২২৭। পুলিশকে আত্মহত্যা ইত্যাদির অনুসন্ধান করতে হবে এবং তার প্রতিবেদন দিতে হবে- উক্ত বিধান কোথায় আছে?
ক) ধারা ১৭৩ খ) ধারা ১৭৪ গ) ধারা ১৭৫ ঘ) ধারা ১৭৬
২২৮। না রাজীর আবেদন নামঞ্জুর হলে প্রতিকার কি?
ক) আপীল খ) রিভিশন গ) ক ও খ ঘ) কোনটিই নয়।
২২৯। না রাজীর আবেদন করতে পারেন-
ক) আসামী খ) অভিযুক্ত ব্যক্তি গ) অভিযোগকারী ঘ) কোনটিই নয়
২৩০। মামলা আমলে গ্রহনকারী ম্যাজিষ্ট্রেট ফৌজদারী কার্যবিধির কত ধারার বিধান মোতাবেক বাদীর জবানবন্দী গ্রন করেন?
ক) ধারা ১৬১ খ) ধারা ১৮০ গ) ধারা ২০০ ঘ) কোনটিই নয়
২৩১। না রাজীর আবেদন কত ধারা অনুযায়ী করতে হয়?
ক) ধারা ১৬১ খ) ধারা ১৮০ গ) ধারা ২০০ ঘ) কোনটিই নয়
২৩২। আমলে লইবার ক্ষমতা না থাকিলে ম্যাজিস্ট্রেট মন্তব্য লিপিবদ্ধ করিয়া নালিশটি বাদীকে ফেরত দিবেন- উক্ত বিধান কোন ধারায় আছে?
ক) ধারা ১৯১ খ) ধারা ২০০ গ) ধারা ২০১ ঘ) কোনটিই নয়
২৩৩। ম্যাজিস্ট্রেট কোন ধারার বিধান মোতাবেক নিজেই মামলা তদন্ত করতে পারেন?
ক) ধারা ২০০ খ) ধারা ২০১ গ) ধারা ২০২ ঘ) ধারা ২০৩
২৪৪। ২০২ ধারার বিধান মোতাবেক তদন্ত সম্পন্ন হওয়ার পর ম্যজিষ্ট্রেট কোন ধারার মোতাবেক নালিশ খালিশ খারিকজ করতে পারেন? ক) ধারা ২০১ খ) ধারা ২০২ গ) ধারা ২০৩ ঘ) ধারা ২০৪
২৪৫ আপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিষ্ট্রেট আসামীকে হাজির হবার পরোয়ানা বা সমন দিবেন কোন ধারা অনুযায়ী? ক) ধারা ২০১ খ) ধারা ২০২ গ) ধারা ২০৩ ঘ) ধারা ২০৪
২৪৬। ম্যাজিষেট্রট ধারা ২০৫ এর উপধারা ১ অনুযায়ী আসামীর ব্যক্তিগত হাজিরা হতে রেহাই দিয়ে কার মাধ্যমে হাজির হওয়ার অনুমতি প্রদান করতে পারবেন? ক) এ্যাডভোকেট খ) নিকট আত্মীয় ঘ) যে কোন ব্যক্তি ঘ) কোনটাই নয়।
২৪৭। ফরিয়াদী না থাকলে ম্যাজিষ্ট্রেট মামলা যে কোন পর্যায়ে কারণ লিপিবদ্ধ করিয়া খালাস বা দন্ডের বা দন্ডের রায় ঘোষণা না করিয়াই মামলার কার্যক্রম বন্ধ করিতে পারেন”- উক্ত বিধান কোন ধারায় আছে?
ক) ধারা ২০২ খ) ধারা ২৪৩ গ) ধারা ২৪৯ ঘ) ধারা ২৫৫
২৪৮। ২৪৯ ধারা অনুযায়ী ফরিয়াদী না থাকার কারণে ম্যাজিষ্ট্রেট যদি মামলার কার্যক্রম বন্ধ করেন তাহলে আসামীকে কী প্রদান করেন? ক) শাস্তি খ) অব্যাহতি গ) খালাস ঘ) ক ও খ
২৪৯। ফৌজদারী কার্যবিধির ২৬০ ধারায় কোন প্রসঙ্গে বলা হয়েছে?
ক) চার্জ গঠন খ) অভিযোগ গঠন গ) সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা ঘ) কোনটাই নয়।
২৫০। সংক্ষিপ্ত বিচারের পদ্ধতিতে কোন বিচার করলে উক্ত বিচারের সর্বোচ্চ শাস্তি কত দিন দিতে পারেন?
ক) ২ বৎসর খ) ৩ বৎসর গ) ৪ বৎসর ঘ) ৬ বৎছর
২৫১। “আসামীর উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করিতে হইবে”- উক্ত বিধান কোন ধারায় আছে?
ক) ধারা ২৫৩ খ) ধারা ৩৫৩ গ) ধারা ৩৫৫ ঘ) ধারা ৩৫৬
২৫২। ক্রোককৃত সম্পত্তি পুনরুদ্ধারের বা প্রত্যর্পনের আবেদন অগ্রাহ্য হলে তার বিরুদ্ধে কী করা যায়?
ক) আপীল খ) রিভিউ গ) রিভিশন ঘ) কোনটাই নয়
২৫৩। ক্রোককৃত সম্পত্তি পুনরুদ্ধারের বা প্রত্যর্পনের আবেদন অগ্রাহ্য হলে তার বিরুদ্ধে আপীল কত ধারা অনুযায়ী করতে হবে? ক) ধারা ৪০১ খ) ধারা ৪০৩ গ) ধারা ৪০৫ ঘ) ধারা ৪১১
২৫৪। শাস্তি রক্ষা বা সদাচরণের মুচলেকার আদেশের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধির ধারা ৪০৬ অনুযায়ী কী করা যায়? ক) আপীল খ) রিভিউ গ) রিভিশন ঘ) কোনটাই নয়
২৫৫। “আসামীর দোষ স্বীকার কতিপয় ক্ষেত্রে আপীল চলিবেনা”- উক্ত বিধান কোন ধারায় আছে?
ক) ধারা ৪১১ খ) ধারা ৪১২ গ) ধারা ৪১৫ ঘ) ধারা ৪১৯
২৫৬। ফৌজদারী কার্যবিধির ধারা ৪১৭ (৩) অনুযায়ী খালাসের বিরুদ্ধে আপীলের সময়সীমা কত দিন?
ক) ৩০ দিন খ) ৬০ দিন গ) ৯০ দিন ঘ) ১২০ দিন
২৫৭। খালাসের বা অপর্যাপ্ত দন্ডের বিরুদ্ধে আপীল দায়ের করার জন্য সরকার কাকে নির্দেশ দিতে পারবেন? ক) ম্যাজিষ্ট্রেটকে খ) জজকে গ) পিপিকে ঘ) কোনটাই নয়
২৫৮। অপর্যান্ত দন্ডের বিরুদ্ধে আপীলের সময়সীমা কত দিন?
ক) ৩০ দিন খ) ৬০ দিন গ) ৯০ দিন ঘ) ১২০ দিন
২৫৯। “ঘটনার প্রশ্নে এবং আইনের প্রশ্নে আপীল হইতে পারিবে”- উক্ত বিধান কোন ধারায় আছে?
ক) ধারা ৪১৫ খ) ধারা ৪১৮ গ) ধারা ৪১৯ ঘ) ধারা ৪২৯
২৬০। মহানগর ম্যাজিষ্ট্রেট কর্তৃক দন্ডাদেশের বিরুদ্ধে আপীল কোন আদালতে দায়ের করতে হবে?
ক) হাইকোর্ট বিভাগ খ) মহানগর দায়রা জজ গ) যুগ্ম দায়রা জজ ঘ) কোনটাই নয়
ক) ধারা ১৭৩ খ) ধারা ১৭৪ গ) ধারা ১৭৫ ঘ) ধারা ১৭৬
২২৮। না রাজীর আবেদন নামঞ্জুর হলে প্রতিকার কি?
ক) আপীল খ) রিভিশন গ) ক ও খ ঘ) কোনটিই নয়।
২২৯। না রাজীর আবেদন করতে পারেন-
ক) আসামী খ) অভিযুক্ত ব্যক্তি গ) অভিযোগকারী ঘ) কোনটিই নয়
২৩০। মামলা আমলে গ্রহনকারী ম্যাজিষ্ট্রেট ফৌজদারী কার্যবিধির কত ধারার বিধান মোতাবেক বাদীর জবানবন্দী গ্রন করেন?
ক) ধারা ১৬১ খ) ধারা ১৮০ গ) ধারা ২০০ ঘ) কোনটিই নয়
২৩১। না রাজীর আবেদন কত ধারা অনুযায়ী করতে হয়?
ক) ধারা ১৬১ খ) ধারা ১৮০ গ) ধারা ২০০ ঘ) কোনটিই নয়
২৩২। আমলে লইবার ক্ষমতা না থাকিলে ম্যাজিস্ট্রেট মন্তব্য লিপিবদ্ধ করিয়া নালিশটি বাদীকে ফেরত দিবেন- উক্ত বিধান কোন ধারায় আছে?
ক) ধারা ১৯১ খ) ধারা ২০০ গ) ধারা ২০১ ঘ) কোনটিই নয়
২৩৩। ম্যাজিস্ট্রেট কোন ধারার বিধান মোতাবেক নিজেই মামলা তদন্ত করতে পারেন?
ক) ধারা ২০০ খ) ধারা ২০১ গ) ধারা ২০২ ঘ) ধারা ২০৩
২৪৪। ২০২ ধারার বিধান মোতাবেক তদন্ত সম্পন্ন হওয়ার পর ম্যজিষ্ট্রেট কোন ধারার মোতাবেক নালিশ খালিশ খারিকজ করতে পারেন? ক) ধারা ২০১ খ) ধারা ২০২ গ) ধারা ২০৩ ঘ) ধারা ২০৪
২৪৫ আপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিষ্ট্রেট আসামীকে হাজির হবার পরোয়ানা বা সমন দিবেন কোন ধারা অনুযায়ী? ক) ধারা ২০১ খ) ধারা ২০২ গ) ধারা ২০৩ ঘ) ধারা ২০৪
২৪৬। ম্যাজিষেট্রট ধারা ২০৫ এর উপধারা ১ অনুযায়ী আসামীর ব্যক্তিগত হাজিরা হতে রেহাই দিয়ে কার মাধ্যমে হাজির হওয়ার অনুমতি প্রদান করতে পারবেন? ক) এ্যাডভোকেট খ) নিকট আত্মীয় ঘ) যে কোন ব্যক্তি ঘ) কোনটাই নয়।
২৪৭। ফরিয়াদী না থাকলে ম্যাজিষ্ট্রেট মামলা যে কোন পর্যায়ে কারণ লিপিবদ্ধ করিয়া খালাস বা দন্ডের বা দন্ডের রায় ঘোষণা না করিয়াই মামলার কার্যক্রম বন্ধ করিতে পারেন”- উক্ত বিধান কোন ধারায় আছে?
ক) ধারা ২০২ খ) ধারা ২৪৩ গ) ধারা ২৪৯ ঘ) ধারা ২৫৫
২৪৮। ২৪৯ ধারা অনুযায়ী ফরিয়াদী না থাকার কারণে ম্যাজিষ্ট্রেট যদি মামলার কার্যক্রম বন্ধ করেন তাহলে আসামীকে কী প্রদান করেন? ক) শাস্তি খ) অব্যাহতি গ) খালাস ঘ) ক ও খ
২৪৯। ফৌজদারী কার্যবিধির ২৬০ ধারায় কোন প্রসঙ্গে বলা হয়েছে?
ক) চার্জ গঠন খ) অভিযোগ গঠন গ) সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা ঘ) কোনটাই নয়।
২৫০। সংক্ষিপ্ত বিচারের পদ্ধতিতে কোন বিচার করলে উক্ত বিচারের সর্বোচ্চ শাস্তি কত দিন দিতে পারেন?
ক) ২ বৎসর খ) ৩ বৎসর গ) ৪ বৎসর ঘ) ৬ বৎছর
২৫১। “আসামীর উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করিতে হইবে”- উক্ত বিধান কোন ধারায় আছে?
ক) ধারা ২৫৩ খ) ধারা ৩৫৩ গ) ধারা ৩৫৫ ঘ) ধারা ৩৫৬
২৫২। ক্রোককৃত সম্পত্তি পুনরুদ্ধারের বা প্রত্যর্পনের আবেদন অগ্রাহ্য হলে তার বিরুদ্ধে কী করা যায়?
ক) আপীল খ) রিভিউ গ) রিভিশন ঘ) কোনটাই নয়
২৫৩। ক্রোককৃত সম্পত্তি পুনরুদ্ধারের বা প্রত্যর্পনের আবেদন অগ্রাহ্য হলে তার বিরুদ্ধে আপীল কত ধারা অনুযায়ী করতে হবে? ক) ধারা ৪০১ খ) ধারা ৪০৩ গ) ধারা ৪০৫ ঘ) ধারা ৪১১
২৫৪। শাস্তি রক্ষা বা সদাচরণের মুচলেকার আদেশের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধির ধারা ৪০৬ অনুযায়ী কী করা যায়? ক) আপীল খ) রিভিউ গ) রিভিশন ঘ) কোনটাই নয়
২৫৫। “আসামীর দোষ স্বীকার কতিপয় ক্ষেত্রে আপীল চলিবেনা”- উক্ত বিধান কোন ধারায় আছে?
ক) ধারা ৪১১ খ) ধারা ৪১২ গ) ধারা ৪১৫ ঘ) ধারা ৪১৯
২৫৬। ফৌজদারী কার্যবিধির ধারা ৪১৭ (৩) অনুযায়ী খালাসের বিরুদ্ধে আপীলের সময়সীমা কত দিন?
ক) ৩০ দিন খ) ৬০ দিন গ) ৯০ দিন ঘ) ১২০ দিন
২৫৭। খালাসের বা অপর্যাপ্ত দন্ডের বিরুদ্ধে আপীল দায়ের করার জন্য সরকার কাকে নির্দেশ দিতে পারবেন? ক) ম্যাজিষ্ট্রেটকে খ) জজকে গ) পিপিকে ঘ) কোনটাই নয়
২৫৮। অপর্যান্ত দন্ডের বিরুদ্ধে আপীলের সময়সীমা কত দিন?
ক) ৩০ দিন খ) ৬০ দিন গ) ৯০ দিন ঘ) ১২০ দিন
২৫৯। “ঘটনার প্রশ্নে এবং আইনের প্রশ্নে আপীল হইতে পারিবে”- উক্ত বিধান কোন ধারায় আছে?
ক) ধারা ৪১৫ খ) ধারা ৪১৮ গ) ধারা ৪১৯ ঘ) ধারা ৪২৯
২৬০। মহানগর ম্যাজিষ্ট্রেট কর্তৃক দন্ডাদেশের বিরুদ্ধে আপীল কোন আদালতে দায়ের করতে হবে?
ক) হাইকোর্ট বিভাগ খ) মহানগর দায়রা জজ গ) যুগ্ম দায়রা জজ ঘ) কোনটাই নয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন