দেওয়ানী কার্যবিধি

১। জেলা জজ আদালতে আপীলের ক্ষেত্রে অর্থিক এখতিয়ার কত ?
উত্তর: ক) ৫,০০,০০০/- টাকা পর্যন্ত খ) ৩,০০,০০০/- টাকা উর্ধ্ব মূল্যমান   গ) ৮,০০,০০০/- টাকা পর্যন্ত ঘ) কোনটি নহে।
২। কোনটি আরজিতে অন্তর্ভূক্ত বিষয় ?
উত্তর  ক) আদালতের নাম খ) বাদী ও বিবাদীর নাম, পরিচয়     গ) মামলার কারণ ঘ) সবগুলি।
৩। যুগ্ন জেলা জজ আদালতের আর্থিক এখতিয়ার কত ?
উত্তর ঃ ক) ৫০,০০০/- টাকার উর্ধ্ব মূল্যমান খ) ২,০০,০০০/- টাকার উর্ধ্ব মূল্যমান
গ) ৪,০০,০০০/- টাকার উর্ধ্ব মূল্যমান ঘ) কোনটি নহে।
৪। জেলা জজ আদালতে মূল মামলার ক্ষেত্রে অর্থিক এখতিয়ার কত ?
উত্তর ঃ ক) ৬,০০,০০০/- টাকার উধ্ব মুল্যমান খ) ৩,০০,০০০/- টাকার উর্ধ্ব মূল্যমান
গ) ৮,০০,০০০/- টাকা পর্যন্ত ঘ) কোনটি নহে।
৫। কোনটি দেওয়ানী আদালত ?
উত্তর ঃ ক) সহকারী জজ কোর্ট        খ) ম্যতাট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট কোর্ট গ) সেশন কোর্ট ঘ) কোনটি নহে।
৬। ৫,০০,০০০/- টাকা উর্ধ্ব মূল্যমানের মামলার মামলার রায়ের বিরুদ্ধে আপীল কোন আদালতে দায়ের করিতে হইবে ?
উত্তর ঃ ক) যুগ্ন জেলা জজ আদালত    খ) জেলা জজ আদালত      গ) হাইকোর্ট বিভাগ ঘ) আপীল বিভাগ।
৭। মামলা দায়ের সংক্রান্ত দেওয়ানী কার্যবিধির বিধান কত ধারায় ?
উত্তর ঃ ক) ৯ধারায় খ) ৬ধারায় গ) ১৫ হইতে ২০ ধারায় ঘ) ২১ হইতে ২৪ ধারায়।
৮। অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিকার কি ?
উত্তর ঃ ক) বিবিধ আপীল খ) রিভিশন গ) বিভিউ ঘ) কোনটি নহে।
৯। দেওয়ানী কার্যবিধিতে সোলেনামা ডিক্রী সম্পর্কিত বিধান কত ?
উত্তর ঃ ক) ২২ আদেশের ৩ বিধি    খ) ২৩ আদেশের ৩ বিধি   গ) ২৪ আদেশের ২ বিদি ঘ) কোনটি নহে।
১০। আদালত সোলেনামা ডিক্রী কখন প্রদান করিবেন ?
উত্তর ঃ ক) বাদী ও বিবাদী একত্রে সোলেনামা প্রদান করিলে  খ) বাদী আবেদন করিলে
গ) বিবাদী আবেদন করিলে ঘ) বাদী ও বিবাদীর মধ্যে বিরোধ দেখা দিলে।
১১। আদালত কখন একতরা ডিক্রী প্রদান করিবেন ?
উত্তর ঃ ক) বাদী ও বিবাদী উভয়ই উভয়ই উপস্থিত থাকিলে   খ) উভয়ই অনুপস্থিত থাকিলে
গ) বাদী উপস্থিত কিন্তু বিবাদী অনুপস্থিত থাকিলে ঘ) বাদী অনুপস্থিত বিবাদী উপস্থিত থাকিলে।
১২। একতরফা ডিক্রী সম্পর্কিত বিধান কোন আদেশের কত বিধি ?
উত্তর ঃ ক) ৯ আধেশের ৮ বিধি     খ) ৯ আদেশের ১৩ বিধি     গ)৯ আদেশের ৬ বিধি ঘ) ৯আদেশের ৯ বিধি।
১৩। একতরফা ডিক্রী রদ-রহিতের বিধান কোন আদেশের কত বিধি ?
উত্তর ঃ ক) ৯ আদেশের ৮ বিধি    খ) ৯ আদেশের ১৩ বিধি    গ) ৯ আধেশের ৬ বিধি ঘ) ৯আদেশের ৯ বিধি।
১৪। একতরফা ডিক্রী বিরুদ্ধেআপীলের বিধান কত ধারায় ?
উত্তর ঃ ক) ৯৬(১) ধারা খ) ৯৬(২) ধারা গ) ৯৬ (৩) ধারা ঘ) ৯৫ (২) ধারা
১৫। একতরফা ডিকজ্রীর রদ- রহিতের জন্য কত দিনের মধ্যে আবেদন করিতে হয় ?
উত্তর ঃ ক) ২৫ দিন খ) ৩০ দিন গ) ৬০ দিন ঘ) ৯০ দিন।
১৬। মামলা খারিজ সম্পর্কিত বিধান কোন আদেশের কত বিধি ?
উত্তর ঃ ক) ৯ আদেশের ২ বিধি      খ) ৯ আদেশের ৩ বিদি     গ) ৯ আদেশের ৮ বিধি ঘ) সবগুলি।
১৭। ৩,৫৯,৮০০/- টাকার মামলা কোন আদালতে দায়ের করিতে হইবে ?
উত্তর ঃ ক) সহকারী জজ কোর্ট খ) সিনিয়র সহকারী জজ কোর্ট   গ) যুগ্ন জেলা জজ কোর্ট ঘ) জেলা জজ কোর্ট।
১৮। আদালত কখন মামলা খারিজের আদেশ দিবেন ?
উত্তর ঃ ক) বাদী ও বিবাদী উভয়ই উপস্থিত থাকিলে খ) উভয়ই অনুপস্থিত থাকিলে
গ) বাদি উপস্থিত কিন্তু বিবাদী অনুপস্থিত থাকিলে ঘ) বাদি আনুপস্থিত কিন্তু বিবাদি উপস্থিত থাকিলে এবং কাদীর স্বীকার করিলে।
১৯। মামলা শুনানির তারিখে বাদী ও বিবাদী উভয়ই অনুপস্থিত থাকিলে মামলার ফলাফল কি হইবে ?
উত্তর ঃ ক) দো-তরফা সূত্রে ডিক্রী খ) একতরফা ডিক্রী গ) সোলেনামা ডিক্রী ঘ) মামলাখারিজ।
২০। মামলা শুনানির তারিকে বাদী উপস্থিত কিন্তু বিবাদী অনুপস্থিত থাকিলে মামলার ফলাফল কি হইবে ?
উত্তর ঃ ক) দো- তরাফা সূত্রে ডিক্রী খ) একতরফা ডিক্রী গ) সোলেনামা ডিক্রী ঘ) মামলা খারিজ।
২১। শুনানির তারিখে বাদী অনুপস্থিত কিন্তু বিবাদী উপস্থিত থাকিলে এবং বাদীর দাবী অস্বীকার করিলে ফলঅফল কি হবে ?
 উত্তর ঃ ক) দো- তরাফা সূত্রে ডিক্রী খ) একতরফা ডিক্রী গ) সোলেনামা ডিক্রী ঘ) মামলা খারিজ।
২২। মামলঅর কোন পক্ষের অনুপস্থিতির জন্য কোন কারণটি উপযুক্ত কারণ হিসাবে বিবেচিত হইবে ?
উত্তর ঃ ক) দূরারোগ্য ব্যধি খ) উকিল সাহেবের অসুস্থতা     গ) দূঘটনা ঘ)  বর্ণিত যে কোন একটি।
২৩। একজন সরকারী কর্মচারী তাহার চাকুরীজনিত কোন বিষয়ে কোন আদালতে মামলা করিবেন ?
উত্তর ঃ ক) ফৌজদারী আদালতে    খ) দেওয়ানী আদালতে    গ) প্রশাসনিক ট্রাইবুনালে ঘ)শ্যম আদালতে।
২৪। পিডিংস বলিতে কি বুঝ ?
উত্তর ঃ ক) বাদীর আরজি খ) বিবাদীর ও জবার গ) আরিেজ ওজবাব ঘ) সবগুলি।
২৫। পিডিংসের আদেশ কত ?
উত্তর ঃ ক) ৫ আদেশ খ) ৬ আদেশ গ) ৭ আদেশ ঘ) ৮ আদেশ।
২৬। সিনিয়র সহকারী জজ আদালতের আর্থিক এখতিয়ার কত ?
উত্তর ঃ ক) ৫০,০০০/- হইতে ১,০০,০০০/- টাকা পর্যন্ত খ) ২,০০.০০১/- হইতে ৪,০০,০০০/- টাকা পর্যন্ত গ)৩,০০,০০০/- হইতে ৫,০০,০০০/- টাকা পর্যন্ত ঘ) কোনটি নহে।
২৭। আরজির শেষে কি থাকিবে ?
উত্তর ঃ ক) হলফনাম খ) সত্যপাঠ গ) অন্য কোন কিছু ঘ) কোনটি নহে।
২৮। সমন কে জারী করেন ?
উত্তর ঃ ক) বাদী খ) বিবাদী গ)আদালত ঘ)  সাক্ষী
২৯। লিখিত জবাবের আদেশ কত ?
উত্তর ঃ ক) ৫ আদেশ খ) ৬ আদেশ গ) ৭ আদেশ ঘ) ৮ আদেশ
৩০। আরজির আদেশ কত ?
উত্তর ঃ ক) ৫ আদেশ খ) ৬ আদেশ গ) ৭ আদেশ ঘ) ৮ আদেশ।
৩১। পিডিংস সংশোধনের বিধান কত ?
উত্তর ঃ ক) ৬ আদেশের ১৬ বিধি   খ) ৬ আদেশের ১৭ বিধি    গ) ৭ আদেশের ১৬ বিধি ঘ) ৭ আদেশের ১৭ বিধি।
৩২। আদালত যে সকল কারণে পিডিংস সংশোধনের আবেদন অনুমোদনে অস্বীকৃতি পারেন ?
উত্তর ঃ ক) সংশোধনের প্রয়োজন নাথাকিলে খ) ন্যায়-বিচার বিঘিœত হইলে গ) মামলা স্থানচ্যুত হইলে ঘ) সবগুলি।
৩৩। কোন কারণে আরজি খারিজ হইতে পারে ?
উত্তর ঃ ক) কারণ উলেখ না থাকিলে    খ) কম উলেখ করিলে    গ) কোর্ট ফি প্রদানে ব্যর্থ হইলে ঘ) সবগুলি।
 ৩৪। আরজি খারিজের আদেশের বিরুদ্ধে বাদী কি প্রতিকার পাইতে পারে ?
উত্তর ঃ ক) নতুন আরজি দখিল করিতে পারে   খ) আপীল দায়ের করিতে পারে
গ) ১৪৯ ধারার অধীনে দরখাস্ত দায়ের করিতে পারে ঘ) সবগুলি।
৩৫। দেওয়ানী আদালতের সহজাত বা অন্তর্নিহিত ক্ষতা কত ধারায় বর্ণিত হইয়াছে ?
উত্তর ঃ ক) ১৪১ দারা খ) ১৫০ ধারা গ) ১৫১ ধারা ঘ) ৬৬১-ক ধারা।
৩৬। দেওয়ানী আদালতের সহজাত বা অন্তর্নিহিত ক্ষমতা কোন আদালত প্রয়োগ করিতে পারেন ?
উত্তর ঃ ক) জেলা জজ আদালত   খ) যুগ্ন জেলা জজ কআদালত   গ) সহকারী জজ আদালত ঘ) দেওয়ানী সকল আদালত।
৩৭। দেওয়ানী  আদালতের সহজাত বা অন্তনিহিত ক্ষমতা কোন ক্ষেত্রে প্রয়োগ করিতে পারেন ?
উত্তর ঃ ক) ন্যায়- বিচারের প্রয়োজনে  খ) আদালতের পরোয়ানার অবমাননা প্রতিরোধে গ)‘ক’ ও ‘খ’ উভয় ক্ষেত্রে ঘ) কোনটি নহে।
৩৮। দেওয়ানী কার্যবিধিতে রিসিবার সম্পর্কিত বিধান কোন আদেশে বর্ণিত হইয়াছে ?
উত্তর ঃ ক) ৩৯ আদেশ খ) ৪১ আদেশ গ) ৪৭ আদেশ ঘ) ৪০ আদেশ।
৩৯। কোনটি রিসিভারের কর্তব্য ?
উত্তর ঃ ক) আদালতে হিসাব দাখিল করা   খ) আদালতের নির্দেশের পাওনা টাকা পরিশোধ করা
গ) সম্পত্তির ক্ষতি হইলে ক্ষতি পূরণ করা ঘ) সবগুলি।
৪০। দেওয়ানী কার্যবিধিতে অস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কিত আদেশ কত ?
উত্তর ঃ ক) ৩৯ আদেশ খ) ৪১ আদেশ গ) ৪৭ আদেশ ঘ) ৪০ আদেশ।
৪১। বিবাদী  অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করিলে বাদীর বরনীয় কি ?
উত্তর ঃ ক) নিয়মিত মামলা খ) Violation Misc case  গ) আপীল ঘ) রিভিশন।
৪২। সেট অফের প্রশ্ন কখন উথাপিত হইবে ?
উত্তর ঃ ক) বাদী ও বিবাদীর দাবী সমান হইলে খ) বাদীর দাবীর চেয়ে বিবাদীর দাবী বেশী হইলে
গ) বাদীর দাবীর চেয়ে বিবাদীর দাবী কম হইলে ঘ) কোনটি নহে।
৪৩। কাউন্টার ক্লেইমের প্রশ্ন কখন উথাপিত হইবে ?
উত্তর ঃ ক) বাদী ও বিবাদীর দাবী সমান হইলে খ) বাদীর দাবীর চেয়ে বিবাদীর দাবী বেশী হইলে
গ)বাদীর দাবীর চেয়ে বিবাদীর দাবী কম হইলে ঘ) কোনটি নহে।
৪৪। দেওয়ানী কার্যবিধিতে আরজি খারিজের বিধান কত ?
উত্তর ঃ ক) ৬ আদেশের ১১ বিধি খ)৭ আদেশের ১০ বিধি
গ) ৬ আদেশের ১০ বিধি ঘ) ৭ আদেশের ১১ বিধি
৪৫। দেওয়ানী কার্যবিধিতে আরজি ফেরেতের বিধান কত ?
উত্তর ঃ ক) ৬ আদেশের ১১ বিধি     খ) ৭ আদেশের ১০ বিধি   গ) ৬ আদেশের ১০ বিধি ঘ) ৭ আদেশের ১১ বিধি।
৪৬। ছানী মোকাদ্দমার বিধান কত ?
উত্তর ঃ ক) ৯ আেিদশের ৪ বিধি    খ) ৯ আদেশের ৯ বিধি    গ) ৯ আদেশের ১৩ বিদি ঘ) সবগুলি।
৪৭। রায়ের পূর্বে ক্রোক কোন আদেশে বর্ণিত আছে ?
উত্তর ঃ ক) ৩৫ আদেশ খ) ৩৮ আদেশ গ) ৩৯ আদেশ ঘ) ৪০ আধেশ।
৪৮। সমন কত ধারায় ?
উত্তরঃ ক) ২৪ ধারা খ) ২৩ ধারা গ) ২৭ ধারা ঘ) কোনটি নহে।
৪৯। সমন কত আদেশে ?
উত্তর ঃ ক) ৫ আদেশ খ) ৬আদেম গ) ৪ আদেশ ঘ) ৭ আদেশ।
৫০। কোনট সমন জারীর প্রকারভেদ ?
উত্তর ঃ ক) ব্যক্তিগত ভাবে সমন জারী   খ) বিকল্প পদ্ধতিতে সমন জরী     গ) ডাকযোগে সমন জারী ঘ) সবগুলি।
৫১। দরখাস্তের শেষে কি থাকিবে ?
উত্তর ঃ ক) হলফনাম খ) সত্যপাঠ গ) অন্য কোন কিছু ঘ) কোনটি নহে।
৫২। ইস্যু বা বিচার্য বিষয় কোন আদেশে ?
উত্তর ঃ ক) ১৪ আদেশ খ) ১১ আদেশে গ) ১৬ আদেশ ঘ) ১৮ আদেশ
৫৩। স্থানীয় তদন্ত কোন আদেশে ?
উত্তর ঃ ক) ২৫ আদেশের ৯ বিধি  খ) ২৭ আদেশের ১০ বিবি    গ) ২৬ আদেশের ৯ বিধি ঘ) ২৭ আদেশের ৯ বিধি।
৫৪। দেওয়ানী মামলা স্থানান্তরের ক্ষমতা কত ধারায় ?
উত্তর ঃ ক) ২৪ ধারা খ) ২৩ ধারা গ) ২৭ ধারা ঘ) ২১ ধারায়।
৫৫্ দেওয়ানী কার্যবিধির ৩৮ ধারায় কি আছে ?
উত্তর ঃ ক) ডিক্রী দানকারী আদালত       খ) ডিক্রীজারীকারক আদালত গ) ডিক্রীস্থানাস্তর ঘ)কোনটি নহে
৫৬। দেওয়ানী কার্যবিধিতে রিভিউর আদেশ কত ?
উত্তর ঃ  ক) ১১৩ ধারা খ) ১১৫ ধারা গ) ১৪৪ ধারা ঘ) ১১৪ ধারা।
৫৭। দেওয়ানী কার্যবিধিতে রিভিউর আদেশ কত?
উত্তরঃ ক) ৪৭ আদেশ,     খ) ৪১ আদেশ,      গ) ৪০ আদেশ     ঘ) ৩৯ ধারায়।
৫৮। রিভিউর ক্ষমতা কোন আদালতের?
উত্তরঃ ক) ডিক্রী দানকারী আদালতের, খ) অধস্তন আদালতের, গ) উচ্চ আদালতের, ঘ) হাইকোর্ট, বিভাগের
৫৯। বিচার্য বিষয় কিসের উপর ভিত্তি করিয়া প্রণীত হয় ?
উত্তর ঃ ক) বাদীর আরজি খ) ববাতীর লিখিত জবাব গ) উভয় পক্ষের বক্তব্য ঘ) বর্ণিত সবগুলি।
৬০। রিভিশনের আদেশ কত? উত্তরঃ ক) ৪৭ আদেশ খ) ৪১ আদেশ গ) ৪০ আদেশ ঘ) কোন আদেশ নাই।
৬১। রিভিশনের ক্ষমতা কোন আদালত প্রয়োগ করিতে পারেন?
উত্তরঃ ক) যুগ্ম জেলা জজ আদালত খ) জেলা জজ আদালত গ) হাইকোর্ট বিভাগ ঘ) জেলা জজ ও হাইকোর্ট বিভাগ।
৬২। জেলাজজ আদালতের রিভিশন এখতিয়ার প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে পুনরায় রিভিশন চলে কি ?
উত্তর ঃ ক) হাইকোট পূনরায় রিভিশন চলে খ) পুনরায় রিভিশন চলে না গ) আপীল বিভাগে পূনরায় রিভিশন চলে ঘ) কোনটি নহে।
৬৩। রিভিউর আবেদন কত দিনের মধ্যে করিতে হইবে ?
উত্তর ঃ ৩০ দিন খ) ৬০ দিন গ) ৯০ দিন ঘ) কোনটি নহে।
৬৪। কোনটি রেস জুডিকাটার উপাদান ?
উত্তর ঃ ক) বিচার্য বিষয়ের অভিন্নতা খ) পক্ষসমূহের অভিন্নতা গ) প্রথম মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি ঘ) সবগুলি।
৬৫। কোনটি রায়ের বিষয় বস্তু ?
উত্তর ঃ সংশিষ্ট মামলার সংক্ষিপ্ত বিবৃতি খ) বিচার্য বিষয়াবলী গ) প্রদত্ত সিদ্ধান্ত ও যুক্তি ঘ)সবগুলি
৬৬। মামলার কোন পক্ষের মৃত্যুজনিত কারণে বৈধ প্রতিনিধিকে কত দিনের মধ্যে পক্ষভূক্ত করিতে হইবে ?
উত্তর ঃ ক) ৩০ দিন খ) ৬০ দিন গ) ৯০ দিন ঘ) কোনটি নহে।
৬৭। ডিক্রী জারীকারক আদালত কোনটি ?
উত্তর ঃ ক) ডিক্রী দানকারী আদালত খ) অধস্তন আদালত গ) আপীল আদালত ঘ) হাইকোর্ট বিভাগ।
৬৮। ডিক্রী জারীর জন্য কো আবেদন করিতে পারে ?
ক) ডিক্রীদার খ) সাব্যস্ত দেনাদার গ)অন্য কেহ ঘ) কোনটি নহে।
৬৯। অপীল কোন আদালতে করিতে হইবে ?
উত্তর ঃ ক) ডিক্রী দানকারী আদালতে খ) এখতিয়ার সম্পন্ন আপীল আদালতে গ) উচ্চ যে কোন আদালতে ঘ) হাইকোর্ট বিভাগে
৭০। পূনরুদ্ধার বা প্রত্যার্পনের  আবেদন কত ধারায়?
উত্তর ঃ ক) ১১৩ ধারা খ) ১১৫ ধারা গ) ১৪৪ ধারা ঘ) ১১৪ ধারায়।
৭১। ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির ক্ষতির জন্য ক্ষতিপূরণের মামলা কোথায় করিতে হইবে ?
উত্তর ঃ যে আদালেৈতর স্থানীয় এখতিয়ারে ক্ষতিসাধিত হয়ং খ) বিবাদী যে আদালতের এখতিয়ারে বাস করে
গ) বিবাদী যে আদালতের এখতিয়ারে ব্যবসা ঘ) ‘ক’,‘খ’,‘গ’ এর যে কোন একটি আদালতে
 ৭২। আর্থিক এখতিয়ার সম্পন্ন সর্বনি¤œ আদালতে মামলা দায়ের করিতে হইবে- ইহা কত ধারায়ং বর্ণিত হইয়াছে ?
উত্তর ঃ ক) ১৩ ধারা খ) ১৫ ধারা গ) ১৪ ধারা ঘ) ১১ ধারায়।
৭৩। অন্তর্বতীকালীন মুনাফার   ব্যাখ্যা কত ধারায় বর্ণিত হইয়াছে ?
উত্তর ঃ ক) ১২ ধারা খ) ২(১২) ধারা গ) ১৪ ধারা ঘ) ১১ ধারা।
৭৪। সেট অফ সম্পর্কিত বিধান কোন বিধিতে বর্ণিত আছে ?
উত্তর ঃ ক) ৭ আদেশের ৬ বিধি খ) ৮আদেশের ৬ বিধি গ) ২১ আদেশের ১৯ বিধি ঘ) ২১ আদেশের ৬ বিধি।
৭৫। কাউন্টার ক্লেইম সম্পকিত বিধান কোন বিধিতে বর্ণিত আছে ?
উত্তর ঃ ক) ৭ আদেশের ৬বিধি খ) ৮ আদেশের ৬ বিধি গ) ২১ আদেশের ১৯ বিধি ঘ) ২১ আদেশের ৬ বিধি
৭৬। অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্যকারীকে আদালত কত দিনের জন্য কারাগারে আটকের আদেশ দিতে পরেন ?
উত্তর ঃ ক) অনধিক ৩মাস খ) অনধিক ৮ মাস গ)অনধিক ৬ মাস     ঘ) অনধিক এক বৎসর
৭৭। কোন ব্যাংক কোন ঋণের অর্থ আদায়ের জন্য কোন ব্যক্তির বিরুদ্ধে কোন আদালতে মামলা দায়ের করিবে ?
উত্তর ঃ ক) জেলা জজ আদালত খ) যুগ্ন জেলা জজ আদালত ও অর্থ ঋণ  আদালত   গ) যে কোন আদালত ঘ) সবগুলি
৭৮। কখন আস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় ?
উত্তর ঃ ক) মামলার বিষয়বস্ত বিনষ্ট হইবার আংশকা দেখা বিলে খ) মামলার বিষয়বস্তু ধ্বংস হইবার আংশকা দেখা দিলে গ) মামলার বিষয় বস্তু হস্তান্তরিত হইবার অংশকা দেখা দিলে ঘ) বর্ণিক সকল ক্ষেত্রে।
৭৯। রিভিশন কত ধারায়? উত্তরঃ ক) ১১৪ ধারায় খ) ১১৫ ধারায় গ) ১৫১ ধারায় ঘ) ১৫২ ধারায়।
৮০। দেওয়ানী কার্যবিধি কোন প্রকৃতির আইন ?
উত্তর ঃ ক) মূল আইন খ) পদ্ধতিগত আইন ঘ) প্রাকৃতিক আইন ঘ) বর্ণিত সবগুলি।
৮১। দেওয়ানী কার্যবিধি কি নিছক পদ্ধতি গত আইন ?
উত্তর ঃ ক) নিছক পদ্ধতিগত আইন নহে   খ) নিছক পদ্ধতিগত আইন
গ) মূল আইন ও পদ্ধতিগত আইনের সম্বম্বয় ঘ) নিছক মূল আইন।
৮২। আদালত কি কারণে আরজি ফেরত দেন ?
ক) মামলার কারণ উলেখ না করিলে খ) একতিয়ার না থাকিলে গ) বিষয়বস্তুর মূল্য কম দেখাউলে ঘ) কোর্টফি কম হইলে।
৮৩। আরজি সংশোধনের আবেদন ন-মঞ্জুর হইলে কি কররেন ?
উত্তর ঃ ক) রিভিশন খ) আপীল গ) রিভিউ ঘ) নতুন আরজি দখিল।
৮৪। কোন  ডিক্রীর বিরুদ্ধে আপীল করা যায় না ?
ক) প্রথমিক ডিক্রী খ) চূড়ান্ত ডিক্রী গ) একতরফা ডিক্রী ঘ) সোলে ডিক্রী।
৮৫। ১,৪৯,০০০/- টাকার মামলা কোন আদালতে দায়ের করিতে হইবে ?
উত্তর ঃ ক) সহকারী জজ কোর্ট খ) সিনিয়র সহকারী জজ কোর্ট গ) যুগ্ন জেলা জজ কোর্ট ঘ) জেলা জজ কোর্ট
৮৬। মামলা খারিজের আদেশ রদ- রহিতের জন্য কত দিনের মধ্যে আবেদন করিতে হয় ?
উত্তর ঃ ক) ২৫ দিন খ) ৩০ দিন গ) ৬০দিন ঘ) ৯০দিন
৮৭। ৪,৮৯,৫০০/- টাকার মামলা কোন আদালতে দায়ের কারতে হইবে ?
উত্তর ঃ ক) সহকারী জজ কোর্ট খ) সিনিয়র সহকারী জজ কোর্ট গ) যুগ্ন জেলা জজ কোর্ট ঘ) জেলা জজ কোর্ট।
৮৮। ৪৯৯,৯৯৯/- টাকার ডিক্রীর বিরুদ্ধে আপীল কোন আদালতে দায়ের করিতে হইবে ?
উত্তর ঃ ক) সিনিয়র সহকারী জজ কোর্ট গ) যুগ্ন জেলা জজ কোর্ট ঘ) জেলা জজ কোর্ট ঘ) হাইকোর্ট।
৮৯। ১০,৫০,০০০/- টাকার ডিক্রীর বিরুদ্ধে আপীল কোন আদালতে দায়ের করিতে হইবে ?
উত্তর ঃ ক) সিনিয়র সহকারী জজ কোর্ট গ) যুগ্ন জেলা জজ কোর্ট ঘ) জেলা জজ কোর্ট ঘ) হাইকোর্ট।
৯০। মানিকগঞ্জ হইতে মুন্সিগঞ্জে দেওয়ানী মামলা স্থানাস্তর করিতে হইলে কোন আদালতে আবেদন করিতে হইবে ?
উত্তর ঃ ক) মানিক গঞ্জ জেলা জজ কোর্ট খ) মুন্সজেলা জজ কোর্ট গ) অন্য জেলার জেলা জজ কোর্ট ঘ) হাইকোট।
৯১। মানিকগঞ্জের এক সহকারী জজ আদালত হইতে অন্য সহকারী জজ আদালতে মামলা স্থানাস্তর বরিতে হইলে কোন আদালতেআবেদন করিতে হইবে ?
উত্তর ঃ ক) মানিক গঞ্জ জেলা জজ কোর্ট   খ) মুন্সজেলা জজ কোর্ট গ) অন্য জেলার জেলা জজ কোর্ট ঘ) হাইকোট।
৯২। দেওয়ানী মামলা স্থানাস্তরের আবেদন দেওয়ানী কার্যবিধির কত ধারায় করিতে হইবে ?
উত্তর ঃ ক) ২১ ধারা খ) ২২ ধারা গ) ২৪ ধারা ঘ) ২৩ ধারায়।
৯৩। অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিপক্ষের প্রতিকার কি ?
উত্তর ঃ ক) বিবিধ আপীল খ) রিভিশন গ) রিভিউ ঘ) কোনটি নহে।
৯৪। কোন মামলার আরজিতে নালিশের কারণ উল্লেখ না থাকিলে আদালত কি করিবেন ?
উত্তর ঃ ক) আরজি ফেরত দিবেন খ) আরজি  খারিজ করিবেন গ) আরজি সংশোধনের আদেশ দিবেন ঘ) কোনটি নহে।
৯৫। দেওয়ানী মামলা কিভাবে রুজু করা হয় ?
উত্তর ক) আরজির মাধ্যমে খ) আবেদনের মাধ্যমে গ) মৌখিক নালিশের মাধ্যমে ঘ) দরখাস্তের মাধ্যমে।
৯৬। কোন ধারনের মামলার প্রাথমিক ও চূড়াস্ত উভয় ডিক্রী প্রদান করা হয় ?
উত্তর ঃ ক) ঘোষণামূলক মামলায় খ) দখল পুনরুদ্ধারের মামলায় গ) সুনির্দিষ্ট সম্পাদনের মামলায়  ঘ) বাটোয়ারা মামলায়
৯৭। আরজি খারিজের আবেদন কে করিবেন ?
উত্তর ঃ ক) বাদী খ) বিবাদী গ) অন্য কেহ ঘ) কেহ নহে।
৯৮। ছানী মোকদ্দমা বা মিস কেস খারিজ হইলে কি করিবেন ?
উত্তর ঃ ক) রিভিউ খ)  রিভিশন গ) বিবিধ আপীল ঘ) অন্য কিচু।
৯৯। অস্থায়ী নিষেধাজ্ঞা ভ্যাকেট বা প্রত্যাহাহার করিলে, তাহার বিরুদ্ধে প্রতিকার কি ?
উত্তর ঃ ক) আপীল খ) রিভিশন গ) রিভিউ ঘ) অন্য কিছু।
১০০। মামলা স্থানাস্তরের আবেদন কোন আদালতে করিতে হইবে, এই সম্পর্কে দেওয়ানী কার্যবিধির ধারা কত ?
উত্তর ঃ ক) ২১ ধারা খ) ২২ ধারা গ) ২৪ ধারা ঘ) ২৩ ধারায়।


২টি মন্তব্য:

  1. জেলা জজ আদালতে আপীলের ক্ষেত্রে অর্থিক এখতিয়ার কত ?
    উত্তর: ক) ৫,০০,০০০/- টাকা পর্যন্ত খ) ৩,০০,০০০/- টাকা উর্ধ্ব মূল্যমান গ) ৮,০০,০০০/- টাকা পর্যন্ত ঘ) কোনটি নহে।

    উত্তরমুছুন
  2. যে আইনগুলো সংশোধন হয়েছে, তার সার-সংক্ষেপের কোন লিংক থাকলে শেয়ার করার জন্য অনুরোধ করছি। অগ্রিম ধন্যবাদ

    উত্তরমুছুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়

১। দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়  ক) বিবাদী বাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা,খ) বাদী বিবাদী দত্তক পুত্র মর্মে ঘোষণাগ) বাদী-বিবাদী পালকপুত্র ম...