১। দন্ডবিধি কোন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য?ক) বাংলাদেশী নাগরিক খ) বাংলাদেশে অবস্থানকারী বিদেশী নাগরিক
গ) বাংলাদেশে নিবন্ধনকৃত কোন জাহাজ বা বিমানে অবস্থানরত কোন ব্যক্তি ঘ) উপরোক্ত সবগুলো
২। কে জজ হিসাবে গণ্য হইবে? ক) সুপ্রীম কোর্টের বিচারকগণ খ) দায়রা আদালতের বিচারকগণ গ) ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারকগণ ঘ) উপরোক্ত সবগুলো
৩। দন্ডবিধির খসড়া প্রস্তুত হয় কোন সালে? ক) ১৮৩৪ সালে খ) ১৮৪৭ সালে গ) ১৮৬০ সালে ঘ) ১৮৬১ সালে
৪। নারী বলতে বুঝায়Ñক) যে কোন বয়সের স্ত্রীলোক খ) ১৮ বছরের বেশী বয়েসের স্ত্রীলোক গ) বিবাহিত স্ত্রীলোক ঘ) উপরোক্ত সবগুলো
৫। কোনটি দন্ডবিধির বিষয়? ক) অপরাধের সংজ্ঞা খ) পুলিশী কার্যক্রম গ) আপীল ঘ) জামিন সংক্রান্ত বিধান
৬। অপরাধের স্তর কয়টি? ক) ৩টি খ) ৪টি গ) ৫টি ঘ) ৬টি
৭। ক, খ, গ ও ঘ চার ব্যক্তি ঙ কে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পিত দিন তারিখ ও সময়ে তাহারা সকলে মিলিয়া ঙ কে হত্যা করে। ঘ সহ উক্ত চার
ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোর্টের ৩০২ ধারার সাথে নি¤েœর কোন ধারাটি প্রাসঙ্গিক?ক) ১৩৪ ধারা খ) ৩৪ ধারা গ) ১২০ এ ধারা ঘ) ১৪৯ ধারা
৮। দুস্কর্যের সহায়তার উপাদান কয়টি? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
৯। মৃত্যুদন্ড কার্যকর করার পদ্ধতি কোন আইনে বর্ণিত হইয়াছে?ক) দন্ডবিধি খ) ফৌজদারী কার্যবিধি গ) কারাবিধি ঘ) উপরোক্ত সবগুলো
১০। কি ধরণের কারাদন্ডের নির্জন করাবাস দেওয়া হইবে না?ক) বিনাশ্রম কারাদন্ড খ) জরিমানা অনাদায়ে কারাদন্ড গ) অশ্রম কারাদন্ড ঘ) ক ও খ উভয় ক্ষেত্রে
১১। দন্ডবিধিতে বর্তমানে সর্বমোট কয়টি ক্ষেত্রে সম্পত্তি বাজেয়ান্তির বিধান আছে?ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
১২। কোন কাজ অপরাধ নয়? ক) সামান্য চুরি খ) তুচ্ছ গালাগালি গ) ক্ষীণ আঘাত ঘ) উপরোক্ত সবগুলো
১৩। কখন দেহের ব্যক্তিগত আত্মরাক্ষার অধিকারের আরম্ভ হয়? ক) দেহ বিপন্নকারী যুক্তিযুক্ত আতঙ্ক সৃষ্টি হ¦ইবার সঙ্গে সঙ্গে খ) সম্পত্তি বিপন্নকারী যুক্তিযুক্ত আতঙ্ক সৃষ্টি হইবার সঙ্গে সঙ্গে গ) যে কোন ক্ষেত্রে আতঙ্ক সৃষ্টি হইবার সঙ্গে সঙ্গে ঘ) উপরোক্ত সবগুলো
১৪। অপরাধ মূলক ষড়যন্ত্র এক প্রকার? ক) ষড়যন্ত্র চুক্তি খ) অঙ্গীকার গ) প্রতিশ্রুতি ঘ) অভিপ্রায়
১৫। রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ শাস্তি কি? ক) মৃত্যুদন্ড খ) যাবজীবন গ) কারাদন্ড ঘ) ১০ বছর পর্যন্ত কারাদন্ড
১৬। বে-আইনী সমাবেশের শাস্তি কি? ক) ৬ মাস কারাদন্ড খ) অর্থ দন্ড গ) কও খ উভয় দন্ড ঘ) ক, খ ও গ এ বর্ণিত যে কোন একটি
১৭। দন্ডবিধির ১৪৯ ধারায় কোনটি সম্পর্কে বিধান আছে? ক) সাধারণ অভিপ্রায় খ) সাধারণ উদ্দেশ্য গ) অপরাধের সহায়তায় ঘ) কোনটি নয়
১৮। বে-আইনে সমাবেশে সর্বোচ্চ কত জন লোক জমায়েত হতে হবে?ক) ৫ জন খ) ৫০ জন গ) ৫০০ জন ঘ) সুনির্দ্দিষ্টতা নাই।
১৯। সরকারী কর্মচারীদের ঘুষ নেওয়ার শাস্তি কি? ক) ৩ বছর কারাদন্ড খ) অর্থদন্ড গ) ২ বছর কারাদন্ড ঘ) ক ও খ উভয়
২০। কোন রাষ্ট্র বা সার্বভৌম শক্তির কতৃত্ব বলে সীলমোহরকৃত ও ইস্যুকৃত ধাতু, যাহা অর্থ হিসাবে ব্যবহৃত তাহাকে বলা হয়?
ক) মুদ্রা খ) বাংলাদেশী মুদ্রা গ) পয়সা ঘ) সেন্ট
দন্ডবিধি কোন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য?ক) বাংলাদেশী নাগরিক খ) বাংলাদেশে অবস্থানকারী বিদেশী নাগরিক
উত্তরমুছুনগ) বাংলাদেশে নিবন্ধনকৃত কোন জাহাজ বা বিমানে অবস্থানরত কোন ব্যক্তি ঘ) উপরোক্ত সবগুলো