মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭

বাদীর মোকদ্দমার আরজি আদালত কর্তৃক গৃহীত এবং রেজিঃকৃত হওয়ার পর আদালত কী করেন


১। বাদীর মোকদ্দমার আরজি আদালত কর্তৃক গৃহীত এবং রেজিঃকৃত হওয়ার পর  আদালত কী করেন? ক) ডিক্রী প্রদান খ) আদেশ প্রদান গ) ক ও খ ঘ) সমন জারি
২। একাধিক বিবাদী থাকলে সমন দিতে হইবে- ক) সকলকে খ) ১নং কে গ) ২নং কে ঘ) কোনটি নয়
৩। বিবাদী কারাগারে থাকিলে অর্ডার ৫রুল ২৪ অনুসারে সমন কার নিকট দিতে হইবে?
ক) কারাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট খ) নিকট আত্মীয়ের নিকট গ) বিবাদীর নিকট ঘ) কোনটি নয়
৪। বিবাদী সরকারী কর্মচারী হইলে সমন কার নিকট পাঠানো বা প্রেরণ করিতে হইবে?
ক) বিবাদীর অফিসের প্রধানের নিকট খ) বাদীর নিকট গ) বিবাদীর নিকট ঘ) কোনটি নয়
৫। মামলা শুনানীর পর আদালত রায় ঘোষণা করিবে এবং এরূপ ভিত্তিতে ডিক্রী প্রদত্ত হইবে- উক্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে?
ক) ৩৩ ধারা খ) ১৩ ধারা গ) ২৩ ধারা ঘ) কোনটি নয়
৬ স্ত্রী লোকের ব্যক্তিগতভাবে আদালতে হাজিরা হইতে অব্যাহতি বিষয়ে বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে? ক) ১৩১ ধারা খ) ৯৭ ধারা গ)  ১৩৯ ধারা ঘ) কোনটি নয়
৭। অধঃস্তন আদালতের ভাষা সম্পর্কে বিষয় বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে? ক) ১৩৭ ধারা খ) ১৯৭ ধারা গ) ১৩৯ ধারা ঘ) কোনটি নয়
৮। কে কে মোকদ্দমার বাদী হইতে পারে উক্ত বিষয়ে বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে?
ক) অর্ডার ১ রুল ১ খ) অর্ডার ১ রুল ২ গ) অর্ডার ১ রুল ৩ ঘ) অর্ডার ৪ রুল ৪
৯। কে কে মোকদ্দমার বিবাদী হইতে পারে উক্ত বিষয়ে বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে?
ক) অর্ডার ১ রুল ১ খ) অর্ডার ১ রুল ২ গ) অর্ডার ১ রুল ৩ ঘ) অর্ডার ৪ রুল ৪
১০। আরজি বা জবাব পক্ষগণ কর্তৃক সত্যপাঠ থাকিতে হইবে- উক্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে?
ক) ক) অর্ডার ৬ রুল ১৫ খ) অর্ডার ৪ রুল ৫ গ) অর্ডার ৬ রুল ১০(৫) ঘ) অর্ডার ৪ রুল ৩
১১। বাদীর আরজি দাখিল করিতে হয় কিসের মাধ্যমে? ক) সত্যপাঠ খ) হলফনামা গ) এফিডেভিট ঘ) কোনটি নয়
১২। প্রত্যেক আরজি জবাব মোকদ্দমার পক্ষ এবং তার এডভোেেকট কর্তৃক স্বাক্ষরিত হতে হবে-উক্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে?
ক) অর্ডার ৬ রুল ১৪ খ) অর্ডার ৬ রুল ৫ গ) অর্ডার ৬ রুল ১০(৫) ঘ) অর্ডার ৬ রুল ৩
১৩। বিবাদীর লিখিত জবাব দাখিল করিতে হয় কিসের মাধ্যমে? ক) সত্যপাঠ খ) হলফনামা গ) এফিডেভিট ঘ) কোনটি নয়
১৪। বিবাদীর হাজিরা ও জবাব দানের জন্য মসনে নির্ধারিত তারিখে পক্ষগণের হাজির হইতে হইবে উক্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে?
ক) অর্ডার ৯ রুল ১ খ) অর্ডার ৬ রুল ৫ গ) অর্ডার ৬ রুল ১ ঘ) অর্ডার ৬ রুল ৩
১৫। বাদী খরজ প্রদান না করার দরুন সমন জারী না হইয়া থাকিলে মোকদ্দমা খারিজ করা যায় উক্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে? ক) অর্ডার ৯ রুল ২ খ) অর্ডার ৬ রুল ৫ গ) অর্ডার ৯ রুল ১ ঘ) অর্ডার ৬ রুল ৩
১৬। বাদী বা বিবাদী কোন পক্ষই নির্ধারিত দিনের আদালতে হাজির না হইলে আদালত মামলা খারিজের আদেশ প্রদান করিতে পারিবেন উক্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে? ক) অর্ডার ৯ রুল ৩ খ) অর্ডার ৯ রুল ৫ গ) অর্ডার ৯ রুল ১ ঘ) অর্ডার ৬ রুল ৩
১৭। অনুপস্থিতির কারণে কোন মোকদ্দমা খারিজ বা একতরফা ডিক্রী হইলে একই আদালতে একই মোকদ্দমা পূর্নবহালের আবেদনকে কি বলে?
ক) ছানী মোকদ্দমা খ) আপীল গ) রিভিশন ঘ) কোনটিই নয়
১৮। বাদী-বিবাদী উভয়ে হাজির না হওয়ার কারণে আদালত কর্তৃক মোকদ্দমা খারিজ হইলে খারিজ মামলা পূনঃজ্জীবিত করার জন্য দেওয়ানী কার্যবিধির কোন বিধান অনুসারে করিতে হইবে? ক) অর্ডার ৯ রুল ৪ খ) অর্ডার ৯ রুল ৫ গ) অর্ডার ৯ রুল ৩ ঘ) অর্ডার ৬ রুল ৩
১৯। বিনা জারিতে সমন ফেরত আসিলে বাদীপক্ষ কত দিনের মধ্যে নতুন করিয়া সমন দেওয়ার আবেদন না করিলে মামলা খারিজ হইবে?
ক) ১৪ দিন খ) ২১ দিন গ) ৩ মাস ঘ) ৩০ দিন
২০। বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রী হইলে ডিক্রী প্রদানকারী আদালতে উক্ত ডিক্রী রদ করার সময়সীমা কত দিন? ক) ১৪ দিন খ) ২১ দিন গ) ৩ মাস ঘ)০ দিন



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়

১। দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়  ক) বিবাদী বাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা,খ) বাদী বিবাদী দত্তক পুত্র মর্মে ঘোষণাগ) বাদী-বিবাদী পালকপুত্র ম...