মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭

বিচারক ম্যাজিস্ট্রেটের ধরণ কয়টি

১। বিচারক ম্যাজিস্ট্রেটের ধরণ কয়টি?
ক) ৪ টি খ) ৫ টি গ) ৬ টি ঘ) “ক” বা “খ” যেকোন একটি।
২। ফৌজদারী অভিযোগের ক্ষেত্রে কোন পদ্ধতিটি অনুসরণ করতে হয়?
ক) ৩ দন্ড অনুসন্ধান ও বিচার, খ) এজাহার বা নালিশ, গ) অভিযোগ দায়ের বা নারাজী, ঘ) আপীল বা রিভিশান
৩। চার্জের আইনগত বিধান কি?
ক) কার্যবিধিতে ৪ (১) (গ) ধারায় চার্জের সংখ্যা দেওয়া হয়েছে, খ) আদালত প্রদত্ত ব্যাখ্যা দ্বারা চার্জের অর্থ সম্পর্কে অনুমান করা, গ) কার্য বিধিতে চার্জের কোন সংজ্ঞা দেওয়া হয় নাই।, ঘ) খ অথবা গ উভয়ই।
৪। ফৌজদারী আদালত কয় প্রকার?
ক) ২ প্রকার,
খ) সুপ্রীম কোর্ট ব্যতীত ফৌজদারী কার্যবিধি বহিঃভূত অন্য কোন আইন দ্বারা গঠিত আদালত ব্যতীত ২ প্রকার
গ) সুপ্রীম কোর্ট ব্যতীত ফৌজদারী আদালত ২ প্রকার, ঘ) সুপ্রীম কোর্ট ব্যতীত এই বিধি বহিঃভূত ২ প্রকার।
৫। ফৌজদারী আদালত হলঃ-
ক) দাস আদালত ও ম্যাজিস্ট্রেট আদালত, খ) ম্যাজিস্ট্রেট আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত বিশেষ,
গ) বিচারিক নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, ঘ) উপরোক্ত সবগুলো
৬।  ফৌজদারী অভিযোগের ক্ষেত্রে কয়ট্ িপদ্ধতি অনুসরণ করতে হয়?
ক) ২ টি খ) ৩ টি গ)  টি ঘ) ৫ টি।
৭। ৪ (চার) শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট কয়টি স্তরে বিভক্ত?
ক) ৪ টি খ) ৫ টি গ) ৬ টি ঘ) কোনটিই নয়।
৮। বিচারিক ম্যাজিস্ট্রেট কয় প্রকার?
ক) ২ প্রকার খ) ৩ প্রকার গ) ৪ প্রকার ঘ) কোনটিই নয়
৯। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি?
ক) বাংলাদেশ সুপ্রীম কোর্ট খ) ঝঁঢ়ৎবসব ঈড়ঁৎঃ ড়ভ ইধহমষধফবংয, গ) ক অথবা খ ঘ) ক  খ উভয়ই
১০। কার্যবিধিতে ওহাবংঃমধ.......... কে করে?
ক) পুলিশ খ) ম্যাজিস্ট্রেট  গ) ম্যাজিস্ট্রেট প্রদত্ত ক্ষমতা বলে যে কোন ম্যাজিস্ট্রেট ঘ) ক বা খ যে কোন একটি।
১১। কার্যবিধিতে .................করে কে?
ক) পুলিশ খ) ম্যাজিস্ট্রেট গ) পাবলিক প্রসিকিউটর ঘ) উপরোক্ত সবগুলো
১২। জেলা ম্যাজিস্ট্রেটের অধীনস্থ কারা?
ক) ১০ ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ,         খ) ১২ ধারা অনুযায়ী বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
গ) প্রশাসনিক কার্যক্রমে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, ঘ) ক অথবা খ অথবা গ যে কোন একটি।
১৩। দায়রা বিভাগ বলতে
ক) এক বা একাধিক জেলা আদালত, খ) একটি জেলা আদালত, গ) ক অথবা খ,   ঘ) কোনটিই নয়
১৪। ফৌজদারী আইন হল


ক) ভুল আইন খ) পদ্ধতিগত আইন গ) সরকারী আইন ঘ) ক বা গ যে কোন একটি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়

১। দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়  ক) বিবাদী বাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা,খ) বাদী বিবাদী দত্তক পুত্র মর্মে ঘোষণাগ) বাদী-বিবাদী পালকপুত্র ম...