মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭

সুনির্দিষ্ট প্রতিকার আইন কত সালের কত নং আইন


১। সুনির্দিষ্ট প্রতিকার আইন কত সালের কত নং আইন? ক) ১৮৭৭ সালের ১নং খ) ১৯৭৭ সালের ১১ নং গ) ১৯৮৭ সালের ৯ নং ঘ) ১৯৮৭ সালের ১১ নং
২। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় প্রতিকার দেওয়ার পদ্ধতি বিষয়ে বলা আছে? ক) ৩ ধারায় খ) ৫ ধারায় গ) ৭ ধারায় ঘ) ১০ ধারায়
৩। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুসারে জমির দখল পূনরুদ্ধারের জন্য কোন বিষয়গুলি প্রমাণ করতে হবে? ক)স্বত্ব ও দখল খ) সীমানা গ) স্বত্ব ঘ) দখল ও বেদল
৪। ৯ ধারায় দখল পুনরুদ্ধারের মোকদ্দমা কত দিনের মধে দায়ের করতে হয়? ক) ৩ মাস খ) ৬ মাস গ) ১ বছর ঘ) ২ বছর
৫। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুসারে জমির দখল পুনরুদ্ধারের মামলা করা যায়না কর বিরুদ্ধে? ক) সরকার খ) ক্ষমতাবান ব্যক্তি গ) ক ও খ ঘ) বেদলকারী ব্যক্তি
৬। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার মামলা করতে পারেন কে?
ক) দখলচ্যুত ব্যক্তি খ) দখলচ্যুত ব্যক্তি নিজে বা তার মাধ্যমে দাবীদার কোন ব্যক্তি গ) দাবীদার কোন ব্যক্তি ঘ) প্রভাবশালী ব্যক্তি
৭। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার দখল পুনরুদ্ধারের মামলা ইনকোয়ারী পরিসর কেমন? ক) খুবই সীমিত খ) বিস্তৃত গ) ব্যপক ঘ) কোনটিই নয়
৮। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার দখল পুনরুদ্ধারের মামলা করতে হয় কিসের মাধ্যমে? ক) আরজি খ) দরখাস্ত গ) মৌখিকভাবে ঘ) কোনটিই নয়
৯। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার মামলায় কোর্ট ফি কত? ক) এডভ্যালেরেম কোর্ট ফি এর অর্ধেক খ) এডভ্যালেরেম কোর্ট ফি সমান গ) ফিক্সড ঘ) ২০০ টাকা
১০। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ দারার মামলা কোন আদালতে দায়ের করতে হয়? ক) দেওয়ানী আদালত খ) ফৌজদারী আদালত গ) ম্যাজিষ্ট্রেট আদালত ঘ) কোনটিই নয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়

১। দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়  ক) বিবাদী বাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা,খ) বাদী বিবাদী দত্তক পুত্র মর্মে ঘোষণাগ) বাদী-বিবাদী পালকপুত্র ম...