১। বাংলাদেশের বাইরে বসবাসরত কোন ব্যক্তিকে সাক্ষ্য দেয়ার জন্য আদারত- ক) অনুরোধপত্র দিবে খ) ডিক্রি দিবে গ) আদেশ দিবে ঘ) সমন জারীর নির্দেশ দিবে
২। জারীকৃত সমন ডেলিভারী দেয়ার পর প্রাপ্তি স্বীকারের জন্য কার স্বাক্ষর লাগবে? ক) যিনি সমন গ্রহণ করেছেন খ) বিবাদীর গ) বিবাদির প্রতিনিধির ঘ) উপস্থিত সাক্ষীর
৩। বিবাদী যদি সৈনিক, নাবিক বা বৈমানিক হয় তবে সমন প্রদানের জন্য কার নিকট পাঠানো হবে?
ক) বিবাদীর পিতাকে খ) বিবাদীর স্ত্রীকে গ) বিবাদীর প্রতিনিধিকে ঘ) বিবাদীর কমান্ডিং অফিসাকে
৪। মোকাদ্দমার শুনানী সমাপ্ত হওয়ার পর কতদিনের মধ্যে আদালত প্রকাশ্যে রায় ঘোষণা করবে? ক) যত তাড়াতাড়ি সম্ভব খ) তৎক্ষণাৎ গ) অনুর্ধ্ব ৭ দিন ঘ) খ ও গ
৫। দেওয়ানী কার্যবিধির কোন ধারায় মূলতবির বিধান আছে? (ক) আদেশ ৭ (খ) আদেশ ১৭ গ) আদেশ ১৬ ঘ) আদেশ ১৮
৬। প্রত্যাখিত আরজি কিভাবে পুনরুজ্জীবিত করা যায়? ক) সংশোধন করে খ) পিটিশন দিয়ে গ) কোনভাবেই সংশোধন করা যায় না ঘ) কোনটিই নয়
৭। মোকদ্দমার রায় সংশোধনের পরে আরজী সংশোধন করা যায় কি? ক) যায় খ) যায়না গ) ক ও খ ঘ) কোনটিই নয়
৮। দেওয়ানী মামলার বিবাদী কোনটি দাখিল করেন ? (ক) আরজি (খ) জবাব (গ) এজাহার (ঘ) ক ও খ
৯। দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ সালের কত নং আদেশে লিখিত জবাবের বিবরণ দেয়া আছে ? ক) আদেশ ৬ খ) আদেশ ৭ গ) আদেশ ৮ ঘ) আদেশ ৯
১০। খারিজকৃত মোকদ্দমা পুনরুজ্জীবিত করা যায় কখন ?
ক) তামাদি আইন দ্বারা বারিত না হলে খ) বাদী উপযুক্ত কারণ প্রদর্শন করে গ) যে কোন সময় উপযুক্ত কারণ প্রদর্শন করে ঘ) ক ও খ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন