৫৫১। স্বাক্ষীর প্রতি সমন দেওয়ার বিধান-
ক) ৩১ ধারা খ) ৩০ ধারা গ) ৩২ ধারা ঘ) ৩৩ ধারা।
৫৫২। স্বাক্ষীর প্রতি সমন ও স্বাক্ষীর হাজিরার বিধান কত আদেশে-
ক) আদেশ ১৫ খ) আদেশ ১৬ গ) আদেশ ১৭ ঘ) কোনটাই নয়
৫৫৩। সমন অমান্যের দন্ডের বিধান কত ধারায়?
ক) ৩১ ধারা খ) ৩২ ধারা গ) ৩৩ ধারা ঘ) ৩৪ ধারা।
৫৫৪। পত্রিকার মাধ্যমে সমন জারি কি?
ক) বিকল্প সমন জারী খ) ব্যক্তিগত সমন জারী গ) ক ও খ উভয়ই ঘ) কোনটাই নয়
৫৫৫। বিবাদী সরকারী কর্মচারী হলে কাহার নিকট সমন জারী করিতে হইবে
ক) বিবাদীর অফিসের প্রধান কর্মকর্তা নিকট খ) বিবাদীর অফিসের সে কোন কর্মকর্তার নিকট গ) বিবাদীর অফিসের যে কোন কর্মচারীর নিকট ঘ) কোনটাই নয়
৫৫৬। লিখিত জবাব বা লিখিত বর্ণনা বা লিখিত বিবৃতির বিষয় কোন আদেশের বিধান- ক) ৭ আদেশ খ) ৮ আদেশে গ) ৬ আদেশ ঘ) ৯ আদেশ
৫৫৭। দেওয়ানী কার্যবিধি ৮ আদেশে কোন বিষয় বলা হয়েছে?
ক) লিখিত জবাবের বিষয় খ) আরজীর বিষয় গ) নিষেধাজ্ঞার বিষয় ঘ) দরখাস্তের বিষয়
৫৫৮। লিখিত জবাব কে দাকিল করেন-
ক) বিবাদী খ) স্বাক্ষী গ) বাদী ঘ) বাদীর প্রতিনিধি
৫৫৯। সমন জারী হওয়ার কত দিনের মধ্যে লিখিত জবাব দাখিল করিতে হবেÑ
ক) ৩০ দিনের মধ্যে খ) ৬০ দিনের মধ্যে গ) ৯০ দিনের মধ্যে ঘ) কোনটাই নয়।
৫৬০। বিবাদী ৩০ দিনের মধ্যে লিখিত জবাব দাখিল করিতে ব্যর্থ হইলে আদালত কি করবেন-
ক) বিচার্য বিষয় গঠন করিবেন খ) এক তরফা ডিক্রী দিবেন গ) বিবাদীকে লিখিত জবাব দাখিলের জন্য সময় দিবেন ঘ) মোকদ্দমা খারিজের আদেশ দিবেন।
৫৬১। ৩০ দিনের মধ্যে লিখিত জবাব দাখিল করিতে বিবাদী ব্যর্থ হইলে আদালত বিবাদীকে লিখিত জবাব দাখিলের জন্য সর্বোচ্চ কতদিন সময় দিবেন?
ক) ৩০ দিন খ) ৬০ দিন গ) ৯০ দিন ঘ) ১২০ দিন
৫৬২। আদালতের অনুমতি সাপেক্ষে লিখিত জবাব দাখিলের সর্বোচ্চ সময় কত দিন?
ক) ৩০ দিন খ) ৬০ দিন গ) ৯০ দিন ঘ) ১২০ দিন
৫৬৩। লিখিত জবাব দাখিলের অতিরিক্ত সময় মঞ্জুর করা আদালতের -
ক) সাধারণ ক্ষমতা খ) বিবেচনা ক্ষমতা গ) ক ও খ উভয় ঘ) উপরোক্ত সবগুলো
৫৬৪। সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে লিখিত জবাব দাখিল না করিলে আদালতের করণীয় কি ?
ক) মোকদ্দমা খারিজ করা খ) এক তরফা ডিক্রী দেওয়া গ) বিচার বিষয় গঠন করা ঘ) আরজী ফেরত দেওয়া
৫৬৫। বিবাদী যে সকল ঘটনাবলী জবাবে উল্লেখ করিতে চায় তাহা পরিষ্কারভাবে উল্লেখ করিতে হইবে, উক্ত বিধান ---
ক) আদেশ ৮ বিধি ২ খ) আদেশ ৮ বিধি ৩ গ) আদেশ ৮ বিধি ৪ ঘ) আদেশ ৮ বিধি ৪
৫৬৬। সুস্পষ্ট জবাব দাখিলের বিধান --
ক) আদেশ ৮ বিধি ৩ খ) আদেশ ৮ বিধি ৪ গ) আদেশ ৮ বিধি ৫ ঘ) আদেশ ৮ বিধি ৬
৫৬৭। বিবাদী চাতুরীপূর্ণ অস্বীকার করিতে পারিবেন না-উক্ত বিধান -
ক) আদেশ ৮ বিধি ৪ খ) আদেশ ৮ বিধি ৫ গ) আদেশ আদেশ ৮ বিধি ৬ ঘ) আদেশ ৮ বিধি ৬
৫৬৮। আরজীতে উল্লেখিত তয্যমুলক অভিযোগের প্রত্যেকটি যদি স্পষ্ট অস্বীকার করা না হয় তবে অক্ষম ব্যক্তি ব্যতিত অপর সকলের জন্য তাহা কি হিসাবে গন্য হবে।
ক) অস্বীকৃত খ) স্বীকৃত গ) আরজী ঘ) জবাব
৫৬৯। জবাব দাখিলের ক্ষেত্রে মূল দলিলের ফটোস্ট্যাট কপি আদালতের দাখিল করিতে হলে কি প্রয়োজন -
ক) আদালত কর্তৃক সত্যয়িত হতে হবে খ) বাদীকর্তৃক সত্যায়িত হতে হবে
গ) বিবাদীর আইনজীবি কর্তৃক সত্যায়িত হতে হবে ঘ) উপরোক্ত কোনটাই নয়
৫৭০। বিবাদী লিখিত জবাবে কোন বিষয়গুলো উল্লেখ করিতে পারে -
ক) বাদীর আরজী বারিতযোগ্য খ) বাদীর আরজী বাতিল গ) বাদীর আরজী বিচারযোগ্য নয় ঘ) উপরোক্ত সবগুলো
৫৭১। বাদীর দাবী বিবাদী অস্বীকার করলে সেগুলো লিখিত জবাবে অস্বীকার করবে ----
ক) সুস্পষ্টভাবে খ) সাধারণভাবে গ) মোটামুটি ভাবে ঘ) উপরোক্ত সবগুলো
৫৭২। বাদীর আরজীতে যদি পৃথক পৃথক দাবী থাকে তাহলে বিবাদীর জবাবে উক্ত দাবী অস্বীকার করার উপায় কি -
ক) একত্রে খ) পৃথক পৃথক ভাবে গ) মিলিতভাবে ঘ) যে কোন এক ভাবে।
৫৭৩। আরজীতে উল্লেখিত তথ্যমুলক অভিযোগ স্পষ্ট অস্বীকার করা না হলে, অক্ষম ব্যক্তি ব্যক্তি সকলেই স্বীকৃত বলে ধরে নিবে উক্ত বিধান --
ক) আদেশ ৮ বিধি ৪ খ) আদেশ ৮ বিধি ৫ গ) আাদেশ ৮ বিধি ৬ ঘ) আদেশ ৮ বিধি ৭
৫৭৪। সেট অফ কি?
ক) বাদীর দাবীর চেয়ে বিবাদীর দাবী বেশী হলে খ) বাদীর দাবীর চেয়ে বিবাদীর দাবী কম হলে গ) বাদীর দাবীর চেয়ে বিবাদীর দাবী বেশী না হলে ঘ) খ ও গ উভয়ই
৫৭৫। সেট অফ সম্পর্কিত বা দাবী সমন্নয়ের বিধান?
ক) আদেশ ৮ বিধি ৫ খ) আদেশ ৮ বিধি ৬ গ) আদেশ ৮ বিধি৭ ঘ) আদেশ ৮ বিধি ৮
৫৭৬। সেট অফের দাবী কখন করিতে হয়?
ক) প্রথম শুনানীর তারিখে খ) ডিক্রীর পূর্বে গ) মোকদ্দমার যে কোন সময়ে ঘ) কোনটাই নয়
৫৭৭। প্রথম শুনানীর পর সেট আদেশ দাবী করিতে চাহিলে কাহার অনুমতি লাগবে?
ক) আদালতের খ) বাদীর ঘ) বাদীর আইনজীবির ঘ) কোনটাই নয়
৫৭৮। সেট অফের দাবী করিতে পারেন কে? ক) বাদী খ) বিবাদী গ) তদ্বীর কারক ঘ) সবগুলো
৫৭৯। অতিরিক্ত লিখিত জবাবের বিধান?
ক) আদেশ ৮ বিধি ৬ খ) আদেশ ৮ বিধি ৭ গ) আাদেশ ৮ বিধি ৮ ঘ) আদেশ ৮ বিধি ৯
৫৮০। অতিরিক্ত জবাব দেওয়ার নির্দেশ দিতে পারেন কে?
ক) বাদী খ) বিবাদীর তদ্বীরকারক গ) আদালত ঘ) বিচারকারী যে কোন আদালত
৫৮১। অতিরিক্ত লিখিত জবাব দাখিলের তলব করা?
ক) আদালতের সাধারন ক্ষমতা খ) আদালতের ইচ্ছা ধীন ক্ষমতা গ) আদালতের সহজাত ক্ষমতা ঘ) আদালতের বাধ্যতা মূলক ক্ষমতা
৫৮২। অতিরিক্ত লিখিত জবাব প্রদানে বিবাদী ব্যর্থ হলে কোন আদালত দিতে পারেন না?
ক) এক তরফা ডিক্রী খ) কোন আদেশ গ) রায় ঘোষনা ঘ) উপরোক্ত সবগুলো
৫৮৩। পিডিং কি? ক) আরজী বা জবাব খ) আরজী ও জবাব গ) আরজী জবাব বা বিচার্য বিষয় ঘ) উপরোক্ত সবগুলো
৫৮৪। বাদীর প্লিডিং কি? ক) বাদীর আরজী খ) বিবাদী জবার গ) বাদীর দরখাস্ত ঘ) বিবাদী দরখাস্ত
৫৮৫। বিবাদীর প্লিডিং কি? ক) বাদীর জবাব খ) বিবাদীর জবাব গ) বিবাদীর জবাব সংশোধন ঘ) কোনটাই নয়
৫৮৬। প্লিডিং সম্পত্তি বিধান? ক) আদেশ ৬ খ) আদেশ ৭ গ) আদেশ ৮ ঘ) আদেশ ৯
৫৮৭। সাক্ষ্য নয় পক্ষগনের ঘটনা বা তথ্যমুলক বিষয় র্ব্লিডিং এ উল্লেখ করিতে হইবে উক্ত বিধান ?
ক) আদেশ ৬ বিধি ২ খ০ আদেশ ৭ বিধি ২ গ) আদেশ ৮ বিধি ২ ঘ) আদেশ ৯ বিধিন ২
৫৮৮। বাদীর খারজী? ক) বাদীর প্লিডিং খ) বিবাদীর প্লিডিং গ) বাদী ও বিবাদীর প্লিডিং ঘ) সবগুলো
৫৮৯। বিবাদীর জবাব? ক) বিবাদীর প্লিডিং খ) বাদীর প্লিডিং গ) বাদী ও বিবাদীর প্লিডিং ঘ) সবগুলো
৫৯০। প্লিডিং সংশোধন সম্পর্কিত বিবাধ? আদেশ ৬ বিধি ১৭ খ) আদেশ ৬ বিধি ১৬ গ) আদেশ ৬ বিধি ১৮ ঘ) আদেশ ৬ বিধি ১৪
৫৯১। আরজী বা জবাবে ভূল হলে কি করবেন?
ক) আরজী বা জবাব সংশোধনের আবেদন খ) আপীল বা রিভিশনের আদেশ গ) নতুন ভাবে মামলা ঘ) উপরোক্ত সবগুলো
৫৯২। আদালত কখন আরজী বা জবাব সংশোধনের অনুমতি দিবেন না?
ক) প্রস্তত্তি সংশোধন পক্ষগনের মধ্যে বিরোধ নিরসনে আবশ্যক খ) প্রস্তারিত সংশোধনী দ্বারা অপর পক্ষের কোন ক্ষতির সম্ভবনা না থাকিলে গ) সংশোধনীটি সম্পূর্ণ ভিন্ন নতুন এবং অসংগতি পূর্ন মোকদ্দমা সূচনা না করিলে ঘ) সংশোধনীর আবেদন মোকদ্দমা বিলম্বিত করার উদ্দেশ্যে থাকিলে।
৫৯৩। প্লিডিং সংশোধন আদালতে কোন ধরণের ক্ষমতা?
ক) সহজাত ক্ষমতা খ) বিবেচনা মূলক ক্ষমতা গ) বাধ্যতা মূলক ক্ষমতা ঘ) সবগুলো
৫৯৪। প্লিডিং সংশোধনের আবেদন না মঞ্জুর হলে প্রতিকার কি?
ক) আপীল খ) রিভিশন গ) রিভিউ ঘ) কোনটাই নয়
৫৯৫। আদালতে প্লিডিং সংশোধনের সময় দিতে পারে কত দিন?
ক) ৩০ দিন খ) ১৪ দিন গ) ৬০ দিন ঘ) নির্দিষ্ট নাই।
৫৯৬। প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর কি?
ক) একটি নির্দেশ খ) প্রাথমিক আদেশ গ) আদেশ ঘ) কোনটাই নয়।
৫৯৭। সত্যপাঠের বিধান কি?
ক) আদেশ ৬ বিধি ১৬ খ) আদেশ ৬ বিধি ১৫ গ) আদেশ ৬ বিধি ১৮ ঘ) আদেশ ৬ বিধি ১৭
৫৯৮। আরজি বা জবাবে কুৎসা মূলক ঘটনা বর্ণিত হলে আদালতে কিসের আদেশ দিবেন?
ক) কর্তনের খ) সংযোজনের গ) ক ও খ উভয়ই ঘ) কোনটাই নয়।
৫৯৯। প্লিডিং কর্তন বা সংযোজন বিয়োজনের বিধান কত?
ক) আদেশ ৬ বিধি ১৪ খ) আদেশ ৬ বিধি ১৫ গ) আদেশ ৬ বিধি ১৬ ঘ) আদেশ ৬ বিধি ১৭
৬০০। প্লিডিং সংশোধনের আবেদন করা যায় কখন?
ক) মামলার যেকোন পর্যায়ে যে কোন স্তরে অবস্থিত আদালতে খ) ইসুগঠনের পূর্বে গ) ইসু গঠনের পরে ঘ) চূড়ান্ত শুনানীর পর
ক) ৩১ ধারা খ) ৩০ ধারা গ) ৩২ ধারা ঘ) ৩৩ ধারা।
৫৫২। স্বাক্ষীর প্রতি সমন ও স্বাক্ষীর হাজিরার বিধান কত আদেশে-
ক) আদেশ ১৫ খ) আদেশ ১৬ গ) আদেশ ১৭ ঘ) কোনটাই নয়
৫৫৩। সমন অমান্যের দন্ডের বিধান কত ধারায়?
ক) ৩১ ধারা খ) ৩২ ধারা গ) ৩৩ ধারা ঘ) ৩৪ ধারা।
৫৫৪। পত্রিকার মাধ্যমে সমন জারি কি?
ক) বিকল্প সমন জারী খ) ব্যক্তিগত সমন জারী গ) ক ও খ উভয়ই ঘ) কোনটাই নয়
৫৫৫। বিবাদী সরকারী কর্মচারী হলে কাহার নিকট সমন জারী করিতে হইবে
ক) বিবাদীর অফিসের প্রধান কর্মকর্তা নিকট খ) বিবাদীর অফিসের সে কোন কর্মকর্তার নিকট গ) বিবাদীর অফিসের যে কোন কর্মচারীর নিকট ঘ) কোনটাই নয়
৫৫৬। লিখিত জবাব বা লিখিত বর্ণনা বা লিখিত বিবৃতির বিষয় কোন আদেশের বিধান- ক) ৭ আদেশ খ) ৮ আদেশে গ) ৬ আদেশ ঘ) ৯ আদেশ
৫৫৭। দেওয়ানী কার্যবিধি ৮ আদেশে কোন বিষয় বলা হয়েছে?
ক) লিখিত জবাবের বিষয় খ) আরজীর বিষয় গ) নিষেধাজ্ঞার বিষয় ঘ) দরখাস্তের বিষয়
৫৫৮। লিখিত জবাব কে দাকিল করেন-
ক) বিবাদী খ) স্বাক্ষী গ) বাদী ঘ) বাদীর প্রতিনিধি
৫৫৯। সমন জারী হওয়ার কত দিনের মধ্যে লিখিত জবাব দাখিল করিতে হবেÑ
ক) ৩০ দিনের মধ্যে খ) ৬০ দিনের মধ্যে গ) ৯০ দিনের মধ্যে ঘ) কোনটাই নয়।
৫৬০। বিবাদী ৩০ দিনের মধ্যে লিখিত জবাব দাখিল করিতে ব্যর্থ হইলে আদালত কি করবেন-
ক) বিচার্য বিষয় গঠন করিবেন খ) এক তরফা ডিক্রী দিবেন গ) বিবাদীকে লিখিত জবাব দাখিলের জন্য সময় দিবেন ঘ) মোকদ্দমা খারিজের আদেশ দিবেন।
৫৬১। ৩০ দিনের মধ্যে লিখিত জবাব দাখিল করিতে বিবাদী ব্যর্থ হইলে আদালত বিবাদীকে লিখিত জবাব দাখিলের জন্য সর্বোচ্চ কতদিন সময় দিবেন?
ক) ৩০ দিন খ) ৬০ দিন গ) ৯০ দিন ঘ) ১২০ দিন
৫৬২। আদালতের অনুমতি সাপেক্ষে লিখিত জবাব দাখিলের সর্বোচ্চ সময় কত দিন?
ক) ৩০ দিন খ) ৬০ দিন গ) ৯০ দিন ঘ) ১২০ দিন
৫৬৩। লিখিত জবাব দাখিলের অতিরিক্ত সময় মঞ্জুর করা আদালতের -
ক) সাধারণ ক্ষমতা খ) বিবেচনা ক্ষমতা গ) ক ও খ উভয় ঘ) উপরোক্ত সবগুলো
৫৬৪। সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে লিখিত জবাব দাখিল না করিলে আদালতের করণীয় কি ?
ক) মোকদ্দমা খারিজ করা খ) এক তরফা ডিক্রী দেওয়া গ) বিচার বিষয় গঠন করা ঘ) আরজী ফেরত দেওয়া
৫৬৫। বিবাদী যে সকল ঘটনাবলী জবাবে উল্লেখ করিতে চায় তাহা পরিষ্কারভাবে উল্লেখ করিতে হইবে, উক্ত বিধান ---
ক) আদেশ ৮ বিধি ২ খ) আদেশ ৮ বিধি ৩ গ) আদেশ ৮ বিধি ৪ ঘ) আদেশ ৮ বিধি ৪
৫৬৬। সুস্পষ্ট জবাব দাখিলের বিধান --
ক) আদেশ ৮ বিধি ৩ খ) আদেশ ৮ বিধি ৪ গ) আদেশ ৮ বিধি ৫ ঘ) আদেশ ৮ বিধি ৬
৫৬৭। বিবাদী চাতুরীপূর্ণ অস্বীকার করিতে পারিবেন না-উক্ত বিধান -
ক) আদেশ ৮ বিধি ৪ খ) আদেশ ৮ বিধি ৫ গ) আদেশ আদেশ ৮ বিধি ৬ ঘ) আদেশ ৮ বিধি ৬
৫৬৮। আরজীতে উল্লেখিত তয্যমুলক অভিযোগের প্রত্যেকটি যদি স্পষ্ট অস্বীকার করা না হয় তবে অক্ষম ব্যক্তি ব্যতিত অপর সকলের জন্য তাহা কি হিসাবে গন্য হবে।
ক) অস্বীকৃত খ) স্বীকৃত গ) আরজী ঘ) জবাব
৫৬৯। জবাব দাখিলের ক্ষেত্রে মূল দলিলের ফটোস্ট্যাট কপি আদালতের দাখিল করিতে হলে কি প্রয়োজন -
ক) আদালত কর্তৃক সত্যয়িত হতে হবে খ) বাদীকর্তৃক সত্যায়িত হতে হবে
গ) বিবাদীর আইনজীবি কর্তৃক সত্যায়িত হতে হবে ঘ) উপরোক্ত কোনটাই নয়
৫৭০। বিবাদী লিখিত জবাবে কোন বিষয়গুলো উল্লেখ করিতে পারে -
ক) বাদীর আরজী বারিতযোগ্য খ) বাদীর আরজী বাতিল গ) বাদীর আরজী বিচারযোগ্য নয় ঘ) উপরোক্ত সবগুলো
৫৭১। বাদীর দাবী বিবাদী অস্বীকার করলে সেগুলো লিখিত জবাবে অস্বীকার করবে ----
ক) সুস্পষ্টভাবে খ) সাধারণভাবে গ) মোটামুটি ভাবে ঘ) উপরোক্ত সবগুলো
৫৭২। বাদীর আরজীতে যদি পৃথক পৃথক দাবী থাকে তাহলে বিবাদীর জবাবে উক্ত দাবী অস্বীকার করার উপায় কি -
ক) একত্রে খ) পৃথক পৃথক ভাবে গ) মিলিতভাবে ঘ) যে কোন এক ভাবে।
৫৭৩। আরজীতে উল্লেখিত তথ্যমুলক অভিযোগ স্পষ্ট অস্বীকার করা না হলে, অক্ষম ব্যক্তি ব্যক্তি সকলেই স্বীকৃত বলে ধরে নিবে উক্ত বিধান --
ক) আদেশ ৮ বিধি ৪ খ) আদেশ ৮ বিধি ৫ গ) আাদেশ ৮ বিধি ৬ ঘ) আদেশ ৮ বিধি ৭
৫৭৪। সেট অফ কি?
ক) বাদীর দাবীর চেয়ে বিবাদীর দাবী বেশী হলে খ) বাদীর দাবীর চেয়ে বিবাদীর দাবী কম হলে গ) বাদীর দাবীর চেয়ে বিবাদীর দাবী বেশী না হলে ঘ) খ ও গ উভয়ই
৫৭৫। সেট অফ সম্পর্কিত বা দাবী সমন্নয়ের বিধান?
ক) আদেশ ৮ বিধি ৫ খ) আদেশ ৮ বিধি ৬ গ) আদেশ ৮ বিধি৭ ঘ) আদেশ ৮ বিধি ৮
৫৭৬। সেট অফের দাবী কখন করিতে হয়?
ক) প্রথম শুনানীর তারিখে খ) ডিক্রীর পূর্বে গ) মোকদ্দমার যে কোন সময়ে ঘ) কোনটাই নয়
৫৭৭। প্রথম শুনানীর পর সেট আদেশ দাবী করিতে চাহিলে কাহার অনুমতি লাগবে?
ক) আদালতের খ) বাদীর ঘ) বাদীর আইনজীবির ঘ) কোনটাই নয়
৫৭৮। সেট অফের দাবী করিতে পারেন কে? ক) বাদী খ) বিবাদী গ) তদ্বীর কারক ঘ) সবগুলো
৫৭৯। অতিরিক্ত লিখিত জবাবের বিধান?
ক) আদেশ ৮ বিধি ৬ খ) আদেশ ৮ বিধি ৭ গ) আাদেশ ৮ বিধি ৮ ঘ) আদেশ ৮ বিধি ৯
৫৮০। অতিরিক্ত জবাব দেওয়ার নির্দেশ দিতে পারেন কে?
ক) বাদী খ) বিবাদীর তদ্বীরকারক গ) আদালত ঘ) বিচারকারী যে কোন আদালত
৫৮১। অতিরিক্ত লিখিত জবাব দাখিলের তলব করা?
ক) আদালতের সাধারন ক্ষমতা খ) আদালতের ইচ্ছা ধীন ক্ষমতা গ) আদালতের সহজাত ক্ষমতা ঘ) আদালতের বাধ্যতা মূলক ক্ষমতা
৫৮২। অতিরিক্ত লিখিত জবাব প্রদানে বিবাদী ব্যর্থ হলে কোন আদালত দিতে পারেন না?
ক) এক তরফা ডিক্রী খ) কোন আদেশ গ) রায় ঘোষনা ঘ) উপরোক্ত সবগুলো
৫৮৩। পিডিং কি? ক) আরজী বা জবাব খ) আরজী ও জবাব গ) আরজী জবাব বা বিচার্য বিষয় ঘ) উপরোক্ত সবগুলো
৫৮৪। বাদীর প্লিডিং কি? ক) বাদীর আরজী খ) বিবাদী জবার গ) বাদীর দরখাস্ত ঘ) বিবাদী দরখাস্ত
৫৮৫। বিবাদীর প্লিডিং কি? ক) বাদীর জবাব খ) বিবাদীর জবাব গ) বিবাদীর জবাব সংশোধন ঘ) কোনটাই নয়
৫৮৬। প্লিডিং সম্পত্তি বিধান? ক) আদেশ ৬ খ) আদেশ ৭ গ) আদেশ ৮ ঘ) আদেশ ৯
৫৮৭। সাক্ষ্য নয় পক্ষগনের ঘটনা বা তথ্যমুলক বিষয় র্ব্লিডিং এ উল্লেখ করিতে হইবে উক্ত বিধান ?
ক) আদেশ ৬ বিধি ২ খ০ আদেশ ৭ বিধি ২ গ) আদেশ ৮ বিধি ২ ঘ) আদেশ ৯ বিধিন ২
৫৮৮। বাদীর খারজী? ক) বাদীর প্লিডিং খ) বিবাদীর প্লিডিং গ) বাদী ও বিবাদীর প্লিডিং ঘ) সবগুলো
৫৮৯। বিবাদীর জবাব? ক) বিবাদীর প্লিডিং খ) বাদীর প্লিডিং গ) বাদী ও বিবাদীর প্লিডিং ঘ) সবগুলো
৫৯০। প্লিডিং সংশোধন সম্পর্কিত বিবাধ? আদেশ ৬ বিধি ১৭ খ) আদেশ ৬ বিধি ১৬ গ) আদেশ ৬ বিধি ১৮ ঘ) আদেশ ৬ বিধি ১৪
৫৯১। আরজী বা জবাবে ভূল হলে কি করবেন?
ক) আরজী বা জবাব সংশোধনের আবেদন খ) আপীল বা রিভিশনের আদেশ গ) নতুন ভাবে মামলা ঘ) উপরোক্ত সবগুলো
৫৯২। আদালত কখন আরজী বা জবাব সংশোধনের অনুমতি দিবেন না?
ক) প্রস্তত্তি সংশোধন পক্ষগনের মধ্যে বিরোধ নিরসনে আবশ্যক খ) প্রস্তারিত সংশোধনী দ্বারা অপর পক্ষের কোন ক্ষতির সম্ভবনা না থাকিলে গ) সংশোধনীটি সম্পূর্ণ ভিন্ন নতুন এবং অসংগতি পূর্ন মোকদ্দমা সূচনা না করিলে ঘ) সংশোধনীর আবেদন মোকদ্দমা বিলম্বিত করার উদ্দেশ্যে থাকিলে।
৫৯৩। প্লিডিং সংশোধন আদালতে কোন ধরণের ক্ষমতা?
ক) সহজাত ক্ষমতা খ) বিবেচনা মূলক ক্ষমতা গ) বাধ্যতা মূলক ক্ষমতা ঘ) সবগুলো
৫৯৪। প্লিডিং সংশোধনের আবেদন না মঞ্জুর হলে প্রতিকার কি?
ক) আপীল খ) রিভিশন গ) রিভিউ ঘ) কোনটাই নয়
৫৯৫। আদালতে প্লিডিং সংশোধনের সময় দিতে পারে কত দিন?
ক) ৩০ দিন খ) ১৪ দিন গ) ৬০ দিন ঘ) নির্দিষ্ট নাই।
৫৯৬। প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর কি?
ক) একটি নির্দেশ খ) প্রাথমিক আদেশ গ) আদেশ ঘ) কোনটাই নয়।
৫৯৭। সত্যপাঠের বিধান কি?
ক) আদেশ ৬ বিধি ১৬ খ) আদেশ ৬ বিধি ১৫ গ) আদেশ ৬ বিধি ১৮ ঘ) আদেশ ৬ বিধি ১৭
৫৯৮। আরজি বা জবাবে কুৎসা মূলক ঘটনা বর্ণিত হলে আদালতে কিসের আদেশ দিবেন?
ক) কর্তনের খ) সংযোজনের গ) ক ও খ উভয়ই ঘ) কোনটাই নয়।
৫৯৯। প্লিডিং কর্তন বা সংযোজন বিয়োজনের বিধান কত?
ক) আদেশ ৬ বিধি ১৪ খ) আদেশ ৬ বিধি ১৫ গ) আদেশ ৬ বিধি ১৬ ঘ) আদেশ ৬ বিধি ১৭
৬০০। প্লিডিং সংশোধনের আবেদন করা যায় কখন?
ক) মামলার যেকোন পর্যায়ে যে কোন স্তরে অবস্থিত আদালতে খ) ইসুগঠনের পূর্বে গ) ইসু গঠনের পরে ঘ) চূড়ান্ত শুনানীর পর