীর মালিকানা দাবী করে এক্ষেত্রে আইনগত বাধাকে কি বলে?
ক) Res-Judicata খ) Estoppel গ) Weiver ঘ) Res-Sub-juddice
৯। নিজ স্বাক্ষীকে জেরা করিতে হইলে প্রথমে কি করিতে হইবে?
ক) আদালতের অনুমতি লইতে হইবে
খ বৈরী ঘোষনা করিতে হইবে
গ) মিথ্যুক বা মিথ্যা স্বাক্ষী দিতেছে বলিয়াপ্রমান করিতে হইবে।
ঘ) উপরের সবগুলো
১০। আদালত কোন কোন ক্ষেত্রে কোন স্বাক্ষীকে নিজে প্রশ্ন করিতে পারেন ।
ক) কোন প্রাসঙ্গিক ঘটনা উদ্ধার করার জন্য ।
খ) কোন প্রাসঙ্গিক ঘটনার উপয্ক্তু প্রমান সংগ্রহের জন্য।
গ) ক ও খ উভয়
ঘ) কোনটাই নয়।
১১। ৩০ বছরের পুরাতন দলিল সর্ম্পকে আদালত অনুমান করিতে পারেন-
ক) দলিলের স্বাক্ষর ও হস্তাক্ষর সেই ব্যক্তির যিনি দলিলটি সম্পাদন করিয়াছেন।
খ) দলিলটি সেই ব্যাক্তির দ্বারা সম্পাদিত যিনি সম্পাদন করিয়াছেন বলিয়া মনে হয়।
গ) দলিলে বর্নিত সকল বিষয় সত্য
ঘ) “ক” ও “খ” উভয়ই
১২। “খ” কে প্রহার করিয়া হত্যার জন্য “ক” অভিযুক্ত হইয়াছে। এই ক্ষেত্রে নিম্নের কোন বিষয়টি প্রাসঙ্গিক তাহা হইল-
ক) ঘটনার স্থল পুলিশ পরিদর্শন করিয়াছে
খ) ঘটনার পর স্থানীয় জনগন সেখানে গিয়াছিল
গ) ঘটনার সময় কয়েকব্যক্তি পার্শ্বে দন্ডায়মান ছিল
ঘ) ঘটনার পূর্ব মূহুতে ঘটনাস্থলের পার্শ্বের রাস্তা দিয়া একটি বাস অতিক্রম করিয়াছিল বলে।
১৩। দলিলের ভাষা দৃশ্যও অনিদিষ্ট বা ক্রটি পূর্ন হইলে উহার অর্থ বুঝাইবার জন্য বা ক্রটি মোচনের জন্য-
ক) কমপক্ষে ৩ জন স্বাক্ষী উপস্থাপন করিতে হইবে।
খ) কমপক্ষে ২ জন স্বাক্ষী উপস্থাপন করিতে হইবে।
গ) কমপক্ষে ১ জন স্বাক্ষী উপস্থাপন করিতে হইবে।
ঘ) কোন পক্ষরা সাক্ষ্য দেওয়া যাইবেনা।
১৪। কোন দলিল “ক” কর্তৃক লিখিত ও স্বাক্ষ্যরিত বলিয়া দাবী করা হয়। দলিলটি প্রমান করিতে হইলে-
ক) সেই মূল দলিল দাখিল করাই যতেষ্ট হইবে।
খ) দলিলের হস্তলিপি ও স্বাক্ষর “ক” এর তাহা প্রমান করিতে হইবে।
গ) “ক” কে সয়ং আদালতে হাজির হইতে হইবে।
ঘ) দলিলের বিষয় বস্তুর সত্যতা প্রমান করিতে হইবে।
১৫। “ক” ও “খ” দুইজন স্বামী ও স্ত্রী। স্বামী “ক” একটি সন্ত্রাসী গ্র“পের সদস্য “ক” সম্পর্কে তাহার স্ত্রী “খ” কে নিম্নের কোন প্রশ্নের উত্তরে দিতে বাধ্য করা যাইবে না।
ক) “ক” কোন সন্ত্রাসী কর্মকান্ডের কথা “খ” কে জানাইয়া থাকিলে তাহা প্রকাশ করিবে
খ) “ক” এর কিকি ব্যবসা
গ) “ক” এর কয়টি বাড়ী আছে ।
ঘ) “ক” এর সহিত তাহার বিবাহের ডকুমেন্ট আছে কিনা?
১৬। প্রমানের দায় কয় প্রকার?
ক) ২ প্রকার । খ) ৩ প্রকার। গ) ৪ প্রকার। ঘ) ৫ প্রকার।
১৭। কোনটি চুক্তি মূলে সৃষ্টি করা যায়?
ক) এস্টোপল। খ) ওয়েভার, গ) রেসজুডিকেটা। ঘ) সবগুলি।
১৮। প্রমানের দায় কোনটি?
ক) লিখিত ও মৌখিক দায়। খ) আইনগত ও ঘটনাগত দায়। গ) আরজী জবাব দাখিলের মাধ্যমে দায়। ঘ) উপরোক্ত সবগুলো।
১৯। জবান বন্দী বা পূনঃ জবানবন্দী কালে কোন ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়?
ক) বিরুদ্ধে পক্ষে আপত্তি না করিলে। খ) আদালত অনুমতিদিলে। গ) প্রশ্নের বিষয় ভূমিকামূলক বা বিরোধহীন হইলে। ঘ) সবগুলো।
২০। ঘটনা সম্পর্কে পরবর্তী সমর্থনের জন্য পূববর্তী সাক্ষ্য প্রমান করা যাইতে পারে ইহা কোন ধারার বিষয়?
ক) ১৫৭ ধারা। খ) ১৬২ ধারা। গ) ১৫৫ ধারা। ঘ) ১৬০ ধারা।
২১। বিভাগীয় তদন্তে সাক্ষীরা জবানবন্দী কোন ধরনের দলিল?
ক) সরকারী। খ) পাবলিক। গ) প্রাইভেট। ঘ) ক ও খ উভয়ই।
২২। স্বীকারোক্তি কোন ধরনের দলিল?
ক) সরকারী। খ) বেসরকারী। গ) ব্যক্তিগত। ঘ) কোন টাই নই।
২৩। কোম্পানির মেমোরেন্ডাম অব এসোসিয়েশন কোন ধরনের দলিল ?
ক) সরকারী । খ) বেসরকারী। গ) ব্যক্তিগত। ঘ) কোনটাইনয়।
২৪। কোনটি সরকারী দলিল নয়?
ক) দলিল নামা। খ) চার্জশীট। গ) ফাইনাল রিপোর্ট। ঘ) জন্ম সনদ।
২৫। “ক” মক্কেল এ্যাডভোকেট “খ” কে বললো আমি একটি জাল দলিল প্রনয়ন করে একটি জমি দখল করিতে চাই আপনি আমার পক্ষে মোকদ্দমা দায়ের করবেন। এ্যাডভোকেট “খ” উক্ত তথ্য-
ক) প্রকাশ করতে পারবে
খ) প্রকাশ করতে পারবেন না
গ) আদালতে প্রকাশ করিতে পারবেন না
ঘ) কোন টাই নয়