শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮

How Much Punishment Against Violation of Temporary Injunction

৪১। অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্যকারীকে আদালত কত দিনের জন্য কারাগারে আটকের আদেশ দিতে পরেন
ক) অনধিক ৩মাস খ) অনধিক ৮ মাস গ)অনধিক ৬ মাস      ঘ) অনধিক এক বৎসর
৪২। কোন ব্যাংক কোন ঋণের অর্থ আদায়ের জন্য কোন ব্যক্তির বিরুদ্ধে কোন আদালতে মামলা দায়ের করিবে ?ক) জেলা জজ আদালতখ) যুগ্ন জেলা জজ আদালত ও অর্থ ঋণ  আদালত   গ) যে কোন আদালত ঘ) সবগুলি
৪৩। কখন আস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় ?ক) মামলার বিষয়বস্ত বিনষ্ট হইবার আংশকা দেখা দিলে খ) মামলার বিষয়বস্তু ধ্বংস হইবার আংশকা দেখা দিলে গ) মামলার বিষয় বস্তু হস্তান্তরিত হইবার অংশকা দেখা দিলে ঘ) বর্ণিক সকল ক্ষেত্রে।
৪৪। দেওয়ানী কার্যবিধি কোন প্রকৃতির আইন ?
ক) মূল আইন খ) পদ্ধতিগত আইন ঘ) প্রাকৃতিক আইন ঘ) বর্ণিত সবগুলি।
৪৫। দেওয়ানী কার্যবিধি কি নিছক পদ্ধতি গত আইন ?
ক) নিছক পদ্ধতিগত আইন নহে   খ) নিছক পদ্ধতিগত আইন
গ) মূল আইন ও পদ্ধতিগত আইনের সম্বম্বয়  ঘ) নিছক মূল আইন।
৪৬। আদালত কি কারণে আরজি ফেরত দেন ?
ক) মামলার কারণ উলেখ না করিলে খ) একতিয়ার না থাকিলেগ) বিষয়বস্তুর মূল্য কম দেখাইলে ঘ) কোর্টফি কম হইলে।
৪৭। আরজি সংশোধনের আবেদন ন-মঞ্জুর হইলে কি কররেন ?
ক) রিভিশন খ) আপীল গ) রিভিউ ঘ) নতুন আরজি দখিল।
৪৮। ছানী মোকদ্দমা বা মিস কেস খারিজ হইলে কি করিবেন ?
ক) রিভিউ খ)  রিভিশন গ) বিবিধ আপীল  ঘ) অন্য কিচু।
৪৯। কোন ধারনের মামলার প্রাথমিক ও চূড়াস্ত উভয় ডিক্রী প্রদান করা হয় ?
ক) ঘোষণামূলক মামলায় খ) দখল পুনরুদ্ধারের মামলায়  গ) সুনির্দিষ্ট সম্পাদনের মামলায়  ঘ) বাটোয়ারা মামলায়
৫০। মানিকগঞ্জ হইতে মুন্সিগঞ্জে দেওয়ানী মামলা স্থানাস্তর করিতে হইলে কোন আদালতে আবেদন করিতে হইবে
ক) মানিক গঞ্জ জেলা জজ কোর্ট খ) মুন্সজেলা জজ কোর্ট গ) অন্য জেলার জেলা জজ কোর্ট ঘ) হাইকোট।
৫১। অপীল কোন আদালতে করিতে হইবে ?
ক) ডিক্রী দানকারী আদালতে খ) এখতিয়ার সম্পন্ন আপীল আদালতে গ) উচ্চ যে কোন আদালতে ঘ) হাইকোর্ট বিভাগে
৫২। ডিক্রী জারীকারক আদালত কোনটি ?
ক) ডিক্রী দানকারী আদালত খ) অধস্তন আদালত গ) আপীল আদালত ঘ) হাইকোর্ট বিভাগ।
৫৩। ডিক্রী জারীর জন্য কো আবেদন করিতে পারে ?
ক) ডিক্রীদার খ) সাব্যস্ত দেনাদার গ)অন্য কেহ ঘ) কোনটি নহে।
৫৪। জেলাজজ আদালতের রিভিশন এখতিয়ার প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে পুনরায় রিভিশন চলে কি ?
ক) হাইকোট পূনরায় রিভিশন চলে খ) পুনরায় রিভিশন চলে না গ) আপীল বিভাগে পূনরায় রিভিশন চলে ঘ) কোনটি নহে।
৫৫। রিভিশনের ক্ষমতা কোন আদালত প্রয়োগ করিতে পারেন?
ক) যুগ্ম জেলা জজ আদালত খ) জেলা জজ আদালত গ) হাইকোর্ট বিভাগ ঘ) জেলা জজ ও হাইকোর্ট বিভাগ।
৫৬। রিভিউর ক্ষমতা কোন আদালতের?
ক) ডিক্রী দানকারী আদালতের, খ) অধস্তন আদালতের, গ) উচ্চ আদালতের, ঘ) হাইকোর্ট, বিভাগের
৫৭। আরজি খারিজের আদেশের বিরুদ্ধে বাদী কি প্রতিকার পাইতে পারে ?
ক) নতুন আরজি দখিল করিতে পারে   খ) আপীল দায়ের করিতে পারে
গ) ১৪৯ ধারার অধীনে দরখাস্ত দায়ের করিতে পারে ঘ) সবগুলি।
৫৮। আদালত যে সকল কারণে পিডিংস সংশোধনের আবেদন অনুমোদনে অস্বীকৃতি পারেন ?ক) সংশোধনের প্রয়োজন না থাকিলে খ) ন্যায়-বিচার বিঘিœত হইলে গ) মামলা স্থানচ্যুত হইলে ঘ) সবগুলি।
৫৯। কোন কারণে আরজি খারিজ হইতে পারে ?
ক) কারণ উলেখ না থাকিলে    খ) কম উলেখ করিলে    গ) কোর্ট ফি প্রদানে ব্যর্থ হইলে ঘ) সবগুলি।
৬০। একজন সরকারী কর্মচারী তাহার চাকুরীজনিত কোন বিষয়ে কোন আদালতে মামলা করিবেন ?
ক) ফৌজদারী আদালতে    খ) দেওয়ানী আদালতে    গ) প্রশাসনিক ট্রাইবুনালে ঘ)শ্যম আদালতে।
৬১। এক জেলা হতে অন্য জেলাায় ফৌজদারী মামলা স্থানান্তর করিতে হইলে কোথায় আবেদন করিতে হইবে?
ক) দায়রা আদালতে  খ) হাইকোর্ট বিভাগে  গ) ক ও খ  ঘ) উপরের কোনটিই না
৬২। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলা স্থানান্তরের জন্য কোথায় আবেদন করিবেন?
ক) দায়রা আদালতে খ) মহানগর দায়রা আদালতে গ) ক ওখ  ঘ) উপরের কোনটিই না
৬৩। এক ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে অন্য ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা স্থানান্তরের জন্য কত ধারায় আবেদন করিতে হয়? ক) ৫২৬খ ধারায় খ) ৫২৮ (২) ধারায়  গ) ক ও খ  ঘ) উপরের কোনটিই না
৬৪। আপীল আদালতে জামিনের আবেদন কত ধারায়? ক) ৪২৬ ধারায় খ) ৪৯৬ ধারায় গ)ক ও খ  ঘ) উপরের কোনটিই না
৬৫। শাস্তি বা দন্ড লঘু হইলে কত ধারায় আপীল করিবেন? ক) ৪১৭ ধারায় খ) ৪১৭ক ধারায় গ) ক ও খ   ঘ) উপরের কোনটিই না
৬৬। ম্যাজিস্ট্রেট আদারতের দ-াদেশের বিরুদ্ধেকে আপীল করিবেন? ক) আসামী  খ) ফরিয়াদী  গ) ক ও খ  ঘ) উপরের কোনটিই না
৬৭। যুগ্ম দাঃয়রা আদালতের দ-ধেশের বিরূদ্ধে কোথায় আপীল করিবেন? ক) হাইকোর্ট বিভাগে  খ) দায়রা আদালতে  গ) ক ও খ ঘ) উপরের কোনটিই না
৬৮। ম্যাজিস্ট্রেট শাস্তি দিলে কত ধারায় আপীল করিবেন? ক) ৪০৭ ধারায়  খ) ৪০৮ ধারায়  গ) ক ও খ  ঘ) উপরের কোনটিই না
৬৯। রায় দানের জন্য আদালত কে যে সকল প্রশ্নের সিদ্ধান্ত দিতে হয় তাকে বলে? ক) ইসু  খ) আদেশ  গ) বিষয়স্তু  ঘ) কোনটাই নয়
৭০। মোকদ্দমার ডিক্রীর পর ছোলেনামা বা আপোষ মিমাংশা হইলে মোকদ্দমার সার ফলাদন কি হইবে?
ক) ছোলেনমা হুকুমের পরিপুরক হইবে  খ) ছোলেনমার তারিক হুকুমের বা ডিক্রীর তারিখ বলিয়া গণ্য হইবে গ) মোকদ্দমার  ডিক্রীর ভিত্তিতে আপোষ মিমাংশা বা ছোলেনামা সম্পাদিত হইবে ঘ) ছোলেনামার ভিদিতে ডিক্রী কার্যকরী হবে।
৭১। দেওয়ানী আদালতের আদেশের বিরুদ্ধে কি করিবেন?
(ক) রিভিশন করা যায়। (খ) বিবিধ আপীল করা যায় (গ) উপরের দুইটি করা যায় (ঘ) উপরের কোনটি না।
৭২। মৃত্যুদন্ডের বিরূদ্ধে আপীল আবেদনের তামাদি মেয়াদ কত দিন? ক) ৭ দিন খ) ১৫ দিন গ) ক ও খ ঘ) উপরের কোনটিই না
৭৩। বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য কিনা?
ক) প্রযোজ্য খ) প্রযোজ্য না  গ) বিশেষ আইনে বর্ণিত থাকিলে প্রযোজ্য  ঘ) উপরের কোনটিই না
৭৪। “ক” একজন সৈনিক। সে তার উর্ধ্বতন অফিসারের নির্দেশক্রমে কোন জনতার উপর গুলি বর্ষন করে। “ক” এর উক্তরুপ গুলি বর্ষন হইবে? ক) আইনত বাধ্য বলে বলে সরল মনে বিশ্বাস করে কৃতকাজ দ্বারা নিরপরাধ খ) অপরাধ গ) অপরাধের উপাদান ঘ) উপরেক্তি কোনটাই নয়
৭৫। ‘ক’ কোন অট্রালিকার সকল বহিদ্বারে অগ্নিয়াস্ত্র- সজ্জিত ব্যক্তিদের মোতায়েন করে ‘চ’ কে বলে যে চ অট্রালিকা হতে নির্গমনের চেষ্টা করিলে আগ্নেয়াস্ত্র-সজ্জিত ব্যক্তিরা ‘চ’এর প্রতি গুলিবর্ষন করিবে।‘ক,এর অপরাধ কি ? ক) অবৈধ অবরোধ খ) অবৈধ বাধা গ) খুনের উদ্যোগ ঘ) হত্যার হুমকি
৭৬। ক জনৈক একজন ভ্যান চালক ‘চ’ তাকে কিছু সম্পত্তি বহন করে নিবার জন্য দেয়। ‘ক’ অসাধুভাবে সম্পত্তিটি আত্মসাৎ করে। ‘ক’ এর অপরাধ কি?   ক) অপরাধমূলক আত্মসাৎ খ) অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ গ) কোন অপরাধ করে নাই ঘ) ক্ষতি করিবার অপরাধে সাব্যস্ত হইবে
৭৭। ‘ক’ সিভিল সার্ভিসে রয়েছে বলে মিথ্যা ভান করে ইচ্ছাকৃত ভাবে ‘চ’ কে বঞ্চনা করে এবং তাকে ধারে সম্পত্তি দিতে ‘চ’ কে অসাধুভাবে প্ররোচিত করে। অথচ অত্র সম্পত্তির মূল্য প্রদান করার উচ্ছা তার নেই। ‘ক’ এর কি অপরাধ? ক) অপরের রুপ ধারন পূর্বক প্রতারানা খ) প্রতারনা গ) অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ ঘ) কোন অপরাধ করে নাই।
৭৮। ক ও চ যৌথভাবে এবটি ঘোড়ার মালিক । চ এর অন্যায় ক্ষতি সাধনের উদ্দেশ্যে ক ঘোড়াটিকে গুলিবিদ্ধ করে। ক এর আপরাধ কি?
 ক) জীব হত্যার চেষ্টা  খ) ক্ষতিসাধন গ) কোন আপরাধ করে নাই ঘ) কোনটিই নয়
৭৯। ‘চ’ তার বাড়ীর দরজার চবি হারাইয়াছে। ‘ক ’সে চাবিটি পেয়ে তদদ্বারা ‘চ’ এর দরজা খুলে প্রবেশ করে । ‘ক’ এর আপরাধ কি? ক) অনাধিকর প্রবেশ খ) অপরাধ মূলক অনাধিকার প্রবেশ গ) অপথে গৃহে প্রবেশ ঘ) ক কোন আপরাধ করে নাই
৮০। ‘ক’ কল্পনিক কোন ব্যক্তির নামে একটি বিল অব এক্সচেঞ্জ প্রনয়ন করিয়া প্রতারণা মূলক ভাবে অনুরুপ কাল্পনিক ব্যক্তির নামে বিলটির ভিত্তিতে কাজ সম্পাদনের উদ্দেশ্যে উহা গ্রহণ করে। ‘ক’ এর অপরাধ কি? ক) প্রতারণা  খ) মিথ্যা দলিল প্রনয়ন  গ) জালিয়াতি ঘ) খ ও গ উভয়ই
৮১। মিথ্যা উহল সম্পাদন করার শাস্তি কি?  ক) যাবজ্জীবন কারাদন্ড    খ) ৭ বছর কারাদন্ড    গ) ৩ বছর কারাদন্ড ঘ) কোনটাই নয়
৮২। ‘ক’, ‘চ’ এর পকেটে হাত  ঢুকাইয়া ‘চ’ এর পকেট মারিবার উদ্যোগ কবে। ‘চ’ এর পকেটে কিছুই ছিল না বলে ‘ক’ এর চেষ্টা ব্যার্থ হয়। চ এর শাস্তি কি?
 ক) ৩ বছর কারাদন্ড খ) ১-১/২ বছর কারাদন্ড গ) ৬ মাসের কারাদন্ড ঘ) আপরাধ করিবার চেষ্টা করার জন্য মুল আপরধের এক চতুযাংশ করাদন্ড
৮৩। ‘ক’ এর প্ররোচনার ‘খ’ কুন করার উদ্দেশ্যে ‘গ’ -কে ছুরিকাঘাত করে। ‘গ’ চিকিৎসাস্তে সুস্থ হইয়া উঠে ‘ক’ নি¤েœর কোন  আপরাধ করিয়াছে? ক) গুরুতর আঘাতের প্ররোচনা খ) নরহত্যার প্ররোচনাগ) খুন করার প্ররোচনা ঘ) ‘গ’ সুওয়ার কোন আপরাধ হয় নাই
৮৪। ‘ক’, ‘খ’ -কে নিহত করিবার উদ্দেশ্যে তাহার প্রতি গুলিবষর্ণ করে, ফলে ‘খ’ -এর মৃত্যু  হয়। ‘ক’ -কি আপরাদ করিয়াছে?
 ক) নরহত্যা খ) অপরাধধজনক নরহত্যা  গ) খুন ঘ) আত্মহত্যায় সহায়তা করণ
৮৫। ক এর প্ররোচনায় সরকারী কর্মচা“খ” তাহার জিম্মায় থাকা সরকারী টাকা আত্মসাৎ করিয়াছে ।‘ক’ এর কি শাস্তিহইতে পারে?
ক)কোন শাস্তি হইবে না খ) ‘খ’ এর সমান শাস্তি হবে গ)‘খ’ এর অর্ধেক শাস্তি ঘ)‘খ’ এর দ্বিগুন শাস্তি।
৮৬। কারাদন্ডের মেয়াদ এক বৎসরের অধিক হইলে সর্বোচ্চ কতদিন নিজস্ব কারাবাস দেওয়া যায়? ক) ২ মাস খ) ৩ মাস গ) ৪ মাস ঘ) ১৪ দিন
৮৭। কারাদন্ডের মেয়াদ ৩ মাসের অধিক হইলে প্রতি মাসে সর্বোচ্চ কতদিন নির্জন কারাবাস দেওয়া যায়? ক) ২ মাস খ) ৩ মাস গ) ৭ দিন ঘ) ১৪ দিন
৮৮। একাধারে অনধিক কত দিন নির্জন কারাবাসে রাখা যাইবে? ক) ৭ দিন খ) ১৪ দিন গ) ১ মাস ঘ) আদেশে প্রদত্ত সম্পূর্ণ মেয়াদ
৮৯। দুই নির্জন কারাবাসের মধ্যবর্তী কমপক্ষে কতদিন বিরাম (বিরতি) থাকিবে? ক) ৭ দিন খ) ১৪ দিন গ) ১ মাস ঘ) আদেশে প্রদত্ত সম্পূর্ণ মেয়াদ
৯০। নি¤েœর কোন অপরাধের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদন্ডের বিধান আছে? ক) রাষ্ট্রদ্রোহিতা খ) মুদ্রা জাল করা গ) ডাকাতি ঘ) সকল ক্ষেত্রে
৯১। একজন শৈল চিকিৎসক সরল বিশ্বাসে একজন রোগীকে বলেন আপনি আর বাচিবেন না। ইহাতে উক্ত রোগী মানসিক আঘাত পাইয়া মারা যায়। এই ক্ষেত্রে শৈল চিকিৎসক নি¤েœর কোন ধারার অপরাধ করিয়াছেন? ক) খুন খ) নরহত্যা গ) হত্যার চেষ্টা ঘ) কোন অপরাধ করেন নাই
৯২। ভূল ধারনাবশতঃ নিজেকে আইনবলে বাধ্য বলিয়া বিশ্বাসকারী ব্যক্তি কর্তৃক সম্পাদিত কাজ- ক) অপরাধ হইবে খ) অপরাধ নহে গ) ভূল ঘ) সরল বিশ্বাস
৯৩। ক একটি কুঠার লইয়া কাজ করিতেছে, উহার মাথা উড়িয়া যায় এবং সন্নিকটে দন্ডায়ামান এক ব্যক্তিকে নিহত করে।  ক এর কাজ অপরাধ হইবে কি না? ক) যথাযথ সতর্কতার অভাব না থাকিলে অপরাধ হইবে না খ) যথাযথ সতর্কতার অভাব থাকিলে অপরাধ হইবে গ) ক বা খ ঘ) আদালত সিদ্ধান্ত নিবেন
৯৪।মালেশিয়ার আঞ্চলিক সমুদ্র সীমায় বাংলাদেশের রেজিষ্ট্রিকৃত একটি জাহাজে যদি মালেশিয়ার কোন নাগরিক কোন ব্যক্তিকে খুন করে , সেক্ষেত্রে কোন দেশের দ-বিধি অনুষারে উক্ত ব্যাক্তির বিচার হইবে?
(ক) বাংলাদেশের প্রচালিত দ-বিধি অনুষারে বিচার হইবে ,(খ) মালেশিয়ার প্রচালিত দ-বিধি অনুষারে বিচার হইবে ,(গ) আন্তরর্জাতিক আইন অনুষারে (ঘ) বাংলাদেশ ও মালেশিয়ার যৌথ  দ-বিধি অনুষারে বিচার হইবে ।
৯৫। বাড়ী ভাড়ার মোকদ্দমা কোন আদালত বিচার করিতে পারে?
ক) যুগ্ম জেলা জজ খ) সিনিয়র সহকারী জজ গ) খ ও ঘ উভয়ই ঘ) সহকারী জজ
৯৬। জেলায় অধস্তন আদালত সমূহের সর্বোচ্চ তত্ত্বাবধায়ক কে?
ক) জেলা ও দায়রা জজ খ) জেলা ম্যাজিষ্ট্রেট গ) চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ঘ) সবগুলো।
৯৭।  ডিভিশন বেঞ্চ বলতে কি বুঝায় ? ক) একাধিক বিচারপতিদের সম্বন্বয়ে গঠিত বেঞ্চ খ)দুইজন বিচারপতির সম্বন্বয়ে গঠিত বেঞ্চ (গ)তিন বিচারপতির সম্বন্বয়ে গঠিত বেঞ্চ (ঘ)উপরক্ত সবগুলো।
৯৮। হাইকোর্ট বিভাগ যদি মনে করন যে, ৫২৬ ধারানুসারে প্রদত্ত আবেদনটি তুচ্ছ ও বিরক্তিকর ছিল, তবে আবেদনের বিরোদিতাকারা ব্যক্তিকে অনষিক কত টাকা ক্ষতি পূরণ দেওয়ার জন্য আবেদনকারীকে আদে;শ দিবেন?ক) ১০০০/- টাকা খ) ২০০০/- টাকা গ) ৩০০০/- টাকা ঘ) ৫০০০/- টাকা
৯৯। কোন স্বাক্ষী কোন ফৌজদারী আদালতে হজির হইতে বাধ্য হওয়া সত্বেও যদি সঙ্গত কারণ ছাড়া হাজির ন হয়। সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট আদালত-
ক) এই রুপ অপরাধ আমলে নিবেন। খ) কোন শাস্তি দেওয়া হইবে না তাহার কারণ দর্শাইবার সুযোগ দিবেন। গ) নধিকার ২৫০/ টক জরিমানা করিবেন।  ঘ) সবগুলি।
১০০। ১ জুলাই, ২০০৫ তারিখে একটি রেজিষ্ট্রীকৃত চুক্তির অনুবলে সুনির্দিষ্টভাবে চুক্তি বলবতের জন্য মোকদ্দমা করার ক্ষেত্রে বাদীকে আরজির  সাথে জমা দেওয়ার প্রয়োজন ছিল-(ক)চুক্তির অবশিষ্ট মুল্যের ২৫%,(খ)চুক্তির অবশিষ্ট মুল্যের ৫০% (গ) অবশিষ্ট চুক্তিমুল্য (ঘ)কোন চুক্তিমুল্য দাখিল অপ্রয়োজনীয়

অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্যকারীকে আদালত কত দিনের জন্য কারাগারে আটকের আদেশ দিতে পরেন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়

১। দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়  ক) বিবাদী বাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা,খ) বাদী বিবাদী দত্তক পুত্র মর্মে ঘোষণাগ) বাদী-বিবাদী পালকপুত্র ম...