১। বিশেষ আইনের অধীনে মামলা, আপীল বা দরখাস্তের ক্ষেত্রে তামাদি আইনের কোন ধারা গুলো প্রযোজ্য?
ক) ৪ ধারা খ) ৯-১৮ ধারা গ) ২২ ধারা ঘ) উপরোক্ত সবগুলো
২। কোনটি তামাদি আইনের উদ্দেশ্য নয়? ক) নির্ধারিত মেয়াদের পর প্রতিকার বিনাশ করা খ) নির্ধারিত মেয়াদের পর অধিকার বিনাশ করা গ) ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ঘ) অধিকার সম্পর্কে সচেতন ব্যক্তিকে সাহায্য করা।
৩। কোনটি চুক্তিমূলে সৃষ্টি নয়? ক) লীজ মূলে সম্পত্তিতে অধিকার খ) রেহেনের মাধ্যমে গ) সুখাধিকার ঘ) ভরণ-পেষণ অধিকার
৪। কোনটি সয়ং সম্পূর্ণ আইন? ক) দেওয়ানী আইন খ) ফৌজদারী আইন গ) তামাদি আইন ঘ) সাক্ষ্য আইন
৫। জেলা জজ আদালতে দায়ের যোগ্য তামাদী মেয়াদ কত দিন? ক) ৭ দিন খ) ১৪ দিন গ) ৩০ দিন ঘ) ৬০ দিন
৬। তাৎক্ষনিক দেন মোহরের ক্ষেত্রে তামাদি অনুচ্ছেদ কত? ক) ১০৩ অনুচ্ছেদ খ) ১০৪ অনুচ্ছেদ গ)১১২ অনুচ্ছেদ ঘ) ১০৬ অনুচ্ছেদ
৭। কোন আইনে তামাদি আইনের ৫ ধারার বিধান প্রযোজ্য নহে? ক) দেওয়ানী আইনে খ) ফৌজদারী আইনে গ) বিশেষ আইনে ঘ) যে কোন আইনে
৮। মামলা করিবার অধিকার অর্জনের পূর্বে মৃত্যু ফলাফল কি/ক) মৃত ব্যক্তি মৃত্যুর পূর্বে মামলা করিবে খ) মৃত ব্যক্তির মৃত্যুর পরে মামলা ধরা যাইবে না গ) মৃত ব্যক্তির আইনগত প্রতিনিধি মামলা করিবে ঘ) উপরোক্ত সবগুলো
৯। কোন ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নহে?
ক) অর্থঋণ আদালত আইন, ২০০৩ খ) দেওয়ানী কার্যবিধি ১৯০৮ গ) বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ঘ) ক ও গ উভয় ক্ষেত্রে
১০। সর্বনি¤œ তামাদি মেয়াদের ক্ষেত্রে কত দিন?ক) ৭ দিন খ) ৩ দিন গ) ৩০ দিন ঘ) ১৫ দিন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন