দন্ডবিধি

দন্ডবিধি
১। দন্ডবিধি হল একটি?     ক) স্বাধীন আইন   খ) মুল আইন     গ) ক ও খ উভয়ই    ঘ) অতিরিক্ত আইন
২। যে অভিযোগের বিচারে ম্যজিষ্ট্রের জরিমানা বা কারাদ্ন্ড দানের ক্ষমতা রহিয়াছে তার দন্ডাদেশের বিরুদ্ধে আপীল করা যাক বা না যাক সে অভিযোগেই বিচার ক্ষমতা প্রয়োগ কারী ম্যাজিষ্ট্রেট একজন? ক) বিচারক খ) হাকিম গ) আদালত ঘ) উপরোক্ত সবগুলো
৩। শারীরিক শাস্তি কয় প্রকার?  ক) ২ প্রকার খ) ৩ প্রকার গ) ৪ প্রকার ঘ) কোনটাই নয়
৪। “ক” একজন সৈনিক। সে তার উর্ধ্বতন অফিসারের নির্দেশক্রমে কোন জনতার উপর গুলি বর্ষন করে। “ক” এর উক্তরুপ গুলি বর্ষন হইবে? ক) আইনত বাধ্য বলে বলে সরল মনে বিশ্বাস করে কৃতকাজ দ্বারা নিরপরাধ খ) অপরাধ গ) অপরাধের উপাদান ঘ) উপরেক্তি কোনটাই নয়
৫। আত্মরক্ষার অধিকার কয়ভাবে প্রয়োগ করা যায়? ক) ৬খ) ১০ গ) ৪ ঘ) ক ও গ উভয় ভাবে।
৬। অপরাধিমূলক ষড়যন্দ্র কখন অংঘটিত হইতে হইবে? ক) অপরাধ সংঘটনের পূর্বে  খ) অপরাধ সংঘটনের সময়ে  গ) অপরাধ সংঘটনের পরে ঘ) যে কোন সময়ে।
৭। রাষ্ট্রদ্রোহিতার ( ঝবফরঃধং) আপরাধের বিচার কে করিতে পারিবেন?ক) বিশেষরুপে ক্ষমতাবান ১ম শ্রনীর ম্যাজিষ্ট্রেট খ) ঈ গ গ গ) দায়রা  জজ ঘ) উপরোক্ত সবগুলো
৮। বে-পরোয়াভাবে নৌযান চালনা করার শাস্তির বিধান কি? ক) ৬ মাস কারাদন্ড খ) ১ বছর কারাদন্ড গ) ১০০০/- টাকা জরিমানা ঘ) ক বা গ যে কোন একটি
৯। আত্মহত্যার সহায়তা বা প্ররোচনা দান সংক্রাক্ত বিষয়ে শাস্তির বিধান কি? ক) ১০ বছর কারাদন্ড খ) যাবজ্জীবন কারাদন্ড গ) অর্থদন্ড ঘ) ১০ বছর কারাদন্ড ও তদপরি অর্থদন্ড
১০। ‘ক’ কোন অট্রালিকার সকল বহিদ্বারে অগ্নিয়াস্ত্র- সজ্জিত ব্যক্তিদের মোতায়েন করে ‘চ’ কে বলে যে চ অট্রালিকা হতে নির্গমনের চেষ্টা করিলে আগ্নেয়াস্ত্র-সজ্জিত ব্যক্তিরা ‘চ’এর প্রতি গুলিবর্ষন করিবে।‘ক,এর অপরাধ কি ? ক) অবৈধ অবরোধ খ) অবৈধ বাধা গ) খুনের উদ্যোগ ঘ) হত্যার হুমকি
১১ অপরাধমূলক বলপ্রয়োগের উপাদন কয়টি? ক) ৩ টি  খ) ৫ টি গ) ৭ টি ঘ) ১০ টি
১২ । নারীর শালীনতা নষ্ট করিবার উদ্দেশ্যে বল প্রয়োগ আক্রমনের শাস্তি কি? ক) ১ বছর কারাদন্ড খ) ২ বছর কারাদন্ড গ) ৩ বছর কারাদন্ড ঘ) ৬ মাস কারাদন্ড
১৩। ‘ক’ একটি মূল্যবান আংটি পায়। উহা কাহার সে তাহা জানেনা । ‘ক’ আংটিটির মালিকের সন্ধান না করিয়া সঙ্গে সঙ্গে উহা বিক্রয় করিল । ‘ক’ এর আপধ কি?   ক) ঈৎরসরহধষ ইৎবধপয ড়ভ ঞৎঁংঃ    খ) ঈৎরসরহধষ সরংধঢ়ঢ়ৎড়ঢ়ৎরধঃরড়হ ড়ভ ঢ়ৎড়ঢ়বৎঃু গ)  কোন অপরাধ করে নাই ঘ) তুচ্ছ অপরাধ।
১৪। ক জনৈক একজন ভ্যান চালক ‘চ’ তাকে কিছু সম্পত্তি বহন করে নিবার জন্য দেয়। ‘ক’ অসাধুভাবে সম্পত্তিটি আত্মসাৎ করে। ‘ক’ এর অপরাধ কি?   ক) অপরাধমূলক আত্মসাৎ খ) অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ গ) কোন অপরাধ করে নাই ঘ) ক্ষতি করিবার অপরাধে সাব্যস্ত হইবে
১৫। ‘ক’ সিভিল সার্ভিসে রয়েছে বলে মিথ্যা ভান করে ইচ্ছাকৃত ভাবে ‘চ’ কে বঞ্চনা করে এবং তাকে ধারে সম্পত্তি দিতে ‘চ’ কে অসাধুভাবে প্ররোচিত করে। অথচ অত্র সম্পত্তির মূল্য প্রদান করার উচ্ছা তার নেই। ‘ক’ এর কি অপরাধ? ক) অপরের রুপ ধারন পূর্বক প্রতারানা খ) প্রতারনা গ) অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ ঘ) কোন অপরাধ করে নাই।
১৬। ক ও চ যৌথভাবে এবটি ঘোড়ার মালিক । চ এর অন্যায় ক্ষতি সাধনের উদ্দেশ্যে ক ঘোড়াটিকে গুলিবিদ্ধ করে। ক এর আপরাধ কি?
 ক) জীব হত্যার চেষ্টা  খ) ক্ষতিসাধন গ) কোন আপরাধ করে নাই ঘ) কোনটিই নয়
১৭। ‘চ’ তার বাড়ীর দরজার চবি হারাইয়াছে। ‘ক ’সে চাবিটি পেয়ে তদদ্বারা ‘চ’ এর দরজা খুলে প্রবেশ করে । ‘ক’ এর আপরাধ কি?
 ক) অনাধিকর প্রবেশ খ) অপরাধ মূলক অনাধিকার প্রবেশ গ) অপথে গৃহে প্রবেশ ঘ) ক কোন আপরাধ করে নাই
১৮। ‘ক’ কল্পনিক কোন ব্যক্তির নামে একটি বিল অব এক্সচেঞ্জ প্রনয়ন করিয়া প্রতারণা মূলক ভাবে অনুরুপ কাল্পনিক ব্যক্তির নামে বিলটির ভিত্তিতে কাজ সম্পাদনের উদ্দেশ্যে উহা গ্রহণ করে। ‘ক’ এর অপরাধ কি? ক) প্রতারণা খ) মিথ্যা দলিল প্রনয়ন গ) জালিয়াতি ঘ) খ ও গ উভয়ই।
১৯। মিথ্যা উহল সম্পাদন করার শাস্তি কি?  ক) যাবজ্জীবন কারাদন্ড    খ) ৭ বছর কারাদন্ড    গ) ৩ বছর কারাদন্ড ঘ) কোনটাই নয়
২০। ‘ক’, ‘চ’ এর পকেটে হাত  ঢুকাইয়া ‘চ’ এর পকেট মারিবার উদ্যোগ কবে। ‘চ’ এর পকেটে কিছুই ছিল না বলে ‘ক’ এর চেষ্টা ব্যার্থ হয়। চ এর শাস্তি কি?  ক) ৩ বছর কারাদন্ড খ) ১১/২ বছর কারাদন্ড গ) ৬ মাসের কারাদন্ড ঘ) আপরাধ করিবার চেষ্টা করার জন্য মুল আপরধের এক চতুযাংশ করাদন্ড
২১। দ-বিধি নিন্ম লিখিত কোন ব্যাক্তির জন্য প্রযোজ্য? ক) বাংলাদেশী নাগরিক খ) বাংলাদেশে অবস্থানকারী কোন বিদেশী নাগরীক গ) বাংলাদেশে নিবন্ধন কৃত কোন জাহাজ বা বিমানে অবস্থানরত কোন ব্যাক্তি ঘ) সবগুলি
২২। দ-বিধি কাহাদের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না? ক) বিদেশী রাষ্ট্রপ্রধানগন,  খ) যুদ্ধবন্ধী,  গ) বাংলাদেশের অমন্ত্রীনে আগত বিদেশী সেনাবাহিনী  ঘ) সবগুলি
২৩।মালেশিয়ার আঞ্চলিক সমুদ্র সীমায় বাংলাদেশের রেজিষ্ট্রিকৃত একটি জাহাজে যদি মালেশিয়ার কোন নাগরিক কোন ব্যক্তিকে খুন করে , সেক্ষেত্রে কোন দেশের দ-বিধি অনুষারে উক্ত ব্যাক্তির বিচার হইবে?
(ক) বাংলাদেশের প্রচালিত দ-বিধি অনুষারে বিচার হইবে ,(খ) মালেশিয়ার প্রচালিত দ-বিধি অনুষারে বিচার হইবে ,(গ) আন্তরর্জাতিক আইন অনুষারে (ঘ) বাংলাদেশ ও মালেশিয়ার যৌথ  দ-বিধি অনুষারে বিচার হইবে ।
২৪। কোনটি অপরাধের স্থর হিসাবে গন্য হইবে? ক) অভিপ্রায়     খ) প্রস্তুতি    গ) উদ্দোগ বা প্রচেষ্টা      ঘ) সবগুলি।
২৫। দ-বিধির ৩৪ ধারা  প্রয়োগ করিতে হইলে দেখাইতে হইবে যে-
ক) কতিপয় ব্যাক্তি কতৃক কোন অপরাধ করা হইতেছে খ) উক্ত ব্যাক্তিগন উক্ত অপরাধ কর্ম করিতে ইচ্ছুক ছিল,গ)  অপরাধ কর্মটি তাহাদের ইচ্ছার অংশ হিসাবে সংঘটিত হইয়াছে ঘ) সবগুলি।

Get More
২৬। কতিপয় ব্যাক্তি কতৃক একই অভিপ্রায় পুরনকল্পে কৃত কার্যাবলীর ক্ষেত্রে
ক) প্রত্যেকে এমন ভাবে দায়ী হইবে যেন উক্ত কাজ ব্যাক্তি কতৃক সম্পাদিত হইয়াছিল খ) প্রত্যেকে পৃথক পৃথকভাবে দায়ী হইবে গ) যে যতটুকু অপরাধ করিয়াছে ,সে ততটুকু দায়ী হইবে ঘ) প্রত্যেকের ভিন্ন ভিন্ন শাস্তি হইবে।
২৭। কোন ধারার অপরাধের ক্ষেত্রে যৌথ দায়িত্ব নীতি প্রতিফলিত হয়? ক) ৩৯৪ ধারা  খ) ৩৯৫ ধারা গ) ৩৯৬ ধারা ঘ) সবগুলি
২৮। কে দুষ্কর্মের সহায়তাকারী (অনবঃড়ৎ)? (ক) যিনি কোন অপরাধ করেন, খ) যিনি অপরাধে সাহায্য করেন গ) যিনি কোন বেআইনী কার্যবিরোততে সাহায্য করেন ঘ) ক ও গ উভায়টি।
২৯। দুষ্কার্মের সহায়তার শাস্তি(চঁহরংযসবহঃ ড়ভ অনবঃসবহঃ) কি ?
ক) বিধিতে  বর্নিত না থাকলে ,যে অপরাধে সহায়াতা করা হয় সেঅপরাধের ব্যবস্থিত শাস্তি খ) বিধিতে বর্নিত অপরাধের শাস্তি গ) ক বা খ ঘ) কোনটি নয় ।
৩০। দুষ্কার্মের সহায়তার উপাদান কোনটি ? ক) দুষ্কার্মের সহায়তা খ) ষড়যন্ত্র গ) কর্মে সহায়তা ঘ) প্ররোচনা।
৩১। ক, খ কে মিথ্যা স্বাক্ষ্য দানের জন্য প্ররোচিত করে। খ উক্ত প্ররোচনার ফলে উক্ত অপরাধ করে। কি অপরাধ করিয়াছে?
ক) দুষ্কার্মের সহায়তা খ) ষড়যন্ত্র গ) কর্মে সহায়তা ঘ) প্ররোচনা।
৩২। অনবঃসবহঃ শব্দটির সর্বাধিক গ্রহনযোগ্য অনুবাদ কোনটি? ক) উসকানি খ) প্ররোচনা গ) সহায়তা ঘ) সাহায্য।
৩৩। ক এর প্ররোচনায় সরকারী কর্মচা“খ” তাহার জিম্মায় থাকা সরকারী টাকা আত্মসাৎ করিয়াছে ।‘ক’ এর কি শাস্তিহইতে পারে?
ক)কোন শাস্তি হইবে না খ) ‘খ’ এর সমান শাস্তি হবে গ)‘খ’ এর অর্ধেক শাস্তি ঘ)‘খ’ এর দ্বিগুন শাস্তি।
৩৪। একটি কারাদ- মেয়াদে সর্বচ্চ কতদিন নির্জন কারাবাস (ঝড়ষরঃধৎু ঈড়হভরহবসহিঃ)দেওয়া যায়? ক) ২মাস খ) ৩ মাস গ) ৪ মাস ঘ) ১৪ দিন।
৩৫। অর্থদন্ড সম্পূর্ণ পরিশোধিতহ হইলে, অর্থদন্ড অনাদায়ে কারাদন্ডের পরিণতি কি হইবে?
ক) সমাপ্ত হইবে, খ) বহাল থাকিবে, গ) কারাদন্ড ভোগ করিতে হইবে ঘ) কারাদন্ডের আংশিক সমাপ্ত হইবে।
৩৬। কারাদন্ডের মেয়াদ এক বৎসরের অধিক হইলে সর্বোচ্চ কতদিন নিজস্ব কারাবাস দেওয়া যায়? ক) ২ মাস খ) ৩ মাস গ) ৪ মাস ঘ) ১৪ দিন
৩৭। কারাদন্ডের মেয়াদ ৩ মাসের অধিক হইলে প্রতি মাসে সর্বোচ্চ কতদিন নির্জন কারাবাস দেওয়া যায়? ক) ২ মাস খ) ৩ মাস গ) ৭ দিন ঘ) ১৪ দিন
৩৮। একাধারে অনধিক কত দিন নির্জন কারাবাসে রাখা যাইবে? ক) ৭ দিন খ) ১৪ দিন গ) ১ মাস ঘ) আদেশে প্রদত্ত সম্পূর্ণ মেয়াদ
৩৯। দুই নির্জন কারাবাসের মধ্যবর্তী কমপক্ষে কতদিন বিরাম (বিরতি) থাকিবে? ক) ৭ দিন খ) ১৪ দিন গ) ১ মাস ঘ) আদেশে প্রদত্ত সম্পূর্ণ মেয়াদ
৪০। নি¤েœর কোন অপরাধের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদন্ডের বিধান আছে? ক) রাষ্ট্রদ্রোহিতা খ) মুদ্রা জাল করা গ) ডাকাতি ঘ) ক, খ ও এ বর্ণিত সকল ক্ষেত্রে
৪১। একজন শৈল চিকিৎসক সরল বিশ্বাসে একজন রোগীকে বলেন আপনি আর বাচিবেন না। ইহাতে উক্ত রোগী মানসিক আঘাত পাইয়া মারা যায়। এই ক্ষেত্রে শৈল চিকিৎসক নি¤েœর কোন ধারার অপরাধ করিয়াছেন? ক) খুন খ) নরহত্যা গ) হত্যার চেষ্টা ঘ) কোন অপরাধ করেন নাই
৪২। ভূল ধারনাবশতঃ নিজেকে আইনবলে বাধ্য বলিয়া বিশ্বাসকারী ব্যক্তি কর্তৃক সম্পাদিত কাজ- ক) অপরাধ হইবে খ) অপরাধ নহে গ) ভূল ঘ) সরল বিশ্বাস
৪৩। ক একটি কুঠার লইয়া কাজ করিতেছে, উহার মাথা উড়িয়া যায় এবং সন্নিকটে দন্ডায়ামান এক ব্যক্তিকে নিহত করে।  ক এর কাজ অপরাধ হইবে কি না? ক) যথাযথ সতর্কতার অভাব না থাকিলে অপরাধ হইবে না খ) যথাযথ সতর্কতার অভাব থাকিলে অপরাধ হইবে গ) ক বা খ ঘ) আদালত সিদ্ধান্ত নিবেন
৪৪। নয় বৎসরের অধিক বয়স্ক ও বার বৎসরের কম কোন শিশুর কাজ অপরাধ হিসাবে গণ্য হইবে না?
ক) পরিণত বোধ-শক্তি সম্পন্ন শিশুর কাজ খ) অপরিনত বোধ-শক্তি সম্পন্ন শিশুর কাজ গ) যে কোন শিশুর কাজ ঘ) পরিপক্ক শিশুর কাজ
৪৫। নয় বৎসরের অধিক বয়স্ক ও বার বৎসরের কম বয়স্ক কোন শিশুর কাজ অপরাধ হিসেবে গণ্য হইবে?
ক) পরিণত বোধ-শক্তি সম্পন্ন শিশুর কাজ খ) অপরিনত বোধ-শক্তি সম্পন্ন শিশুর কাজ গ) যে কোন শিশুর কাজ ঘ) পরিপক্ক শিশুর কাজ
৪৬। নি¤েœর কোনটি অপরাধ হিসাবে গণ্য হইবে না-
 ক) আত্মরক্ষার অধিকার প্রয়োগে কৃত কর্ম খ) অবৈধ সমাবেশ গঠনে কৃতকর্ম গ) অপরাধমূলক ষড়যন্ত্র করা ঘ) অপরাধ সংঘটনের পরিকল্পনা করা
৪৭। অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে কমপক্ষে অপরাধীর সংখ্যা হইবে- ক) একজন খ) দুই জন গ) ৫ জন ঘ) ১০ জন
৪৮। সম্পত্তি সম্পর্কিত আত্মরক্সার অধিকারে একটি ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়? ক)৪টি খ) ৫টি গ) ৬টি ঘ) ৭টি
৪৯। অপরাধমূলক ষড়যন্ত্র এবং ষড়যন্ত্র অনুসারে সংঘটিত অপরাধ কি একই অপরাধ?ক) একই অপরাধ খ) ভিন্ন অপরাধ গ) নতুন অপরাধ ঘ) সমান অপরাধ
৫০। যদি কোন ব্যক্তি ঔষদে ভেজাল মিশ্রণ করে বা ভেজাল মিশ্রিত ঔষধ বিক্রয় করে, তবে তাহার কি হইবে?
ক) ৬মাস পর্যন্ত হইতে পারে এইরূপ যে কোন বর্ণনার কারাদন্ড খ) ১০০০/- টাকা পর্যন্ত যে কোন পরিমাণ অর্থদন্ড গ) ‘ক’ ও ‘খ’ ঘ) ‘ক’ বা ‘খ’ বা ‘গ’- এ বর্ণিত যে কোন একটি।
৫১। যদি কোন ব্যক্তি রাজপথে বেপরোয়া গাড়ি চালন বা অশ্বারোহণ করে, সেই ব্যক্তির শাস্তি কি?
ক) তিন বৎসর পর্যন্ত হইতে পারে এইরূপ যে কোন বর্ণনার কারাদন্ড খ) সর্বনি¤œ ১০০০/- টাকার শর্তে ৫০০০/- টাকা পর্যন্ত যে কোন পরিমাণের অর্থদন্ড
গ) ‘ক’ ও ‘খ’ঘ) ‘ক’ বা ‘খ’ বা ‘গ’- এ বর্ণিত যে কোন একটি।
৫২। স্বেচ্ছাকৃতভাবে শুরুতর আঘাত প্রদানের শাস্তি কি?
ক) দশ বৎসর পর্যন্ত হইতে পারে এইরূপ  যে কোন বর্ণনার কানাদন্ড খ) সাত বৎসর পর্যন্ত হইতে পারে এইরূপ যে কোন বর্ণনার কারনাদন্ড ও অর্থদন্ড গ) তিন বৎসর পর্যন্ত হইতে পারে এইরূপ যে কোন বর্ণনার কারাদন্ড ও অর্থদন্ড ঘ) কোনটি নহে।
৫৩। স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্রের সাহাযো শুরুতর আঘাত দানের শাস্তি কি?
ক) যাবজ্জীবন কারাদন্ড খ) দশ বৎসর পর্যন্ত হইতে পরে এইরূপ যে কোন বর্ণনার কারদন্ড ও অর্থদন্ড গ) ‘ক’ বা ‘খ”-এ বর্ণিত যে কোন একটি ঘ) কোনটি নহে।
৫৩। অবৈধ বাধাদানের শাস্তি কি?
 ক) এক মাস পর্যন্ত হইতে পারে এইরূপ বিনাশ্রম কারাদন্ড খ)পাঁচ শত টাকা পর্যন্ত হইতে পারে এইরূপ অর্থদন্ড গ) ‘ক’ ও ‘খ’ উভয়বিধ দন্ড ঘ) ‘ক’ বা ‘খ’ বা ‘গ’ - এ বর্ণিত যে কোন একটি
৫৪। মনুষ্য হরণ বা আপহরণ (করফহধঢ়ঢ়রহম ) মকত প্রকার? ক) ২ প্রকার খ) ৩ প্রকার গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার
৫৫। দশ বৎসরের কম বয়স্ক কোন  ব্যক্তিকে হত্যা বা গুরুতর আঘাতের উদ্দেশ্যে অপবাহন বা অপহরণের শাস্তি কি?
ক) মৃত্যুদন্ড খ) যাবজ্জীবন কারাদন্ড গ) চৌদ্দ বৎসর পর্যন্ত হইতে পরে এইরূপ সশ্রম কারাদন্ড যাহা সাত বৎসরের কম হবে ঘ) ‘ক’ বা ‘খ’ বা ‘গ’ - এ বর্ণিত যে কোন একটি।
৫৬। নারী ধর্ষণের শাস্তি কি?
ক) যাবজ্জীবন কারাদন্ড খ) দশ বৎসর পর্যন্ত হইতে পরে এইরুপ  সশ্রম কারাদন্ড যাহা সাত বৎসরের কম হবেগ) ক বা -এ বর্ণিত যে কোন এটি ঘ) কোনটি নহে।
৫৭। কোন ক্ষেত্রে নিজ স্ত্রীর সাতে যৌনসহবাস নারী ধর্ষণ বলিয়া গণ্য হইবে?
ক) স্ত্রীর বয়স বার বৎসরের কম হইলে খ) স্ত্রীর বয়স চৌদ্দ বৎসরের কম হইলে গ) স্ত্রী সম্মতি ছাড়া তাহার সহিত যৌনসহবাস করিলে ঘ) স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে তাহার সহিত যৌনসহবাস করিলে।
৫৮। সরকারী কর্মচারীকে কর্তব্য পালনে বাধাদানের জন্য আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগের শাস্তি কি ?
ক) তিন বৎসর পর্যন্ত হইতে পারে এইরূপ যে কোন বর্ণরার কারাদন্ড খ) অর্থদন্ড গ) ‘ক’ বা ‘খ’ উভয় বিধদন্ড ঘ) ‘ক’ বা ‘খ’ বা ‘গ’ - এ বর্নিতযে কোন একটি।
৫৯। অপরাধজনক নরহত্যা খুন নহে’ এই  সম্পর্কিত বিধান দন্ডবিধির কত ধারায় উল্লেখিত আছে? ক) ২৯৯ ধারায়  খ) ৩০০ ধারায় গ) ৩০১ ধারাপয় ঘ) ৩০২ ধারায়
৬০। খুনের উদ্যোগে আঘাত করা শাস্তি কি?
ক) যাবজ্জীবন কারাদন্ড খ) দশ বৎসর পর্যস্ত হইতে পারে এই রুপ যে কোন বর্ণনার কারাদন্ড ও অর্থদন্ড গ) ‘ক’ বা ‘খ’ ঘ) কোনটিই নহে।
৬১। আত্মহত্যা করিবার উদ্যোগের শাস্তি কি? ক) এক বৎছর পর্যন্ত হইতে পারে এইরূপ বিনাশ্রম কারাদন্ড খ) অর্থদন্ড গ) ‘ক’ ও ‘খ’ ঘ) ‘ক’ বা ‘খ’ বা ‘গ’
৬২। শিশু বা উন্মাদ ব্যক্তির আত্মহত্যার সহায়তাকরণের জন্য শাস্তি কি?  ক) মৃত্যুদন্ড খ) যাবজ্জীবন কারাদন্ড
গ) অনধিক ১০ বৎসরের কারাদন্ড এবং অর্থদন্ড ঘ) ‘ক’ বা ‘খ’ বা ‘গ’-এ বর্ণিত যে কোন একটি।
৬৩। আত্বহত্যার সহায়তাকরণের সর্বোচ্চ শাস্তি কি ? ক) দম বৎসর পর্যন্ত হইতে পারে এইরূপ সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড
খ) দশ বৎসর পর্যস্ত হইতে পারে এইরূপ বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড গ) সাত বৎসর পর্যন্ত হইতে পারে এইরূপ যে কোন বর্ণনার কারাদন্ড ও অর্থদন্ড   ঘ) তিন বৎসর পর্যন্ত হইতে পারে এইরূপ যে কোন বর্ণনার কারাদন্ড ও অর্থদন্ড।
৬৪। অপরাাধজনক নরহত্যার উদ্যোগে আয়াত করার শাস্তি কি?
