সোমবার, ২৭ মার্চ, ২০১৭

সংক্ষিপ্ত বিচার সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত

১। সংক্ষিপ্ত বিচার সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত
ক) ২৪১-২৫০ ধারা খ) ২৬০-২৬৫ ধারা গ) ২৬৫ এ -২৬৫ এল ধারা ঘ) ১৫৪-১৭৩ ধারা
২। ফৌজদারী কার্যবিধির ২৬০ ধারা মোতাবেক সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করিবেন
ক) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খ) প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট গ) প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সম্পন্ন কোন ম্যাজিস্ট্রেট বেঞ্চ ঘ) ক বা খ  ও গ এ বর্নিত সবগুলি
৩। ফৌজদারী কার্যবিধি অনুসারে সংক্ষিপ্ত বিচারে সর্বোচ্চ কত সময়ের কারাদন্ড প্রদান করা যায়
ক) ৬ মাস খ) ১ বৎসর গ) ২ বৎসর ঘ) ৩ বৎসর
৪। দন্ডবিধির ৩৭৯,৩৮০ ও ৩৮১ ধারার  অধীনে  চুরির ক্ষেত্রে চোরাই মালের মূল্য কত টাকা পর্যন্ত হইলে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করা যাইবে?
ক) ৫,০০০/- খ) ১০,০০০/-গ) ২০,০০০/- ঘ) ৫০,০০০/-
৫। কোন অপরাধের বিচাপর সংক্ষিপ্ত ভাবে করা যাইবে না?
ক) আত্মসাৎকৃত সম্পত্তির মূল্য দশ হাজার টাকা পর্যন্ত হইলে খ) চুরির ক্ষেত্রে চোরাই মালের মূল্য দশ হাজার টাকা পর্যন্ত হইলে গ) যে অপরাধের শাস্তি ২ বৎসরের অধিক হয়, ঘ) দন্ডবিধির ৩২৩ ধারার অধীন আঘাত
৬। ফৌজদারী কার্যবিধির ২৬০ ধারা মোতাবেক কোনটি সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন না?
ক) প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট খ)দ্বিতীয় শ্রেনীর ম্যাজিস্ট্রেট গ) তৃতীয় শ্রেনীর ম্যাজিস্ট্রেট ঘ) খ ও গ
৭। ফৌজাদরী কার্যবিধির ২৬০ ধারা মোতাবেক কোনটি সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করা যাইবে?
ক)দন্ডবিধির ২৬৪,২৬৫ ও ২৬৬ ধারার অধীন ওজন ও পরিমাপ সম্পর্কিত অপরাধ খ) দন্ডবিধির ৩২৩ ধারা অধীন আঘাত গ) দন্ডবিধির ৪২৬ ও ৪২৭ ধারার অধীন ক্ষতিসাধন ঘ) ক খ ও গ এ বর্নিত সবগুলো
৮। ফৌজদারী কার্যবিধির ২৬০ ধারা মোতাবেক কোনটি সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করা যাইবে?
ক) দন্ডবিধির ৪৪৮ ধারার অধীন অনধিকার গৃহ প্রবেশ খ) দন্ডবিধির ৪৪৭ ধারার অধীন অপরাধমূলক অনধিকার প্রবেশ গ) দন্ডবিধির ৪৫১,৪৫৩,৪৫৪,৪৫৬, ও ৪৫৭ ধারার অধীনে অপরাধ ঘ) ক খ ও গ এ বর্নিত সবগুলি
৯। ফৌজদারী কার্যবিধির ২৬০ ধারা মোতাবেক কোনটি সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করা যাইবে?
ক) দন্ডবিধির ৩৭৯,৩৮০, ও ৩৮১ ধারার অধীনে চুরির ক্ষেত্রে চোরাই মালের মূল্য ১০,০০০/- টাকা পর্যন্ত হইলে খ) দন্ডবিধির ৪১১ ও ৪১৪ ধারার অধীনে অপরাধের ক্ষেত্রে চোরাই মালের মূল্য ১০,০০০/- টাকা পর্যন্ত হইলে ঘ) ক, খ ও গ এ বর্নিত সবগুলি
১০। ফৌজদারী কার্যবিধির ২৬০ ধারা মোতাবেক কোনটি সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করা যাইবে?
ক)
১২। ফৌজদারী কার্যবিধির ২৬১ ধারা মোতাবেক সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করিবেন-
ক) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খ) দ্বিতীয় শ্রেনীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সম্পন্ন কোন ম্যাজিস্ট্রেট বেঞ্চ গ)তৃতীয় শ্রেনীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সম্পন্ন কোন  ম্যাজিস্ট্রেট বেঞ্চ ঘ) খ বা গ
১৩। সংক্ষিপ্ত বিচারের পদ্ধতি সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত?
ক) ২৬২ ধারা খ) ২৬৩ ধারা গ) ২৬৪ ধারা ঘ) ২৬৫ ধারা
১৪। সংক্ষিপ্ত বিচারে অনুসৃত হইবে
ক) ম্যাজিস্ট্রেট  কর্তৃক বিচার পদ্ধতি খ) দায়রা আদালত কর্তৃক বিচার পদ্ধতি গ) ক বা খ     ঘ) কোনটি নহে
১৫। সংক্ষিপ্ত বিচারের যে সকল মামলা আপীল যোগ্য নহে, সেই সকল মামলায় কোনটির প্রয়োজন নাই?
ক) সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করিবার প্রয়োজন নাই খ) রীতিসিদ্ধ অভিযোগ গঠন করিবার প্রয়োজন নাই গ) ক ও খ  ঘ) ক বা খ
১৬। সংক্ষিপ্ত বিচারে রায়ের ভাষা কি হইবে?
ক) ইংরেজী ভাষা খ) আদালতের ভাষা গ) প্রিজাইডিং অফিসার যে আদালতের অধস্তন, সেই আদালত নির্দেশ দিলে মাতৃভাষায় লিখিত হইবে, ঘ) ক বা খ বা গ এ বর্নিত যে কোনটি
১৭। ফৌজদারী কার্যবিধির  ২৬০ ধারানুসারে ক্ষমতা বান কোন ম্যাজিস্ট্রেট অনধিক কত টাকা জরিমানা করিলে দন্ডিত ব্যক্তি কোন আপীল করিতে পারিবে না?
ক) ১০০/- খ) ২০০/- গ) ৫০০/- ঘ) ১০০০/-
১৮।সংক্ষিপ্ত বিচারে কোন দন্ডের বিরুদ্ধে ্আপীল নাই?
ক) অনধিক ২০০/- টাকা জরিমানা খ) ৫০০/- জরিমানা গ) এক বৎসর সশ্রম কারাদন্ড ঘ) এক বৎসর বিনাশ্রম কারাদন্ড
১৯। সংক্ষিপ্ত বিচারে কতিপয় দন্ডের বিরুদ্ধে আপীল নাই এই সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির ধারা কত?
ক) ৪১০ ধারা খ) ৪১২ ধারা গ) ৪১৪ ধারা ঘ) ৪১৭ ধারা
২০। সংক্ষিপ্ত বিচারে কোন দন্ডের বিরুদ্ধে আপীল করা যাইবে?


ক) ২০০/- টাকার অধিক জরিমানা খ) যে কোন মেয়াদের কারাদন্ড গ) ক ও খ ঘ) কোনটি নহে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়

১। দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়  ক) বিবাদী বাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা,খ) বাদী বিবাদী দত্তক পুত্র মর্মে ঘোষণাগ) বাদী-বিবাদী পালকপুত্র ম...