মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭

বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২- এ কতটি অনুচ্ছেদ রয়েছে

১। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২- এ কতটি অনুচ্ছেদ রয়েছে? ক) ৩৬টি খ) ৪৬টি গ) ৫৪টি ঘ) ৬৪টি
২। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২-এ কত বিধি রয়েছে? ক) ৬৪টি খ) ৬৬টি গ) ১০১টি ঘ) ১১০টি


৩। বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২-এর অনুচ্ছেদ সমূহ পরিবর্তন করতে পারেন কে?
ক) জাতীয় সংসদ খ) সুপ্রীম কোর্ট গ) বার কাউন্সিল ঘ) কোনটিই নয়
৪। বাংলাদেশ বার কাউন্সিল নিয়ন্ত্রিত হয় কার দ্বারা? ক) বাংলাদেশ সরকার খ) জাতিসংঘ গ) সুপ্রীম কোর্ট ঘ) কোনটিই নয়
৫। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২ কোন ধরণের আইন?
ক) মূল ও পদ্ধতিগত আইন খ) মূল আইন গ) পদ্ধতিগত আইন ঘ) কোনটিই নয়
৬। বাংলাদেশ বার কাউন্সিল এর নির্বাচিত সদস্য সংখ্যা কত জন? ক) ১৪ জন খ) ১১ জন গ) ১৩ জন ঘ) কোনটিই নয়
৭। বাংলাদেশ বার কাউন্সিল এর মোট ১৫ জন সদস্যের মধ্যে কতজন সমগ্র বাংলাদেশের আইনজীবীদের ভোটে নির্বাচিত হবেন?
ক) ৭ জন খ) ১১ জন গ) ১৩ জন ঘ) কোনটিই নয়
৮। বাংলাদেশ বার কাউন্সিল এর সভাপতি পদাধিকার বলে কে হবেন? ক) এ্যাটর্নি জেনারেল খ) প্রধান বিচারপতি গ) আইনমন্ত্রী ঘ) কোনটিই নয়
৯। বাংলাদেশ বার কাউন্সিল আদেশ, ১৯৭২ এর ২০১২ সালের ২১ অক্টোবরের সংশোধণী অনুসারে বার কাউন্সিলের   সদস্য কতজন? ক) ৫ জন খ) ৪ জন গ) ৩ জন ঘ) কোনটিই নয়
১০। বাংলাদেশ বার কাউন্সিল আদেশ, ১৯৭২- আর ২০১২ সালের ২১ অক্টোবরের সংশোধণী ানুসারে সরকার কর্তৃক বার কাউন্সিলের সচিব নিযুক্ত হইবার যোগ্য- ক) চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট খ) জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ গ) চীফ মেট্রোপলিচন ম্যাজিষ্ট্রেট ঘ) সুপ্রীম কোর্টের রেজিষ্টার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়

১। দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়  ক) বিবাদী বাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা,খ) বাদী বিবাদী দত্তক পুত্র মর্মে ঘোষণাগ) বাদী-বিবাদী পালকপুত্র ম...