শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮

তদন্তের বিবরণ সম্বলিত ডায়রীতে কে তদন্তের অগ্রগতি লিপিবদ্ধ করিবেন

১। তদন্তের বিবরণ সম্বলিত ডায়রীতে কে তদন্তের অগ্রগতি লিপিবদ্ধ করিবেন ?
(ক) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (খ) তদন্তকারী পুলিশ অফিসার (গ) যে কোন পুুলিশ অফিসার (ঘ) দারোগা।
২।কোন ম্যাজিষ্ট্রেট রিমান্ড মজ্ঞুর করিতে পারেন না?
(ক) প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট (খ) দ্বিতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট (গ) চীপ মেট্রোপলিটান  ম্যাজিষ্ট্রেট (ঘ) চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ।
৩। পুলিশ ডায়রী ব্যবহার হইবে-
(ক) সংশ্লিষ্ট মামলার সাক্ষ্য প্রমান হিসাবে (খ) অনুসন্ধানের সহায়ক হিসাবে (গ) তদন্তের সহায়ক হিসাবে (ঘ) অতিরিক্ত তদন্তের সহায়ক হিসাবে ।
৪।পুলিশ রিপোর্টে অভিযোগকারী অসন্তষ্ট হইলে কি করিবেন ?(ক) নারাজীর আবেদন করিবেন (খ) নতুন করে মামলা করিবেন (গ) আপীল করিবেন (ঘ) কিছুই করিবেন না ।
৫। কে নারাজীর আবেদন করে ?
(ক) অভিযোগকারী বা এজাহারকারী (খ) আসামী (গ) অন্য কোন ব্যক্তি (ঘ) কেহ নহে।
৬। একটি অপরাধে আসামীকে সর্বসাকুল্যে  কত দিন পযন্ত পুলিশ রিমান্ড মজ্ঞুর করা যায় ?
(ক) ৫ দিন (খ) ৭ দিন (গ) ১৫ দিন (ঘ) ২০ দিন ।
৭। নারাজীর আবেদন না মজ্ঞুর হলে ক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি ?
(ক) আপীল (খ) রিভিশন (গ) রিভিউ (ঘ) নিয়মিত মামলা ।
৮। পুলিশ ডায়রী ব্যবহার হইবে না-
(ক) সংশ্লিষ্ট মামলার সাক্ষ্য প্রমান হিসাবে (খ) অনুসন্ধানের সহায়ক হিসাবে (গ) বিচারের সহায়ক হিসাবে (ঘ) খ বা গ।
৯। মিথ্যা, তুচ্ছ, ও বিরক্তিকর অভিযোগের ক্ষেত্রে অনধিক ৫০০/- টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করিতে পারেন কোন ম্যাজিষ্ট্রেট ?(ক) প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট (খ) দ্বিতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট (গ) ক বা খ (ঘ) তৃতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট।
১০। নালিশী মামলায় শুনানির তারিখে ফরিয়াদী অনুপস্থিত থাকিলে  ম্যাজিষ্ট্রেট আসামীকে-(ক) মুক্তি দিতে পারেন (খ) অব্যহতি দিতে পারেন (গ) খালাশ দিতে পারেন (ঘ) দন্ড দিতে পারেন।
১১। পুলিশ রিমান্ড বলিতে বুঝায়-
(ক) মামলাটি পুনঃ বিচারের জন্য প্রেরণ (খ) আসামীকে পুলিশ হেফাজতে প্রেরণ (গ) ফরিয়াদিকে পুলিশ হেফাজতে প্রেরণ (ঘ) আসামীকে কারাগারে প্রেরণ।
১২।কোন ম্যাজিষ্ট্রেট রিমান্ড মজ্ঞুর করিতে পারেন ?
(ক) প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট (খ) দ্বিতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট (গ) বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট (ঘ) ।ক বা গ 
১৩। চার্জ গঠনের পর আসামী যদি তাহার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করে, তবে ম্যাজিস্ট্রেট কি করিবেন?
ক) স্বীকৃতি লিপিবদ্ধ করিবেন খ) আসামীকে দন্ডের বিরুদ্ধে কারন দর্শানোর সুযোগ দিবেন, গ) পর্যাপ্ত কারন দর্শাইতে না পারিলে আসামীকে দন্ড দান করিবেন ঘ) সবগুলি।
১৪। নালিশী মামলায় অভিযোগকারী যদি সরকারী কর্মচারী হন এবং তাহার ব্যক্তিগত হাজিরা প্রয়োজন না হয় , তবে সেক্ষেত্রে ম্যাজিষ্ট্রেট কি করিবেন ?
(ক) অভিযোগকারীকে ব্যক্তিগত হাজিরা হইতে অব্যহতি দিবেন (খ) মামলার অগ্রসর হবেন (গ) ক ও খ (ঘ) মামলা খারিজের আদেশ দিবেন।
১৫। যে পক্ষের ডাকে কোন সাক্ষী আদালতে সাক্ষ্য দিতে আসে সেই পক্ষই যদি সাক্ষীর নেয় তবে এটাকে কোন ধরণের সাক্ষ্য বলে?  ক) পূনঃসাক্ষী খ) জেরা গ) জবানবন্দী ঘ) ইঙ্গিতবাহী প্রশ্ন
১৬। ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যায় না? ক) জেরা করার সময় খ) জবানবন্দী দেয়ার সময় গ) হলফ করানোর সময় ঘ) পুনঃপরীক্ষা করার সময়
১৭। গুরুত্ব পূর্ণ তথ্যাকি দ্বারা সমঠিত  না হনীল দুদ্কর্মেও সহওে বিশ্বাসের অযোগ্য । ইহা কে প্রমান কারবে ? ক) ফরিয়াদি খ) দুষ্কর্মের সহচর  গ) পাবলিক প্রসিকিটর    ঘ)আদালত
১৮। স্বাক্ষী উপস্থাপনকারী পক্ষের সাক্ষীকে যখন অপরপক্ষ জিজ্ঞাসা করেন তখন তাহকে বলা হয় ? ক) জেরা     খ) জবানন্দী        গ) পূনঃ জবানবন্দী ঘ) পূনঃ জেরা
১৯। স্বীকৃতিতে বাধা কোন নীতির উপর প্রতিষ্টিত ?
ক) কথার বা কাজে  কাহারও ক্ষতি করা যাইবেনা  খ) কোন ব্যক্তির পরষ্পর বিরোধী বক্তব্য গ্রহনীয় নয় গ) আইনে প্রত্যক্ষ ক্ষতি প্রতিকার যোগ্য পরোক্ষ ক্ষতি নয় ঘ) মৌখিক সাক্ষী সর্বদা প্রত্যক্ষ হতে হইবে।
২০। কখন ফৌজদারী কার্যবিধি ৪৭৬ ধারায় অভিযোগ আনা হয়?
ক) আদালতের কার্যক্রম অপরাধ করা হইলে খ) আদালত অবমাননা করা হইলে    গ) আদালতের বাহিরে কোন অপরাধ করিলে ঘ) কোনটাই নয়

1 টি মন্তব্য:

  1. pragmatic gacor 1×2 APK Download - Vntopbet.com sbobet ทางเข้า sbobet ทางเข้า 제왕카지노 제왕카지노 카지노사이트 카지노사이트 156Best Bet of the Day today | Horse Racing & Greyhound Racing

    উত্তরমুছুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়

১। দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়  ক) বিবাদী বাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা,খ) বাদী বিবাদী দত্তক পুত্র মর্মে ঘোষণাগ) বাদী-বিবাদী পালকপুত্র ম...