ক) সাত বৎসর পর্যসন্ত হইতে পরে এইরূপ যে কোন বর্ণনার কারাদন্ড খ) অর্থদন্ড গ) ‘ক’ ও ‘খ” ঘ) ‘ক’ বা ‘খ’ বা ‘গ’ -  বর্ণিত যে কোন একটি
৬৫। ‘ক’ এর প্ররোচনার ‘খ’ কুন করার উদ্দেশ্যে ‘গ’ -কে ছুরিকাঘাত করে। ‘গ’ চিকিৎসাস্তে সুস্থ হইয়া উঠে ‘ক’ নি¤েœর কোন  আপরাধ করিয়াছে? ক) গুরুতর আঘাতের প্ররোচনা খ) নরহত্যার প্ররোচনা গ) খুন করার প্ররোচনা ঘ) ‘গ’ সুওয়ার কোন আপরাধ হয় নাই
৬৬। ‘ক’, ‘খ’ -কে নিহত করিবার উদ্দেশ্যে তাহার প্রতি গুলিবষর্ণ করে, ফলে ‘খ’ -এর মৃত্যু  হয়।
‘ক’ -কি আপরাদ করিয়াছে? ক) নরহত্যা খ) অপরাধধজনক নরহত্যা গ) খুন ঘ) আত্মহত্যায় সহায়তা করণ।
৬৭। দন্ডবিধির ২৯৯ ধারায় কয়টি ব্যাখ্যা আছে?    ক) একটি খ) ২টি গ) ৩টি ঘ)৪টি
৬৮। দন্ডবিধির ৩০৪ এ ধারার অপরাধ (অবহেলার ফলে ঘটিত মৃত্যু) কোন আদালত কর্তৃক বিচার্য?
ক) হাইকোর্ট বিভাাগ  খ) দায়রা আদালত   গ) চীফ জুডিসিয়াল ম্যাজিষ্টেট ঘ) চীফ মোট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট
৬৯। দন্ডবিধির ৩০৬ ধারার অপরাধ (আত্ম হত্যার সহায়তাকরণ) কোন আদালত কর্তৃক বিচার্য?
ক) দায়রা আদালত খ) বিশেষভাবে ক্ষতা প্রাপ্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্টেপট বা চীফ জুডিসিয়াম ম্যাজিষ্ট্রেট
গ) বিশেষভাবে ক্ষমতা প্রাপ্ত প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট ঘ) ‘ক’ বা‘খ’ বা ‘গ’ -এ বর্ণিত যে কোন একটি আদালত।
৭০। চুরি কোন প্রকৃতির আপরাধ?  ক) আমলযোগ্য খ) আমলের আযোগ্য গ) ‘ক’ বা ‘খ’ - এ বণিত যে কোন একটি ঘ) কোনটাই নহে
৭১। কেরানী বা চাকর কৃর্তক মনিবের সম্পত্তি চুরি সম্পর্কিত দন্ডবিধির ধারা কত? ক) ৩৭৮ ধারা খ) ৩৭৯ ধারা গ) ৩৮০ ধারা ঘ) ৩৮১ ধারা
৭২। মৃত্যু, আঘাাত, আটকের প্রন্ততি ািনবার পর চুরি অনুষ্টান সম্পর্কিত দন্ডবিধির ধারা কত?ক) ৩৭৯ ধারা খ) ৩৮০ ধারা গ) ৩৮১ ধারা ঘ) ৩৮২ ধারা
৭৩। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণের শাস্তি কি?
ক) দুই বঃর পর্যন্ত হইতে পারে এইরূপ যে কোন বর্ণনার কারাদন্ড খ) অর্থদন্ড গ) ‘ক’ ও ‘খ’ উভয়বিধ দন্ড ঘ) ‘ক’ বা ‘খ’ বা ‘গ’ -এ যে কোন একটি।
৭৪। নি¤েœাক্ত কোনটি অপরাধমূরক বিশ্বাস ভঙ্গের উপাদান?
ক) যিনি কোন সম্পত্তির অধিপত্যের ভার পাইয়াছেন খ) সম্পত্তি অধিপত্যের ভার পাইয়া যিনি আসাধাভাবে আত্মসাৎ করেন গ) সম্পত্তি অধিপত্যের ভার পাইয়া যিনি নিজের ব্যবহারে লাগান ঘ) ‘ক’ ‘খ’ বা ‘গ’ -এ বর্ণিত সবগুলি
৭৫। অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি কি?
ক) তিন বৎসর পর্যসন্ত হইতে পরে এইরূপ যে কোন বর্ণনার কারাদন্ড খ) অর্থদন্ড গ) ‘ক’ ও ‘খ” উবয়বিদ দন্ডঘ) ‘ক’ বা ‘খ’ বা ‘গ’ -  বর্ণিত যে কোন একটি
৭৬। কোন কাজটি প্রতারণা হিসাবে গণ্য হইবে?
ক) কোন ব্যক্তিকে প্রতারণামূলকভাবে ফাঁকি দিলে খ) ফাঁকি প্রদত্ত ব্যক্তিকে কোন ব্যক্তির নিকট কোন নসম্পত্তি সমর্পণ করিতে প্ররোচিত করিলে গ) কোন ব্যক্তিকে এমন কাজ করিতে বা করা হইতে বিরত থাকিতে প্রবৃত্ত কে যাহা সে ফাকি প্রদত্ত প্রদত্ত  না হইলে  করিত না বা করা হইতে বিরত থাকিত না ঘ) ‘ক’ বা ‘খ’ বা ‘গ’ -এ বর্ণিত সবগুলি
৭৭। প্রতারণা ও সম্পত্তি সমর্পণ করিবার জন্য আসাধুভাবে প্রবৃত্তি করার শাস্তি কি?
ক) দম বৎসর পর্যন্ত হইতে পারে এইরুপ সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড খ) সাত বৎসর পর্যন্ত হইতে পারে এইরুপ সশ্রম কারদান্ড ও অর্থদন্ড গ) তিন বৎসর পর্যন্ত হইতে পারে এইরুপ সশ্রম কারদান্ড ও অর্থদন্ড ঘ) কোনটিই নয়
৭৮। নিচের কোনটি চোরাই মাল নহে? ক) চুরি করিয়া পাওয়া সম্পত্তি খ) বিশ্বাসভঙ্গমূলে গৃহীত সম্পত্তি গ) ডাকতির মাধ্যামে মম্পত্তি ঘ) বলপূর্বক গৃহীত সম্পত্তি
৭৯। চুরি বলিয়া গণ্য হইবে, যদি কোন ব্যক্তি, অপর কোন ব্যক্তির কোন অস্থাবর সম্পক্তি ক) অসম্মতিতে খ) অসাধুভাবে গ) আপসারণ বরে ঘ) ‘ক’ ‘খ’ ও ‘গ’ -এ বর্ণিত সবগুলি
৮০। আত্মরক্ষার অধিকার কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায় না?
ক) সরকারী কর্মচারীর আইন বর্হিভূত কোন কাজ যদি মৃত্যুর আশঙ্ক সৃষ্টি না করে খ) সরকারী কর্মচারীর বর্হিভূত কোন কাজ যদি গুরুতর আঘাতের আশঙ্কা সৃষ্টি না করে গ) সরকারী কর্তৃপক্ষের নিকট আশ্রয় নিবার সুস্থ থাকিলে ঘ) ক, খ, ও গ এ বর্ণিত সকল ক্ষেত্রে
৮১। আত্মরক্ষার অধিকারের ক্ষেত্রে বিধি-নিষেধ বা অধিকার প্রয়োগের সীমা সম্পর্কিত দন্ডবিধির ধারা কত? ক) ৯৬ ধারায়, খ) ৯৭ ধারায় গ) ৯৮ ধারায় ঘ) ৯৯ ধারায়
৮২। দন্ডবিধির ১০০ ধারার বিধান কি? ক) শরীর ও সম্পত্তি সম্পর্কিত আত্মরক্ষার অধিকার খ) দেহের আত্মরক্ষার অধিকারে যখন মৃত্যু পর্যন্ত ঘটানো যায়
গ) যে সকল কাজের  বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োজ করা যায় না ঘ) কোনটিই নহে
৮৩। যে ব্যক্তি বাংলাদেশের সহিত মৈত্রীসূত্রে আবদ্ধ কোন এশীয় শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে, সেই ব্যক্তির শাক্তি কি হইবে?
ক) মৃত্যুদন্ড খ) যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ড গ) যে কোন বর্ণনার অনধিক সাত বৎসর কারাদন্ড ও অর্থদন্ড ঘ) খ বা গ
৮৪। বাজবন্দী বা যুদ্ধবন্দীকে পলায়নে সাহায্য করা, উদ্ধার করা আশ্রয় দান করা সম্পর্কিত দন্ডবিধির ধারা কত? ক) ১২৭ ধারা খ) ১২৮ ধারা গ) ১২৯ ধারা ঘ) ১৩০ ধারা
৮৫। কিসের ভিত্তিতে কোন আদালত রাষ্ট্রবিরোধী অপরাধ বিচারের জন্য গ্রহণ করিবেন?
ক) সকারের নালিশের ভিত্তিতে খ) ক্ষমতাপ্রাপ্ত সরকারী কর্মচারীর নালিশের ভিত্তিতে  গ) ক বা খ ঘ) যে কোন ব্যক্তির নালিশের ভিত্তিতে
৮৬। রাষ্ট্রবিরোধী অপরাধের জন্য মামলা হইবে- ক) জি, আর, কেস খ) সি, আর কেস গ) দেওয়ানী মোকদ্দমা ঘ) মানবতা বিরোধী মামলা
৮৭। কোনটি বে-আইনী সমাবেশ হিসাবে গণ্য হইবে?
ক) পাঁচ বা ততোধিক ব্যক্তি কর্তৃক খ) সরারী কর্মচারীকে ভয়াভিভূত করা গ) আইন প্রয়োগ বাধাদান করা ঘ) অনধিকার প্রবেশ করা
৮৮। বে-আইনী সমাবেশের শাস্তি কি?
ক) ছয় মাস পর্যন্ত হইতে পারে এইরূপ যে কোন বর্ণনার কারাদন্ড খ) অর্থদন্ড গ) ক ও খ উভয়বিধ দন্ড ঘ) ক, খ, গ এ বর্ণিত যে কোন একটি
৮৯। মারাত্মক অস্ত্রে সজ্জিত হইয়া বেআইনী সমাবেশে যোগদানের  শাস্তি কি?
ক) দুই বৎসর পর্যন্ত হইতে পারে এইরূপ যে কোন বর্ণনার কারাদন্ড খ) অর্থদন্ড গ) ক ও খ উভয়বিধ দন্ড ঘ) ক, খ ও গ এ বর্ণিত যে কোন একটি
৯০। দাঙ্গার শাস্তি (চঁহরংযসবহঃ ভড়ৎ জরড়ঃরহম) কি?
ক) দুই বৎসর পর্যন্ত হইতে পারে এইরূপ যে কোন বর্ণনার কারাদন্ড খ) অর্থদন্ড গ) ক ও খ উভয়বিধ দন্ড ঘ) ক, খ ও গ এ বর্ণিত যে কোন একটি
৯১। মারাত্মক অস্ত্রে সজ্জিত হইয়া দাঙ্গার শাস্তি কি?
ক) তিন বৎসর পর্যন্ত হইতে পারে এই রূপ যে কোন বর্ণনার কারাদন্ড খ) অর্থদন্ড গ) ক ও খ উভয়বিধ দন্ড ঘ) ক, খ ও গ এ বর্ণিত যে কোন একটি
৯২। মারামারির শাস্তি কি?
ক) এক মাস পর্যন্ত হইতে পারে এইরূপ যে কোন বর্ণনার কারাদন্ড খ) একশত টাকা পর্যন্ত অর্থদন্ড গ) ক ও খ উভয়বিধ দন্ড ঘ) ক, খ ও গ- এ বর্ণিত যে কোন একটি
৯৩। দন্ডবিধির ১৪৯ ধারায় কোনটি সম্পর্কে  বিধান বর্ণিত আছে? ক) সাধারণ  অভিপ্রায় খ) সাধারণ উদ্দেশ্য গ) দুস্কর্মের সহায়তা ঘ) বেআইনী সমাবেশ
৯৪। বেআইনী সমাবেশে কমপক্ষে কতজন লোক জমায়েত হইতে হইবে?ক) ২ জন খ) ৩ জন গ) ৫ জন ঘ) ১০ জন
৯৫। বে-আইনী সমাবেশে সব্র্ােচ্চ কতজন লোক জমায়েত হইতে হইবে? ক) ৫ জন খ) ৫০ জন গ) ৫০০ জন ঘ) সুনির্দিষ্টতা নাই
৯৬। বেআইনী সমাবেশের  সর্বোচ্চ শাস্তি কোনটি?
ক) ছয় মাস সশ্রম করাদন্ড ও অর্থদন্ড খ) ছয় মাস বিনাশ্রম করাদন্ড ও অর্থদন্ড গ) দুই বৎসর সশ্রম করাদন্ড ও অর্থদন্ড ঘ) দুই বৎসর বিনাশ্রম করাদন্ড ও অর্থদন্ড
৯৭। কোনটি মারাত্মক অস্ত্র (অৎসবফ রিঃয ফবধফষু বিধঢ়ড়হ)? ক) পিস্তল খ) যে অস্ত্রে মানুষের মৃত্যু ঘটাইতে পারে, এইরূপ অস্ত্র গ) ছুরি ঘ) হকিষ্ট্রিক
৯৮। দাঙ্গা ইত্যাদি দমনকালে সরকারী কর্মচারীকে আক্রমণ বা বাধা দান করার শাস্তি কি? ক) তিন বৎসর পর্যন্ত হইতে পারে এইরূপ যে কোন বর্ণনার কারাদন্ড খ) অর্থদন্ড গ) ক ও খ ঘ) ক, খ, গ- এ বর্ণিত যে কোন একটি
৯৯। মারামারির ক্ষেত্রে সর্বনি¤œ সদস্য সংখ্যা কতজন? ক) একজন খ) দুইজন গ) পাঁচজন ঘ) নির্দিষ্টতা নাই
১০০। দন্ডবিধির ১৬০ ধারায় বর্ণিত অপরাধের  (মারামরি অনুষ্ঠান) প্রকৃতি কোনটি?
ক) আমল অযোগ্য অপরাধ খ) জামিনযোগ্য অপরাধ গ) মীমাংসাযোগ্য নহে ঘ) ক, খ ও গ- এ বর্ণিত যে কোন একটি

1 টি মন্তব্য:

  1. দন্ডবিধির ১৬০ ধারায় বর্ণিত অপরাধের (মারামরি অনুষ্ঠান) প্রকৃতি কোনটি?
    ক) আমল অযোগ্য অপরাধ খ) জামিনযোগ্য অপরাধ গ) মীমাংসাযোগ্য নহে ঘ) ক, খ ও গ- এ বর্ণিত যে কোন একটি

    উত্তরমুছুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়

১। দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়  ক) বিবাদী বাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা,খ) বাদী বিবাদী দত্তক পুত্র মর্মে ঘোষণাগ) বাদী-বিবাদী পালকপুত্র ম...