শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়


১। দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয় 

ক) বিবাদী বাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা,খ) বাদী বিবাদী দত্তক পুত্র মর্মে ঘোষণাগ) বাদী-বিবাদী পালকপুত্র মর্মে ঘোষনা,ঘ) উপরের সবগুলো ঘোষণা

২। পেনাল কোড এ বর্ণিত দীপান্তর এর শান্তি স্থলাভিষিক্ত করা হয় যে প্রকারের কারাদÐ দিয়ে তা হলোÑ

ক) ১০ বছর,খ) ২০ বছর,গ) ৩০ বছর,ঘ) যাবজ্জীবন।

৩। প্রতারণার সর্বোচ্চ শান্তি কি ?  ক) অর্থদÐ সহ ১ বছরের সশ্রম কারাদÐ ,খ) অর্থদÐ সহ ১ বছরের বিনাশ্রম কারাদÐ

গ) অর্থদÐসহ ৩ বছরের সশ্রম কারাদÐ,ঘ) অর্থদÐ সহ ৩ বছরের বিনাশ্রম কারাদÐ।

৪। অ রাস্তার উপর একটি সোনার আংটি কুঁড়ে পায়। মালিককে খুঁজে বের করার চেষ্টা না করেই বিক্রি করে। অ যে অপরাধে দোষী হবে তাÑক) চুরি খ) অপরাধমূলক বিশ^াসভঙ্গ,গ) দৃস্যুতা ঘ) অসাধুভাবে আত্মসাত।

৫। আদালত অর্থদন্ড অনাদায়ে কারাদÐ দিলে তা ১/৪ অংশের বেশী হবে না- 

ক) অপরাধের সর্বোচ্চ শাস্তির খ) অপরাধের সর্বনি¤œ শাস্তিরগ) আদালত প্রদত্র শাস্তির ঘ) আদালত কর্তৃক কার্যকর শাস্তির।

৬। ত এর সম্মতি ছাড়া তার দখল হতে অসাধুভাবে নিয়ে যাবার উদ্দেশ্যে ত এর জমিতে অ  একটি গাছ কাটে। এক্ষেত্রে অ   সংঘটন করে-ক) চুরি খ) দস্যুতা গ) দস্যুতা চেষ্টা ঘ) চুরির চেষ্টা

৭। বিচারিক আদালত একজন দÐতকে জামিন দিতে পারে যদি তার কারাদন্ডের মেয়াদ হয় অনধিক-

ক) ৩ বছর খ) ২ বছর           গ) ১ বছর ঘ) ৬ মাস

৮। নালিশী দরখাস্ত গ্রহনকালে নালিশকারীকে পরিক্ষা করা একজন ম্যাজিস্ট্রেটের জন্যÑ

ক) বাধ্যতামূলক খ) স্বেচ্ছাধীন গ) নির্দেশমূলক ঘ) বৈষম্যমূলক

৯। চুরি করতে গিয়ে আসামী যদি স্বেচ্ছাক্রমে আঘাত দেয়, তবে অপরাধটি হবেÑ

ক) বলপূর্বক আদয় খ) দস্যুতাগ) ডাকাতি ঘ) চুরি

১০। মৃত্যুদন্ডে দÐনীয় কোন অপরাধের তদন্ত যদি ১২০ দিনের মধ্যে সম্পন্ন না হয়, তবে আসামীÑ

ক) অব্যাহতি পেতে পারে  খ) শান্তি ভোগ করতে না হয়,গ) দÐিত হতে পারে       ঘ) জামিনে মুক্ত হতে পারে।

১১। বাতিলযোগ্য দলিল বাতিলের ডিক্রি প্রদানের ক্ষেত্রে দেওয়ানী আদালতের ক্ষমতাÑ

ক) নির্র্দেশনামূলক            খ) অবশ্যকরণীয়    গ) স্বেচ্ছাধীন ঘ) বাধ্যতামূলক

১২। সকল দেওয়ানী কার্যক্রমে কোন পক্ষের স্বামী বা স্ত্রী গন্য হবেÑ

ক) যোগ্য সাক্ষী খ) অযোগ্য সাক্ষী গ) সংশ্লিষ্প সাক্ষী ঘ) নিশ্চিত সাক্ষী

১৩। নি¤েœর কোন দলিলটি মধ্যমিক সাক্ষ্য হিসাবে গন্য হবে?

ক) মূল কিক্রয় দলিল খ) মূলবন্ধকী দলিলগ) মূল বিক্রয় দলিলে ফটোগ্রাফ ঘ) মূল বিক্রয় দলিলের খসড়া

১৪। একজন সহকারী জজের কোন ডিক্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করা য়াবেÑ

ক) জেলা জজ আদালতে খ) আপীল বিভাগেগ) দায়রা জজ আদালত ঘ) হাইকোর্ট বিভাগে 

১৫। তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য হয যেখানে কোন-

ক) দেওয়ানী কার্যক্রম আছে    খ) ফৌজদারী কার্যক্রম আছে গ) বিভাগীয় কার্যক্রম আছে    ঘ) সুনির্দিষ্ট আইন আছে।

১৬। দেওয়ানী আদালতের ডিক্রি জারির ক্ষেত্রে তামাদিও মেয়দ -

ক) ০১ বছর খ) ০৩ বছরগ) ০৫ বছর ঘ) ১২ বছর 

১৭। ডিক্রিদারের মৌখিক আবেদনের প্রেক্ষিতে জারি কার্যক্রম শুরু হতে পারে, যদি ডিক্রিটি হয়-

ক) অগ্রক্রয়ের খ) অর্থরগ) বন্ধকের ঘ) বন্টনের 

১৮। কোন মামলার আদালত রায়ের পূর্বে গেফতারী পরোয়ানা ইস্যু করতে পারে?

ক) বাটোয়ারা মামলায় খ) নিষেধাজ্ঞা মামলায়গ) ফোর ক্লোজারের মামলায় ঘ) অর্থের মামলায়।

১৯। নাবালকের পক্ষে কোন মামলা আসন্ন বন্ধু ছাড়া দায়ের করা হলে বিবাদী দরখাস্ত করতে পাওে আরজিটি খরচাসহ-

ক) খাবিজের জন্য      খ) নথি থেকে অপসারণের জন্য গ) ফেরত প্রদানের জন্য         ঘ) প্রত্যাখানের জন্য 

২০। কোন মামলার এবেটের আদেশ রদের জন্য মৃত বাদীর বৈধ প্রতিনিধি সরাসরি দরখাস্ত দায়ের করতে পারে?

ক) ১৫  দিনের মধ্যে খ) ৩০ দিনের মধ্যেগ) ৬০ দিনের মধ্যে ঘ) ৯০ দিনের মধ্যে

২১। প্রতিরোধমূঔশ প্রতিকার মঞ্জুর করা যেতে পারে-

ক) নিষেজ্ঞাদেশ দ্বারা খ) কোক্রাদেশ দ্বারা গ) ঘোষণামূলক আদেশ দ্বারা ঘ) নিলাম বিক্রর আদেশ দ্বারা।

২২। জেলা জজের আপীল এখতিয়ারবলে প্রচারিত ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কি?

ক) আপীল খ) রেফারেন্সগ) রিভিশন ঘ) রিভিউ।

২৩। অশীলযোগ্য ডিক্রির বিরুদ্ধে আপীল দায়েরের পূর্বেই উক্ত ডিক্রি স্থগিতের দরখাস্ত কোন আদালতে দাখিল করা য়াবে?

ক) রিভিশন আদালতেখ) রেফারেন্স আদালতগ) আপীল আদালত    ঘ) উক্ত ডিক্রি প্রচারকারী                  আদালত 

২৪। যদি বিবাদী আদালত কর্তৃক নির্ধারিত সময়ে লিখিত বর্ণনা দাখিল করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে  মামলাটি-

ক) খারিজ হবে খ) একতরফা নিম্পত্তি হবেগ) ডিক্রি হবে ঘ) দোতরফা নিষ্পত্তি হবে।

২৫। আদি এখতিয়ারসম্পন্ন  আদালতের একতরফা ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার হতে পারে-

ক) রিভিশন খ) রিভিউগ) রেফারেন্স ঘ) আফীল

২৬। প্রত্যেকটি আপীল মেমোতে স্বাক্ষর করবে-

ক) আপীলকারী বা তার উকিল খ) আপীলকারী এবং তার উকিল গ) উকিল এবং রেসপডেন্টঘ) আপীলকারী এবং রেসপডেন্ট।

২৭। বার কাউন্সিল কর্তৃক বিধি প্রণয়নের ক্ষেত্রে পূর্ব-অনুমোদন লাগবেÑ

ক) রাষ্ট্যপতির খ) প্রধান বিচারপতির গ) বার কাউন্সিলের চেয়ারম্যানের ঘ) সরকারের।

২৮। যদি কোন প্রার্থী তালিকাভুক্তির দরখাস্তে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রদান করে, তিনি তালিকাভুক্তির অযোগ্য হবেন-

ক) ৩ বৎসরের জন্য     খ) ৫ বৎসরের জন্য গ) ৬ বৎসরের জন্য      ঘ) ১ বৎসরের জন্য।

২৯। আদালতের কর্ম-সময়ের পর যে কোন জরুরী বিরোধীয় বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট আদালতের বিচারকের সাথে একজন নিযুক্তিয় এডভোকেটের যোগাযোগ করার উপযুক্ত পন্থা হলো-ক) বিচারকের সরকারী খাস কামরায় দেখা করাখ) প্রতিপক্ষের এডভোকেটকে সাথে নিয়ে বিচারকের সাথে দেখা করাগ) স্থানীয় বারের সভাপতিকে সাথে নিয়ে বিচারকের সাথে দেখা করা 

ঘ) এ ধরনের যোগাযোগ করা হতে বিরত থাকা।

৩০। একজন এডভোকেটের মামলা পারিচালনার দায়িত্ব অন্য কোন এডভোকেটকে অর্পণ করবে, যদি তাকে মক্কেলের পক্ষে প্রদান করতে হবে-ক) কোন দলিল সত্যয়ন বিষয়েখ) কোন দলিলের হেফাজত বিষয়েগ) অভিযুক্ত প্রকাওে কোন প্রতারণামূলক দলিল সৃজন বিষয়েঘ) মামলায় উক্ত এডভোকেটের নিযুক্তির বিষয়ে।

৩১। সংবিধানের অষ্টম সংশোধনী মামলায় আপীল বিভাগ এ মর্মে ঘোষণা করেন যে-ক) তত্ত¡াবাধায়ক সরকার পদ্ধডু অবৈধ।

খ) খন্দকার মোশতাক আহমেদ কর্তৃক জারীকৃত সামরিক আইন অবৈধ।গ) জেনারেল এইস.এম. এরশাদ কর্তৃক জারীকৃত সামরিক আইন অবৈধ।ঘ) রাজধানীর বাহিরে হাইকোর্ট বিভাগের ৬টি স্থায়ী বেঞ্চ স্থাপন অবৈধ।

৩২। কে পাবলিক চৎড়ংবপঁঃড়ৎ নিয়োগ করতে পারে?ক) রাষ্ট্রপতিখ) প্রধানমন্ত্রীগ) অ্যাটর্নী জেনারেল ঘ) সরকার

 ৩৩। একজন অভিযোগকারীকে ম্যাজিস্ট্রেট কর্তৃক পরীক্ষা করার প্রয়োজন হয় না, যদি অভিযোগকারী হয় এশটি-

ক) আর্থিক প্রতিষ্ঠান খ) বার কাউন্সিল গ) বার সমিতি          ঘ) আদালত

৩৪। নি¤েœর কোনটি গৌণ সাক্ষ্য নহে?ক) মূল দলিলের সার্টিফাইড কপি খ) মূল দলিলের প্রতিলিপিগ) সাব রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত বিক্রয় দলিলের অবিকল নকল।ঘ) দলিল দেখেছেন এমন ব্যক্তি কর্তৃক উক্ত দলিল সম্পর্কিত মৌখিক সাক্ষ্য।

৩৫। একটি দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যেতে পারে-ক) প্রাথমিক সাক্ষ্য দ্বারা খ) গৌন সাক্ষ্য দ্বারাগ) স্বয়ং দলিলটি দ্বারা 

ঘ) উপরের যে কোন একটি দ্বারা। 

৩৬। একটি মামলায় প্রতারণামূলক দলিল সৃজননের অীভযোগ করা হলে উক্ত মামলায় তামাদিও মেয়াদ গুনা শুরু হবে বাদীর-ক) অধিকার সম্পর্কে জ্ঞাত হওয়ার দিন হতেখ) প্রতারণা সম্পর্কে জ্ঞাত হওয়ার দিন হতে গ) দলিল সম্পর্কে জ্ঞাত হওয়ার দিন হতেঘ) মামলা সম্পর্কে জ্ঞাত হওয়ার দিন হতে।

৩৭। কোন ব্যক্তি সূর্যান্তের পওে ও সূর্যেদয়ের পূর্বে সিঁধ কেটে বা দরজা-জানালা ভেঙ্গে গৃহে প্রবেশ করলে সে ব্যক্তির অপরাধ হবে-ক) গৃহে অনধিকার প্রবেশখ) রাত্রিকালে গৃহে সিঁধকেটে বা দরজা-জানালা ভেঙ্গে অনধিকার প্রবেশ।গ) সঙ্গোপনে গৃহে প্রবেশ।ঘ) সিঁধকেটে বা দরজা-জানালা ভেঙ্গে গৃহে প্রবেশ।

৩৮। প্রতিটি দস্যুতা রয়েছে ক) চুরি এবং জোরপূর্বক সম্পত্তি খ) জোরপূর্বক সম্পত্তি আদয় এবং চুরিগ) চুরি অথবা জোরপুর্বক সম্পত্তি আদায়ঘ) ডাকাতি এবং চুরি

৩৯। ১ জুলাই, ২০০৪ তারিখে একটি রেজিস্ট্রিকৃত চুক্তির অনুবলে সুনির্দিষ্পভাবে চুক্তি বলবতের জন্য মামলা করার ক্ষেত্রে বাদীকে আরজীর সাথে দেয়ার প্রয়োজন ছিলক) চুক্তির অবশিষ্ট মূল্যের ২৫%খ) চুক্তির অবশিষ্ট মূল্যের ৫০%গ) অবশিষ্ট চুক্তিমূল্যঘ) কোন চুক্তি মূল্য দাখিল অপ্রয়োজনীয়

৪০। দলিল বাতিলের মামলায় বাদীকে উক্ত দাখিলের-ক) পক্ষ থাকার প্রয়োজন নাই খ) অবশ্যই পক্ষ থাকতে হবে 

গ) একজন সাক্ষী হতে হবেঘ) উপরের কোনটিই নয়।

৪১। কোনটি মূল দালিলিক সাক্ষ্য (চৎরসধৎু ঊারফবহপব)ক) ফটোস্ট্যাট কপিখ) দৈনিক পত্রিকাগ) কোন বস্তর ফটোগ্রাফঘ) সত্যায়িত কপি

৪২। ফৌজদারী মামলা চার্জ গঠনের ক্ষেত্রে অপরাধ সংক্রান্ত কোন তথ্যটি উল্লেখের প্রয়োজন নেই?

ক) সময় খ) স্থান গ) ঘটনা ঘ) শাস্তি

৪৩। দাÐবিধি অনুযায়ী আত্মরক্ষামূলক অধিকার প্রয়োগের মাধ্যমে অপরাধীর মৃত্যু ঘটানো যাই কোন ক্ষেত্রে?

ক) মানহানিখ) রাতের বেলায় ঘর ভেঙ্গে অনুপ্রবেশগ) আঘাতঘ) রাষ্ট্রদ্রোহিতা

৪৪।‘ক’ এর প্ররোচনার সরকারী কর্যচারী ‘খ’ তার জিম্মায় থাকা সরকারী টাকা আত্মসাত করেছে। ক এর কি শাস্তি হতে পারে? ক) কোন শাস্তি হবে না   খ) খ এর সমান শাস্তি গ) খ এর অর্ধেক শাস্তি    ঘ) খ এর দ্বিগুণ শাস্তি

৪৫। কোনটি গুরুতর আঘাত?ক) পায়ে রক্তাক্ত জখম  খ) হাতে জখমগ) পিঠে স্থায়ী ক্ষত ঘ) দাঁত ভেঙ্গে ফেলা। 

৪৬। ১৫ বছরের একটি ছেলের সম্মতিতে তার পড়া শোনার জন্য তাকে ‘ক’ বিদেশে নিয়ে যায়। দÐবিধি অনুসাওে ‘ক’ কোন অপরাধ করেছেন?ক) অপহরণ            খ) শিশু পাচারগ) বেঅইনী আটক     ঘ) মানব পাচার

৪৭। দোকান থেকে ঘড়ি চুরির সর্বোচ্চ কারদÐ হতে পারে?ক) ৬ মাসখ) ১ বছরগ) ৩ বছর ঘ) ৫ বছর

৪৮। রিভিশন মামলায় একটি ডিক্রি হাইকোর্ট বিভাগে বহাল হলে তা জাবীর জন্য কোন আদালতে দরখাস্ত করতে হয়?

ক) হাইকোর্ট বিভাগ     খ) আপীল আদালতগ) জেলা আদালতঘ) ডিক্রি প্রদানকারী আদালত 

৪৯। মামল দায়েরের জন্য একজন নাবালক নির্ধারিত তামাদিও অতিরিক্ত সময় পায় কত দিন?

ক) ৩ বছর           খ) ৬ বছরগ) ২১ বছর বয়স পর্যন্ত ঘ) সাবালকত্ব

৫০। কোন চুক্তিটি আদালতের মাধ্যমে বাস্তবায়নযোগ্য নয়? ক) জমি বিক্রয় চুক্তি  খ) রাস্তা নির্মাণের চুক্তি   গ) সিনেমার অভিনয়ে চুক্তি  ঘ) পরিবহন চুক্তি

 ৫১। পুলিশের নিকট আসামীর স্বীকারোক্তি কোন    ক্ষেত্রে সাক্ষ্য হিসাবে আদালতে গ্রহনযোগ্য হবে?

ক) ম্যাজিস্ট্রেটের  উপস্থিতিতে  খ) নিরপেক্ষ অসদাচরণগ) স্বীকারোক্তি মতে আলামত উদ্ধারঘ) স্বীকারোক্তি স্বেচ্ছামূলক হলে।

৫২। কোন কাজটি বাংলাদেশের বার কাউন্সিলের নয় ক) সনদ প্রদান  খ) পেশাগত অসদাচরণগ) আইন শিক্ষার উন্নয়ন     ঘ) অইনগত সহায়তা

৫৩। একজন মক্কেল তার নিযুক্তীয় আইনজীবীর পরামর্শ গ্রহণকালে স্বীকার কওে যে-সে  একটি দলিল জাল করেছে। এক্ষেত্রে নি¤েœর কোনটি সঠিক?ক) উক্ত স্বীকারোক্তি সাক্ষ্যে গ্রহণযোগ্য।খ) উক্ত স্বীকারোক্তি আইনত: অগ্রহণযোগ্য।

গ) উক্ত অননজীবী সাক্ষ্য দিয়ে স্বীকারোক্তিটি প্রমাণ করতে পারবে।ঘ) উক্ত স্বীকারোক্তি প্রমাণে অন্য সাক্ষীর সমর্থন প্রয়োজন।

৫৪। নিষেধাজ্ঞার ডিক্রি জাবির দরখাস্ত দাখিলের মেয়াদকাল গুনা করা হয়-

ক) ডিক্রির স্বাক্ষরের তারিখ হতে খ) ডিক্রি অমান্য করার তারিখ হতেগ) ডিক্রি কার্র্যকর করার তারিখ হতেঘ) ডিক্রির সইমহুরী নকল প্রাপ্তির তারিখ হতে 

৫৫। নি¤েœর কোন ক্ষেত্রে কোন মামলা এ্যাবেট হবার কারণ উদ্ভব হতে পারে?ক) প্রতিদ্ব›িদ্বপক্ষের মৃত্যু     খ) প্রতিদ্ব›িদ্বপক্ষের দেশান্তরগ) প্রতিদ্ব›িদ্বপক্ষের দেওলিয়াত্ব  ঘ) পূর্বোক্ত সবগুলো কারণে

৫৬। মধ্যস্থতার মাধ্যমে প্রদত্ত আপোষ ডিক্রির কারণে কোন পক্ষ সংক্ষুব্ধ হলে, তার প্রতিকার নি¤েœর কোনটি?

ক) হাইকোর্ট বিভাগে রিভিশন খ) হাইকোর্ট দেশান্তরগ) জেলা জজ আদালতে রিভিশন     ঘ) পূর্বেঠক্ত সবগুলো কারণে

৫৭। নি¤েœর কোনটি ঈড়মহরুধনষব অপরাধ?ক) দাঙ্গ-হাঙ্গামা                খ) ভয় দেখানোগ) স্বেচ্ছায় আঘাত করা        ঘ) স্বামী কর্তৃক যৌতুক দাবী

৫৮। নি¤েœর কোন ক্ষেত্রে রিভিউ দরখাস্ত দাখিল করা য়ায় না? 

ক) কোন ডিক্রি রিভিউ এর আদেশের বিরুদ্বে।খ) আপীলযোগ্য কিন্তু আপীল করা হয় নাই এমন ডিক্রির বিরুদ্ধে।

৫৯। ‘জ’ মিথ্যা কুৎসা রটনার ভয় দেখিয়ে ‘ঝ’ কে ১ লাখ টাকা দিতে বাধ্য করে।‘জ’ নি¤েœর কোন অপরাধ করেছে?ক) দুস্যতা   খ) প্রতারণাগ) বলপূর্বক গস্খহণ ঘ) চুরি

৬০) সুপ্রীমকোর্টেও হাইকোর্ট বিভাগের নি¤œবর্ণিত কোন দÐাদেশের বিরুদ্ধে আপীল বিভাগে অধিকারবলে আপীল করা যাবে?

ক) যাবজ্জীবন কারাদР   খ) ১৪ বৎসর কারাদÐগ) ১০ বৎসর কারাদР  ঘ) উপরের কোনটিই নয়

৬১। নি¤েœর কোন ক্ষেত্রে দেওয়ানী কার্যবিধির অর্ডার ২৬ এর বিধান অনুযায়ী কমিশন ইস্যুর আদেশ দেয়া যায় না?

ক) স্থাবর সম্পত্তির ভাগ বন্টনখ) নালিশী জমি কোন নির্দিষ্ট দাগভুক্ত কিনা তা নির্ধারণ।গ) কোন দলিলে বর্ণিত জমি নির্দিষ্ট কোন দাগভুক্ত কিনা তা নির্ধারণ। 

ঘ) নালিশী জমিতে কোন পক্ষের স্বত্ব আছে কিনা তা নির্ধারণ।

৬২। বাংলাদেশের সংবিধানের তৃতীয় তফসীলে কয়টি পদে নির্ধাচিত বা নিযুক্তি ব্যক্তির শপথগস্খহণ বা ঘোষণাপত্র পাঠের বিষয়ে উল্লেখ আছে।

ক) ৭              খ) ৮গ) ৯                ঘ) ১০

৬৩। ঞযব ংঢ়বপরভরব ঢ়বৎভড়বসধহপব ড়ভ ধ পড়হঃৎধপঃ সধু নব ড়নঃধরহবফ নু ধহু ঢ়ধৎঃু ঃযবৎবঃড় বিধানটি ঞযব ংঢ়বপরভরব জবষরভ অপঃ. ১৮৭৭- এর কোন ধারায় বর্ণিত হয়েছে?

ক) ২৫(ধ)           খ) ২৭ (ধ) গ) ২৩(ধ)             ঘ) ১২(ধ)

৬৪। মৃতের ওয়ারিশ কায়েম সংক্রান্ত তামাদিও বিধানঞযব খরসরঃধঃরড়হ অপঃ-  এর কোন অৎঃরপষব এ বর্ণিত হয়েছে?

ক) ১৭৫                   খ) ১৭৬ গ) ১৭৭                 ঘ)১৭৮

৬৫। খবধংব ধমৎববসবহঃ এ অন্য কিছু না থাকলেখবধংব ড়ভ ধ ঢ়ৎবসরংবং মরাবহ ভড়ৎ ঃযব ঢ়ঁৎঢ়ড়ংব ড়ভ ঢ়ৎবঢ়ধৎরহম ড়ৎহধসবহঃং- এর ক্ষেত্রে ভাড়াটে উচ্ছেদ করতে গেলে কত দিনের নোটিশ দিতে হবে?

ক)    ১৫ দিন              খ)১ মাস গ)  ৩ মাস           ঘ)৬ মাস   

৬৬। ঞযব পড়ঁৎঃ সধু ঢ়ৎবংঁসব ঃযধঃ লঁফরপরধষ ধহফ ড়ভভরপরধষ ধপঃং যধাব নববহ ৎবমঁষধৎষু ঢ়বৎভড়ৎসবফ বিধানটি ঞযব ঊারফবহপব অপঃ, ১৮৭২ এর কোন  ঝবপঃরড়হ  এ বর্ণিত আছে?

ক) ৭৯                খ) ৮০  গ)১১৪(ব)         ঘ) ১১৪(ম) 

৬৭। দায়রা জজ কর্তৃক প্রদত্ত মৃত্যুদÐাদেশের বিরুদ্ধে আপীল সংক্রান্ত তামাদির বিধানখরসরঃধঃরড়হ অপঃ,১৯০৮  এর কত অৎঃরপষব এ বর্ণিত আছে।

  ক) ১৪৯                             খ)১৫০   গ) ১৭৭                          ঘ)১৭৮

৬৮। একতরফা শুনানিকৃত আপিল পুনঃশুনানির তামাদি সম্পর্কিত বিধান ঞযব খরসরঃধঃরড়হ অপঃ, ১৯০৮ এর কত অৎঃরপষব এ বর্ণিত আছে।

  ক) ১৬৯                              খ)১৭০  গ) ১৭৩                          ঘ)১৮১ 

৬৯। নি¤েœর কোন বিষয়টি পারিবারিক আদালতের এষতিয়ার বহির্ভূত?

ক) মুসলিম ফারায়েজ অনুযায়ী পারিবারিক সম্পত্তির বন্টনখ) বিবাহ বিচ্ছেদ  গ) এতিম সন্তানদেও অভিভাবকত্ব নির্ধারণ ঘ) হিন্দু বিবাহিত রমনীর খোরপোষের প্রাপ্যতা নির্ধারণ

৭০। চবহধষ পড়ফব প্রণয়নের উদ্দেশ্য গঠিত ১৮৩৭ সালের প্রথম ভারতীয় আইন কমিশনের সভাপতি ও কমিশনার কে বা কারা ছিলেন?

ক) সভাপতি হেস্টিংস, কমিশনার লর্ড ম্যাকুলে এবং ম্যাকলয়েড এন্ডারসন খ) সভাপতি লর্ড ম্যাকুলে এবং কমিশনার হেস্টিংস এবং ম্যাকলয়েড এন্ডারসন

গ) সভাপতি এন্ডারসন এবং কমিশনার লর্ড ম্যাকুলে ঘ) সভাপতি লর্ড ম্যাকুলে এবং কমিশনার ম্যাকলয়েড এন্ডারসন ও মিলেট

৭১।ঞযব ঊারফবহপব অপঃ, ১৮৭২ এর বিধান অনুযায়ী বিবাহ বিচ্ছেদেও পর তালাকপ্রপ্ত স্ত্রী কত দিনের মধ্যে সন্তান প্রসব করলে তা পূর্বের স্বামীর ঔরসজাত বৈধ সন্তান হিসাবে গণ্য হবে?

ক) ২৮০ দিন               খ) ৩১০ দিন গ) ৪০০দিন                 ঘ) ২১০ দিন 

৭২। ত্রিশ বছরের পুরাতন দলিল বিষয়ে অনুমান গ্রহণের বিধানঞযব ঊারফবহপব অপঃ, ১৮৭২ এর কোন ধারায়?

ক) ৯০ ধারা               খ) ৮৮ ধারা গ) ৮০ধারা                 ঘ) ৮৬ধারা

৭৩। দেওয়ানী মামলার তামাদিও বিষয়টি-

ক) আইন ও ঘঁনার মিশ্র প্রশ্ন         খ) আইনের প্রশ্ন গ) ঘটনার প্রশ্ন                        ঘ) অধিকারের প্রশ্ন

৭৪।ঞযব ঊারফবহপব অপঃ, ১৮৭২ এর কোন ধারা মতে অশালীন ও কুৎসাজনক প্রশ্ন করা যয় না?

ক) ১৫০ ধারা               খ) ১৫১ ধারা গ)১৫২ ধারা                 ঘ) ১৫৩ধারা

৭৫। ঞযব পড়ফব ড়ভ ঈরারষ চৎড়পবফঁৎব, ১৯০৮ এর ঙৎফবৎ-ঢঢও ৎঁষব ৯২ অনুসারে প্রদত্ত ঝবঃঃরহম ধংরফব ড়ৎ ৎবভঁংরহম ঃড় ংবঃ ধংরফব ধ ংধষব আদেশটি-

ক) রিভিশনযোগ্য                                 খ) আপীলযোগ্য গ) ১৫১ ধারার বিধান মতে রদ ও রহিতযোগ্য   ঘ) উপরের কোনটিই নয় 

৭৬। “ঢ়বৎংড়হং ভড়ৎ যিড়ংব বীধসরহধঃরড়হ পড়সসরংংরড়হ সধু রংংঁব” বিধানটি ঞযব পড়ফব ড়ভ পরারষ ঢ়ৎড়পবফঁৎব, ১৯০৮এর কোথায় বর্ণিত আছে?

ক) ঙৎফবৎ- ঢঢও খ) ঙৎফবৎ- ঢঢঠও ৎঁষব-৪ গ) ঙৎফবৎ-ঢঢঢওঢ            ঘ) ঙৎফবৎ-ওঢ ৎঁষব ১৩

৭৭।  অহ ধঢ়ঢ়বষষধঃব পড়ঁৎঃ ংযধষষ যধাব ঢ়ড়বিৎ ঃড় ঃধশব ধফফরঃরড়হধষ বারফবহপব ড়ৎ ঃড় ৎবয়ঁরৎব ংঁপয বারফবহপব ঃড় নব ঃধশবহ-বিধানটি ঞযব পড়ফব ড়ভ পরারষ ঢ়ৎড়ফঁপৎব, ১৯০৮এর কোথায় বর্ণিত আছে?

ক) ঙৎফবৎ ঢখও ৎঁষব ২৭         খ) ঙৎফবৎ-ঢষও ৎঁষব ১৭ গ) ঝবপঃরড়হ ১০৭                  ঘ) ঝবপঃরড়হ ৯৭

৭৮। ঞযব খরসরঃধঃরড়হ অপঃ,১৯০৮ এর তফসিলে কোনো মামলার তামাদিও সময়সীমা আলাদাভাবে উল্লেখ করা না থাকলে তার তামাদির মেয়াদ কত?

ক) ৩ বছর               খ) ৬বছর গ) ১২বছর              ঘ) ১ বছর

৭৯। দায়রা মামলা বিচারের কোন পর্যায় পর্যন্ত চার্জ পরিবর্তন করা যায়?

ক) রায় প্রচারের পূর্ব তারিখ পর্যন্ত       খ) আসামীকে ৩৪২ ধারার পরীক্ষার পূর্ব পর্যন্ত গ) যুক্তিতর্ক শ্রবণের পূর্ব পর্যন্ত ঘ) রায় প্রস্ততের সময় পর্যন্ত

৮০। দলিল রদের মোকদ্দমায় কোর্ট ফি কত?

ক) এ্যাড-ভ্যালোরেম        খ) নির্ধারিত ৩০০ টাকা গ) ২০০ টাকা               ঘ) আদালতের নির্দেশ মতে

৮১। গধংফবৎ ঐড়ংংধরহ মামলার অঁঃযড়ৎ ঔঁফমব কে?

ক) ঔঁংঃরপব গধযনঁন গঁৎংযবফ  খ) ঔঁংঃরপব অনঁ ঝধুববফ ঈযড়ফিযঁৎু

গ) ঔঁংঃরপব গড়ংঃধভধ কধসধষ ঘ) ঔঁংঃরপব ঝযধযধনঁফফরহ অযসবফ

৮২। আদালত যে সকল বিষয় ঔঁফরপরধষ ঘড়ঃরপব এ নিতে পারেন তা

ঞযব ঊারফবহপব অপঃ, ১৮৭২এর কোন ধারায় বলা হয়েছে?

ক) ৫৭               খ) ৫৬ গ) ৫৮               ঘ) ৫৯

৮৩।ঞযব পড়ফব ড়ভ পৎরসরহধষ ঢ়ৎড়পবফঁৎব, ১৮৯৮এর ঝবপঃরড়হ ৩৪২ এর কার্যক্রমে অবিযুক্তের দৃষ্টি আকর্ষণ করা হয়-

ক) চার্জশীটের প্রতি             খ) গঠিত চার্জের প্রতি গ) নির্ধারিত সাজার প্রতি        ঘ) প্রাপ্ত সাক্ষ্যের প্রতি

৮৪। অর্থদÐের বিরুদ্ধে আপীল চলাকালে আসামী মারা গেলে আপীলটি-

ক) এবেট হবে             খ) এবট হবে না  গ) খারিজ হবে              ঘ) প্রাপ্ত সাক্ষের প্রতি

৮৫। ঞযব পড়ফব ড়ভ ঈৎরসরহধষ ঢ়ৎড়পবফঁৎব, ১৮৯৮এর ংবপঃরড়হ ৪৭৬এর অধীনে ঈড়সঢ়ষধরহঃ দায়েরের আবেদন প্রত্যাখ্যান করে দেওয়ানী আদালত কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে- 

ক) আপীল করা যায়             খ) রিভিশন করা যায় গ) রিট করা যায়                  ঘ) কোনটিই নয়

৮৬। কোনো পক্ষ কর্তৃকঝবঃ-ড়ভভ  দাবী করা যেতে পারেÑ

ক) নিষেধাজ্ঞার মামলায়           খ) স্বত্বের  মামলায় গ) অর্থের মামলায়                 ঘ) বন্টনের মামলায়

৮৭। ‘অ’ সধশবং ধহ ধঃঃবসঢ়ঃ ঃড় ঢ়রপশ ঃযব ঢ়ড়পশবঃ ড়ভ ‘ু’ নু ঃযৎঁংঃরহম যরং যধহফ রহঃড় ‘ু’ং ঢ়ড়পশবঃ.’অ’ ভধরষং রহ ঃযব ধঃঃবসঢ়ঃ রহ পড়হংবয়ঁবহপব ড়ভ ‘ু’ং যধারহম হড়ঃযরহম রহ যরং ঢ়ড়পশবঃ. এটি চবহধষ পড়ফব এর কত ধারার অপরাধ?

ক) ১০৮                   খ) ৫১১    গ) ৩৭৯                  ঘ) কোন অপরাধ হয়নি

৮৮। ঞযব পড়ফব ড়ভ ঈৎরসরহধষ ঢ়ৎড়পবফঁৎব, ১৮৯৮এরঝবপঃরড়হ ২৪৯ এর অধীনে বিচার বন্ধ হলে অভিযুক্ত ব্যক্তি-

ক) খালাস পাবে                 খ) মুক্তি পাবে গ) অব্যহতি পাবে                ঘ) উপরের কোনটিই নয়

৮৯। একতরফা ডিক্রির বিরুদ্ধে বিবাদীর প্রতিকার কি?

ক) একতরফা ডিক্রি রদের আবেদন   খ) রিভিউ গ) আপীল                              ঘ) সবগুলো প্রতিকার বিদ্যমান

৯০। ‘ক’ ঘুসি মেরে ‘খ’ এর দাঁত ফেলে দেয়। ‘ক’ এর কৃত অপরাধ হল-

ক) সাধরণ জখম                 খ) মারাত্মক জখম গ) হত্যার প্রচেষ্টা                 ঘ) অনিচ্ছোকৃত জখম 

৯১। পুলিশ আসামীকে জামিন দিতে পাওে কত ধারায়?

ক) ১৬৯                   খ) ১৭০ গ) ১৭১                     ঘ) ১৭২

৯২। জামিন যোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর করতে পারে- ক) আদালত              খ) পুলিশ 

গ) জেলা জজ             ঘ) ক ও খ 

৯৩। পেনাল কোডের ৩৭৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ কোর্টেও অনুমতি সাপেক্ষে কে আপোষ করতে পারে?

ক) আসামী             খ) চুরি হওয়া সম্পাত্তির মালিক গ) ম্যাজিস্ট্রেট          ঘ) পাবলিক পসিকিউটর

৯৪। দÐবিধির কত ধারায় ঈড়ঁৎঃ ড়ভ ঔঁংঃরপব (বিচারালয়) এর সংঙ্গা প্রদান করা হইয়াছে?

ক) ১২ ধারায়                    খ) ১৯ ধারায় গ) ২০ ধারায়                      ঘ) ২৫ ধারায়

৯৫। বৈদেশিক চুক্তির ক্ষেত্রে তামাদি আইনের প্রয়োগ বিধানটি তামাদি আইনের কত ধারায় বর্ণিত আছে?

ক) ৮ ধারায়                খ) ১০ ধারাই  গ) ১১ ধারায়                ঘ) ১৩ ধারায়

৯৬। কোন আইনজীবীর বিরুদ্ধে পেশাগত অসদাচরণের জন্য “অভিযোগ” কাহার নিকট বর্ণিত আছে?

ক) বার কাউন্সিলে             খ) ট্রাইবুন্যালে গ) হাইকোর্টে                  ঘ) আপীল বিভাগে

৯৭। সাধারণত কোন আইনজীবীর বিরুদ্ধে বার কাইন্সিলে অভিযোগ দাখিল করিলে উক্ত অভিযোগ পত্রের সর্বশেষে কি থাকিতে হইবে?

ক) সত্যপাঠ               খ) সার্টিফিকেট গ) অঙ্গিকারনামা           ঘ) হলফ নামা

৯৮। বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি ও সহসভাপতি সম্পর্কে বিধান কোন অনুচ্ছেদে বর্ণিত হইয়াছে-

ক) ৩ অনুচ্ছেদে                খ) ৬ অনুচ্ছেদে গ) ৯ অনুচ্ছেদে                  ঘ) ১২ অনুচ্ছেদে

৯৯। আইজনীবী তালিকাভুক্তি কমিটি (ঊহৎড়ষসধহঃ পড়সসরঃঃবব) সম্পর্কিত বিধান কোন অনুচ্ছেদে বর্ণিত হইয়াছে-

ক) ১১ অনুচ্ছেদে             খ) ১১(ক) (১) অনুচ্ছেদে ) ১২(১)কঅনুচ্ছেদে       ঘ) ১৩(১)খ অনুচ্ছেদে

১০০। কোন এডভোকেট বার কাউন্সিলের সদস্যপদে থাকবেন না উপর্যপরি-

ক) ২ বারের বেশি              খ) ৩ বারের বেশি  গ) ৪ বারের বেশি               ঘ) ৫ বারের বেশি।




                 মডেল টেস্ট-২০ এর উত্তর 

০১-(ঘ) ০২-(ঘ) ০৩-(খ) ০৪-(ঘ) ০৫-(ক) ০৬-(ক) ০৭-(গ)

০৮-(ক) ০৯-(খ) ১০-(ঘ) ১১-(গ) ১২-(ক) ১৩-(গ) ১৪-(ঘ)

১৫-(ঘ) ১৬-(ঘ) ১৭-(খ) ১৮-(ঘ) ১৯-(খ) ২০-(ঘ) ২১-(ক)

২২-(গ) ২৩-(ঘ) ২৪-(খ) ২৫-(ঘ) ২৬-(ক) ২৭-(ঘ) ২৮-(খ)

২৯-(ঘ) ৩০-(ঘ) ৩১-(ঘ) ৩২-(ঘ) ৩৩-(ঘ) ৩৪-(গ) ৩৫-(ঘ)

৩৬-(খ) ৩৭-(খ) ৩৮-(গ) ৩৯-(ঘ) ৪০-(খ) ৪১-(খ) ৪২-(ঘ) 

৪৩-(খ) ৪৪-(খ) ৪৫-(ঘ) ৪৬-(ক) ৪৭-(গ) ৪৮-(ঘ) ৪৯-(ক) 

৫০-(গ) ৫১-(গ) ৫২-(ঘ) ৫৩-(গ) ৫৪-(ঘ) ৫৫-(গ) ৫৬-(ঘ)

৫৭-(ক) ৫৮-(ক) ৫৯-(গ) ৬০-(ক) ৬১-(ঘ) ৬২-(ঘ) ৬৩-(গ) 

৬৪-(খ) ৬৫-(গ) ৬৬-(গ) ৬৭-(খ) ৬৮-(ক) ৬৯-(ক) ৭০-(ঘ) 

৭১-(ক) ৭২-(ক) ৭৩-(ঘ) ৭৪-(খ) ৭৫-(ঘ) ৭৬-(খ) ৭৭-(গ)

৭৮-(খ) ৭৯-(ক) ৮০-(ক) ৮১-(গ) ৮২-(খ) ৮৩-(ঘ) ৮৪-(খ)

৮৫-(ক) ৮৬-(গ) ৮৭-(খ) ৮৮-(খ) ৮৯-(ঘ) ৯০-(খ) ৯১-(ক)

৯২-(ঘ) ৯৩-(খ) ৯৪-(গ) ৯৫-(গ) ৯৬-(ক) ৯৭-(ঘ) ৯৮-(খ)

৯৯-(খ) ১০০-(ক)














কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়

১। দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়  ক) বিবাদী বাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা,খ) বাদী বিবাদী দত্তক পুত্র মর্মে ঘোষণাগ) বাদী-বিবাদী পালকপুত্র ম...