বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭

একতরফা ডিক্রী অপরপক্ষকে নোটিশ প্রদান ছাড়া রদ করা যাইতে না-উক্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে?

১। একতরফা ডিক্রী অপরপক্ষকে নোটিশ প্রদান ছাড়া রদ করা যাইতে না-উক্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে?
ক) অর্ডার ৯ রুল ১৪ খ) অর্ডার ৯ রুল ৫ খ) অর্ডার ৯ রুল ১২ ঘ) অর্ডার ৯ রুল ৯
২। পক্ষগণের ম্যধ বিচার্য বিষয় না থাকিলে মামলার প্রথম শুনানীতে আদালত মামলার রায় ঘোষণা করিতে পারেন উক্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আদেশ? ক) অর্ডার ১৫ রুল ১ খ) অর্ডার ১৫ রুল ১৫ খ) অর্ডার ১৪ রুল ১২ ঘ) অর্ডার ৯ রুল ৯
৩। মোকদ্দমা শুনানীর সময় মঞ্জুর ও মুলতবি রাখা বিষয বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে?
ক) অর্ডার ১৭ রুল ১ খ) অর্ডার ১৫ রুল ৫ খ) অর্ডার ১৪ রুল ১২ ঘ) অর্ডার ৯ রুল ৯
৪। দেওয়ানী মোকদ্দমায় বাদী বা বিবাদীর মৃত্যুতে মোকদ্দমা বিলুপ্ত সাধন হয় না- উক্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে/
ক) অর্ডার ২২ রুল ১ খ) অর্ডার ১৫ রুল ৫ খ) অর্ডার ১৪ রুল ১২ ঘ) অর্ডার ২২ রুল ৯
৫। দেওয়ানী মোকদ্দমায় বাদী বাব বিবাদী মৃত্যু বরণ করিলে তাহার বৈধ প্রতিনিধিকে মোকদ্দমায় পক্ষভুক্ত হইবার আবেদন না করিলে বাদী বা বিবাদীর অধিকার কি হয়? ক) অচল খ) খারিজ গ) ক ও খ ঘ) কোনটি নয়
৬। কোর্ট ফি ব্যতীত দেওয়ানী মোকদ্দমা রুজু করিতে পারেন কে? ক) ধনী ব্যক্তি খ) শিক্ষক গ) ্আইনজীবী ঘ) নিঃস্ব ব্যক্তি
৭। দেওয়ানী মামলা কাকে বলে? ক) সকল প্রকার সম্পত্তি মামলাকে খ) সকল প্রকার স্বত্ত্বের মামলাকে
গ) সকল প্রকার জমির মামলাকে ঘ) সকল প্রকার অধিকারের মামলাকে
৮। ‘আদালতে পক্ষগণের ম্েযধ যে বিষয়টি নিষ্পত্তি করেছে, সেই পক্ষগণের মধ্যে ঐ বিষয়ে পুনরায় মামলা চলবে না’- এটা কোন নীতি?
ক) মামলা স্থগিতকরণ খ) রেস সাবজুডিস গ) রেস জুডিকাটা ঘ) ক ও খ
৯। আরজি প্রত্যাখ্যান কিসের মধ্যে অর্ন্তভূক্ত? ক) আদেশ খ) রায় গ) সিদ্ধান্ত ঘ) ডিক্রী
১০। অপসংযোজন  হলো- ক) ভূল করে কাউকে মামলার পক্ষ না করলে
খ) ভূল করে কাউকে মামলার পক্ষ করলে গ) সন্দেহবশতঃ কাউকে মামরার পক্ষ করলে ঘ) ক ও গ
১১। বাদীর আরজি দাখিল করিতে হয় কিসের মাধ্যমে? ক) সত্যপাঠ খ) হলফনামা গ) এফিডেভিট ঘ) কোনটি নয়
১২। প্রত্যেক আরজি জবাব মোকদ্দমার পক্ষ এবং তার এডভোেেকট কর্তৃক স্বাক্ষরিত হতে হবে-উক্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে?
ক) অর্ডার ৬ রুল ১৪ খ) অর্ডার ৬ রুল ৫ গ) অর্ডার ৬ রুল ১০(৫) ঘ) অর্ডার ৬ রুল ৩
১৩। বিবাদীর লিখিত জবাব দাখিল করিতে হয় কিসের মাধ্যমে? ক) সত্যপাঠ খ) হলফনামা গ) এফিডেভিট ঘ) কোনটি নয়
১৪। বিবাদীর হাজিরা ও জবাব দানের জন্য মসনে নির্ধারিত তারিখে পক্ষগণের হাজির হইতে হইবে উক্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে?
ক) অর্ডার ৯ রুল ১ খ) অর্ডার ৬ রুল ৫ গ) অর্ডার ৬ রুল ১ ঘ) অর্ডার ৬ রুল ৩
১৫। বাদী খরজ প্রদান না করার দরুন সমন জারী না হইয়া থাকিলে মোকদ্দমা খারিজ করা যায় উক্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে? ক) অর্ডার ৯ রুল ২ খ) অর্ডার ৬ রুল ৫ গ) অর্ডার ৯ রুল ১ ঘ) অর্ডার ৬ রুল ৩
১৬। বাদী বা বিবাদী কোন পক্ষই নির্ধারিত দিনের আদালতে হাজির না হইলে আদালত মামলা খারিজের আদেশ প্রদান করিতে পারিবেন উক্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে? ক) অর্ডার ৯ রুল ৩ খ) অর্ডার ৯ রুল ৫ গ) অর্ডার ৯ রুল ১ ঘ) অর্ডার ৬ রুল ৩
১৭। অনুপস্থিতির কারণে কোন মোকদ্দমা খারিজ বা একতরফা ডিক্রী হইলে একই আদালতে একই মোকদ্দমা পূর্নবহালের আবেদনকে কি বলে?
ক) ছানী মোকদ্দমা খ) আপীল গ) রিভিশন ঘ) কোনটিই নয়
১৮। বাদী-বিবাদী উভয়ে হাজির না হওয়ার কারণে আদালত কর্তৃক মোকদ্দমা খারিজ হইলে খারিজ মামলা পূনঃজ্জীবিত করার জন্য দেওয়ানী কার্যবিধির কোন বিধান অনুসারে করিতে হইবে? ক) অর্ডার ৯ রুল ৪ খ) অর্ডার ৯ রুল ৫ গ) অর্ডার ৯ রুল ৩ ঘ) অর্ডার ৬ রুল ৩
১৯। বিনা জারিতে সমন ফেরত আসিলে বাদীপক্ষ কত দিনের মধ্যে নতুন করিয়া সমন দেওয়ার আবেদন না করিলে মামলা খারিজ হইবে?
ক) ১৪ দিন খ) ২১ দিন গ) ৩ মাস ঘ) ৩০ দিন
২০। বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রী হইলে, ডিক্রী প্রদানকারী আদালতে উক্ত ডিক্রী রদ করার সময়সীমা কত দিন? ক) ১৪ দিন খ) ২১ দিন গ) ৩ মাস ঘ) ৩০ দিন
২১। দ-বিধি নিন্ম লিখিত কোন ব্যাক্তির জন্য প্রযোজ্য? ক) বাংলাদেশী নাগরিক খ) বাংলাদেশে অবস্থানকারী কোন বিদেশী নাগরীক গ) বাংলাদেশে নিবন্ধন কৃত কোন জাহাজ বা বিমানে অবস্থানরত কোন ব্যাক্তি ঘ) সবগুলি
২২। দ-বিধি কাহাদের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না? ক) বিদেশী রাষ্ট্রপ্রধানগন,  খ) যুদ্ধবন্ধী,
গ) বাংলাদেশের অমন্ত্রীনে আগত বিদেশী সেনাবাহিনী  ঘ) সবগুলি
২৩।মালেশিয়ার আঞ্চলিক সমুদ্র সীমায় বাংলাদেশের রেজিষ্ট্রিকৃত একটি জাহাজে যদি মালেশিয়ার কোন নাগরিক কোন ব্যক্তিকে খুন করে , সেক্ষেত্রে কোন দেশের দ-বিধি অনুষারে উক্ত ব্যাক্তির বিচার হইবে?
(ক) বাংলাদেশের প্রচালিত দ-বিধি অনুষারে বিচার হইবে ,(খ) মালেশিয়ার প্রচালিত দ-বিধি অনুষারে বিচার হইবে ,(গ) আন্তরর্জাতিক আইন অনুষারে (ঘ) বাংলাদেশ ও মালেশিয়ার যৌথ  দ-বিধি অনুষারে বিচার হইবে ।
২৪। কোনটি অপরাধের স্থর হিসাবে গন্য হইবে? ক) অভিপ্রায়     খ) প্রস্তুতি    গ) উদ্দোগ বা প্রচেষ্টা      ঘ) সবগুলি।
২৫। দ-বিধির ৩৪ ধারা  প্রয়োগ করিতে হইলে দেখাইতে হইবে যে-
ক) কতিপয় ব্যাক্তি কতৃক কোন অপরাধ করা হইতেছে খ) উক্ত ব্যাক্তিগন উক্ত অপরাধ কর্ম করিতে ইচ্ছুক ছিল,
গ)  অপরাধ কর্মটি তাহাদের ইচ্ছার অংশ হিসাবে সংঘটিত হইয়াছে ঘ) সবগুলি।
২৬। কতিপয় ব্যাক্তি কতৃক একই অভিপ্রায় পুরনকল্পে কৃত কার্যাবলীর ক্ষেত্রে
ক) প্রত্যেকে এমন ভাবে দায়ী হইবে যেন উক্ত কাজ ব্যাক্তি কতৃক সম্পাদিত হইয়াছিল খ) প্রত্যেকে পৃথক পৃথকভাবে দায়ী হইবে গ) যে যতটুকু অপরাধ করিয়াছে ,সে ততটুকু দায়ী হইবে ঘ) প্রত্যেকের ভিন্ন ভিন্ন শাস্তি হইবে।
২৭। কোন ধারার অপরাধের ক্ষেত্রে যৌথ দায়িত্ব নীতি প্রতিফলিত হয়?
ক) ৩৯৪ ধারা  খ) ৩৯৫ ধারা গ) ৩৯৬ ধারা ঘ) সবগুলি
২৮। কে দুষ্কর্মের সহায়তাকারী ? (ক) যিনি কোন অপরাধ করেন, খ) যিনি অপরাধে সাহায্য করেন
গ) যিনি কোন বেআইনী কার্যবিরোততে সাহায্য করেন ঘ) খ ও গ উভয়টি।
২৯। দুষ্কার্মের সহায়তার শাস্তি কি ? ক) বিধিতে  বর্নিত না থাকলে ,যে অপরাধে সহায়াতা করা হয় সেঅপরাধের ব্যবস্থিত শাস্তি খ) বিধিতে বর্নিত অপরাধের শাস্তি গ) ক বা খ ঘ) কোনটি নয় ।
৩০। দুষ্কার্মের সহায়তার উপাদান কোনটি ? ক) দুষ্কার্মের সহায়তা খ) ষড়যন্ত্র গ) কর্মে সহায়তা ঘ) প্ররোচনা।
৩১। ৫ ধারামতে নিচের কোনটি সুনির্দিষ্ট প্রতিকার নয়?
ক) রিসিভার নিয়োগ খ) কোন একটি পক্ষকে যে কাজ করতে সে বাধ্য তা করতে নির্দেশ দেয়া
গ) কোন একটি পক্ষকে ক্ষতিপূরণ দেয়া ঘ) কোন সম্পত্তির দখল গ্রহণ করে তা তার দাবীদারের নিকট অর্পণ করা
৩২। কত ধারায় নিরোধক প্রতিকারকে সংজ্ঞায়িত করা হয়েছে?
ক) ৩ ধারায় খ) ৫ ধারায় গ) ৬ ধারায় ঘ) খ ও গ
৩৩। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারার অধীনে মামলার তামাদির মেয়াদ কত?
ক) ৬ মাস খ) ১ বছর গ) ১২ বছর ঘ) ৯০ দিন
৩৪। ৯ ধারার অধীনে মামলার তামাদির মেযাদ কত দিন? ক) ৬ মাস খ) ১ বছর গ) ১২ বছর ঘ) ৯০ দিন
৩৫। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের আলোচনা করা হয়েছে/ ক) ৮ ধারা খ) ৯ ধারা গ) ১০ ধারা ঘ) ১১ ধারা
৩৬। দখলের অধিকারী ব্যক্তি যদি দখলে না থাকেন তবে কোন ধারায় প্রতিকার চাইতে পারেন? ক) ৫ খ) গ) ৯ ঘ) ১২
৩৭। কত ধারায় দখল পুনরুদ্ধারের জন্য সরকারের বিরুদ্ধে মামলা করা যায়? ক) ৫ খ) গ) ৯ ঘ) ১২
৩৮। কোন ধারার মামলার ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপীল বা রিভিউ করা যাবে না? ক) ৫ খ) ৮ গ) ঘ) ১২
৩৯। কোন ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না? ক) ৫ খ) ৮ গ) ঘ) ১২
৪০। ৮ ধারার অধীন মামলায়- ক) আপীল করা যায় খ) রিভিউ করা যায় গ) আপীল/রিভিউ করা যাবে না ঘ) ক ও খ
৪১। যে সব চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় সেগুলো কত ধারায় বলা আছে?  ক) ৫ খ) ৮ গ) ৯ ঘ) ১২
৪২। যে চুক্তিগুলোর কার্য সম্পাদন আদালতের আদেশের মাধ্যমে সম্ভব নয়, সেটা কত ধারায় বলা আছে? ক) ১২ খ) ১৩ গ) ২১ ঘ) ২৯
৪৩। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ক্ষেত্রে ডিক্রি প্রদানের ক্ষমতা আদালতের- ক) ইচ্ছাধীন ক্ষমতা খ) বাধ্যকর গ) আইনগত ক্ষমতা ঘ) ক ও খ
৪৪। স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি রেজিষ্ট্রিকৃত না হলে আদালত চুক্তির কার্য সম্পাদনের- ক) আদেশ দিবেন না খ) আদেন দান ইচ্ছাধীন গ) প্রতিকার দিতে পারেন ঘ) আদেশ দিতে পারেন
৪৫। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা বা ধারাসমূহ অনুসারে একটি চুক্তির আংশিক পালন বলবৎ করা যায়? ক) ১৪ খ) ১৫ গ) ১৬ ঘ) সবগুলো
৪৬। ক্ষতির ভয় প্রদর্শন করে সম্পত্তি আদায় কত ধারার অপরাধ? ক) ধারা ৩৮১ খ) ধাা ৩৮২ গ) ধারা ৩৮৩ ঘ) ধারা ৩৮৪
৪৭। জোর পূর্বক সম্পত্তি আদায়ের শাস্তি কত ধারায়? ক) ধারা ৩৮১ খ) ধাা ৩৮২ গ) ধারা ৩৮৩ ঘ) ধারা ৩৮৪
৪৮। রাজপথে সূর্যাস্ত ও সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে দস্যুতার সর্বোচ্চ শাস্তি কি? ক) ৫ বছর কারাদন্ড খ) ১০ বছর কারাদন্ড গ) ১২ বছর কারাদন্ড ঘ) ১৪ বছর কারাদন্ড
৪৯। দস্যুতা সংঘটনের চেষ্টা বা উদ্যোগের শাস্তি কি? ক) ধারা ৩৯২ খ) ধারা ৩৮৩ গ) ধারা ৩৯৪ ঘ) ধারা ৩৯৬
৫০। দস্যুতা সংঘটনের চেষ্টা বা উদ্যোগের সর্বোচ্চ শাস্তি কি? ক) ৫ বছর কারাদন্ড খ) ৭ বছর কারাদন্ড গ) ৮ বছর কারাদন্ড ঘ) ১০ বছর কারাদন্ড
৫১। দস্যুতা সংঘটনের জন্য সদস্য সংখ্যা কত? ক) এক হতে চার জন খ) এক হতে পাঁচ জন গ) পাঁচ জন ঘ) সাত জন
৫২। দস্যুতা সংঘটনকালে ইচ্ছাপূর্বক আঘাত প্রদানের শাস্তি কত ধারায়? ক) ধারা ৩৮২ খ) ধারা ৩৮৪ গ) ধারা ৩৮৯ ঘ) ধারা ৩৯
৫৩। দস্যুতা সংঘটনকালে ইচ্ছাপূর্বক আঘাত প্রদানে শাস্তি কি? ক) যাবজ্জীবন কারাদন্ড খ) ৫ বৎসর পর্যন্ত কারাদন্ড গ) ৬ বৎসর পর্যন্ত কারাদন্ড ঘ) ১০ বৎসর পর্যন্ত কারাদন্ড
৫৪। ডাকাতির সংঘটনের জন্য সর্বনি¤œ কতজন ব্যক্তির প্রয়োজন? ক) পাঁচ জন খ) তিন জন গ) এক হতে চার জন ঘ) এক হতে পাঁচ জন
৫৫। ডাকাতি সংঘটনের জন্য সদস্য সংখ্যা কত ? ক) দুই বা ততোধিক খ) পাঁচ বা ততোধিক গ) পাঁজ জন ঘ) সাত জন
৫৬। ডাকাতির শাস্তি কত ধারাায় ? ক) ধারা ৩৯৪ খ) ধারা ৩৯৫ গ) ধারা ৩৯৬ ঘ) ধারা ৩৯৭
৫৭। ডাকাতির সর্বেচ্চি শাস্তি কি ? ক) যাবজ্জীবন কারাদ- খ) ৫ বৎসর পর্যন্ত কারাদ- গ) ৬ বৎসর পর্যন্ত কারাদ-    ঘ) ১০ বৎসর পর্যন্ত কারাদ-
৫৮। ডাকাতির মামলা কোন আদালতে বিচার্য? ক) দায়রা আদালত খ) যেকোন ম্যাজিষ্ট্রেট গ) মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ঘ) বিশেষ আদালত
৫৯। ডাকাতি করার প্রস্তুতির শাস্তি কত ধারায়? ক) ধারা ৩৯৭ খ) ধারা ৩৯৮ গ) ধারা ৩৯৯ ঘ) ধারা ৪০০
৬০। ডাকাত দলে থাকিবার শাস্তি দন্ডবিধির কত ধারায়? ক) ধারা ৩৯৭ খ) ধারা ৩৯৮ গ) ধারা ৩৯৯ ঘ) ধারা ৪০০
৬১। বাংলাদেশের বাইরে বসবাসরত কোন ব্যক্তিকে সাক্ষ্য দেয়ার জন্য আদারত- ক) অনুরোধপত্র দিবে খ) ডিক্রি দিবে গ) আদেম দিবে ঘ) সমন জারীর নির্দেশ দিবে
৬২। জারীকৃত সমন ডেলিভারী দেয়ার পর প্রাপ্তি স্বকারের জন্য কার স্বাক্ষর লাগবে ? ক) যিনি সমন গ্রহণ করেছেন খ) বিবাদীর গ) বিবাদীর প্রতিনিধির ঘ) উপস্থিত সাক্ষীর
৬৩। বিবাদী যদি সৈনিক, নাবিক বা বৈমানিক হয় তবে সমন প্রদানের জন্য কার নিকট পাঠানো হবে ?
ক) বিবাদীর পিতাকে  খ) বিবাদীর স্ত্রীকে   গ) বিবাদীর প্রতিনিধিকে ঘ) বিবাদীর কমান্ডিং অফিসারকে
৬৪। মোকাদ্দমার শুনানী সমাপ্ত হওয়ার পর কতদিনের মধ্যে আদালত প্রকাশ্যে রায় ঘোষণা করবে ? ক) যত তাড়াতাড়ি খ) তৎক্ষণাৎ গ) অনুর্ধ্ব ৭ দিন  ঘ) খ ও গ
৬৫। দেওয়ানী কার্যবিধির কোন ধারায় মূলতবির বিধান আছে ? ক) আদেশ ৭ খ) আদেশে ১৭ গ) আদেশ ১৬ ঘ) আদেশ ১৮
৬৬। প্রত্যাখিত আরজি কিভাবে পুনরুজ্জীবিত করা যায় ?ক) সংশোধন করে খ) পিটিশন দিয়ে গ) কোন ভাবেই সংশোধন করা যায় না ঘ) কোনটিই নয়
৬৭। মোকদ্দমার রায় সংশোধনের পরে আরজী সংশোধন করা যায় কি ? যায় খ) যায়না গ) ক ও খ ঘ) কোনটিই নয়
৬৮। দেওয়ানী মামলার বিবাদী কোনটি দাখিল করেন ? ক) আরজি   খ) জবাব গ) এজহার ঘ) ক ও খ
৬৯। দেওয়ানী মামলার বিবাদী কোনটি দাখিল করেন?ক) আদেশ ৬   খ) আদেশ ৭   গ) আদেশ ৮    ঘ) আদেশ ৯
৭০। খারিজকৃত মোকদ্দমা পুনরুজ্জীবিত করা যায় কখন ? ক) তামাদি আইন দ্বারা বারিত না হলে খ) বাদী উপযুক্ত কারণ প্রদর্শণ করে আদালতকে সন্তুষ্ট করলে গ) যে কোন সময় উপযুক্ত কারণ প্রদর্শন করে ঘ) ক ও খ
৭১। নিচের কোনটি সমন  জারীর পদ্ধতি ? ক) বিবাদীকে ব্যক্তিগতভাবে সমন প্রদান খ) বিবাদীর গৃহে সমন ঝুলিয়ে দেয়া গ) পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে সমন প্রদান  ঘ) উপরের সবগুলোই
৭২। ছানি মোকদ্দমা যিনি দায়ের করেন তাকে কি বলা হয়? ক) বাদী   খ) বিবাদী গ) দায়িক   ঘ) মজহর
৭৩। দেওয়ানী কার্যবিধি অনুসারে রেফারেন্স কে করতে পারে ? ক)  সংক্ষুব্ধ পক্ষ খ) যে কোন ব্যক্তি গ) মোকদ্দমা বা আপীল বিচারকারী বা ডিক্রীজারীকারক আদালত  ঘ) উপরের সবগুলোই
৭৪। দেওয়ানী কার্যবিধির কত ধারাতে আদালত রেফারেন্স এখতিয়ার প্রয়োগ করতে পারে ? ক) ১১০ ধারা খ) ১১২ ধারা গ) ১১৩ ধারা ঘ) ১১৪ ধারা
৭৫। “সোলে ডিক্রির বিরুদ্ধে আপীল চলে না”- উক্ত বিধান কোন ধারায় আছে ? ক) ধারা ৭৫(৩০) খ) ধারা ৯৬(১) গ) ধারা ৯৬ (৩) ঘ) কোনটিই নয়
৭৬। কোনটি আপীলযোগ্য ?  ক) রিভিউ আবেদন মঞ্জুর করার আদেশ  খ) রিভিউ আবেদন প্রত্যাখ্যানের আদেশগ) ক ও খ ঘ) কোনটিই নয়
৭৭। একতরফা ডিক্রির বিরুদ্ধে কী করা যায় ?  ক) আপীল করা যায় খ) রিভিউরা জন্য আবেদনকরা যায়  গ) রদ করার জন্য আবেদন করা যায় ঘ) উপরের সবগুলোই
৭৮। দেওয়ানী কার্যবিধির কত নং আধেশে আদালত কর্তৃক পক্ষগণের জবানবন্দি গ্রহণ সংক্রান্ত বিধান আছে ?
ক) আদেশ ১০ খ) আদেশ ১১ গ) আদেশ ১২ ঘ) আদেশ ১৩
৭৯। দেওয়ানী কার্যবিধির কোন আদেশে প্রথম শুনানীর দিনে মোকদ্দমা নিষ্পত্তি সংক্রান্ত বিধান আছে ?
ক) আদেশ ১৫ খ) আদেশ১৬ গ) আদেশ ১৭ ঘ) আদেশ ১৮
৮০। দেওয়ানী কার্যবিধির কোন আদেশে সাক্ষির সমন ও হাজিরা সংক্রান্ত বিধান আছে? ক) আদেশ ১৫ খ) আদেশ ১৬ গ) আদেশ ১৭ ঘ) আদেশ ১৮
৮১। ডিক্রীজারীর শেষ সীমা কত ? ক) ৩ বছর পর্যন্ত খ) ২ বছর পর্যন্ত গ) ১২ বছর পর্যন্ত ঘ) উপরোক্ত কোনটা নয়
৮২। দেওয়ানী কয়েদে আটক ব্যক্তির জামিন কত ধারায় ? ক) ৫৮ ধারা  খ) ৫৯ ধারা গ) ৫০ ধারা ঘ) ক ও খ উভয়ই ধারা
৮৩। খাজনা বা মুনাফাসহ বা ছাড়া স্থাবর সম্পত্তির পুনরুদ্ধারের  মোকদ্দমা কোন আদালতে দায়ের করিতে হইবে ?
ক) অর্থিক এখতিয়ার সম্পন্ন সর্ব নি¤œ আদালতে খ) বিষয় বস্তু যেখানে অবস্থিত সেখানে
গ) যে আদালতের স্থানীয় এখতিয়ারের মধ্যে সংশ্লিখ সম্পত্তি অবস্থিত ঘ) যে কোন দেওয়ানী আদালতে
৮৪। ‘ক’ চট্রগ্রামে বাস করে । সে ঢাকার আসিয়া ‘খ’ কে আঘাত করে। ‘খ’ ক্ষতিপুরনের জন্য মোকদ্দমা কোন আদালতে দায়ের করিবে ?
ক) যে স্থানে মোকদ্দমার  কারণ পূর্ণ বা আংশিক ভাবে উদ্ভুত সে স্থানের  আদালতে খ) ঢাকায় গ) চট্রগ্রামে ঘ) খ বা গ এ বর্ণিত যে কোন একটি আদালতে।
৮৫। দেওয়ানী কার্যবিধির ৬ আদেশে কতটি বিধি আছে ? ক) ১১টি খ) ১৫টি গ)১৮ টি ঘ) ৩১ টি
৮৬। আরজী খারিজের ক্ষেত্রে নতুন আরজী দাখিলের বিধান ? ক) ৬ আদেশের ১৩ বিধি খ) ৭ আদেশের ১৩ বিধি গ) ৬ আদেশের ১১বিধি ঘ) ৭ আদেশের ১১ বিধি
৮৭। নির্দেশ পলিনের ব্যার্থতার জন্য মোকদ্দমা খারিজের আদেশ  ? ক) ডিক্রী বলিয়া নন্য হইবে খ) আদেশ কলিয়া গন্য হইবে গ) ডিক্রী বলিয়া গণ্য হইবে না ঘ) খ ও গ উভয়ই
৮৮। কখন আদালত বিচাযৃ বিষয় প্রনয়ন করিবেন?
ক) মোকদ্দমার শুরুতেই খ) প্রথম শুনানীর১৫ দিনের মধ্যে গ) লিখিত জবাব দাখিলের ১৫ দিনের মধ্যে ঘ) খ ও গ যে কোন একটি
৮৯। বিচার্য বিষয় সংশেধন ও বাদ দেওয়া সংক্রান্ত বিধান ? ক) ৮ আদেশের ৫ বিধি খ) ৪ আদেশের ৪ বিধি গ) ১৪ আদেশের ৫ বিধি ঘ) ১৪ আদেশের ৬ বিধি
৯০। মোকদ্দমা খরিজ বা এক তরফা নিষ্পত্তির ক্ষেত্রে পুনঃবহালেন জন্য আবেদন পত্রের সাথে খরচাবাবদ জমাকৃত টাকা কে পাইবে ?
ক) বাদী খ) বিবাদী গ) অপর পক্ষ ঘ) রাষ্ট্র
৯১। কেন মোকদ্দমার কোন পক্ষ শুনানীর  জন্য নিধারিত তারিখের কত দিন পূর্বে কোন তথ্য স্বীকা উক্তির জন্য অপর পক্ষকে নোটিশ দিবেন?
ক) ১০ দিন খ) ৭ দিন গ) ৯ দিন ঘ) ১১ দিন
৯২। বাদীকে কত দিনের মধ্যে মোকদ্দমা খরচা বাবদ জমানত দিতে তহইবে ? ক) ৩০ দিন খ) ৬০ দিনগ) আদালত কর্তৃক নিধারিতসময় ঘ) কোন সময় নিধারিত নাই।
৯৩। শাসন তান্ত্রিক আইনের ব্যাখ্যা সম্পকে কোন মোকদ্দমায় সরকারকে বিবাদী হিসাবে যুক্ত করিলে সরকার উক্ত আদালতে ?
ক) মোকদ্দামার খরচ দাবী ধারার অধিকারী হইবে খ) মোত;ত্মার খরচ দাবী করার াধিকারী হইবে না গ) মোকদ্দমার খরচের জন্য দারী হইবে ঘ) উপরোক্ত কোনটাই নয়।
৯৪। কোন অপরাধ সংঘটনের জন্য শাস্তির বিধান কিন্তু উদ্যোগের জন্য শাস্তি আছে? ক) মারামারি খ) জালিয়াতি গ) ডাকাতি ঘ) আত্মহত্যা
৯৫। সূপ্রীম কোট আপীল করা সম্পকিত দেওয়ানী কার্যবিধিতে বিধান ? ক) ১০৭ ধারা খ) ১০৮ ধারা গ) ১০৯ ধারা ঘ)১১০ ধারা
৯৬। মোকদ্দমার বহতারোধ  সম্পর্কিত বিধান ? ক) ১০ ধারা খ) ১১ ধারা গ) ১২ ধারা ঘ) উপরোক্ত সবগুলো
৯৭। সর্ব প্রথম রিসিভার ব্যাবস্থার উৎপত্তি কোন দেশে হয় ?   ক) ভারতে খ) ইংল্যান্ডে গ) বাংলাদেশে ঘ) পাকিস্তানে
৯৮। কখন ডিক্রী জারীকারক আদালত ডিক্রীফেত দিবে ? ক) ডিক্রীটি দ্বার্থবোধক হলে  খ) আইনের দৃষ্টিতে ডিক্রীটি নিস্ফল হইলে গ) আদালতের এখতিয়ারের বাহিরে হইলে ঘ) উপরোক্ত যে কোন একটি বা সবগুলো।
৯৯। অস্থায়ী নিষেধাঙ্গা মঞ্জুরের বিরুদ্ধে প্রতিকার কি ? ক) রিভিশন খ) বিবিধ আপীল গ) রিভিউ ঘ) কোনটাই নয়।
১০০। অস্থায়ী নিষেধাঞ্জা না মঞ্জুরের বিরুদ্ধ প্রতিকার কি ? ক) রিভিশন      খ) বিবিধ আপীল গ) রিভিউ ঘ) কোনটাই নয়।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়

১। দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়  ক) বিবাদী বাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা,খ) বাদী বিবাদী দত্তক পুত্র মর্মে ঘোষণাগ) বাদী-বিবাদী পালকপুত্র ম...