মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭

দেওয়ানী কার্যবিধি অনুসারে রেফারেন্স কে করতে পারে ?

১। নিচের কোনটি সমন জারীর পদ্ধতি ? ক) বিবাদীকে ব্যক্তিগতভাবে সমন প্রদান খ) বিবাদীর গৃহে সমন ঝুলিয়ে দেয়া গ) পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে সমন প্রদান ঘ) উপরের সবগুলোই
২। রিভিশন প্রযোজ্য হয় কখন? ক) এখতিয়ারের অনিয়মিত প্রয়োগ খ) এখতিয়ারের অপপ্রয়োগ গ) এখতিয়ার সম্পর্কে অবৈধ ধারণা ঘ) উপরের সবগুলোই
৩। দেওয়ানী কার্যবিধি অনুসারে রেফারেন্স কে করতে পারে ?
(ক) সংক্ষুব্ধ পক্ষ খ) যে কোন ব্যক্তি গ) মোকদ্দমা বা আপীল বিচারকারী বা ডিক্রীজারীকারক আদালত ঘ) উপরের সবগুলোই
৪। দেওয়ানী কার্যবিধির কত ধারাতে আদালত রেফারেন্স এখতিয়ার প্রয়োগ করতে পারে ? ক) ১১০ ধারা খ) ১১২ ধারা গ) ১১৩ ধারা ঘ) ১১৪ ধারা
৫। কে আপীল করতে পারে ? ক) রায়, ডিক্রি বা আদেশের ফলে ক্ষতিগ্রস্থ ব্যক্তি খ) রায়, ডিক্রি বা আদেশের ফলে সংক্ষুব্দ ব্যক্তি
গ) রায়, ডিক্রি বা আদেশের ফলে উপকৃত ব্যক্তি ঘ) ক ও খ
৬। কোনটি আপীলযোগ্য? ক) রিভিউ আবেদন মঞ্জুর করার আদেশ খ) রিভিউ আবেদন প্রত্যাখ্যানের আদেশ গ) ক ও খ ঘ) কোনটিই নয়
৭। একতরফা ডিক্রির কী করা যায় ? ক) আপীল করা যায় খ) রিভিউর জন্য আবেদন করা যায় গ) রদ করার জন্য আবেদন করা যায় ঘ) উপরের সবগুলোই
৮। দেওয়ানী কর্যবিধির কত নং আদেশে আদালত কর্তৃক পক্ষগণের জবানবন্দি গ্রহণ সংক্রান্ত বিধান আছে ? ক) আদেশ ১০ খ) আদেশ ১১ গ) আদেশ ১২ ঘ) আদেশ ১৩
৯। দেওয়ানী কার্যবিধির কোন আদেশে প্রথম শুনানীর দিনে মোকদ্দমা নিষ্পত্তি সংক্রান্ত বিধান আছে ? ক) আদেশ ১৫ খ) আদেশ ১৬ গ) আদেশ ১৭ ঘ) আদেশ ১৮
১০। দেওয়ানি কার্যবিধির কোন আদেশে সাক্ষির ও হাজিরা সংক্রান্ত বিধান আছে ? ক) আদেশ ১৫ খ) আদেশ ১৬ গ) আদেশ ১৭ ঘ) আদেশ ১৮

২টি মন্তব্য:

  1. নিচের কোনটি সমন জারীর পদ্ধতি ? ক) বিবাদীকে ব্যক্তিগতভাবে সমন প্রদান খ) বিবাদীর গৃহে সমন ঝুলিয়ে দেয়া গ) পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে সমন প্রদান ঘ) উপরের সবগুলোই

    উত্তরমুছুন
  2. দেওয়ানি কার্যবিধির কোন আদেশে সাক্ষির ও হাজিরা সংক্রান্ত বিধান আছে ? ক) আদেশ ১৫ খ) আদেশ ১৬ গ) আদেশ ১৭ ঘ) আদেশ ১৮

    উত্তরমুছুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়

১। দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়  ক) বিবাদী বাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা,খ) বাদী বিবাদী দত্তক পুত্র মর্মে ঘোষণাগ) বাদী-বিবাদী পালকপুত্র ম...