মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭

মোকদ্দমা খরিজ বা এক তরফা নিষ্পত্তির ক্ষেত্রে পুনঃবহালেন জন্য আবেদন গতের সাথে খরচাবাবদ জমাকৃত টাকা কে পাইবে

১। মোকদ্দমা খরিজ বা এক তরফা নিষ্পত্তির ক্ষেত্রে পুনঃবহালেন জন্য আবেদন গতের সাথে খরচাবাবদ জমাকৃত টাকা কে পাইবে ?
ক) বাদী খ) বিবাদী গ) অপর পক্ষ ঘ) রাষ্ট্র
২। কেন মোকদ্দমার কোন পক্ষ শুনানীর  জন্য নিধারিত তারিখের কত দিন পূর্বে কোন তথ্য স্বীকা উক্তির জন্য অপর পক্ষকে নোটিশ দিবেন?
ক) ১০ দিন খ) ৭ দিন গ) ৯ দিন ঘ) ১১ দিন
৩। শাসন তান্ত্রিক আইনের ব্যাখ্যা সম্পকে কোন মোকদ্দমায় সরকারকে বিবাদী হিসাবে যুক্ত করিলে সরকার উক্ত আদালতে ?
ক) মোকদ্দামার খরচ দাবী ধারার অধিকারী হইবে খ) মোত;ত্মার খরচ দাবী করার াধিকারী হইবে না
গ) মোকদ্দমার খরচের জন্য দারী হইবে ঘ) উপরোক্ত কোনটাই নয়।
৪। দেওয়ানী কার্যবিধিতে ৭ আদেশে করটি বিধি আছে ?ক) ১০টি     খ) ১৫টি গ) ১৮ টি ঘ) ২০টি
৫। সূপ্রীম কোট আপীল করা সম্পকিত দেওয়ানী কার্যবিধিতে বিধান ?”ক) ১০৭ ধারা খ) ১০৮ ধারা গ) ১০৯ ধারা ঘ)১১০ ধারা
৬। মোকদ্দমার বহতারোধ  সম্পর্কিত বিধান ?ক) ১০ ধারা  খ) ১১ ধারা  গ) ১২ ধারা ঘ) উপরোক্ত সবগুলো
৭। সর্ব প্রথম রিসিভার ব্যাবস্থার উৎপত্তি কোন দেশে হয় ?ক) ভারতেখ) ইংল্যান্ডে গ) বাংলাদেশে ঘ) পাকিস্তানে
৮। কখন ডিক্রী জারীকারক আদালত ডিক্রীফেত দিবে ? ক) ডিক্রীটি দ্বার্থবোধক হলে  খ) আইনের দৃষ্টিতে ডিক্রীটি নিস্ফল হইলে
গ) আদালতের এখতিয়ারের বাহিরে হইলেঘ) উপরোক্ত যে কোন একটি বা সবগুলো।
৯। অস্থায়ী নিষেধাঙ্গা মঞ্জুরের বিরুদ্ধে প্রতিকার কি ? ক) রিভিশন খ) বিবিধ আপীল গ) রিভিউ ঘ) কোনটাই নয়।
১০। অস্থায়ী নিষেধাঞ্জা না মঞ্জুরের বিরুদ্ধ প্রতিকার কি ? ক) রিভিশন      খ) বিবিধ আপীল গ) রিভিউ ঘ) কোনটাই নয়।
১১। বাদীকে কত দিনের মধ্যে মোকদ্দমা খরচা বাবদ জমানত দিতে তহইবে ?
ক) ৩০ দিন খ) ৬০ দিন গ) আদালত কর্তৃক নিধারিতসময়
ঘ) কোন সময় নিধারিত নাই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়

১। দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়  ক) বিবাদী বাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা,খ) বাদী বিবাদী দত্তক পুত্র মর্মে ঘোষণাগ) বাদী-বিবাদী পালকপুত্র ম...