১। ম্যাজিস্ট্রেট ধারা ২০৫ এর উপধারা ১ অনুযায়ী আসামীর ব্যক্তিগত হাজিরা হতে রেহাই দিয়ে কার মাধ্যমে হাজির হওয়ার অনুমতি প্রদান করতে পারবেন ? (ক) এ্যাডভোকেট (খ) নিকট আত্মীয় (গ) যে কোন ব্যক্তি (ঘ) কোনটিই নয়
২। “ফরিয়াদী না থাকলে ম্যাজিস্ট্রেট মামলা যে কোন পর্যায়ে কারণ লিপিবদ্ধ করিয়া খালাস বা দ-ের রায় ঘোষণা না করিয়াই মামলার কার্যক্রম বন্ধ করিতে পারেন”-উক্ত বিধান কোন ধারায় আছে ? (ক) ধারা ২০২ (খ) ধারা ২৪৩ (গ) ধারা ২৪৯ (ঘ) ধারা ২৫৫
৩। ২৪৯ ধারা অনুযায়ী ফরিয়াদী না থাকার কারণে ম্যাজিস্ট্রেট যদি মামলার কার্যক্রম বন্ধ করেন তাহলে আসামীকে কী প্রদান করেন? ক) শাস্তি খ) অব্যাহতি গ) খালাস ঘ) ক ও খ
৪। ফৌজদারী কার্যবিধির ২৬০ ধারায় কোন প্রসঙ্গে বলা হয়েছে ? ক) চার্জ গঠন খ) অভিযোগ গঠন গ) সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা ঘ) কোনটিই নয়
৫। সংক্ষিপ্ত বিচারের পদ্ধতিতে কোন বিচার করলে উক্ত বিচারের সর্বোচ্চ শাস্তি কত দিন দিতে পারেন ? ক) ২ বৎসর খ) ৩ বৎসর গ) ৪ বৎসর ঘ) ৬ বৎসর
৬। “আসামীর উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করিতে হইবে” - উক্ত বিধান কোন ধারায় আছে ? ক) ধারা ২৫৩ খ) ধারা ৩৫৩ গ) ধারা ৩৫৫ ঘ) ধারা ৩৫৬
৭। ক্রোককৃত সম্পত্তি পুনরুদ্ধারের বা প্রত্যর্পনের আবেদন অগ্রাহ্য হলে তার বিরুদ্ধে কী করা যায় ? ক) আপীল খ) রিভিউ গ) রিভিশন ঘ) কোনটিই নয়
৮। ক্রোককৃত সম্পত্তি পুনরুদ্ধারের বা প্রত্যর্পনের আবেদন অগ্রাহ্য হলে তার বিরুদ্ধে আপীল কত ধারা অনুযায়ী করতে হবে ? ক) ধারা ৪০১ খ) ধারা ৪০৩ গ) ধারা ৪০৫ ঘ) ধারা ৪১১
৯। শাস্তি রক্ষা বা সদাচরণের মুচলেকার আদেশের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধির ধারা ৪০৬ অনুযায়ী কী করা যায় ? ক) আপীল খ) রিভিউ গ) রিভিশন ঘ) কোনটিই নয়
১০। “আসামীর দোষ স্বীকার কতিপয় ক্ষেত্রে আপীল চলিবেনা”-উক্ত বিধান কোন ধারায় আছে ? ক) ধারা ৪১১ খ) ধারা ৪১২ গ) ধারা ৪১৫ঘ) ধারা ৪১৯
উপকৃত হলাম
উত্তরমুছুন