১। প্রমানের দায়িত্ব সাধারনত কোন ধরনের মামলায় ?ক) দেওয়ানী মামলায় খ) ফৌজদারী মামলায় গ) শ্রম আদালতের মামলায় ঘ) উপরোক্ত সবগুলো
২। ‘এ’ কে হত্যোর দায়ে ‘বি’ অভিযুক্ত। ‘বি’ দাবী কওে যে আত্মবক্ষ্যাতে সে এ কাজ করিয়াছে। এ অবস্থায় প্রমানের দায়িত কাহার উপর বর্তাইধে ? ক) ‘এ’ এর উপর খ) ‘বি’ এর উপর গ) ‘এ’ ও‘বি’ উভয়ের উপর ঘ) উপরোক্ত কোন টাই নয়।
৩। গুরুত্ব পূর্ণ তথ্যাকি দ্বারা সমঠিত না হনীল দুদ্কর্মেও সহওে বিশ্বাসের অবেগ্য । ইহা কে প্রমান কারবে ? ক) ফরিয়াদি খ) দুষ্কর্মের সহচর গ) পাবলিক প্রসিকিটর ঘ)আদালত
৪। স্বাক্ষী উপস্থাপনকারী পক্ষের সাক্ষীকে যখন অপরপক্ষ জিজ্ঞাসা করেন তখন তাহকে বলা হয় ?ক) জেরা খ) জবানন্দী গ) পূনঃ জবানবন্দী ঘ) পূনঃ জেরা
৫। স্বীকৃতিতে বাধা কোন নীতির উপর প্রতিষ্টিত ?ক) কথার বা কাজে কাহারও ক্ষতি করা যাইবেনা খ) কোন ব্যক্তির পরষ্পর বিরোধী বক্তব্য গ্রহনীয় নয়গ) আইনে প্রত্যক্ষ ক্ষতি প্রতিকার যোগ্য পরোক্ষ ক্ষতি নয় ঘ) মৌখিক সাক্ষী সর্বদা প্রত্যতক্ষ হবতে হইবে।
৬। ত্রিশ বছরের পুরাতন দলিল সম্পর্কে আদালত কি অনুমান করবে?
ক) Conclusive Proof বলিয়া গণ্য করবে খ) অবশ্যই সত্য বলিয়া ধরিয়া নিবেন গ) সত্য বলিয়া ধরিয়া নিতে পারেন ঘ) উপরোক্ত সবগুলো
৭। ১৬৪ ধারায় স্বীকারোক্তি কোন ধরণের অনুমান?ক) ঘটনার অনুমান খ) খন্ডন যোগ্য অনুমান গ) আইনের অনুমান ঘ) চূড়ান্ত অনুমান
৮। প্রাথমিক সাক্ষ্য বলিতে এমন দলিল যাহা পরিদর্শনের জন্য উপস্থাপন করা হইয়াছে। ক) উকিলের নিকটখ) তদন্তকারী কর্মকর্তার নিকট গ) আদালতের নিকট ঘ) উপরোক্ত সবগুলো
৯। মৃত্যুকারীন ঘোষণার পদ্ধতি কি?ক) লিখিত ভাবে খ) মৌখিক ভাবে গ) ইশারা বা ইঙ্গিতে ঘ) উপরোক্ত সবগুলো
১০। কোনটি Primary Evidenceক) প্রত্যক্ষ সাক্ষ্য খ) পরোক্ষ সাক্ষ্য গ) প্রাথমিক সাক্ষ্য ঘ) মৌখিক সাক্ষ্য
১১। কোনটি মৌখিক সাক্ষ্যে প্রকারভেদ?ক) প্রত্যক্ষ সাক্ষ্য খ) জনশ্রুত সাক্ষ্য গ) Secondary Evidence ঘ) উপরোক্ত সবগুলো
১২। বিবাহ বলবত থাকাকালে সন্তান জন্মগ্রহণ করিলে সেই সন্তান বৈধ- ইহা কোন ধরণের অনুমান?ক) চূড়ান্ত অনুমান খ) খন্ডন যোগ্য অনুমান গ) ঘটনার অনুমান ঘ) অখন্ডনীয় অনুমান
১৩। কখন নিজের সাক্ষীকে জেরা করা হয়?
ক) সাক্ষী বিপক্ষে সাক্ষ্য দিলে খ) সাক্ষী হাজির না হলে গ) উপস্থাপনকারী পক্ষে সাক্ষ্য দিলে ঘ) সাক্ষী অসুস্থ্য হলে
১৪। কোনটি সরকারী দলিল?ক) সাফ কবলা খ) রায় ও ডিক্রী গ) আরজী ঘ) ‘খ’ ও ‘গ’ উভয়ই
১৫। কোনটি বিচারক স্বীকারোক্তি নয়?
ক) ম্যাজিষ্ট্রেটের নিকট স্বীকারোক্তি খ) আদালতের নিকট স্বীকারোক্তিগ) পুলিশের নিকট স্বীকারোক্তি ঘ) পুলিশ হেফাজতে স্বীকারোক্তি
১৬। আইনজীবীদের পেশাগত আচরণ বিধিমালা কয়টি ক্ষেত্র আছে?ক) ৩টি খ) ৪টি গ) ১১টি ঘ) ৯টি
১৭। কে একজন এডভোকেট?ক) যিনি এল এল বি ডিগ্রী অর্জন করেছেন খ) যিনি ব্যারিষ্টার গ) যিনি বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হইয়াছে ঘ) উপরোক্ত সবগুলো
১৮। বার কাউন্সিলের সচিব এর যোগ্যতা কি?ক) অতিঃ জেলা ও দায়রা জজ হতে হবে খ) জেলা ও দায়রা জজ হতে হবে গ) জেলা বা অতিরিক্ত জেলা জজ ঘ) উপরোক্ত সবগুলো
১৯। সরকার গেজেট বিজ্ঞাপনের মাধ্যমে আইনজীবী সমিতি কয়টি অঞ্চলে বিভক্তি?ক) ৮টি খ) ৭টি গ) ১০টি ঘ) ১৪টি
২০। বার কাউন্সিলের সহ সভাপতির পদ কয়টিক) ১ জন খ) ২ জন গ) ৩ জন ঘ) ৪ জন
২১। কোনটি Substantive Law?ক) চুক্তি আইন ১৮৭২ খ) সাক্ষ্য আইন ১৮৭২ গ) সুনির্দ্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ ঘ) ক, খ ও গ সবগুলো
২২। সুনির্দ্দিষ্ট প্রতিকার আইনের বিধান সমূহ
ক) ন্যায় ভিত্তিক আইন খ) সাধারণ আইন গ) টট প্রকৃতির আইন ঘ) উপরোক্ত সবগুলো
২৩। আইন দ্বারা কার্যকর যোগ্য কর্তব্যকে বলা হয় ক) অধিকার খ) কর্তব্য গ) বাধাবাধকতা ঘ) সুনির্দ্দিষ্ট কার্যসম্পাদন
২৪। কোন ক্ষেত্রে সুনির্দ্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা হয় না?ক) দখল পূনঃরুদ্ধার খ) দন্ডমুলক আইন কার্যকারী করণ গ) নিষেধাজ্ঞা ঘ) রিসিভার নিয়োগ
২৫। নিরোধক প্রতিকার ঝ.জ অপঃ এর কত ধারায় জারি হয়?
ক) ৫ ধারা খ) ৬ ধারা গ) ৯ ধারা ঘ) ক ও খ উভয় ধারায়
২৬। কোনটি প্রতিরোধ মূলক প্রতিকার?
ক) নিরোধক প্রতিকার খ) সুনির্দ্দিষ্ট প্রতিকার গ) বিকল্প প্রতিকার ঘ) আনুসাঙ্গিক প্রতিকার
২৭। ৮ ধারায় কিসের মোকদ্দমা করিতে হয়?ক) উচ্ছেদের মোকদ্দমা খ) দখলচ্যুত ব্যক্তি কর্তৃক দখল পূর্নঃরুদ্ধারের মোকদ্দমা গ) নিষেধাজ্ঞা মোকদ্দমা ঘ) ঘোষণা মূলক মোকদ্দমা
২৮। ‘ক’ ৫০ মন চাউল ‘খ’ এর নিকট বিক্রয় করে। কোন কারণ ব্যতিরেকেই উক্ত চাউল ‘খ’ কে সরবরাহ করা হয় নাই। ক) ‘খ’ সুনির্দ্দিষ্ট বাবে চুক্তিটি বলবৎ করিতে পারে খ) ‘খ’ ক্ষতি পূরণ লাভ করিতে পারে গ) ‘খ’ ক্ষতিপূরণ পবে না ঘ) ‘খ’ শুধু মাত্র চুক্তির ক্রয়মূল্য ফেরত পাবে।
২৯। কোন চুক্তিটি বাস্তবায়ন যোগ্য নহে?
ক) জমি বিক্রয়ের চুক্তি খ) সিনেমার অভিনয়ের চুক্তি গ) পরিবহণ চুক্তি ঘ) বিবাহের চুক্তি
৩০। সংশোধণের মূলনীতি সমূহ সুনির্দ্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা?ক) ৩১ ধারা খ) ৩২ ধারা গ) ৩৩ ধারা ঘ) ৩৪ ধারা
৩১। বিশেষ আইনের অধীনে মামলা, আপীল বা দরখাস্তের ক্ষেত্রে তামাদি আইনের কোন ধারা গুলো প্রযোজ্য?ক) ৪ ধারা খ) ৯-১৮ ধারা গ) ২২ ধারা ঘ) উপরোক্ত সবগুলো
৩২। কোনটি তামাদি আইনের উদ্দেশ্য নয়?
ক) নির্ধারিত মেয়াদের পর প্রতিকার বিনাশ করা খ) নির্ধারিত মেয়াদের পর অধিকার বিনাশ করা গ) ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ঘ) অধিকার সম্পর্কে সচেতন ব্যক্তিকে সাহায্য করা।
৩৩। কোনটি চুক্তিমূলে সৃষ্টি নয়?
ক) লীজ মূলে সম্পত্তিতে অধিকার খ) রেহেনের মাধ্যমে গ) সুখাধিকার ঘ) ভরণ-পেষণ অধিকার
৩৪। কোনটি সয়ং সম্পূর্ণ আইন?ক) দেওয়ানী আইন খ) ফৌজদারী আইন গ) তামাদি আইন ঘ) সাক্ষ্য আইন
৩৫। জেলা জজ আদালতে দায়ের যোগ্য তামাদী মেয়াদ কত দিন?ক) ৭ দিন খ) ১৪ দিন গ) ৩০ দিন ঘ) ৬০ দিন
৩৬। তাৎক্ষনিক দেন মোহরের ক্ষেত্রে তামাদি অনুচ্ছেদ কত?ক) ১০৩ অনুচ্ছেদ খ) ১০৪ অনুচ্ছেদ গ)১১২ অনুচ্ছেদ ঘ) ১০৬ অনুচ্ছেদ
৩৭। কোন আইনে তামাদি আইনের ৫ ধারার বিধান প্রযোজ্য নহে?ক) দেওয়ানী আইনে খ) ফৌজদারী আইনে গ) বিশেষ আইনে ঘ) যে কোন আইনে
৩৮। মামলা করিবার অধিকার অর্জনের পূর্বে মৃত্যু ফলাফল কি/ক) মৃত ব্যক্তি মৃত্যুর পূর্বে মামলা করিবে খ) মৃত ব্যক্তির মৃত্যুর পরে মামলা ধরা যাইবে না গ) মৃত ব্যক্তির আইনগত প্রতিনিধি মামলা করিবে ঘ) উপরোক্ত সবগুলো
৩৯। কোন ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নহে?ক) অর্থঋণ আদালত আইন, ২০০৩ খ) দেওয়ানী কার্যবিধি ১৯০৮ গ) বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ঘ) ক ও গ উভয় ক্ষেত্রে
৪০। সর্বনি¤œ তামাদি মেয়াদের ক্ষেত্রে কত দিন?
ক) ৭ দিন খ) ৩ দিন গ) ৩০ দিন ঘ) ১৫ দিন
৪১। দন্ডবিধি কোন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য?
ক) বাংলাদেশী নাগরিক খ) বাংলাদেশে অবস্থানকারী বিদেশী নাগরিক গ) বাংলাদেশে নিবন্ধনকৃত কোন জাহাজ বা বিমানে অবস্থানরত কোন ব্যক্তি ঘ) উপরোক্ত সবগুলো
৪২। কে জজ হিসাবে গণ্য হইবে?
ক) সুপ্রীম কোর্টের বিচারকগণ খ) দায়রা আদালতের বিচারকগণ গ) ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারকগণ ঘ) উপরোক্ত সবগুলো
৪৩। দন্ডবিধির খসড়া প্রস্তুত হয় কোন সালে?ক) ১৮৩৪ সালে খ) ১৮৪৭ সালে গ) ১৮৬০ সালে ঘ) ১৮৬১ সালে
৪৪। নারী বলতে বুঝায়
ক) যে কোন বয়সের স্ত্রীলোক খ) ১৮ বছরের বেশী বয়েসের স্ত্রীলোক গ) বিবাহিত স্ত্রীলোক ঘ) উপরোক্ত সবগুলো
৪৫। কোনটি দন্ডবিধির বিষয়?ক) অপরাধের সংজ্ঞা খ) পুলিশী কার্যক্রম গ) আপীল ঘ) জামিন সংক্রান্ত বিধান
৪৬। অপরাধের স্তর কয়টি?ক) ৩টি খ) ৪টি গ) ৫টি ঘ) ৬টি
৪৭। ক, খ, গ ও ঘ চার ব্যক্তি ঙ কে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পিত দিন তারিখ ও সময়ে তাহারা সকলে মিলিয়া ঙ কে হত্যা করে। ঘ সহ উক্ত চার ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোর্টের ৩০২ ধারার সাথে নি¤েœর কোন ধারাটি প্রাসঙ্গিক?ক) ১৩৪ ধারা খ) ৩৪ ধারা গ) ১২০ এ ধারা ঘ) ১৪৯ ধারা
৪৮। দুস্কর্যের সহায়তার উপাদান কয়টি?ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
৪৯। মৃত্যুদন্ড কার্যকর করার পদ্ধতি কোন আইনে বর্ণিত হইয়াছে?
ক) দন্ডবিধি খ) ফৌজদারী কার্যবিধি গ) কারাবিধি ঘ) উপরোক্ত সবগুলো
৫০। কি ধরণের কারাদন্ডের নির্জন করাবাস দেওয়া হইবে না?
ক) বিনাশ্রম কারাদন্ড খ) জরিমানা অনাদায়ে কারাদন্ড গ) অশ্রম কারাদন্ড ঘ) ক ও খ উভয় ক্ষেত্রে
৫১। দন্ডবিধিতে বর্তমানে সর্বমোট কয়টি ক্ষেত্রে সম্পত্তি বাজেয়ান্তির বিধান আছে?ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
৫২। কোন কাজ অপরাধ নয়?ক) সামান্য চুরি খ) তুচ্ছ গালাগালি গ) ক্ষীণ আঘাত ঘ) উপরোক্ত সবগুলো
৫৩। কখন দেহের ব্যক্তিগত আত্মরাক্ষার অধিকারের আরম্ভ হয়?ক) দেহ বিপন্নকারী যুক্তিযুক্ত আতঙ্ক সৃষ্টি হ¦ইবার সঙ্গে সঙ্গে খ) সম্পত্তি বিপন্নকারী যুক্তিযুক্ত আতঙ্ক সৃষ্টি হইবার সঙ্গে সঙ্গে গ) যে কোন ক্ষেত্রে আতঙ্ক সৃষ্টি হইবার সঙ্গে সঙ্গে ঘ) উপরোক্ত সবগুলো
৫৪। অপরাধ মূলক ষড়যন্ত্র এক প্রকার?ক) ষড়যন্ত্র চুক্তি খ) অঙ্গীকার গ) প্রতিশ্রুতি ঘ) অভিপ্রায়
৫৫। রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ শাস্তি কি?
ক) মৃত্যুদন্ড খ) যাবজীবন গ) কারাদন্ড ঘ) ১০ বছর পর্যন্ত কারাদন্ড
৫৬। বে-আইনী সমাবেশের শাস্তি কি?ক) ৬ মাস কারাদন্ড খ) অর্থ দন্ড গ) কও খ উভয় দন্ড ঘ) ক, খ ও গ এ বর্ণিত যে কোন একটি
৫৭। দন্ডবিধির ১৪৯ ধারায় কোনটি সম্পর্কে বিধান আছে?
ক) সাধারণ অভিপ্রায় খ) সাধারণ উদ্দেশ্য গ) অপরাধের সহায়তায় ঘ) কোনটি নয়
৫৮। বে-আইনে সমাবেশে সর্বোচ্চ কত জন লোক জমায়েত হতে হবে?ক) ৫ জন খ) ৫০ জন গ) ৫০০ জন ঘ) সুনির্দ্দিষ্টতা নাই।
৫৯। সরকারী কর্মচারীদের ঘুষ নেওয়ার শাস্তি কি?ক) ৩ বছর কারাদন্ড খ) অর্থদন্ড গ) ২ বছর কারাদন্ড ঘ) ক ও খ উভয়
৬০। কোন রাষ্ট্র বা সার্বভৌম শক্তির কতৃত্ব বলে সীলমোহরকৃত ও ইস্যুকৃত ধাতু, যাহা অর্থ হিসাবে ব্যবহৃত তাহাকে বলা হয়?
ক) মুদ্রা খ) বাংলাদেশী মুদ্রা গ) পয়সা ঘ) সেন্ট
৬১। আসামীর বিরুদ্ধে চার্জ গঠনের পর প্রসিকিউশন কোন মামলা প্রত্যাহার করিতে ফলাফল হইবেক) আসামী খালাস খ) আসামী মুক্তি গ) আসামীর অব্যাহতি ঘ) কোনটাই নয়
৬২। Public Prosecutor এর প্রাথমিক দায়িত্ব কি?ক) আসামীর সাজা নিশ্চিত করা খ) আইন শৃংখলা পরিস্তিতি দেখা গ) ন্যায় বিচার নিশ্চিত করা ঘ) অপরাধীকে সহায়তা করা
৬৩। ফৌজদারী কার্যবিধির ৪৯১ ধারা কোনকব্যক্তিদের জন্য প্রযোজ্য?ক) রাজনীতিবিদদের জন্য খ) উবঃবহঃরড়হ দেওয়া ব্যক্তিদের জন্য গ) বে-আইনীভাবে আইনকৃত ব্যক্তিদের জন্য ঘ) যে কোন আইনের অধীন আইন ব্যক্তিদের জন্য।
৬৪। মামলা স্থানান্তরের জন্য আবেদনকারী এ্যাইনী জেলারেল না হইলে মোশন কি দ্বারা সমর্থন করিতে হইবে?ক) এফিডেভিট দ্বারা খ) শপথ দ্বারা গ) ক বা খ ঘ) ক ও খ উভয়
৬৫। মামলা স্থানান্তরের ক্ষেত্রে পাবলিক প্রসিবউটরকে নোটিশ প্রদান ও আবেদন শুনানীর মধ্যে কমপক্ষ্যে কত ঘন্টা সময় অতিবাহিত না হওয়া পর্যন্ত আবেদন পত্রের জ্ঞনাজ্ঞনির ভিত্তিতে কোন আদেশ দেওয়া যাইবে না?ক) ২৪ ঘন্টা খ) ৪৮ ঘন্টা গ) ৭২ ঘন্টা ঘ) ৯৬ ঘন্টা
৬৬। ম্যাজিষ্ট্রেট আদালত জামিন না মঞ্জুর করিলে সেক্ষেত্রে দায়রা আদালতে জামিনের জন্য আবেদন করিতে হয়। হইাকে বলা হয়
ক) Cr- Misce Case খ) আগাম জামিন গ) জামিনের আবেদন ঘ) উপরোক্ত কোনটা নয়
৬৭। ১ম শ্রেণী ম্যাজিষ্ট্রেট বা দায়বা জজ জামিন না দিলে উচ্চ আদালতে যাইতে হয় কত ধারায়?ক) ৪৯৬ ধারা খ) ৪৯৭ ধারা গ) ৪৯৮ ধারায় ঘ) ৪৯৯ ধারায়
৬৮। কখন ফৌজদারী কার্যবিধি ৪৭৬ ধারায় অভিযোগ আনা হয়?
ক) আদালতের কার্যক্রম অপরাধ করা হইলে খ) আদালত অবমাননা করা হইলে গ) আদালতের বাহিরে কোন অপরাধ করিলে ঘ) কোনটাই নয়
৬৯। রিভিশন এখতিয়ারে হাইকোর্ট বিভাগ?
ক) আপীল আদালতের প্রদত্ত ক্ষমতা সমূহের যেকোন একটি প্রয়োগ করিতে পারবে খ) দন্ড বৃদ্ধি করিতে পারিবে গ) ক ও খ ঘ) দন্ড বৃদ্ধি করিতে পারিবে না।
৭০। রিভিশন এখতিয়ারে দায়রা জজের সিদ্ধান্তক) চূড়ান্ত খ) চূড়ান্ত নয় গ) আপীল যোগ্য ঘ) হাইকোর্ট বিভাগে পুণরায় রিভিশন
৭১। কোন আপীলে দন্ডবৃদ্ধি করা যায়?ক) দন্ডাদেশের বিরুদ্ধে আপীল খ) খালাস অদেশের বিরুদ্ধে আপীল গ) অপর্যপ্ত দন্ডাদেশের বিরুদ্ধে আপীল ঘ) যে কোন আপীলে
৭২। যুগ্ম দায়রা জজ কর্তৃক প্রদত্ত কত বৎসরের অধিক দন্ডাদেশের বিরুদ্ধে আপীল হাইকোর্ট বিভাগের নিকট করিতে হয়?ক) ৪ বৎসরে অধিক খ) ৫ বৎসরের অধিক গ) ৮ বৎসরের অধিক ঘ) ১০ বৎসরের অধিক
৭৩। মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট প্রদত্ত দন্ডাদেশের বিরুদ্ধে আপীল কোয়ার করেন?ক) চীপ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে খ) মহানগর দায়রা আদালতে গ) হাইকোট বিভাগে ঘ) উপরোক্ত কোনটাই নয়
৭৪। বিচারক আদালতে মামলার কোন ম্ভ পর্যন্ত রায় পরিবর্তন করা যায়?ক) রায় ঘোষণার পূর্বপর্যন্ত খ) আদালত রায়ে স্বাক্ষর করিবার পূর্ব পর্যন্ত গ) আদালত রায় ঘোষণার পর ঘ) যে কোন সময়ে
৭৫। ক্রোককৃত সম্পত্তি পূনরুদ্ধারের আবেদন অগ্রাহ্য হইলে ক্ষুদ্র ব্যক্তি কোন আদালতে আপীল করিবে?ক) আবেদন অগ্রাহ্য আদালতে খ) এখতিয়ার সম্পন্ন আপীল আদালতে গ) দায়রা আদালতে ঘ) হাইকোর্টে
৭৬। কোন ব্যক্তির আবেদন ক্রমে যদি কোন দেওয়ানী রাজস্ব বা ফৌজদারী আদালত ৪৭৬ ধারায় নালিশ করিতে অস্বীকার করে তবে সেই ব্যক্তির প্রতিকার কি?ক) আপীল খ) রিভিশন গ) রিভিউ ঘ) কোন প্রতিকার নেই
৭৭। ম্যাজিষ্ট্রেট মামলা গ্রহণ না করিলে বা প্রত্যাখান করিলে কি করবেন?ক) আপীল খ) রিভিশন গ) রিভিউ ঘ) কোন প্রতিকার নেই
৭৮। কোন আদালত নথি তলব করিতে পাবেক) হাইকোর্ট খ) দায়রা আদালত গ) ক ও খ উভয় খ) উপরোক্ত সবগুলো
৭৯। মৃত্যুদন্ড দেশ বহাল করিতে পারেন?ক) হাইকোর্ট খ) দায়রা আদালত গ) ক ও খ উভয়ই ঘ) উপরোক্ত সবগুলো
৮০। দায়রা জজ নি¤েœর কোন আদেশের বিরুদ্ধে রিভিশন ক্ষমতা প্রয়োগ করিতে পারে?ক) ম্যাজিষ্ট্রেট কর্তৃক মামলা খারিজের আদেশ খ) ম্যাজিষ্ট্রেট ডিসচার্জের আদেশ গ) ক ও খ উভয়ই ঘ) উপরোক্ত সবগুলো
৮১। ডিক্রীজারীর শেষ সীমা কত ?ক) ৩ বছর পর্যন্ত খ) ২ বছর পর্যন্ত গ) ১২ বছর পর্যন্ত ঘ) উপরোক্ত কোনটা নয়
৮২। দেওয়ানী কয়েদে আটক ব্যক্তির জামিন কত ধারায় ?ক) ৫৮ ধারা খ) ৫৯ ধারা গ) ৫০ ধারা ঘ) ক ও খ উভয়ই ধারা
৮৩। খাজনা বা মুনাফাসহ বা ছাড়া স্থাবর সম্পত্তির পুনরুদ্ধারের মোকদ্দমা কোন আদালতে দায়ের করিতে হইবে ?
ক) অর্থিক এখতিয়ার সম্পন্ন সর্ব নি¤œ আদালতে খ) বিষয় বস্তু যেখানে অবস্থিত সেখানেগ) যে আদালতের স্থানীয় এখতিয়ারের মধ্যে সংশ্লিখ সম্পত্তি অবস্থিত ঘ) যে কোন দেওয়ানী আদালতে
৮৪। ‘ক’ চট্রগ্রামে বাস করে । সে ঢাকার আসিয়া ‘খ’ কে আঘাত করে। ‘খ’ ক্ষতিপুরনের জন্য মোকদ্দমা কোন আদালতে দায়ের করিবে ?ক) যে স্থানে মোকদ্দমার কারণ পূর্ণ বা আংশিক ভাবে উদ্ভুত সে স্থানের আদালতে খ) ঢাকায় গ) চট্রগ্রামে ঘ) খ বা গ এ বর্ণিত যে কোন একটি আদালতে।
৮৫। দেওয়ানী কার্যবিধির ৬ আদেশে কতটি বিধি আছে ?ক) ১১টিখ) ১৫টিগ)১৮ টি ঘ) ৩১ টি
৮৬। আরজী খারিজের ক্ষেত্রে নতুন আরজী দাখিলের বিধান ?ক) ৬ আদেশের ১৩ বিধি খ) ৭ আদেশের ১৩ বিধি গ) ৬ আদেশের ১১বিধি ঘ) ৭ আদেশের ১১ বিধি
৮৭। নির্দেশ পলিনের ব্যার্থতার জন্য মোকদ্দমা খারিজের আদেশ ?ক) ডিক্রী বলিয়া নন্য হইবে খ) আদেশ কলিয়া গন্য হইবে গ) ডিক্রী বলিয়া গণ্য হইবে নাঘ) খ ও গ উভয়ই
৮৮। কখন আদালত বিচাযৃ বিষয় প্রনয়ন করিবেন ?
ক) মোকদ্দমার শুরুতেই খ) প্রথম শুনানীর১৫ দিনের মধ্যে
গ) লিখিত জবাব দাখিলের ১৫ দিনের মধ্যে ঘ) খ ও গ যে কোন একটি
৮৯। বিচার্য বিষয় সংশেধন ও বাদ দেওয়া সংক্রান্ত বিধান ?ক) ৮ আদেশের ৫ বিধি খ) ৪ আদেশের ৪ বিধি গ) ১৪ আদেশের ৫ বিধি
ঘ) ১৪ আদেশের ৬ বিধি
৯০। মোকদ্দমা খরিজ বা এক তরফা নিষ্পত্তির ক্ষেত্রে পুনঃবহালেন জন্য আবেদন গতের সাথে খরচাবাবদ জমাকৃত টাকা কে পাইবে ?
ক) বাদী খ) বিবাদী গ) অপর পক্ষ ঘ) রাষ্ট্র
৯২। কেন মোকদ্দমার কোন পক্ষ শুনানীর জন্য নিধারিত তারিখের কত দিন পূর্বে কোন তথ্য স্বীকা উক্তির জন্য অপর পক্ষকে নোটিশ দিবেন?
ক) ১০ দিন খ) ৭ দিন গ) ৯ দিন ঘ) ১১ দিন
৯২। বাদীকে কত দিনের মধ্যে মোকদ্দমা খরচা বাবদ জমানত দিতে তহইবে ?ক) ৩০ দিন খ) ৬০ দিন গ) আদালত কর্তৃক নিধারিতসময় ঘ) কোন সময় নিধারিত নাই।
৯৩। শাসন তান্ত্রিক আইনের ব্যাখ্যা সম্পকে কোন মোকদ্দমায় সরকারকে বিবাদী হিসাবে যুক্ত করিলে সরকার উক্ত আদালতে ?ক) মোকদ্দামার খরচ দাবী ধারার অধিকারী হইবেখ) মোত;ত্মার খরচ দাবী করার াধিকারী হইবে না
গ) মোকদ্দমার খরচের জন্য দারী হইবে ঘ) উপরোক্ত কোনটাই নয়।
৯৪। দেওয়ানী কার্যবিধিতে 6 আদেশে করটি বিধি আছে ?
ক) ১০টি খ) ১৫টি গ) ১৮ টি ঘ) ২০টি
৯৫। সূপ্রীম কোট আপীল করা সম্পকিত দেওয়ানী কার্যবিধিতে বিধান ?”
ক) ১০৭ ধারা খ) ১০৮ ধারা গ) ১০৯ ধারা ঘ)১১০ ধারা
৯৬। মোকদ্দমার বহতারোধ সম্পর্কিত বিধান ?
ক) ১০ ধারা খ) ১১ ধারা গ) ১২ ধারা ঘ) উপরোক্ত সবগুলো
৯৭। সর্ব প্রথম রিসিভার ব্যাবস্থার উৎপত্তি কোন দেশে হয় ?ক) ভারতে খ) ইংল্যান্ডে গ) বাংলাদেশে ঘ) পাকিস্তানে
৯৮। কখন ডিক্রী জারীকারক আদালত ডিক্রীফেত দিবে ?ক) ডিক্রীটি দ্বার্থবোধক হলে খ) আইনের দৃষ্টিতে ডিক্রীটি নিস্ফল হইলে গ) আদালতের এখতিয়ারের বাহিরে হইলেঘ) উপরোক্ত যে কোন একটি বা সবগুলো।
৯৯। অস্থায়ী নিষেধাঙ্গা মঞ্জুরের বিরুদ্ধে প্রতিকার কি ?ক) রিভিশন খ) বিবিধ আপীল গ) রিভিউঘ) কোনটাই নয়।
১০০। অস্থায়ী নিষেধাঞ্জা না মঞ্জুরের বিরুদ্ধ প্রতিকার কি ? ক) রিভিশন খ) বিবিধ আপীল গ) রিভিউঘ) কোনটাই নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন