সুনির্দিষ্ট প্রতিকার আইন

১। ধারা ৮ অনুযায়ী দখল পুনরুদ্ধারের মামলা বেদখলের তারিখ হতে কতদিনের মধ্যে করতে হবে?
ক) ১২বছরের মধ্যে খ) ২১ বছরের মধ্যে গ) ৯ বছরের মধ্যে ঘ) এক দশকের মধে
২। ধারা ৯ আনুযায়ী দখল পুনরুদ্ধারের মামলা বেদখলের তারিখ হতে কতদিনের মধ্যে করতে হবে?
ক) ৩ মাসের মধ্যে খ) ৬ মাসের মধ্যে গ) ১২ বছরের মধ্যে ঘ) ৯ বছ৭রের মদ্যে
৩। কোন ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করাযায় না?
ক) ৯ ধারায় খ) ১২ ধারায় গ) ক ও খ ঘ) কোনটিই নয়
৪। যে সব চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় সেগুলো কত ধারায় বলা আছে?
ক) ৮ ধারায় খ) ৯ ধারায় গ) ১২ ধারায় ঘ) ২১ ধারায়
৫। যে চুক্তিগুলোর কার্যসম্পাদন আদালতের আদেশের মাধ্যমে সম্ভব নয়, সেটা কত ধারায় বলা আছে?
ক) ৮ ধারায় খ) ৯ ধারায় গ) ১২ ধারায় ঘ) ২১ ধারায়
৬।Specific Performance of Contract   সম্পর্কে কত ধারায় বলা আছে?
ক) ৬ ধারায় খ) ৮ ধারায় গ) ৯ ধারায় ঘ) ১২ ধারায়
৭। সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ সর্বশেষ কখন সংশোধিত হয় ?
ক) ১৯৯৯ সালে খ) ২০০৪ সালে গ) ২০০৫ লালে ঘ) ২০১০ সালে
৮।  ২০০৪ সালে সংশোধীত সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ কখন সংশোধিত হয়?
ক) ১ মার্চ, ২০০৪ খ) ১ এপ্রিল, ২০০৪ গ)  ১ মে ২০০৪ ঘ) ১৬ ডিসেম্বর ২০০৪
৯। সম্পত্তি অর্পণ সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় হয়?
ক) ১০ ধারায় খ) ১১ ধারায় গ) ১২ ধারায় ঘ) ২১ ধারায়
 ১০। নিষেধাজ্ঞা সম্পর্কে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় আলোচনা করা হয়েছে?
ক) ৫২-৫৪ খ) ৫২-৫৬ গ) ৫২-৫৭ ঘ) ৫৩-৫৭
১১। সুনির্দিষ্ট প্রতিকার আইন কত সালের কত নং আইন?
ক) ১৮৭৭ সালের ১নং খ) ১৮৭৭ সালের ১১ নং গ) ১৮৮৭ সালের ৯ নং ঘ) ১৮৮৭ সালের ১১ নং
১২। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় প্রতিকার দেওয়ার পদ্ধতি বিষয়ে বলা আছে?
ক) ৩ ধারায় খ) ৫ ধারায় গ)  ৭ ধারায় ঘ) ১০ ধারায়
১৩। সুনির্দিষ্ট প্রতিকার আইনের  ৯ ধারা অনুসারে জমির দখল পুনদ্ধারের জন্য কোন বিষয়গুলি প্রমাণ করতে হবে?
ক) স্বত্ব ও দখল খ) সীমানা গ) স্বত্ব ঘ) দখল ও বেদখল
১৪। ৯। ধারায় দখল পুনরুদ্ধারের মোকদ্দমা কত দিনের মধ্যে দায়ের কেেত  হয়?
ক) ৩ মাস খ) ৬ মাস গ) ১ বছর ঘ)২ বছর
১৫। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুসারে জমির দখল পুনরুদ্ধারের মামলা করা যায়না কার বিরুদ্ধে?
ক) সরকার খ) ক্ষমতাবান ব্যক্তি গ) ক ও খ ঘ) বেদখকারী
১৬। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার মামলা করতে পারেন কে?
ক) দখলচ্যুত ব্যক্তি খ) দখলচ্যুত ব্যক্তি নিজে বা তার মাধ্যমে দবীদার দকোন ব্যক্তি
গ) দাবীদার কোন ব্যক্তি ঘ) প্রভাবশালী ব্যক্তি
১৭। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার দখল পুনরুদ্ধারের মামলা ইনকোরী পরিসর কেমন?
ক) খুবই সীমিত খ) বিচস্তৃত গ) ব্যপক ঘ) কোনটিই নয়
১৮। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার ধখল পুনরুদ্ধরের মামলা করতে হয় কিসের মাধ্যমে?
ক)আরজি খ) দরখাস্ত গ) মৌখিকভাবে ঘ) কোনটিই নয়
১৯। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার মামলায় কোর্ট ফি কত?
ক) এডভ্যালেরেম কোর্ট ফি এর অর্ধেক খ) এডভ্যালেরেম কোর্ট ফি এর সকমন গ) ফিক্সড ঘ) ২০০ টাকা
২০। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার মামলা কোন আদালতে দায়ের করতে হয়?
ক) দেওয়ানী আদালতে খ) ফৌজদারী আদালত গ) ম্যাজিস্ট্রেট আদালত ঘ) কোনটিই নয়
২১। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার মামলার ডিক্রি বা আদেশের বিরুদ্ধে কোনটি করা যায় না /
ক) আপীল খ) রিভিউ গ) ক ও খ ঘ) কোনটিই নয়
২২। দলিল বাতিলের মোকদ্দমার  সময়সীমা কত? ক) ১ বছর  খ) ২ বছর গ) ৩ বছর  ঘ) ৬ বছর
২৩। দলিলের অংশবিশেষ বাতিল করা যায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা অনুযায়ী?
ক) ধারা ৪০ খ)  ধারা৪১ গ)   ধারা ৪২ ঘ)  ধারা ৪৩
২৪। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারার মোকদ্দমাকে কী মোকদ্দমা বলা হয়?
ক) ঘোষণামূলক মোকদ্দমা খ) ক্ষতিপূরণ মোকদ্দমা গ) নিষেধাজ্ঞ ঘ) কোনটিই নয়
২৫। শুধু ঘেষণামূলক মামলার ডিক্রী সম্পাদনের জন্য কোনটি প্রয়োজন নেই?
ক) জারির মামলা খ) জারির মামলা প্রয়োজন গ) ক ও খ ঘ) কোনটিই নয়
২৬। ঘোষণামূলক মামলায় কোন ধরণের কোর্ট ফি দিতে হয়?
ক) ফিক্সড খ) এ্যাডভেলেরেম কোর্ট ফি গ) ২০০ টাকা ঘ) কোনটি নয়
২৭। ঘোষণামূলক মামলার প্রতি ঘোষণার জন্য ফিক্সড কোর্ট ফি কত?
ক) ২০০ টাকা খ) ৩০০ টাকা গ) ৫০০ টাকা ঘ) কোনটিই নয়
২৮। নালিশের কারণ সৃষ্টির কতদিনের মধ্যে ঘোষণামূলক মামলা দায়ের করা যায়?
ক) ১ বছর খ) ৬ বছর গ) ৩ বছর ঘ) ৪ বছর
২৯। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৪ ধারায় চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের জন্য কয়টি ক্ষেত্র উল্লেখ আছে?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
৩০। সুনির্দিষ্ট প্রতিকার আইনানুযায়ী কয়ভাগে সুনির্দিষ্ট প্রতিকার দেয়া যেতে পারে?
ক) ৫ ভাবে খ) ৪ ভাবে গ) ৩ ভাবে ঘ) ৬ ভাবে
৩১। ৫ ধারামতে নিচের কোনটি সুনির্দিষ্ট প্রতিকার নয়?
ক) রিসিভার নিয়োগ খ) কোন একটি পক্ষকে যে কাজ করতে সে বাধ্য তা করতে নির্দেশ দেয়া
গ) কোন একটি পক্ষকে ক্ষতিপূরণ দেয়া ঘ) কোন সম্পত্তির দখল গ্রহণ করে তা তার দাবীদারের নিকট অর্পণ করা
৩২। কত ধারায় নিরোধক প্রতিকারকে সংজ্ঞায়িত করা হয়েছে?
ক) ৩ ধারায় খ) ৫ ধারায় গ) ৬ ধারায় ঘ) খ ও গ
৩৩। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারার অধীনে মামলার তামাদির মেয়াদ কত?
ক) ৬ মাস খ) ১ বছর গ) ১২ বছর ঘ) ৯০ দিন
৩৪। ৯ ধারার অধীনে মামলার তামাদির মেযাদ কত দিন? ক) ৬ মাস খ) ১ বছর গ) ১২ বছর ঘ) ৯০ দিন
৩৫। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের আলোচনা করা হয়েছে/
ক) ৮ ধারা খ) ৯ ধারা গ) ১০ ধারা ঘ) ১১ ধারা
৩৬। দখলের অধিকারী ব্যক্তি যদি দখলে না থাকেন তবে কোন ধারায় প্রতিকার চাইতে পারেন? ক) ৫ খ) গ) ৯ ঘ) ১২
৩৭। কত ধারায় দখল পুনরুদ্ধারের জন্য সরকারের বিরুদ্ধে মামলা করা যায়? ক) ৫ খ) গ) ৯ ঘ) ১২
৩৮। কোন ধারার মামলার ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপীল বা রিভিউ করা যাবে না? ক) ৫ খ) ৮ গ) ঘ) ১২
৩৯। কোন ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না? ক) ৫ খ) ৮ গ) ঘ) ১২
৪০। ৮ ধারার অধীন মামলায়- ক) আপীল করা যায় খ) রিভিউ করা যায় গ) আপীল/রিভিউ করা যাবে না ঘ) ক ও খ
৪১। যে সব চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় সেগুলো কত ধারায় বলা আছে?  ক) ৫ খ) ৮ গ) ৯ ঘ) ১২
৪২। যে চুক্তিগুলোর কার্য সম্পাদন আদালতের আদেশের মাধ্যমে সম্ভব নয়, সেটা কত ধারায় বলা আছে?
ক) ১২ খ) ১৩ গ) ২১ ঘ) ২৯
৪৩। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ক্ষেত্রে ডিক্রি প্রদানের ক্ষমতা আদালতের-
ক) ইচ্ছাধীন ক্ষমতা খ) বাধ্যকর গ) আইনগত ক্ষমতা ঘ) ক ও খ
৪৪। স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি রেজিষ্ট্রিকৃত না হলে আদালত চুক্তির কার্য সম্পাদনের-
ক) আদেশ দিবেন না খ) আদেন দান ইচ্ছাধীন গ) প্রতিকার দিতে পারেন ঘ) আদেশ দিতে পারেন
৪৫। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা বা ধারাসমূহ অনুসারে একটি চুক্তির আংশিক পালন বলবৎ করা যায়?
ক) ১৪ খ) ১৫ গ) ১৬ ঘ) সবগুলো
৪৬। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় সুনির্দিষ্টভাবে বলবৎ যোগ্য চুক্তিসমূহের বিবরণ দেয়া হয়েছে?
ক) ১২ খ) ১৩ গ) ২১ ঘ) ২৯
৪৭। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা অনুসারে কোন চুক্তি অথবা লিখিত দলিল সংশোধন করা যেতে পারে?
ক) ৩১ খ) ৩৫ গ) ৩৯ ঘ) ৪১
৪৮। তামাদি আইন অনুযায়ী দলিল বাতিল করার মামলা কত দিনের মধ্যে করতে হবে?
ক) ৩ বছর খ) ৫ বছর গ) ৩ মাস ঘ) ১২ বছর
৪৯। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারানুসারে কয়টি বিষয় সম্পর্কে  ঘোষণামূলক ডিক্রীর জন্য মামলা করা যায়?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
৫০। বাদী যে ঘোষণামূলক মামলায় অন্যান্য ধরণের প্রতিকার প্রার্থনা না করে তবে আদালত-
ক) ন্যায় বিচারের স্বার্থে প্রতিকার দিবেন খ) ইচ্ছাধীন হয়ে প্রতিকার দিবেন গ) কোন ঘোষণা দিবেন না ঘ) ক ও খ

৩টি মন্তব্য:

  1. ধারা ৮ অনুযায়ী দখল পুনরুদ্ধারের মামলা বেদখলের তারিখ হতে কতদিনের মধ্যে করতে হবে?
    ক) ১২বছরের মধ্যে খ) ২১ বছরের মধ্যে গ) ৯ বছরের মধ্যে ঘ) এক দশকের মধে

    উত্তরমুছুন
  2. Injunction er mamla dayer er Court Fee ( fixed) = ?

    উত্তরমুছুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়

১। দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়  ক) বিবাদী বাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা,খ) বাদী বিবাদী দত্তক পুত্র মর্মে ঘোষণাগ) বাদী-বিবাদী পালকপুত্র ম...