মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭

সাক্ষী পুলিশের কাছে বলিয়া বিচারে ম্যাজিষ্ট্রেটের নিকট না বলিলে বাদী পক্ষে কি করিবেন

১।  সাক্ষী পুলিশের কাছে বলিয়া বিচারে ম্যাজিষ্ট্রেটের নিকট না বলিলে  বাদী পক্ষে কি করিবেন?
ক) জবানবন্দী গ্রহণ করিতে হইবে  খ) বৈরী ঘোষণার আবেদন করিতে হইবে  গ) ক ও খ  ঘ) উপরের কোনটিই না
২। একপক্ষের দাবীকৃত ঘটনা প্রামাণের দরকার হইবে না যদি তাহা হয়-
ক) অপর পক্ষ কর্তৃক স্বীকৃত  খ) ঐতিহাসিক সত্য  গ) প্রকৃতিক নিয়মসিদ্ধ  ঘ) সাক্ষ্য দ্বারা প্রমাণিত
৩। কোন সাক্ষীকে জেরা করার উদ্দেশ্য হইতেছে -
ক) তাহার ব্যক্তিত্বের ধরণ পরীক্ষা  খ) ভিন্ন দাবী প্রতিষ্ঠা করা  গ) তর্কিত বিষয়ে সত্য উদঘাটন  ঘ) তাহার মর্যাদা পরীক্ষা
৪। অপকর্মে সহযোগী অভিযুক্তের বিরুদ্ধে একজন যোগ্য সাক্ষী হইবে - ইহা সাক্ষ্য আইনের কোন ধারার বলা আছে? ক) ১৩৩ ধারায়  খ) ১৩৫ ধারায়  গ) ১৩৫ ধারায়  গ) ক ও খ  ঘ) উপরের কোনটিই না
৫। মালিকের অনুমতি নিয়ে ‘ক’ একটি বাড়িতে অবস্থানকালে বাড়ির মালিকানা দাবী করে। এইক্ষেত্রে আইনগত বাধাকে কি বলে?
ক) স্বীকৃতি খ) স্ব-কার্যজনিত বাধা   গ) দাবী ত্যাগ  ঘ) মৌন সম্মতি  
৬। মক্কেল কর্তৃক তাহার উকিলের নিকট কোন সম্পত্তি বিক্রয়ের চুক্তি প্রশ্নবিদ্ধ হইলে, চুক্তির সত্যতা ও সরল বিশ্বস্ততা প্রমাণের দায়িত্ব কাহার উপর?  ক) মক্কেলের ওপর  খ) উকিলের ওপর  গ) ক ও খ  ঘ) উপরের কোনটিই না
৭। ফৌজদারী মামলার আত্মরক্ষামূলক পরিস্থিতির দাবী উঠিলে তাহা প্রমাণের দায়িত্ব কাহার?
ক) অভিযোগকারী  খ) রাস্ট্রের  গ) উক্ত দাবী উত্থাপনকারীর  ঘ) ক্ষতিগ্রস্ত ব্যক্তির
৮। ‘ক’ -কে হত্যার দায়ে ‘খ’ অভিযুক্ত। ‘খ’ দাবী করে করে যে, গুরুতর ও আকস্মিক উস্কানির জন্য আত্মনিয়ন্ত্রণ হারাইয়া সে এই কাজ করিয়াছে- উক্ত অবস্থা প্রমাণের দায়িত্ব ভার কাহার উপর ন্যাস্ত? 
ক) ক- এর উপর  খ) খ- এর উপর  গ) ক ও খ  ঘ) উপরের কোনটিই না
৯। সাক্ষ্য আইন অনুসারে ৩০ বছরের পুরানো একটি দলিলের সম্পদের ও বিষয়বস্তুকে আদালত সঠিক মনে করবে, যদি দলিলটি - ক) রেজিষ্ট্রিকৃত হয়  খ) সঠিক ব্যক্তির দখল হইতে আসে  গ) গণ স্বার্থসংশ্লিষ্ট হয়  ঘ) স্ট্যাম্পযুক্ত হয়
১০। কোন সাক্ষ্যসাধারণত: গ্রহণযোগ্য নয়? 
ক) দেখার ভিত্তিতে প্রদত্ত সাক্ষ্য  খ) অন্যের নিকট শোনার ভিত্তিক সাক্ষ্য  গ) অবস্থাগত সাক্ষ্য  ঘ) গৌণ সাক্ষ্য 
১১। বিকল্প সাক্ষ্যকত ধারায়? ক) ৬৪ ধারায়  খ) ৬৫ ধারায় গ) ক ও খ  ঘ) উপরের কোনটিই না
১২। জনশ্রুত সাক্ষ্য  কত ধারায়? ক) ৩২ ধারায় খ) ৩৩ ধারায়  গ) ক ও খ  ঘ) উপরের কোনটিই না
১৩। নি¤েœর কোনটি Admissiion হিসেবে গ্রহণ হইতে পারে?
 ক) Estoppel  খ)  Conclusive proof গ) ক ও খ ঘ)উপরের কোনটিই না
১৪। কোন ধরনের আপরাদ স্বীকার অপ্রাসঙ্গিক ও অগ্রহণযোগ্য?
ক) পুলিশের নিকট করা খ) তৃতীয় ব্যক্তিনিকট করা  গ) ক ও খ  ঘ) উপরের কোনটিই না।
১৫। দোষ স্বীকারোক্তি কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য? 


ক) দেওয়ানী মামলায় খ) ফৌজদারী মামলার গ) ক ও খ ঘ) উপরের কোনটিই না  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়

১। দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়  ক) বিবাদী বাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা,খ) বাদী বিবাদী দত্তক পুত্র মর্মে ঘোষণাগ) বাদী-বিবাদী পালকপুত্র ম...