১। সাক্ষী পুলিশের কাছে বলিয়া বিচারে ম্যাজিষ্ট্রেটের নিকট না বলিলে বাদী পক্ষে কি করিবেন?
ক) জবানবন্দী গ্রহণ করিতে হইবে খ) বৈরী ঘোষণার আবেদন করিতে হইবে গ) ক ও খ ঘ) উপরের কোনটিই না
২। একপক্ষের দাবীকৃত ঘটনা প্রামাণের দরকার হইবে না যদি তাহা হয়-
ক) অপর পক্ষ কর্তৃক স্বীকৃত খ) ঐতিহাসিক সত্য গ) প্রকৃতিক নিয়মসিদ্ধ ঘ) সাক্ষ্য দ্বারা প্রমাণিত
৩। কোন সাক্ষীকে জেরা করার উদ্দেশ্য হইতেছে -
ক) তাহার ব্যক্তিত্বের ধরণ পরীক্ষা খ) ভিন্ন দাবী প্রতিষ্ঠা করা গ) তর্কিত বিষয়ে সত্য উদঘাটন ঘ) তাহার মর্যাদা পরীক্ষা
৪। অপকর্মে সহযোগী অভিযুক্তের বিরুদ্ধে একজন যোগ্য সাক্ষী হইবে - ইহা সাক্ষ্য আইনের কোন ধারার বলা আছে? ক) ১৩৩ ধারায় খ) ১৩৫ ধারায় গ) ১৩৫ ধারায় গ) ক ও খ ঘ) উপরের কোনটিই না
৫। মালিকের অনুমতি নিয়ে ‘ক’ একটি বাড়িতে অবস্থানকালে বাড়ির মালিকানা দাবী করে। এইক্ষেত্রে আইনগত বাধাকে কি বলে?
ক) স্বীকৃতি খ) স্ব-কার্যজনিত বাধা গ) দাবী ত্যাগ ঘ) মৌন সম্মতি
৬। মক্কেল কর্তৃক তাহার উকিলের নিকট কোন সম্পত্তি বিক্রয়ের চুক্তি প্রশ্নবিদ্ধ হইলে, চুক্তির সত্যতা ও সরল বিশ্বস্ততা প্রমাণের দায়িত্ব কাহার উপর? ক) মক্কেলের ওপর খ) উকিলের ওপর গ) ক ও খ ঘ) উপরের কোনটিই না
৭। ফৌজদারী মামলার আত্মরক্ষামূলক পরিস্থিতির দাবী উঠিলে তাহা প্রমাণের দায়িত্ব কাহার?
ক) অভিযোগকারী খ) রাস্ট্রের গ) উক্ত দাবী উত্থাপনকারীর ঘ) ক্ষতিগ্রস্ত ব্যক্তির
৮। ‘ক’ -কে হত্যার দায়ে ‘খ’ অভিযুক্ত। ‘খ’ দাবী করে করে যে, গুরুতর ও আকস্মিক উস্কানির জন্য আত্মনিয়ন্ত্রণ হারাইয়া সে এই কাজ করিয়াছে- উক্ত অবস্থা প্রমাণের দায়িত্ব ভার কাহার উপর ন্যাস্ত?
ক) ক- এর উপর খ) খ- এর উপর গ) ক ও খ ঘ) উপরের কোনটিই না
৯। সাক্ষ্য আইন অনুসারে ৩০ বছরের পুরানো একটি দলিলের সম্পদের ও বিষয়বস্তুকে আদালত সঠিক মনে করবে, যদি দলিলটি - ক) রেজিষ্ট্রিকৃত হয় খ) সঠিক ব্যক্তির দখল হইতে আসে গ) গণ স্বার্থসংশ্লিষ্ট হয় ঘ) স্ট্যাম্পযুক্ত হয়
১০। কোন সাক্ষ্যসাধারণত: গ্রহণযোগ্য নয়?
ক) দেখার ভিত্তিতে প্রদত্ত সাক্ষ্য খ) অন্যের নিকট শোনার ভিত্তিক সাক্ষ্য গ) অবস্থাগত সাক্ষ্য ঘ) গৌণ সাক্ষ্য
১১। বিকল্প সাক্ষ্যকত ধারায়? ক) ৬৪ ধারায় খ) ৬৫ ধারায় গ) ক ও খ ঘ) উপরের কোনটিই না
১২। জনশ্রুত সাক্ষ্য কত ধারায়? ক) ৩২ ধারায় খ) ৩৩ ধারায় গ) ক ও খ ঘ) উপরের কোনটিই না
১৩। নি¤েœর কোনটি Admissiion হিসেবে গ্রহণ হইতে পারে?
ক) Estoppel খ) Conclusive proof গ) ক ও খ ঘ)উপরের কোনটিই না
১৪। কোন ধরনের আপরাদ স্বীকার অপ্রাসঙ্গিক ও অগ্রহণযোগ্য?
ক) পুলিশের নিকট করা খ) তৃতীয় ব্যক্তিনিকট করা গ) ক ও খ ঘ) উপরের কোনটিই না।
১৫। দোষ স্বীকারোক্তি কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য?
ক) দেওয়ানী মামলায় খ) ফৌজদারী মামলার গ) ক ও খ ঘ) উপরের কোনটিই না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন