মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭

ম্যাজিষ্ট্রেট আদালত মামলা বিচার পদ্ধতি সম্পর্কিত বিধান ফৌজদারী কার্যবিধির কত ধারায়

ম্যাজিষ্ট্রেট আদালতে বিচার পদ্ধতি (ধারা ২৪১-২৫০)
১। ম্যাজিষ্ট্রেট আদালত মামলা বিচার পদ্ধতি সম্পর্কিত বিধান ফৌজদারী কার্যবিধির কত ধারায় ?
(ক) ১৫৬-১৭৩ ধারা (খ) ২৪১-২৫০ ধারা (গ) ২৬৫এ- ২৫৬ এল ধারা (ঘ) ৪৩৫-৪৪০ ধারা।
২। ম্যাজিষ্ট্রেট আদালত কর্তৃক আসামীকে অভিযোগ হইতে অব্যহতি প্রদানের ধারা কত ?
(ক) ২৪১এ ধারা (খ) ২৬৫সি ধারা (গ) ১৪৫ ধারা (ঘ) ২৬৫এইচ ধারা।
৩। ম্যাজিষ্ট্রেট আদালত কর্তৃক আসামীকে অভিযোগ হইতে খালাস  প্রদানের ধারা কত ?
(ক) ২৪১এ ধারা (খ) ২৬৫সি ধারা (গ) ২৪৫ ধারা (ঘ) ২৬৫এইচ ধারা।
৪। ম্যাজিষ্ট্রেট আদালতে নালিশ প্রত্যাহারের  ধারা কত ?
(ক) ২৪৫ ধারা (খ) ২৪৭ ধারা (গ) ২৪৮ ধারা (ঘ) ২৫০ ধারা।
৫। ম্যাজিষ্ট্রেট আদালতে আসামী অভিযুক্ত হইলে কত ধারায় দন্ড প্রদান করা হয় ?
(ক) ২৪৫ ধারা (খ) ২৪৭ ধারা (গ) ২৪৮ ধারা (ঘ) ২৫০ ধারা।
৬। ম্যাজিষ্ট্রেট আদালতে অভিযোগ স্বীকার করলে কত ধারায় দন্ড প্রদান করা হয় ?
(ক) ২৪২ ধারা (খ) ২৪৩ ধারা (গ) ২৪৪ ধারা (ঘ) ২৪৫ ধারা।
৭। ম্যাজিষ্ট্রেট আদালত কত ধারায় অভিযোগ গঠন () করিয়া থাকেন ?
(ক) ২৪২ ধারা (খ) ২৪৩ ধারা (গ) ২৪৪ ধারা (ঘ) ২৪৫ ধারা।
৮।  ম্যাজিষ্ট্রেট আদালত কর্তৃক আসামীকে অভিযোগ হইতে খালাস প্রদানের ধারা কত ?
(ক) ২৪১এ ধারা (খ) ২৪৫ ধারা (গ) ২৪৭ ধারা (ঘ) ক ও খ।
৯। ম্যাজিষ্ট্রেট আদালত কত দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করিবেন ?
(ক) ৩৬০ দিন (খ) ২৮০ দিন (গ) ২৬০ দিন (ঘ) ১৮০ দিন।
১০। কত ধারায় ম্যাজিষ্ট্রেট কর্তৃক বিচার্য মামলায় মিথ্যা, তুচ্ছ, ও বিরক্তিকর অভিযোগের () জন্য ক্ষতিপূরনের বিধান রাখা হইয়াছে ?
(ক) ১৫০ ধারা (খ) ২৫০ ধারা (গ) ৩৫০ ধারা (ঘ) ৪৫০ ধারা।
১১। মিথ্যা, তুচ্ছ, ও বিরক্তিকর অভিযোগের জন্য ম্যাজিষ্ট্রেট আদালত সর্ব্বোচ্চ কত বৎসর কারাদন্ড প্রদান করিতে পারেন ?
(ক) ৩ মাস (খ) ৬ মাস (গ) ১ বৎসর (ঘ) ৩ বৎসর।
১২। আসামী অব্যহতি পাওয়ার দরখাস্ত () বিবেচনার সময় নিন্মের কোন দলিল বিবেচনায় নেওয়া যায় না ?
(ক) তদন্তকারী কর্মকর্তার নিকট প্রদত্ত জবানবন্দী (খ) আসামীর দাখিলকৃত দলিলপত্র (গ) ডাক্তারের সার্টিফিকেট (ঘ) প্রাথমিক তথ্য প্রমান।
১৩। মিথ্যা, তুচ্ছ, ও বিরক্তিকর অভিযোগের জন্য ম্যাজিষ্ট্রেট আদালত কি দন্ড প্রদান করিতে পারেন ?
(ক) অনধিক ছয় মাস কারাদন্ড (খ) অনধিক তিন হাজার টাকা জড়িমানা (গ) ক বা খ (ঘ) ক ও খ।
১৪। মিথ্যা, তুচ্ছ, ও বিরক্তিকর অভিযোগের জন্য প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট আদালত ক্ষতিপূরন প্রদানের জন্য কাহাকে নিদের্শ দিবেন ?
(ক) ফরিয়াদীকে (খ) সংবাদদাতাকে (গ) ক বা খ (ঘ) আসামীকে।
১৫। ফৌজদারী কার্যবিধির ২০৫ ধারার...................................?
(ক) আসামী (খ) আসামীদের প্রত্যেকে (গ) ক বা খ (ঘ) সরকার।
১৬। মিথ্যা, তুচ্ছ, ও বিরক্তিকর অভিযোগের () জন্য প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট আদালত আসামীদেরকে প্রদানের জন্য অনধিক কত টাকা ক্ষতিপূরণ নির্ধারন করিবেন?
(ক) ১০০০/- টাকা (খ) ৫০০/- টাকা (গ) ২০০০/- টাকা (ঘ) ৫০০০/- টাকা।
১৭। মিথ্যা, তুচ্ছ, ও বিরক্তিকর অভিযোগের () জন্য দ্বিতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট আদালত আসামীদেরকে প্রদানের জন্য অনধিক কত টাকা ক্ষতিপূরণ নির্ধারন করিবেন?
(ক) ১০০০/- টাকা (খ) ৫০০/- টাকা (গ) ২০০০/- টাকা (ঘ) ৫০০০/- টাকা।
১৮। মিথ্যা, তুচ্ছ, ও বিরক্তিকর অভিযোগের () জন্য তৃতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট আদালত আসামীদেরকে প্রদানের জন্য অনধিক কত টাকা ক্ষতিপূরণ নির্ধারন করিবেন?
(ক) ১০০০/- টাকা (খ) ৫০০/- টাকা (গ) ২০০০/- টাকা (ঘ) ৫০০০/- টাকা।
১৯। ফৌজদারী কার্যবিধির ২৫০ ধারানুসারে মিথ্যা, তুচ্ছ, ও বিরক্তিকর অভিযোগের ক্ষেত্রে অনধিক ১০০০/- টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করিতে পারেন কোন ম্যাজিষ্ট্রেট ?
(ক) প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট (খ) দ্বিতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট (গ) ক বা খ (ঘ) তৃতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট।
২০। ১৯। ফৌজদারী কার্যবিধির ২৫০ ধারানুসারে মিথ্যা, তুচ্ছ, ও বিরক্তিকর অভিযোগের ক্ষেত্রে অনধিক ৫০০/- টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করিতে পারেন কোন ম্যাজিষ্ট্রেট ?
(ক) প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট (খ) দ্বিতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট (গ) ক বা খ (ঘ) তৃতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট।
২১।ফৌজদারী কার্যবিধির ২০৫ ধারা অনুসারে ১০০/- টাকার অধিক ক্ষতিপূুরণের আদেশ দিলে ফরিয়াদি বা সংবাদদাতার প্রতিকার কি ?
(ক) আপীল (খ) রিভিশন (গ) রিভিউ (ঘ) কোন এখতিয়ার নেই।
২২। ফৌজদারী কার্যবিধির ২০৫ ধারা অনুসারে ১০০/- টাকার ক্ষতিপূুরণের আদেশ দিলে ফরিয়াদি বা সংবাদদাতার প্রতিকার কি ?
(ক) আপীল (খ) রিভিশন (গ) রিভিউ (ঘ) কোন এখতিয়ার নেই।
২৩। ফৌজদারী কার্যবিধির  ২৫০ ধারানুসারে, ক্ষতিপূরণ  দিতে ব্যর্থতার ক্ষেত্রে  ম্যাজিষ্ট্রেট আর কি আদেশ দিতে পারেন ?
(ক) অনধিক ত্রিশ দিনের সশ্রম কারাদন্ড (খ) অনধিক ত্রিশ দিনের বিনাশ্রম কারাদন্ড (গ) অনধিক ছয় মাস কারাদন্ড (ঘ) অনধিক এক সৎসর কারাদন্ড।
২৪। যখন ম্যাজিষ্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহন করেন, তখন আসামী -(ক) অব্যহতি পাইতে পারে (খ) খালাশ পাইতে পারে (গ) দন্ড পাইতে পারে (ঘ) মুক্তি পাইতে পারে।
২৫। প্রত্যাহার করা হইলে আসামী-
(ক) মুক্তি () পাইবে (খ) অব্যহতি () পাইবে (গ) দন্ড () পাইবে (ঘ) খালাশ () পাইবে।
২৬।  ব্যতীত অন্যভাবে রুজুকৃত একটি ফৌজদারী মামলার কার্যক্রম বন্ধ করা হইলে, ম্যাজিষ্ট্রেট আসামীকে-
(ক) মুক্তি দিতে পারেন (খ) অব্যহতি দিতে পারেন (গ) খালাশ দিতে পারেন (ঘ) দন্ড দিতে পারেন।
২৭।  ব্যতীত অন্যভাবে রুজুকৃত একটি ফৌজদারী মামলার কার্যক্রম কে বন্ধ করিতে পারেন ?
(ক) জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (খ) জেলা ম্যাজিষ্ট্রেট (গ) নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ঘ) স্পেশাল ম্যাজিষ্ট্রেট।
২৮। ব্যতীত অন্যভাবে রুজুকৃত একটি ফৌজদারী মামলার কার্যক্রম বন্ধ করার জন্য কাহার পূর্ব অনুমোদন নিতে হবে ?
(ক) মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট (খ) প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট (গ) চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (ঘ) ক বা খ বা গ এ বর্ণিত যে কোন ম্যাজিষ্ট্রেট
২৯। মামলার কোন পযায়ে            ব্যতীত অন্যভাবে রুজুকৃত ফৌজদারী মামলার কার্যক্রম () বন্ধ করা যাইবে ?
(ক) মামলার শুরুতে (খ) মামলার যে কোন পর্যায়ে (গ) মামলার শেষে (ঘ) কোন কার্যক্রম বন্ধ করা যাইবে না।
৩০। অভিযোগ কে প্রত্যাহার করিবেন ?
(ক) ফরিয়াদি (খ) আসামী (গ) ম্যাজিষ্ট্রেট (ঘ) অন্য কেহ।
৩১। কখন অভিযোগ প্রত্যাহার করা যায় ?
(ক) মামলার শুরুতে (খ) মামলার যে কোন পর্যায়ে (গ) মামলার শেষে (ঘ) মামলার চুড়ান্ত আদেশ হইবার পূর্বে।
৩২। অভিযোগ প্রত্যাহারের () অনুমতি কে দিবেন ?
(ক) ম্যাজিষ্ট্রেট (খ) আসামী (গ) সরকার (ঘ) অন্য কেহ।
৩৩। নালিশী মামলায় শুনানির তারিখে ফরিয়াদী অনুপস্থিত থাকিলে  ম্যাজিষ্ট্রেট আসামীকে-
(ক) মুক্তি দিতে পারেন (খ) অব্যহতি দিতে পারেন (গ) খালাশ দিতে পারেন (ঘ) দন্ড দিতে পারেন।
৩৪। নালিশী মামলায় অভিযোগকারী যদি সরকারী কর্মচারী হন এবং তাহার ব্যক্তিগত হাজিরা প্রয়োজন না হয় , তবে সেক্ষেত্রে ম্যাজিষ্ট্রেট কি করিবেন ?
(ক) অভিযোগকারীকে ব্যক্তিগত হাজিরা হইতে অব্যহতি দিবেন (খ) মামলার অগ্রসর হবেন (গ) ক ও খ (ঘ) মামলা খারিজের আদেশ দিবেন।


৩৬। অভিযোগ বিবেচনার পর যদি ম্যাজিস্ট্রেট মনে করেন যে, অভিযোগ ভিত্তিহীন তাহা হইলে তিনি আসামীকে
ক) মুক্তি দিবেন খ) অব্যাহতি গ) দন্ড দিবেন ঘ) খালাস দিবেন
৩৭। অভিযোগ গঠনের সময় নি¤েœর কোন দলিল বিবেচনায় নেওয়া যায়
ক) নালিশের আবেদন খ) অভিযোগকারী কর্তৃক দাখিলকৃত দলিলপত্র গ) বিচার সম্বন্ধীয় ................সাক্ষীদের লিপিবদ্ধকৃত বিবৃতি এবং অনুসন্ধানকারী অফিসারের রিপোর্ট ঘ) ক, খ ও গ এ বর্নিত সবগুলি।
৩৮। অভিযোগ গঠনের সময় কোন পক্ষের কাগজপত্র বিবেচ না করিতে হজয়।ভ
ক) বাদী পক্ষের খ) আসামী পক্ষের গ) বাদী ও আসামী উভয়পক্ষের ঘ) ডাক্তারের সার্টিফিকেট
৩৯। অভিযোগ শুনানীর পর ম্যাজিস্ট্রেট যদ মনে করেন যে, আসামী অপরাধ করিয়াছে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কি করিবেন?
ক) আসামীকে অব্যাহতি দিবেন খ) অভিযোগ গঠন করিবেন গ) আসামীকে জিজ্ঞাসা করিবেন যে, সে অপরাধ স্বীকার করে কি না ঘ) খ ও গ
৪০। চাজ গঠন কালে কি কি বিষয় পাঠ করিতে হইবে?
 ক) এজাহার খ) ফৌজদারী কার্যবিধির ১৬১ ধারানুসারে লিপিবদ্ধকৃত সাক্ষীদের বিবৃতি গ) চার্জশীট ঘ) ক, খ ও গ  এ বর্নিত সবগুলি।
৪১। চার্জ গঠনের পর আসামী যদি তাহার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করে, তবে ম্যাজিস্ট্রেট কি করিবেন?
ক) স্বীকৃতি লিপিবদ্ধ করিবেন খ) আসামীকে দন্ডের বিরুদ্ধে কারন দর্শানোর সুযোগ দিবেন, গ) পর্যাপ্ত কারন দর্শাইতে না পারিলে আসামীকে দন্ড দান করিবেন ঘ) ক, খ ও গ এবর্নিত সবগুলি।
৪২। চার্জ গঠনের পর আসামী যদি তাহার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার না করে, তখনকার পদ্ধতি সম্পর্কে ফৌজদারী কার্যবিধির কত ধারায় বিধান বর্নিত আছে?
ক) ২৪২ ধারা খ)২৪৩ ধারা গ) ২৪৪ ধারা ঘ) ২৪৫ ধারা
৪৩। চার্জ গঠনের পর আসামী যদি তাহার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার না করেন তখন ম্যাজিস্ট্রেট কি করিবেন?
ক) ফরিয়াদীর বক্তব্য শ্রবন করিবেন এবং বাদী পক্ষের সমর্থনে প্রদত্ত সাক্ষ্য গ্রহন করিবেন খ) আসামীর বক্তব্য শ্রবন করিবেন এবং আত্মপক্ষ সমর্থনে তাহার প্রদত্ত সাক্ষ্য গ্রহন করিবেন গ) ক ও খ ঘ) ক বা খ
৪৪। ফৌজদারী কার্যবিধির ২৪৪ ধারানুসারে ম্যাজিস্ট্রেট কিসের জন্য সমন ইস্যু করিবেন
ক) সাক্ষীর প্রতি হাজির হওয়ার জন্য খ) কোন দলিল হাজির করিবার জন্য গ) কোন জিনিস হাজির করিবার জন্য ঘ) ক বা খ বা গ এ বর্নিত যে কোনটি
৪৫। ফৌজদারী কার্যবিধির ২৪৪ ধারানুসারে ম্যাজিস্ট্রেট কিসের ভিত্তিতে সমন ইস্যু করিবেন?
ক) স্বতঃপ্রবৃত্ত হইয়া খ) ফরিয়াদীর আবেদন ক্রমে গ) আসামীর আবেদন ক্রমে  ঘ) খ বা গ
৪৬। শুনানী ও সাক্ষ্য প্রমানাদি গ্রহনের পর ম্যাজিস্ট্রেট যদি আসামীকে নির্দোষ বলিয়া সাব্যস্ত করেন, তবে আসামীকে
ক) খালাসের আদেশ দিবেন খ) অব্যাহতির আদেশ দিবেন গ) মুক্তির আদেশ দিবেন ঘ) দন্ডের আদেশ দিবেন
৪৭। শুনানি ও সাক্ষ্য প্রমানাদি গ্রহনের পর ম্যাজিস্ট্রেট যদি আসামীকে দোষী সাব্যস্ত করেন, তবে আসামীকে
ক) খালাসের আদেশ দিবেন খ) শাস্তির আদেশ দিবেন গ) মুক্তির আদেশ দিবেন ঘ) অব্যাহতির আদেশ দিবেন

৪৯। উরংপযধৎমব কোনটি?
ক) খালাস খ) অব্যাহতি গ) মুক্তি ঘ) দন্ড
৫০। জবষবধংব কোনটি?
ক) খালাস খ) অব্যাহতি গ) মুক্তি ঘ) দন্ড
৫১। ঝবহঃবহপব কোনটি?
ক) খালাস খ) অব্যাহতি গ) মুক্তি ঘ) দন্ড
৫২।অপয়ঁরঃঃধষ এর বৈশিষ্ট্য কোনটি?
ক)আসামী নির্দোষ বলিয়া সাব্যস্ত হন, খ) ঐ একই অপরাধে পুনরায় অভিযোগ আনা যাইবে না গ) ক ও খ ঘ) কোনটি নহে
৫৩। উরংপযধৎমব এর বৈশিষ্ট্য কোনটি?
ক) আসামী বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন গন্য হইবে খ)  সাক্ষ্য প্রমান থাকিলে ঐ একই অপরাধে পুনরায় অভিযোগ আনা যাইবে গ) ক ও খ ঘ) কোনটি নহে
৫৪। জবষবধংব এর বৈশিষ্ট্য কোনটি?
ক) কার্যক্রম বন্ধের ক্ষেত্রে আসামী আপাততঃ মুক্তি পাইবে খ) পরবর্তীতে কার্যক্রম চালু হইলে আসামীর বিরুদ্ধে পুনরায় ব্যবস্থা নেওয়া যাইবে, গ) ক ও খ ঘ) কোনটি নহে
৫৫। ঝবহঃবহপব এর বৈশিষ্ট্য কোনটি?
 ক) আসামী দোষী সাব্যস্ত হইবে, খ) আসামীকে শাস্তি দেওয়া হইবে গ).....................................................ঘ) ক  খ ও গ এ বর্নিত সবগুলি
৫৬। আসামীকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করিয়া মামলার শুনানি এবং অভিযোগ গঠনের পূর্বে অব্যাহতি দেওয়া যাইবে কি না, দেওয়া গেলে ফৌজদারী কার্যবিধির কত ধারানুসারে?
ক)অব্যাহতি দেওয়া যাইবে না খ) অব্যাহতি দেয়া যাইবে ২৪১ এ ধারানুসারে গ) অব্যহতি দেওয়া যাইবে ক২৬৫ সি ধারানুসারে ঘ) অব্যাহতি দেওয়া যাইবে নালিশী মামলা প্রত্যাহার করিলে
৫৭।আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর অভিযুক্ত ব্যক্তির শুনানির জন্য নির্ধারিত দিনে যদি ফরিয়াদি উপস্থিত না হয়-
ক) ম্যাজিস্ট্্েরট আসামীকে খালাস দিবেন খ) অন্য কোন কারনে ম্যাজিস্ট্রেট মামলার শুনানি মূলতবী রাখিতে পারিবেন, গ) অভিযোগকারী যদি সরকারী কর্মকর্তা হন তাহা হইলে আদালত উপযুক্ত ক্ষেত্রে তাহাকে হাজিরা হইতে অব্যাহতি দিবেন  ঘ) ক ও খ ও গ এ বর্নিত সবগুলি
৫৮। ফরিয়াদি মামলার কোন পর্যায় ম্যাজিস্ট্রেটকে সন্তুষ্ট করিয়া মামলা প্রত্যাহার করিতে পারেন?
ক) মামলার যে কোন পর্যায়  খ) অভিযোগ গঠনের পূর্বে গ) মামলার চূড়ান্ত আদেশে হইবার পূর্বে ঘ) মালার শুনানির পূর্বে
৫৯। একজন ম্যাজিষ্ট্রেট মামলা প্রপ্ত হইবার তারিখ হইতে কত দিনের মধ্যে বিচার বিচার কার্য সমাপ্ত করিবেন?
ক) ১২০ দিন, খ) ১৮০ দিন গ) ২৪০ দিন ঘ) ৩৬০ দিন
৬০। মামলা নিষ্পত্তির সময় সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়

১। দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়  ক) বিবাদী বাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা,খ) বাদী বিবাদী দত্তক পুত্র মর্মে ঘোষণাগ) বাদী-বিবাদী পালকপুত্র ম...