২। পক্ষগণের ম্েযধ বিচার্য বিষয় না থাকিলে মামলার প্রথম শুনানীতে আদালত মামলার রায় ঘোষণা করিতে পারেন উক্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আদেশ? ক) অর্ডার ১৫ রুল ১ খ) অর্ডার ১৫ রুল ১৫ খ) অর্ডার ১৪ রুল ১২ ঘ) অর্ডার ৯ রুল ৯
৩। মোকদ্দমা শুনানীর সময় মঞ্জুর ও মুলতবি রাখা বিষয বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে?
ক) অর্ডার ১৭ রুল ১ খ) অর্ডার ১৫ রুল ৫ খ) অর্ডার ১৪ রুল ১২ ঘ) অর্ডার ৯ রুল ৯
৪। দেওয়ানী মোকদ্দমায় বাদী বা বিবাদীর মৃত্যুতে মোকদ্দমা বিলুপ্ত সাধন হয় না- উক্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে/ক) অর্ডার ২২ রুল ১ খ) অর্ডার ১৫ রুল ৫ খ) অর্ডার ১৪ রুল ১২ ঘ) অর্ডার ২২ রুল ৯
৫। দেওয়ানী মোকদ্দমায় বাদী বা বিবাদী মৃত্যু বরণ করিলে তাহার বৈধ প্রতিনিধিকে মোকদ্দমায় পক্ষভুক্ত হইবার আবেদন না করিলে বাদী বা বিবাদীর অধিকার কি হয়? ক) অচল খ) খারিজ গ) ক ও খ ঘ) কোনটি নয়
৬। কোর্ট ফি ব্যতীত দেওয়ানী মোকদ্দমা রুজু করিতে পারেন কে? ক) ধনী ব্যক্তি খ) শিক্ষক গ) ্আইনজীবী ঘ) নিঃস্ব ব্যক্তি
৭। দেওয়ানী মামলা কাকে বলে? ক) সকল প্রকার সম্পত্তি মামলাকে খ) সকল প্রকার স্বত্ত্বের মামলাকে
গ) সকল প্রকার জমির মামলাকে ঘ) সকল প্রকার অধিকারের মামলাকে
৮। ‘আদালতে পক্ষগণের ম্েযধ যে বিষয়টি নিষ্পত্তি করেছে, সেই পক্ষগণের মধ্যে ঐ বিষয়ে পুনরায় মামলা চলবে না’- এটা কোন নীতি?
ক) মামলা স্থগিতকরণ খ) রেস সাবজুডিস গ) রেস জুডিকাটা ঘ) ক ও খ
৯। আরজি প্রত্যাখ্যান কিসের মধ্যে অর্ন্তভূক্ত? ক) আদেশ খ) রায় গ) সিদ্ধান্ত ঘ) ডিক্রী
১০। অপসংযোজন হলো- ক) ভূল করে কাউকে মামলার পক্ষ না করলে
খ) ভূল করে কাউকে মামলার পক্ষ করলে গ) সন্দেহবশতঃ কাউকে মামরার পক্ষ করলে ঘ) ক ও গ
১১। বাদীর আরজি দাখিল করিতে হয় কিসের মাধ্যমে? ক) সত্যপাঠ খ) হলফনামা গ) এফিডেভিট ঘ) কোনটি নয়
১২। প্রত্যেক আরজি জবাব মোকদ্দমার পক্ষ এবং তার এডভোেেকট কর্তৃক স্বাক্ষরিত হতে হবে-উক্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে?
ক) অর্ডার ৬ রুল ১৪ খ) অর্ডার ৬ রুল ৫ গ) অর্ডার ৬ রুল ১০(৫) ঘ) অর্ডার ৬ রুল ৩
১৩। বিবাদীর লিখিত জবাব দাখিল করিতে হয় কিসের মাধ্যমে? ক) সত্যপাঠ খ) হলফনামা গ) এফিডেভিট ঘ) কোনটি নয়
১৪। বিবাদীর হাজিরা ও জবাব দানের জন্য সমনে নির্ধারিত তারিখে পক্ষগণের হাজির হইতে হইবে উক্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে?
ক) অর্ডার ৯ রুল ১ খ) অর্ডার ৬ রুল ৫ গ) অর্ডার ৬ রুল ১ ঘ) অর্ডার ৬ রুল ৩
১৫। বাদী খরজ প্রদান না করার দরুন সমন জারী না হইয়া থাকিলে মোকদ্দমা খারিজ করা যায় উক্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে? ক) অর্ডার ৯ রুল ২ খ) অর্ডার ৬ রুল ৫ গ) অর্ডার ৯ রুল ১ ঘ) অর্ডার ৬ রুল ৩
১৬। বাদী বা বিবাদী কোন পক্ষই নির্ধারিত দিনের আদালতে হাজির না হইলে আদালত মামলা খারিজের আদেশ প্রদান করিতে পারিবেন উক্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে? ক) অর্ডার ৯ রুল ৩ খ) অর্ডার ৯ রুল ৫ গ) অর্ডার ৯ রুল ১ ঘ) অর্ডার ৬ রুল ৩
১৭। অনুপস্থিতির কারণে কোন মোকদ্দমা খারিজ বা একতরফা ডিক্রী হইলে একই আদালতে একই মোকদ্দমা পূর্নবহালের আবেদনকে কি বলে? ক) ছানী মোকদ্দমা খ) আপীল গ) রিভিশন ঘ) কোনটিই নয়
১৮। বাদী-বিবাদী উভয়ে হাজির না হওয়ার কারণে আদালত কর্তৃক মোকদ্দমা খারিজ হইলে খারিজ মামলা পূনঃজ্জীবিত করার জন্য দেওয়ানী কার্যবিধির কোন বিধান অনুসারে করিতে হইবে? ক) অর্ডার ৯ রুল ৪ খ) অর্ডার ৯ রুল ৫ গ) অর্ডার ৯ রুল ৩ ঘ) অর্ডার ৬ রুল ৩
১৯। বিনা জারিতে সমন ফেরত আসিলে বাদীপক্ষ কত দিনের মধ্যে নতুন করিয়া সমন দেওয়ার আবেদন না করিলে মামলা খারিজ হইবে? ক) ১৪ দিন খ) ২১ দিন গ) ৩ মাস ঘ) ৩০ দিন
২০। বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রী হইলে, ডিক্রী প্রদানকারী আদালতে উক্ত ডিক্রী রদ করার সময়সীমা কত দিন? ক) ১৪ দিন খ) ২১ দিন গ) ৩ মাস ঘ) ৩০ দিন
২১। দ-বিধি নিন্ম লিখিত কোন ব্যাক্তির জন্য প্রযোজ্য? ক) বাংলাদেশী নাগরিক খ) বাংলাদেশে অবস্থানকারী কোন বিদেশী নাগরীক গ) বাংলাদেশে নিবন্ধন কৃত কোন জাহাজ বা বিমানে অবস্থানরত কোন ব্যাক্তি ঘ) সবগুলি
২২। দ-বিধি কাহাদের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না? ক) বিদেশী রাষ্ট্রপ্রধানগন, খ) যুদ্ধবন্ধী,
গ) বাংলাদেশের অমন্ত্রীনে আগত বিদেশী সেনাবাহিনী ঘ) সবগুলি
২৩।মালেশিয়ার আঞ্চলিক সমুদ্র সীমায় বাংলাদেশের রেজিষ্ট্রিকৃত একটি জাহাজে যদি মালেশিয়ার কোন নাগরিক কোন ব্যক্তিকে খুন করে , সেক্ষেত্রে কোন দেশের দ-বিধি অনুষারে উক্ত ব্যাক্তির বিচার হইবে?
(ক) বাংলাদেশের প্রচালিত দ-বিধি অনুষারে বিচার হইবে ,(খ) মালেশিয়ার প্রচালিত দ-বিধি অনুষারে বিচার হইবে ,(গ) আন্তরর্জাতিক আইন অনুষারে (ঘ) বাংলাদেশ ও মালেশিয়ার যৌথ দ-বিধি অনুষারে বিচার হইবে ।
২৪। কোনটি অপরাধের স্থর হিসাবে গন্য হইবে? ক) অভিপ্রায় খ) প্রস্তুতি গ) উদ্দোগ বা প্রচেষ্টা ঘ) সবগুলি।
২৫। দ-বিধির ৩৪ ধারা প্রয়োগ করিতে হইলে দেখাইতে হইবে যে-
ক) কতিপয় ব্যাক্তি কতৃক কোন অপরাধ করা হইতেছে খ) উক্ত ব্যাক্তিগন উক্ত অপরাধ কর্ম করিতে ইচ্ছুক ছিল,
গ) অপরাধ কর্মটি তাহাদের ইচ্ছার অংশ হিসাবে সংঘটিত হইয়াছে ঘ) সবগুলি।
২৬। কতিপয় ব্যাক্তি কতৃক একই অভিপ্রায় পুরনকল্পে কৃত কার্যাবলীর ক্ষেত্রে
ক) প্রত্যেকে এমন ভাবে দায়ী হইবে যেন উক্ত কাজ ব্যাক্তি কতৃক সম্পাদিত হইয়াছিল খ) প্রত্যেকে পৃথক পৃথকভাবে দায়ী হইবে গ) যে যতটুকু অপরাধ করিয়াছে ,সে ততটুকু দায়ী হইবে ঘ) প্রত্যেকের ভিন্ন ভিন্ন শাস্তি হইবে।
২৭। কোন ধারার অপরাধের ক্ষেত্রে যৌথ দায়িত্ব নীতি প্রতিফলিত হয়?
ক) ৩৯৪ ধারা খ) ৩৯৫ ধারা গ) ৩৯৬ ধারা ঘ) সবগুলি
২৮। কে দুষ্কর্মের সহায়তাকারী ? (ক) যিনি কোন অপরাধ করেন, খ) যিনি অপরাধে সাহায্য করেন
গ) যিনি কোন বেআইনী কার্যবিরোততে সাহায্য করেন ঘ) ক ও গ উভায়টি।
২৯। দুষ্কার্মের সহায়তার শাস্তি কি ? ক) বিধিতে বর্নিত না থাকলে ,যে অপরাধে সহায়াতা করা হয় সে অপরাধের ব্যবস্থিত শাস্তি খ) বিধিতে বর্নিত অপরাধের শাস্তি গ) ক বা খ ঘ) কোনটি নয় ।
৩০। দুষ্কার্মের সহায়তার উপাদান কোনটি ? ক) দুষ্কার্মের সহায়তা খ) ষড়যন্ত্র গ) কর্মে সহায়তা ঘ) প্ররোচনা।
৩১। ৫ ধারামতে নিচের কোনটি সুনির্দিষ্ট প্রতিকার নয়?
ক) রিসিভার নিয়োগ খ) কোন একটি পক্ষকে যে কাজ করতে সে বাধ্য তা করতে নির্দেশ দেয়া
গ) কোন একটি পক্ষকে ক্ষতিপূরণ দেয়া ঘ) কোন সম্পত্তির দখল গ্রহণ করে তা তার দাবীদারের নিকট অর্পণ করা
৩২। কত ধারায় নিরোধক প্রতিকারকে সংজ্ঞায়িত করা হয়েছে?
ক) ৩ ধারায় খ) ৫ ধারায় গ) ৬ ধারায় ঘ) খ ও গ
৩৩। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারার অধীনে মামলার তামাদির মেয়াদ কত?
ক) ৬ মাস খ) ১ বছর গ) ১২ বছর ঘ) ৯০ দিন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন